নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

থর্টিফাস্ট নাইট

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪০


শহীদুল ইসলাম প্রামানিক

আতস বাজি ফুটবে কত
রাত বারোটার পর
বেরসিকরা থাকবে শুয়ে
রসিক ছাড়বে ঘর।

নাচন-কোঁদন হই-হল্লাতে
কাটবে সারা রাতি
মদ গাঁজা আর তাড়ি খেয়ে
করবে মাতামাতি।

নেশার ঘোরে চলবে অনেক
রাজাধিরাজ মোডে
উল্টাপাল্টা গাড়ি চালিয়ে
মরবে কেহ রোডে।

খুঁজবে কেহ দামী খাবার
খাবে অনেক কিছু
গরীব লোকে ফেলনা খেতে
হ্াঁটবে পিছু পিছু।

অনেক নারী ছাড়বে বাড়ি
রাস্তাঘাটে রবে
ইভটিজিং আর সম্ভ্রমহানী
অনেক কিছু হবে।

থার্টি ফাস্টের সুখ আনন্দ
তবুও করবে ভাই
গরীব শুধু দেখবে চেয়ে
বলার কিছু নাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই ভাল ছড়া। নতুন বছর আপনার ভাল কাটুক শুভ কামনা রইল প্রামানিক ভাই

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ২য় হইছি, ঘাঘরা পাতার চা খাওয়ান :)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

প্রামানিক বলেছেন:
আসল সুপার গ্রীন টি দিলাম-- আবার ঘাগড়া পাতার রস মনে কইরেন না।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আমি আজকে ফাইসা গেছি, এক যায়গায় উপস্থিত থাকতেই হবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: ফাইসা যান অসুবিধা নাই আইটকা যাইয়েন না। ধন্যবাদ নববর্ষের শুভেচ্ছা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বছর শেষের চমৎকার ছড়া। ধন্যবাদ প্রামানিক ভাই।

কামাল ভাই ফাইসা গেছে কার লগে? মাইয়াডার বয়স কত?

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা রইল। তবে কথা হইল কামাল ভাইয়ের কাছে সেই প্রশ্নটা আমারো- - -

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: দূর্ভাগ্য আমার। ফার্স্ট হতে পালাম না।

তবুও চা দেন।

শুভেচ্ছা ও শুভকামনা প্রামনিক ভাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই বছরের শেষ দিনে অবশ্যই চা পাবেন। ধন্যবাদ

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন:

ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।

হ্যাপি নিউ ইয়ার প্রমাণিক ভাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: শুভ আগাম নববর্ষের শুভেচ্ছা। আগামী বছর আপনার জীবন সুখী সমৃদ্ধ হোক এই কামনা করি। ধন্যবাদ

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার আর কামাল ভাইয়ের জন্য .........

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

বিজন রয় বলেছেন: রসিক নাগর হইতে চাইতাম না।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

প্রামানিক বলেছেন: রসিক নাগর না হইলে অন্তত রসিক হন নইলে জীবন শুকিয়ে যাবে। ধন্যবাদ

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: ছড়ায়+++++ যা যা লিখেছেন ছন্দে তা একদম বাস্তব, বিশুদ্ধ খাটি কথা, অনেক ধন্যবাদ লেখাটার জন্য গুনী....
শুভ কামনা রইলো, লেখাটা খুবই ভালো লেগেছে খুবই....
শুধু আফসোস একটাই আজকেও প্রথম কমেন্ট করতে পারলাম না!!

ভাই, কেমন আছেন আপনি? আপনার দীর্ঘ সুস্থ আয়ু কামনা করি....

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, প্রথম হতে না পারলেও উপস্থিত হয়েছেন তাতেই আমি খুশি। আগামী বছর আপনার জীবন সুখী সমৃদ্ধ হোক এই কামনা করি।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১

আশফাক ওশান বলেছেন: অনেক ভালো লিখেছেন।নতুন বছরের শুভেচ্ছা রইলো

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১

সুশান্ত সরকার বলেছেন: কথাগুলো অনেক সুন্দর লাগলো দাদা। শুভ কামনা রইলো। অারও অনেকদূর এগিয়ে যাক আপনার প্রতিভার গতিময় তরী। শুধু গুরুচন্ডালী দোষটা যাতে না হয় দাদা এ ব্যাপারে একটু খেয়াল দিয়েন।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

প্রামানিক বলেছেন: মন্তব্যে অনেক সুন্দর কথা বলেছেন, খুব ভালো লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

সাহসী সন্তান বলেছেন: ছড়ায় কিছু বাস্তব সত্য উঠে এসেছে!

