নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নারী তুলনাবিহীন

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪


পুরুষের জায়গায় পুরুষ বড়
নারীর জায়গায় নারী
নারী-পুরুষে সমান সমান
মিছাই বাড়াবাড়ি।

নারীরা ভাই যাহা পারে
পুরুষ কি আর পারে,
তারপরেতেও কোন কারণে
সমান ভাবো তারে?

নারীরা দেয় শিশুর জন্ম
ক্ষুধায় দুগ্ধ দান
এমন কাজ কি পুরুষ পারে
বিলিয়ে দিয়েও প্রাণ?

নারীর জায়গায় নারী বড়
তুলনাবিহীন ভাই
নারী-পুরুষ সমান ভাবার
কোন অবকাশ নাই।

(ছবি : ইন্টারনেট)

মন্তব্য ৮৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অতি সুন্দর ছড়া। অতি দামী কথা।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নারী পুরুষের চেয়েও অনেক বেশি গুণি ধৈর্যশীল।
নারীর জায়গায় নারীই সেরা।

অনেক সুন্দর কবিতা পড়লাম। ভালো লাগা রেখে গেলাম ভাই।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

ডঃ এম এ আলী বলেছেন:
অনেক সুন্দর লিখেছেন প্রামানিক ভাই
তবে বিশ্ব নারী দিবসে সবিনয়ে জানাই

কবির কন্ঠেই বলে যাই
আমরা চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।


অনেক অনেক শুভেচ্ছা রইল

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: সব ক্ষেত্রে নারী নহে পুরুষের সমান
বিশ্বাস না হয় দৈহিক গঠনে আছে বহু প্রমাণ।

(এবিষয়ে আমার একটি ছড়া লেখা আছে সুযোগ পেলে পোষ্ট করবো।)

ধন্যবাদ ভাই। মন্তব্যর জন্য খুশি হলাম।

৪| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন: নারীর জায়গায় নারী বড়
তুলনাবিহীন ভাই
নারী-পুরুষ সমান ভাবার
কোন অবকাশ নাই।

মনের কথাটি বলেছেন প্রামানিক ভাই । আপনার সব ছড়ার মতই চমৎকার ।
+

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মনিরা সুলতানা বলেছেন: নারীর জায়গায় নারী বড়
তুলনাবিহীন ভাই
নারী-পুরুষ সমান ভাবার
কোন অবকাশ নাই !!

বাহ !বাহ!বাহ!
শুভ কামনা :)

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা। আন্তরিক শুভেচ্ছা রইল।

৬| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

গেম চেঞ্জার বলেছেন: প্রামানিক ভাই, আজকাল আসেন না দেহি! ঘটনা কি?

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: সময়ের টানাপোড়েন-এর মধ্যে আছি। ধন্যবাদ আপনাকে।

৭| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

আমির ইশতিয়াক বলেছেন: চমৎকার ছড়া। নারী পুরুষ যার যার জায়গায় বড়। বোকা মানুষ শুধুই বাড়াবাড়ি করে।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: এই তো আপনি বিষয়টা বুঝতে পারছেন, অনেকেই বোঝে না। ধন্যবাদ

৮| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


নারীরাই জীবনচক্রকে ধরে রেখেছেন।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৯| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



কন্যা-জায়া-জননী রুপে যে নারী, তার ভেতরের যে সৌন্দর্য তা গোলাপে নেই । যে নমনীয়তা তার , তা লাউ ডগায় নেই । যে স্নেহময়তায় মাখা সে, তার সোয়াদ নেই দুধ মাখা ভাতেও । যে ধৈর্যের প্রতীক নারী সে রকম মৌনতা নেই মৌনী হিমালয়েও ।

তা হলে নারী কি ?
নারী , নারীই ; কন্যা-জায়া-জননী রুপে এক জগৎদাত্রী ।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন আহমেদ জী এস ভাই। আসলে নারীদের সাথে অন্য কোন কিছুর তুলনা হয় না। নারী নারীর জায়গায় তুলনাবিহীন।

১০| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

গেম চেঞ্জার বলেছেন: শরির স্বাস্থ্য ঠিকঠাক প্রামানিক ভাই?

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: শরীর খুব ভালও না আবার মন্দও না। আমার শরীরের ভালো মন্দ খোঁজ নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

১১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নারী দিবসে চমৎকার ছড়া। অন্তর্নিহিত মেসেজটি দিনের আলোর মতো সত্য।

ধন্যবাদ প্রামানিক ভাই।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৭

ইমরান আল হাদী বলেছেন: নারীর প্রতি সম্মান এবং ভালবাসার পঙ্ক্তি মালা ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা রইল।

১৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

কাছের-মানুষ বলেছেন: পুরুষের জায়গায় পুরুষ বড়
নারীর জায়গায় নারী
নারী-পুরুষে সমান সমান
মিছাই বাড়াবাড়ি।


অনেক দিন পরে আপনাকে দেখলাম । ভাল আছেন আশা করি ।
আপনার লেখা সবসময় আমাকে মুগ্ধ করে । নারী পুরুষ নিয়ে এই লেখাটাও ভাল লাগল ।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: ভাল আছি, আপনি কেমন আছেন? আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ রইল।।

১৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২

আহা রুবন বলেছেন: প্রামানিক ভাইকে অনেকদিন পর দেখে ভাল লাগছে। ছড়া পড়ে আরও ভাল লাগল।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: ব্যাস্ত থাকায় সময় পাচ্ছি না তাই ব্লগে আসা হয় না। ধন্যবাদ আপনাকে।

১৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়ে খুবই ভালো লাগছে।
ছড়ায় ছন্দে ছন্দে যে কথা গুলো লিখে গেলেন তা অমিয়। ++++++
অসাধারণ

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। সময়ের অভাবে ব্লগে আসা হয় না।

১৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

অনেক দিন পর, কেমন আছেন?

