নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বেগম রোকেয়া রচিত কৌতুক

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০


আজ নারী জাগরণেরর পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম দিন। তিনি গল্প, কবিতা, প্রবন্ধ অনেক কিছুই রচনা করে গেছেন। তার রচনার মধ্যে কয়েকটি কৌতুকও আছে। সে সব কৌতুক থেকে নিচে কয়েকটি তুলে ধরা হলো---

কৌতুক -০১
এক আফিংচি ছেলে কোলে লইয়া মেলায় গিয়াছিল; অনেকক্ষণ নানা দৃশ্য দেখার পর তাহার মনে হইল ছেলে কোথায় হারাইয়া গিয়াছে। বেচারা ছেলে খুঁজিয়া হয়রান। শেষে থানায় সংবাদ দিয়া বাড়ি ফিরিল। ঘরে প্রবেশের সময় কপাটের আঘাত লাগায় তাহার কোলের ছেলে কাঁদিয়া উঠিল। তখন সে ছেলের গালে চড় মাড়িয়া বলিল-- "কমবখৎ! আগে কাঁদিসনি কেন? তা হলে আমার এত হয়রান হয়ে থানায় খবর দিতে হত না।"

কৌতুক-০২
হরিশ বাবু চাকরের হাতে একটা চিঠি আর পাঁচটা পয়সা দিয়া বলিলেন যে, সে যেন টিকিট কিনিয়া চিঠিতে আঁটিয়া চিঠিখানা ডাকে দেয়। চাকর কিছুক্ষণ পরে আসিয়া হাসিমুখে পয়সা ফেরত দিয়া বলিল-- "নিন আপনার পয়সা। যেই দেখলুম ডাকবাবু মাথা নিচু করে লেখাপড়া করছেন, আমি অমনি চুপি চুপি চিঠিখানা ডাক-বাক্সে ফেলেই দিয়েছি দৌড়। দেখুন ত, কি বুদ্ধি করে বিনি পয়সায় আপনার চিঠি ডাকে দিয়ে এলুম, তবু আপনি আমায় বোকা বলেন।"

কৌতুক-০৩
দুইটি ছোট বালিকা পুতুলের বিবাহ দিতেছিল। তাহাদের একজন বরের মা এবং একজন ক'নের মা সাজিয়াছিল। বিবাহের মন্ত্র পড়াইবার সময় মোল্লাজী বরের পিতার নাম জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন। বরের মা উত্তরে বলিয়া পাঠাইল যে, বল উহার মায়ের এখনও বিবাহ হয় নাই।

কৌতুক-০৪
একজন শিক্ষক ছাত্রদিগকে ভূগোল পড়াইবার সময় দিক-নির্ণয় বুঝাইতেছিলেন। তিনি একটি ছোট ছেলেকে জিজ্ঞাসা করিলেন,-- "দেখ, তোমার বাম হাত দক্ষিণ দিকে, ডান হাত উত্তরে, মুখ পশ্চিম দিকে, এখন বল তো তোমার পশ্চাতে কি আছে?" সে উত্তর দিল, "স্কুলে আসিবার সময় মা আমার ছেঁড়া প্যাঁৎলুনে একটা তালি লাগিয়ে দিয়েছেন, তাই আছে।"

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০

নীল-দর্পণ বলেছেন: একদম-ই নতুন। ভাল লাগল অনেক। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: হাহাহা......মজার শেয়ার। ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ৩ নাম্বারটা পড়ে বেশ হাসি পেলো :)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: আপনার হাসি পাওয়ায় খুশি হলাম। ধন্যবাদ

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: মজা পেলাম এবং কিছু জানতে পারলাম...
ধন্যবাদ

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ৩ নংং টা অন্য রকম।
শেয়ারের জন্য ধন্যবাদ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কৌতুক পড়ে মজা পেলাম B-)

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: কৌতুকে মজা পাওয়ায় খুশি হলাম।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এক নম্বরটা পড়ে বেশি হেসেছি... তিন নম্বরটিও মজার.... :)

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভালো ভাইটামিন আছে :D

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

প্রামানিক বলেছেন: পুরান আমলের কৌতুক, ভাইটামিন না থাইকা যায় কই- - -

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

সাহসী সন্তান বলেছেন: প্রথমটা বাদে বাকি কৌতুক গুলো আগেই জানা ছিল। আমার কাছে তিন এবং চার নাম্বারটা সব থেকে বেটার বলে মনে হয়।

শুভ কামনা প্রামানিক ভাই!

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

প্রামানিক বলেছেন: আপনার যে জানা থাকার পরেও ভালো লেগেছে তাতেই আনন্দ। ধন্যবাদ

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । চমৎকার । ভাল লেগেছে ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক ভাল লাগল ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কালেকশান প্রামাণিক ভাই +++++

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

হাকিম৩ বলেছেন: সুন্দর কালেকশন ভাইয়া।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো । পোষ্টটা শেয়ার করার জন্য ধন্যবাদ ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো প্রামানিক ভাই।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১১

লিট্রিমিসটিক বলেছেন: ভাল লেগেছে। +++++

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব্‌ই সুন্দর সংগ্রহ , বেশ বিনোদন পেলাম ।
ধন্যবাদ ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ডঃ আলী ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯

আনু মোল্লাহ বলেছেন: মজা পাইছি।
সুন্দর জিনিস সংগ্রহ করে দিয়েছেন, তাই অনেক ধন্যবাদ জানাই :)

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

ফ্রিটক বলেছেন: ভালো লাগল

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

পুলহ বলেছেন: উনার রচনার এ ধারা সম্পর্কে জানা ছিলো না। আপনাকে ধন্যবাদ সেটার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।
৩ আর ৪ পড়ে সাঙ্ঘাতিক মজা পেয়েছি।
শুভকামনা প্রামানিক ভাই।

১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: বেগম রোকেয়ার অনেক লেখা আছে, তার লেখা কবিতা এক সময় ক্লাস নাইন, টেনে পাঠ্য ছিল। ধন্যবাদ

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

খায়রুল আহসান বলেছেন: মহিয়সী নারী বেগম রোকেয়ার কৌতুকের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। কৌতুকগুলো ভাল লেগেছে।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.