নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চরের ছবি

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

গত পাঁচ তারিখে চরে ঘুরতে গিয়ে কিছু ছবি তুলেছিলাম।

খেয়া নৌকার অপেক্ষায় চরের মহিলারা।

জেলে নৌকার ছবি তুলতে দেখে জেলে আমার দিকে তাকিয়ে আছে।

খেয়া নৌকা থেকে কেউ নামছে কেউ নৌকায় উঠছে।

খেয়া নৌকার আগা গুলুইয়ে লগি ঠেলে মাঝি নৌকা নদীতে ভাসিয়ে দিচ্ছে।

নদীর ভাঙ্গনের কবলে ভিটে মাটি।

প্রখর রোদে জেলে নৌকা বেঁধে ছইয়ের ভিতরে বসে আছে।

নৌকা তীরে ভিরার অপেক্ষায় যাত্রী।

একটু পরেই জেলেরা নৌকা ছেড়ে অন্য জায়গায় মাছ ধরতে রওনা হলো।

এক দিন মুজুর জ্বালানী হিসাবে কাশবন থেকে কাশ কেটে জড় করছে।

নতুন চর উঠেছে।

চরের ক্ষেতের অবস্থা পর্যবেক্ষণ।

এই ঘরটি বন্যার পানিতে তলিয়ে গেলে ঘরের লোকজন অন্য জায়গায় আশ্রয় নেয়। বন্যার পানির তোড়ে ঘরের বেড়া ভেঙে গেছে।

চরের দৃশ্য।

কাশবনে একা একা।

কাশবন কেটে চাষের ক্ষেত তৈরী করার জন্য কাশ কেটে জড় করা হচ্ছে।

খেয়া নৌকার যাত্রী।

খেয়া নৌকার যাত্রী।

নৌকায় কিষাণ কিষাণি। ছবি তুলতে গেলে কিষাণি লজ্জায় মাথা নিচু করে।

আমার ছোট ছেলে, চরে যাওয়ার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল ওকে কোন মতেই রেখে যাওয়া সম্ভব হলো না। ঘর-বাড়ি বিহীন চরে রোদের মধ্যে ঘুরতে গিয়ে কাহিল হয়েছে।

নদীর এপার ওপারের দৃশ্য।

নদীতে জাল ফেলে মাছ ধরার দৃশ্য।

খেয়া নৌকা ছাড়ার অপেক্ষায়।

পুরো চরটাই কাশবনে ঢাকা।

ঘণ কাশ বন।

মন্তব্য ৭২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

গেম চেঞ্জার বলেছেন: সুন্দর!! প্রকৃতির ছবি। ১ম প্লাস।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: প্রথম হওয়ার জন্য চায়ের দাওয়াত থাকল। ধন্যবাদ ভাই গেম চেঞ্জার।

২| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮

ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবিগুলো। সাধারণ জীবনের চিত্র, খুব ভাল লাগল।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪০

গেম চেঞ্জার বলেছেন: আমার চা কই?

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: মতিঝিলে সকালে এলেই পাবেন।

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

গেম চেঞ্জার বলেছেন: :) :) :D

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ছবিগুলো । ভাল লেগেছে ।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কলমের কালি শেষ। অনেক অনেক শুভ্চেছা রইল।

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: কোন চরের ছবি?

ছবিগুলো সুন্দর এসেছে।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সিংড়িয়া চরের ছবি।

৭| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: চরের ছবিগুলো দেখে নির্মল আনন্দ পেলাম!!!!
অনেক শুভেচ্ছা ভাই!!!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

বিপরীত বাক বলেছেন: আপনার বাড়ী কি ফুলছড়ি? নাকি এর আশেপাশে ( ভরতখালী, সাঘাটা, বাদিয়াখালী, কচুয়া)???

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০১

প্রামানিক বলেছেন: আমার বাড়ি ফুলছড়ির সিংড়িয়া গ্রামে ছিল। আমাদের গ্রামটি নদীতে ভেঙে গেছে। বর্তমানে যে চরের ছবি দিয়েছি সেইখানে ছিল। নদী ভাঙার পর এখন গাইবান্ধা শহর এবং ঢাকার আশুলিয়ায় বাড়ি করেছি। তবে সেখানকার জমি এখনও আছে। আপনার বাড়ি কোথায়?

