নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বিষ্ঠার এপিঠ ওপিঠ

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭


শহীদুল ইসলাম প্রামানিক

বিষ্ঠার কি পিঠ আছে রে
সব পিঠ যে সমান
বিশ্বাস না হয় পরখ করে
দেখতে পারো প্রমাণ।

সব পাশেতে দুর্গন্ধ তার
নাই কোন পিঠ ভাল
যেই খানেতে হাত দিবেরে
মুখ করবে যে কালো।

অসৎ জনের তেমনি স্বভাব
নাই তো শিষ্টাচার
কথায় কথায় সম্মানিদের
চাপকে ধরে ঘাড়।

খারাপ লোকে হরহামেশা
খারাপ থাকে ভাই
ভালো কাজে লাগলে পরেও
স্বার্থ খোঁজে তাই।

অসৎ যদি সৎ হয়রে
ধরে সে যে ভং
ভদ্র হওয়ার অভিনয়ে
করে নানান ঢং।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


বহুদিন পর আমি প্রথম হলাম। আসলে ধ্যান করলে সবি সম্ভব! :P

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: প্রথম হওয়ার জন্য বই মেলায় চায়ের দাওয়াত থাকল। ধন্যবাদ

২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক কথায় উত্তর, অসাধারণ।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: ৩ য় হইলাম ভাই!:)

ব্রোঞ্জটা তাইলে আমার!:)

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই, চা ঠিকই পাবেন। ধন্যবাদ

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
অনেক দিন পরে আপনার লেখা পড়লাম!

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: একটু ব্যস্ত জীবন কাটাচ্ছি যে কারণে সময় কম পাচ্ছি। ধন্যবাদ

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে
প্রামানিক ভাই লিখলেন ছড়া
সেই আনন্দে আসুন খাই
মিষ্টি তালের বড়া।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

প্রামানিক বলেছেন: মিস্টি তালের বড়া পেলে
খুশিই হতাম ভাই
কিন্তু দুঃখ ঢাকা শহরে
তাল গাছ কোথাও নাই।

ধন্যবাদ ছড়ায় রসালো মন্তব্য করার জন্য।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

কানিজ রিনা বলেছেন: হা হা হা সত্য় তুলে ধরেছেন। ধন্য়বাদ

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

ভাবুক কবি বলেছেন: অসাধারণ ছড়া।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মাঝখানে বিরতি দিয়ে আবার আসলেন, লেখলেন, তারপর ভাললাগার মত কিছু দিলেন।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

প্রামানিক বলেছেন: ব্যাস্ত থাকায় সময় কম পাচ্ছি। ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৬

মাকার মাহিতা বলেছেন: বই মেলায় আপনার ছড়ার বই আসবে নাকি?

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

প্রামানিক বলেছেন: চেষ্টায় আছি। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: কইত্তে বের হইলেন? দেখিনা ক্যান?? :-B

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: আগের জায়গা থেকেই বের হইছি। সময় পাই না।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ক্ত্ত রং ঢং এর কবিতা যে জানেন! :D

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: হে হে হে এইয়া আর কি কমু- - - --

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

আরাফআহনাফ বলেছেন: "অসৎ জনের তেমনি স্বভাব
নাই তো শিষ্টাচার
কথায় কথায় সম্মানিদের
চাপকে ধরে ঘাড়। "

দারুন হয়েছে - অনেক অনেক সত্য কথা বললেন সহজেই।

ধন্যবাদ আপনাকে - শুভ কামনা রইলো।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

ধ্রুবক আলো বলেছেন: গুনী ছড়াকার অনবদ্য লিখেছেন একদম
++++
খুব ভালো লাগলো, গভীর অর্থবোধক লেখা!!
শুভ কামনা।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

সিগনেচার নসিব বলেছেন: ছড়া ভাল লাগছে


আপনিও ভাল থাকুন

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

শেয়াল বলেছেন: খেকজ :-/

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ শেয়াল ভাই

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: অসৎ জনের তেমনি স্বভাব
নাই তো শিষ্টাচার
কথায় কথায় সম্মানিদের
চাপকে ধরে ঘাড়।
-------

১০০% খাঁটি কথা বলেছেন ভাই।
অনেকদিন ব্লগে লেখেন নাই। শরীরটা ভালোতো?
দোয়া করছি, সব সময় ভাল থাকবেন!!!