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

জাহিদ অনিক বলেছেন: ছড়ায় ছড়ায় নিউ ইয়ার।
সুন্দর হয়েছে।

ছড়া পড়ে মনে হল আপনি আপনার ছড়ার বেরসিকদের দলে।
তাই যদি হয়, তাহলে আচ্ছা রসিক লোক আপনি! B-)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: এক সময় থার্টি ফার্ষ্ট নাইটে বন্ধুবান্ধবের সাথে বের হতাম কিন্তু এখন বের হই না। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ভীমরতিকে নাকি বুড়ো ধরে হেনা ভাইকে দেখেই আমি বুঝে গেছি :P

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ভীমরতি কি জিনিষ ভাই, এটা খায় না মাথায় দেয়?

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: থার্টি ফাস্টের সুখ আনন্দ
তবুও করবে ভাই
গরীব শুধু দেখবে চেয়ে
বলার কিছু নাই।" কী আর করার; আমিও এই পথের যাত্রী!

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: আপনার মত আমারও নিরানন্দে সময় কেটে যাবে। ধন্যবাদ আপনাকে।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ২০১১ সালে প্রকাশিত আন্ডারগ্রাউন্ড ব্যান্ড stoic bliss এর গান, শুনলে মজা পাবেন আশা করি।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোকা ভাই, থার্টি ফার্স্টের পুরো কাহিনীই গানের মধ্যে। নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০০

সুমন কর বলেছেন: বলার কিছু নাই। --- ভালো লিখেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

শূণ্য পুরাণ বলেছেন: বছর শেষ হল অাপনার ছড়া দিয়ে,অাপনার ছড়া দিয়ে বছর শুরুও করতে পারেন,অনেক ভাল লাগা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

সোহানী বলেছেন: আহ্ কানাডায় দারুনভাবে পালন হয়। লাখ লোকের সমাগম কিন্তু কোন ধাক্কা নেই, মেয়েদের উপর হামলে পড়ার কোন নজীর নেই, মাতাল হয়ে হাই স্পিডে গাড়ি চালানোর কোন রেকর্ড নেই........ সবাই এতো ভদ্র কেমনে :#) :#) :#)

আর দেশের কথা মনে হলে আতংক লাগে..........

নতুন বছরের শুভেচ্ছা প্রিয় প্রামাণিক ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, দেশে এই পরিবেশ আশা করা যায় না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে ছড়া ।




ইংরেজী নব বর্ষে রইল লিলি ফুলের শুভেচ্ছা।
নতুন বছরে জীবন সুন্দর ও সাফল্যময়
হোক এ কামনাই করি ।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভ্চেছা রইল।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪

অগ্নি সারথি বলেছেন: থার্টি ফাস্টের সুখ আনন্দ
তবুও করবে ভাই
গরীব শুধু দেখবে চেয়ে
বলার কিছু নাই।
- :( :( :(

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

রানা আমান বলেছেন: খুব ভালো লাগল। নতুন বছরের শুভেচ্ছা জানবেন প্রামাণিক ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

চিন্তিত নিরন্তর বলেছেন: আনন্দ ভাল কিন্তু বেশি ভাল না।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: নতুন পোষ্ট কই?????????

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: সমায় পাচ্ছি না ভাই।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

তারছেড়া লিমন বলেছেন: সিরাম হৈচে..............

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯

অতঃপর হৃদয় বলেছেন: অনেক নারী ছাড়বে বাড়ি
রাস্তাঘাটে রবে
ইভটিজিং আর সম্ভ্রমহানী
অনেক কিছু হবে।


নারীদের বাড়ি ছাড়া যাবেনা তাহলে এসব হবেও না।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: কথা ঠিক বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.