৯| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

প্রবাসী পাঠক বলেছেন: আপনার প্রতিটি ছবি পোস্ট অসাধারণ লাগে। প্রতিটি ছবি থেকে যেন দেশের মাটির গন্ধ আসে।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক। আপনার মন্তব্য ভাল লাগল। অনেক অনেক শুভ্চেছা রইল।

১০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

ভ্রমরের ডানা বলেছেন: কাশফুল দেখে মন ভরে গেল। অসাধারণ চরের ছবি ব্লগ।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: প্রতিটা ছবিই আবহমান বাংলার কথা মনে করিয়ে দেয়।।
কাশের আটি দেখে মনে হলো চোখের ক্ষুধার সাথে পেটেরও ক্ষুধা মেটায়!!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, কাশ ফুল যেমন অনেকের চোখের ক্ষুধা মেটায় আবার কাশ অনেকের পেটের ক্ষুধা মেটায়। ধন্যবাদ আপনাকে।

১২| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯

রিকি বলেছেন: দিনটা শুরু হয়েছিল এক অসাধারণ ছবি ব্লগ দেখে, শেষও হলো ভাইয়া আরেকটা ছবি ব্লগ দিয়ে। অনেক অনেক ভালো লাগলো ছবিগুলো :)

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ রিকি। ছবি দিয়েই দিনের শুরু এবং ছবি দিয়েই শেষ কথাগুলো ভাল লাগল। ধন্যবাদ

১৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

আমি মিন্টু বলেছেন: খুব ভালো লাগল ছবি ব্লগ B-)

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার ছবিগুলো B-) B-)

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব। অনেক অনেক শুভ্চেছা রইল।

১৬| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২১

সাইফুর রহমান পায়েল বলেছেন: চমৎকার ছবি

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাইফুর রহমান পায়েল। অনেক অনেক শুভেচছা রইল।

১৭| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৭

বিপরীত বাক বলেছেন: গাইবান্ধা শহরের কোথায় বাড়ি করেছেন জানতে পারি?
ফুলছড়ি বাড়ি হলে বিনাপুজি ব্যাবসা র কথা মনে আছে?? ৩ টা করে টোকেন?

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬

প্রামানিক বলেছেন: আপনার পরিচয়টা পেলে আমি আমার বিস্তারিত বলতাম। আমি ১৯৭৬সাল পর্যন্ত ফুলছড়ি স্কুলের ছাত্র ছিলাম, এরপর গাইবান্ধা কলেজ এরপর ঢাকা। যে কারণে ফুলছড়ির সাথে বর্তমানে সম্পৃক্ততা কম।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৫

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর ছবি ব্লগ +

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমিনুর রহমান, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


সুন্দর।

নৌকার জেলে কি মাছ পায়, দৈনিক কত টাকা আয় করে?

যারা তীর থেকে জাল ফেলে, তারা কি মাছ পায়?

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: যারা তীর থেকে জাল ফেলে তারা মাছ পায় তবে আগের মত খালুই ভর্তি মাছ পায় না খাওয়ার মত মাছ পায়। আমি যে সময়ে ছবি তুলেছি সে সময়ে জেলেরা মোটামুটি ভালই মাছ পাচ্ছে তবে দাম কম, এক জেলেকে জিজ্ঞাস করে জানতে পেলাম প্রায় একমণ মাছ মাত্র দেড় হাজার টাকায় বিক্রি করেছে।

২০| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২১

লালপরী বলেছেন: ভালোলাগলো চরের ছবি

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লালপরী, অনেক অনেক শুভেচছা রইল।

২১| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৮

গোধুলী রঙ বলেছেন: ছবিগুলো চমৎকার প্রামানিক ভাই, কিন্তু চরবাসীর দুর্দশা দেখলে মন খারাপ হয়ে যায়, কারন আমিও তো এক চর থেকেই এসেছি।

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোধুলী রঙ, আপনি ভাই কোন চর থেকে এসেছেন? জানতে পারলে খুশি হতাম।

২২| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৮

গোধুলী রঙ বলেছেন: সাতক্ষীরা বাংলাদেশ-ভারত বর্ডারে

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭

প্রামানিক বলেছেন: সাতক্ষীরা সুন্দর বন পর্যন্ত গিয়েছি কিন্তু চর তো আমার চোখে পড়ে নাই।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
অনবদ্য। আমি মাঝে মাঝে সকালে মতিঝিল যাই। ডাচবাংলার চেয়ারম্যানের প্রপার্টির পাশের "ডিজিটাল টি-স্টল", উনুন, হীরাঝিল, এসবে নাস্তা আর প্রচুর চা খেয়েছি। উনুন সম্ভবত এখন বন্ধ। আর ডাচবাংলার ডেভেলাপমেন্টের জোয়ারে ছোটখাট টংগুলো হারিয়ে গেছে।

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: উনুন বন্ধ থাকলে চায়ের ব্যবস্থা হবে কিভাবে?

