নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

দারোয়ান ও কুকুর

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২


শহীদুল ইসলাম প্রামানিক

যেই বেতনে দারোয়ান নিয়োগ
কুকুর তাদের দ্বিগুণ
মানুষ হইয়া মূল্য পায়না
কুকুরের ভাই কি গুণ?

দারোয়ান থাকে মেঝের পরে
কুকুর ঘুমায় খাটে
দারোয়ান খায় ফেলনা খাবার
কুকুর মাংস চাটে।

কুকুর শরীর চেকাপ করে
ডাক্তার খানায় নিয়ে
দারোয়ানদের চিকিৎসা হয়
হাতুরে ডাক্তার দিয়ে।

কুকুর যায়রে গাড়ি চরে
সাহেব বসে যেথা
দারোয়ান বসে অন্য সিটে
স্থান নাই হেথা।

মানুষ হয়েও মানুষের মূল্য
দিচ্ছি নাতো ভাই
কুকুরের মূল্য অনেক বেশি
দেখছি শুধু তাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২

আলী আজম গওহর বলেছেন: ১ম।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: চায়ের দাওত থাকল। ধন্যবাদ

২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭

আলী আজম গওহর বলেছেন: এমন সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত কুকুর হওয়া চাই।বাংলাদেশি সকল কুকুরদের ত্রাহি অবস্থা।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। অনেক অনেক শুভ্চেছা রইল।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

তারেক ফাহিম বলেছেন: ধারুন লিখছেন ভাই

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ধারুন লিখছেন ভাই

ধন্যবাদ আপনাকে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



পশ্চিমে মানুষ প্রাণীকে ভালোবাসে; অনেকেই একাকী থাকেন, কুকুর পোষেন; বাংলার অর্থনীতিটে শহরে কুকুর পোষার অবস্হা নেই।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: বাংলার কুকুর বিদেশের তুলনায় দাম পায় না। ঠিকই বলেছেন

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

কানিজ রিনা বলেছেন: আমাদের কুকুর গুল রাস্তায় থাকে ডাস্টবিনে
খায়,ভাগ্য ক্রমে কারও গেটের কোনে জায়গা
পায়।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০২

সুমন কর বলেছেন: ধনী শ্রেণির মানুষরা করে !! ভালো লিখেছেন।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৫

সোহানী বলেছেন: ছোট বেলায় পন্ডিত মশাই ও তিন ঠ্যাং এর কুকুরের গল্পটা কি আপনারা পড়েছিলেন। যেখানে পন্ডিত মশাই ব্যাখ্যা বরেছিলেন ইন্সপেক্টর সাহেবের তিন ঠ্যাং এর কুকুরের এক পায়ের এর পিছনে যা খরচ হয় ওনার ১১ জনরে সংসারে তার থেকে ও কম বেতনে চলে। যাই হোক কুকুরের আদর দেখছেন কি... আমেরিকা বা কানাডায় আসেন দেখবেন মানুষের থেকে কুকুরের মূল্য হাজার গুন বেশী।++++++++++

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: সৈয়দ মুজতবা আলীর লেখা গল্পের নামটি ছিল "পাদটীকা"। লাট সাহেবের তিন ঠ্যাংগের কুকুরের পিছনে ব্যয় হতো ৭৫/- টাকা পন্ডিত সাহেব বেতন বেতন ২৫/- টাকারও কম। পন্ডিতের প্রশ্নটা ছিল তার ১১ সদস্যের সংসার লাট সাহেবের কুকুরের কয় ঠ্যাংগের সমান? ক্লাস নাইন টেনে এই গল্পটি ছিল। যারা কুকুর আদর করে তারা বাংলাদেশেও কম করে না। ধন্যবাদ আপনাকে।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছড়া!:) প্লাস

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

ধ্রুবক আলো বলেছেন: একদম বাস্তবতাকে তুলে ধরেছেন, +++++
বর্তমান সময়ে মানুষের মূল্য দিন দিন কমে যাচ্ছে যা খুবই সঙ্কার!!

লেখা খুবই ভালো লাগলো; শুভ কামনা জানবেন....

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ধ্রুবক আলো। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

কাছের-মানুষ বলেছেন: যেই বেতনে দারোয়ান নিয়োগ
কুকুর তাদের দ্বিগুণ
মানুষ হইয়া মূল্য পায়না
কুকুরের ভাই কি গুণ?


বরাবরের মতই আরেকটা অসাধারন ছড়া পড়লাম ।

অনেক শুভেচ্ছা রইল ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পশুপ্রীতি থাকা ভালো, তাই বলে মানুষকে অবমূল্যায়ন করা ঠিক না!

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। মানুষকে অবহেলা করে যখন পশুকে বেশি মূ্ল্যায়ন করা হয় সেটাই তখন সমস্যা মনে হয়।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষ দিন দিন বড় মূল্যহীন প্রাণী হয়ে যাচ্ছে.............
কিছু বলার নাই।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ধন্যবাদ আপনাকে।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭

অগ্নি সারথি বলেছেন: একটা গল্প পড়েছিলাম, যেখানে স্কুল পরিদর্শক এন ডি বিটসন বেলের তিন ঠ্যাং ওয়ালা কুকুরের পেছনে মাসে খরচ ছিল ৭৫ টাকা আর স্কুল পন্ডিতের বেতন ছিল ২৫ টাকা। পন্ডিত খুব আক্ষেপ করে তার ছাত্রদের জিজ্ঞেস করেছিলেন, বলতো এই দরিদ্র পন্ডিতের বেতন সাহেবের কুকুরের কয় ঠ্যাং এর খরচের সমান? - আপনার কবিতা পড়ে সেটা মনে পড়ে গেল প্রামানিক দা। ছড়া সুন্দর হয়েছে।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ক্লাস টেনে এই গল্পটা পড়েছিলাম। স্কুল জীবনের স্মৃতি মনে করে দেয়ায় আপনাকে ধন্যবাদ।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ছন্দময় ছড়া, পাঠে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ডঃ আলী অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



সহব্লগার "সোহানী"র মন্তব্য যথার্থ হয়েছে । আমাদের অবস্থাও ওরকমই । :(

হায়রে কিচ্ছু নেই ভাই করার
জীবনটা শুধু কুত্তার ল্যাঞ্জা ধরার ! B:-/

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন জী এস ভাই, আমাদের এখন ঐ অবস্থা।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: বাস্তববে তুলে আনলেন , ভাল লাগল । আমরা কি এখন এই রকম একটা হযবরল সময় পার করছি ?

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: তবে একটা কথা ভুইলেন না, মানুষের চাইতে কুকুর বেশী বিশ্বস্ত :)

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: এইডা মন্দ বলেন নাই, কুকুরের বউ বাচ্চা সংসার না থাকায় টাকা পয়সার দরকার নাই, নইলে কুকুরও দুর্নীতি করতো।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪২

অতঃপর হৃদয় বলেছেন: কুকুর শরীর চেকাপ করে
ডাক্তার খানায় নিয়ে
দারোয়ানদের চিকিৎসা হয়
হাতুরে ডাক্তার দিয়ে।


বড় লোকদের কাছে গবির এভাবেই লাঞ্চিত হচ্ছে। এটা মেনে নিতে পারছি না।

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.