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: শরীর মোটামুটি ভালো আছে। আপনি কেমন আছেন?

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

প্রামানিক বলেছেন: শাক সব্জির মধ্যে মিষ্টি দিলাইন- - -এইডা কেমুন খাবার।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সাবলিল উপস্থাপনা।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় প্রামানিক ভাই,
প্রথমেই বলে নিচ্ছি, আপনি কিন্তু আমার প্রিয় ছড়াকারদের একজন। ভক্ত পাঠকদের কিছু কথাবার্তাও মাঝে মাঝে শুনতে হয় বৈকি!

ছন্দের ব্যাপারে আপনার জ্ঞান হয়তো আমার চেয়ে অনেক বেশি। তারপরেও প্রথা ভেঙ্গে অসাধারন! অসাধারন! না করে কিছু কথা শেয়ার করতে চাই। আপনার অনেক ছড়ার ক্ষেত্রেই দেখি, সেগুলোকে কালোত্তীর্ন ছড়ার কাতারে ফেলতে গেলে কিছু কিছু অসঙ্গতি এড়িয়ে যেতে পারি না। দু'একটি উদাহরন আপনার এই ছড়াটি থেকে দিচ্ছি-

দ্বিতীয় চারের প্রথম লাইনের দ্বিতীয় শব্দটি আপনার পিঠেতে। এখানে ছন্দ মেলাতে আপনি পিঠের সাথে -তে প্রত্যয় যোগ করেছেন। আর এতে করে আপনার ছড়াটি তার সৌন্দর্যের কিছুটা হারিয়েছে, মনে হচ্ছে।

আবার,
তিন নং স্তবকের দ্বিতীয় লাইনের দ্বিতীয় শব্দটি নিজেই শুধুমাত্র একটি প্রত্যয়। আরেকটু সচেষ্ট হলে এটি না করে ভিন্ন ভাবে এটিকে মেলাতে পারতেন। যাই হোক, ছড়াটির অঙ্গ প্রত্যঙ্গ খুজলে এরকম ছোট খাট অসঙ্গতি আরও পাওয়া যাবে।

তাই যদি দয়া করে এগুলোর ব্যাপারে একটু কেয়ার নেন, আমরা পাঠকরা আরও আনন্দিত হওয়ার সুযোগ যেমন পাব তেমনি আপনার কষ্ট করে লেখা ছড়াগুলো পরবর্তী পাঠকদের মাঝে বেঁচে থাকবে অনেক অনেক কাল।

ভাল থাকবেন নিরন্তর।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

প্রামানিক বলেছেন: বিষয়টি তুলে ধরায় অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো।

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
কবির জন্য ফুলের শুভেচ্ছা।

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:




নীজের একটি যেন তেন লিখা নিয়ে কিছুটা পড়ে থাকায়
এদিকটা আসতে না পারায় মিস হয়ে গেছে
এমন একটি মুল্যবান আধ্যাত্বিকতার কথায়
ভরা মুল্যবান ছড়া ।

ভাল লাগা জানিয়ে গেলাম ।
ছড়ায় +++++

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ডাঃ আলী ভাই, আপনি এসেছেন তাতেই আমি খুশি। শুভেচ্ছা রইল।

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: কি যে বলেন প্রামানিক ভাই, আপনার ছড়া পাঠে নীজেকে ধন্য মনে করি ।
শুভেচ্ছা রইল

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

প্রামানিক বলেছেন: আপনার লেখাও ভালো, আপনার লেখা থেকেও আমরা অনেক কিছু জানতে পারতেছি।

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: বাহ!! মজার ছিল :)

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.