২৪| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১০

জুন বলেছেন: গ্রামীন জনপদের ছবি তুলে এনেছেন দক্ষতার সাথে । খুব আপন লাগলো পরিবেশটিকে প্রামানিক ভাই ।
+

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: যে নদীর ছবি তুলে এনেছি সেটা আপনার বাপের বাড়ির পিছন দিয়ে বয়ে গেছে আর আমার বাপের বাড়ি সামনে দিয়ে, বলেন তো জুন আপা এটা কোন নদী?

২৫| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৮

গোধুলী রঙ বলেছেন: আসলে চর বলতে আমি নদীর পাড়ের জনবসতি মিন করেছি, আপনার উল্লেখিত চরের সাথে এটা মেলে না। পার্থক্যটা এখন বুঝতে পারলাম, আপনার কনফিউশন থেকে।

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: এবার বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই গোধুলী রঙ।

২৬| ২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

আবু আবদুর রহমান বলেছেন: পৃথিবী ও আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর স্মরণ এসে যায় ছবি গুলি দেখলে । আল্লাহ কি সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবীকে আমাদের জন্য । আর আমরা একটু ও চিন্তা করি না কে এগুলো সৃষ্টি করেছেন ? এগুলো সৃষ্টি করা ছাড়া নিজে নিজে সৃষ্টি হয়ে গিয়েছে ?? নিজে নিজে তো কিছুই সৃষ্টি হয় না । এসব ছবি দেখলে অন্তর হতে বেরিয়ে আসে সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য । ধন্যবাদ কষ্টকরে সুন্দর সুন্দর ছবি দেয়ার জন্য । খেয়া নৌকার যাত্রিটা কে যিনি চশমা বুকের সাথে ঝুলিয়ে রেখেছেন ?? :D :) ভাতিজাকে কিউট লাগছে মাশাআল্লাহ ।

২১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪

প্রামানিক বলেছেন: ভাই আব্দুর রহমান, মন্তব্যে চমৎকার কথা বলেছেন, আসলেই আমরা চারিদিকের সৃষ্টি নিযে কখনই চিন্তা করি না করলে অবশ্যই সৃষ্টিকর্তাকে না ডেকে থাকতে পারবো না। খেয়া নৌকার যাত্রীকে যা মনে মনে ভাবছেন তাই। ধন্যবাদ

২৭| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫

পুলহ বলেছেন: খুব ভালো লাগলো প্রামানিক ভাই ! সাধারণের মধ্য দিয়ে অসাধারণ সৌন্দর্য দেখতে পেলাম :)

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই পুলহ, অনেক অনেত শুভ্চেছা রইল।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪

সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর ছবি! ভাল লাগলো ভাই প্রামানিক! শুভ কামনা জানবেন!

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১

এস কাজী বলেছেন: প্রামানিক ভাই ছবি সুন্দর হয়ছে। বাট এই চর কোথায়?

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই এস কাজী, এই চর গাইবান্ধা জেলার একটি গ্রাম নাম সিংড়িয়া।

৩০| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী সিপাহী বলেছেন: ক্যাপশনসহ ছবিগুলো প্রকৃতির সৌন্দর্য্য প্রকাশ করছে।
সাথে সাথে আপনার মনের সৌন্দর্য্যও।
ভাল থাকবেন।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী সিপাহী, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

কিরমানী লিটন বলেছেন: অপূর্ব সুন্দরের সমাবেশ,অনেক যত্নের ছোঁয়া,যা আপনার মতো জিনিয়াসের পক্ষেই সম্ভব-সত্যিই অসাধারণ!!!
সতত শুভকামনা প্রিয় প্রামানিক ভাইয়ের জন্য...

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন, প্রকৃতির যে কোন দৃশ্য দেখতে সুন্দর কেউ খেয়াল করি কেউ করি না। আপনার কাব্যময় মন্তব্য ভাল লাগল। শুভ্চেছা রইল।

৩২| ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

বিপরীত বাক বলেছেন: আমি ৩ বছর গাইবান্ধা স্কুলে পড়েছি।। লোকেমুখে শুনে ফুলছড়ি ঘাটে কমদামে একবার মাছ কিনতে গেছিলাম।। কিন্তু ঘাটের কাছে রাত ৭টা পর্যন্ত থেকেও বড় মাছ পাইনি।। এদিকে গাইবান্ধা টাউনে আমার প্রবাসী নানি টেনশনে স্টেশন রোডে হাটাহাটি করছিল।। ভাবছিল যে মাছওয়ালা রা বোধহয় আমাকে পিস পিস কেটে নদীতে ভাসিয়ে দিছে।। পরে রাত ৮ টার দিক কাচুমাচু ভঙ্গিতে ৩০০ টাকার একটা মরা আইড় কিনে পরাজিত আমি বাসায় ফিরেছিলাম।। যেটা কিনা গাইবান্ধা ডেভিড কোং পাড়ার নতুন বাজারে একেবারেই এভেইলেবেল ছিল।।

আহ্। তিস্তার লম্বা সিট গুলোর কোণায় বসে দীর্ঘ যাত্রা শেষে স্টিমার টা যখন ফুলছড়ি ঘাটে ধাক্কা মারত সারাদেহে একটা অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়তো।। ১০-২০ টাকায় অনেকগুলো পানিফল কিনে পুটলিতে বেঁধে নিতাম আম্মাকে দেখাবো বলে।।

মজার বিষয় কি জানেন?? বোনারপাড়া যেয়ে তিস্তা একতা কেন উল্টো দিকে যাইতো এটা আবিস্কার করতে আমার পাক্কা ৫ বছর লেগেছিল।।

মনে আছে স্টিমারের সেই ৩৫ টাকার প্লেটে র খাবার। একটা মুরগির রান, পেপে ভাজি আর ডাল।। তখন ৩৫ টা কাও থাকতো না পকেটে।।

আজকালের যাত্রাবিরতিতে ওই গর্জিয়াস ফুডভিলেজ, আলিশান অ্যারিস্টোক্রাট, বা হাইওয়ে ভিলার এত দামি দামি ফাস্টফুড, বাহারি পরোটা, গরুর ভুনা, নেহারির মতো কতকিছুর মাঝে আমি এখনও কাঙালের মতো খুজি সেই ৩৫ টাকা দামের প্যাকেজ সস্তা পেপে ভাজি, একটা মুরগী রান, অল্প ডাল, আর গুনে গুনে দুই প্লেট ( পিরিচ ই বলা চলে) ভাতের স্বাদ।। কিন্তু পাই না।। কিভাবে চিমটে চিমটে খেতাম যেন এই বুঝি শেষ হয়ে যাবে।।
সাদা রেলওয়ে অ্যাটেন্ডেন্টের মত ধমক দিয়ে কেউ বলে না এখন আর, " এটাই মেন্যু।। খাইলে খান নাহলে উঠে যান। "

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

প্রামানিক বলেছেন: ভাই আপনার তো অনেক কথাই মনে আছে, ফুলছড়ি ঘাটে চিংড়ি মাছ বা পিয়ালী মাছ দিয়ে ভাত খাওয়ার কথা মনে করিয়ে দিলেন। যাই খেয়েছি খুবই স্বাদ লাগতো। এখন তো আর সেই ঘাট আর নেই। সব কার্যক্রম প্রায় বন্ধ। ফুলছড়ি ঘাটের সেসব শুধু এখন স্মৃতি। তবে আপনার বাড়ি কোথায় সেটা তো বললেন না?

৩৩| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩

তারছেড়া লিমন বলেছেন: ২০০৭/০৮ সালের কথা মনে করিয়ে দিলেন ভাই।। পদ্মার চরে কয়একদিন খুব দাপিয়েছি.............

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

হামিদ আহসান বলেছেন: খুব সুন্দর ..

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হামিদ ভাই শুভেচ্ছা রইল।

৩৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
নাইস পোস্ট।

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭

জেন রসি বলেছেন: চমৎকার সব ছবি।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই জেন রসি। অনেক অনেক শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.