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন?

১৭| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
পুরুষের জায়গায় পুরুষ বড়
নারীর জায়গায় নারী
নারী-পুরুষে সমান সমান
মিছাই বাড়াবাড়ি


খুব সুন্দর লিখেছেন ।

অনেক দিন পরে আপনাকে ব্লগে পেলাম ।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, কাজে ব্যাস্ত থাকায় সময় পাচ্ছি না।

১৮| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৮

অগ্নি সারথি বলেছেন: নারীর জায়গায় নারী বড়
তুলনাবিহীন ভাই
নারী-পুরুষ সমান ভাবার
কোন অবকাশ নাই। - সহমত!

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

১৯| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা ছড়া পড়ে খুব ভাল লাগছে। ভাইয়া একটি খারাপ কমেন্ট দেখছি। মুছে দিয়েন যখন দেখেন।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

নীলপরি বলেছেন: বেশ কিছুদিন পর লেখা দিলেন । পড়ে ভালো লাগলো ।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: একটু ব্যাস্ত আছি যে জন্যে ব্লগে কম আসি।

২১| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২২

নতুন নকিব বলেছেন: ##২. ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯ ০
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক সুন্দর লিখেছেন প্রামানিক ভাই
তবে বিশ্ব নারী দিবসে সবিনয়ে জানাই

কবির কন্ঠেই বলে যাই
আমরা চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।##

-সহমত, প্রামানিক ভাই।

অনেক সুন্দর ছড়া শোনালেন।

আপনাকে পাচ্ছি না কেন? মাঝে মাঝে ব্লগে এসে খোজ খবর জানালে খুশি হব।

ভাল থাকবেন।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: কিছুটা ব্যাস্ত সময় পার করছি যে কারণে ব্লগে কম আসা হয়। ধন্যবাদ আপনাকে।

২২| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ সুন্দর ছড়াটি। ভাই আপনার ব্যাস্ততায় না অভিমানে ব্লগ থেকে নিজেকে আড়ালে রাখছেন কিছুই বুঝতে পারি না। কিন্তু ভক্ত যে আপনাকে খুঁজে সবসময়। আমার মতো অনেক ভ্ক্ত রয়েছে ভাই আপনার সবাই আপনার জন্য সর্বোত্তম মর্যাদা কামনা করে।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ভালোবাসা আমি কোনদিনই ভুলবো না।

২৩| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কথা সত্য....
প্রামাণিক ভাই, আপনি ভালো আছেন?

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: জী মইনুল ভাই, মোটামুটি আছি। আপনি কেমন আছেন?

২৪| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ হয়েছে প্রামাণিক ভাই।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিলেন তাহলে।

চা?

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: দিলাম ভাই, পোষ্ট না দিলে আপনাদের সাথে যোগাযোগ থাকে না।

২৬| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:


কবি শহিদুল ইসলাম প্রামানিক
এ কালের ছড়া কাব্যে আছে কত নাম
বিষয়ের গভীরতা কোথাও কি পাই?
পাঠকের মন জয়ে যেমন যা চাই
এসবের মূল্য কোন নেই কারো কাছে।
অথচ যা ঝরায় যে নিন্দুকের ঘাম
তিনি শুধু এক জন যার তুল্য নাই,
শহিদুল ইসলাম প্রামণিক ভাই
ছড়া ছন্দে সবকিছু আপনার আছে।

প্রামানিকে কি মানিক ছড়া ছন্দ তান
ঝরঝরে ঝরে যেন বসন্তের ফুল
ঢেউ যেন সুর লয়ে করে কোন গান
কিশোরীর কানে যেন দোলে কোন দুল।
হুলস্থুল কান্ড যেন তরু লতা ছায়
প্রামানিক ছড়া ছন্দ মৃদু মন্দ বায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: ফরিদ ভাই, আপনার কবিতাটি পোষ্ট করার পরপরই দেখেছি কিন্তু ব্লগের সমস্যার কারণে লগইন করতে পারছিলাম না যে কারণে উত্তর দিতে দেরি হলো।

২৭| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনার সৌজন্যে একটা সনেট লিখে পোষ্ট দিয়েছি। এখন আপনার মন্তব্য কাম্য।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: পোষ্টটি প্রথমেই আমার নজরে এসেছিল কিন্তু ব্লগের সমস্যার কারণে ধন্যবাদ দিতে পারি নাই।

২৮| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন।

২৯| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

আফজাল বাঙ্গাল বলেছেন: নারী এসেছে বলেই নাড়ী চলে।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ

৩০| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি আইয়া পরছি :D

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: আপনি আসনে আমি খুশি হইছি।

৩১| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: :|

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ৩০ তম হইছি চা দেন

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১১

প্রামানিক বলেছেন:
এই নেন বাণিজ্য মেলার চা

৩৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর, দিনোপযোগী একটা ছড়া দিয়েছেন, যা কালজয়ী হবে বলে আমার বিশ্বাস। + +

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: খায়রুল ভাই, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।

৩৪| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

অপরিচিত মানব শুণ্য বলেছেন: পুরুষদিবস টা কবে জানাইয়েন....

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: আমিও সেই আশায় অপেক্ষা করছি। ধন্যবাদ

৩৫| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২২

সাদা মনের মানুষ বলেছেন: গ্লাস ইমুন কাইত কইরা রাখছেন ক্যান? চা তো সব পইড়া যাইবো :D

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৯

প্রামানিক বলেছেন: বাস্তবে গ্লাস কাইত করলে পড়ে ব্লগে কাইত করলে পড়ে না।

৩৬| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নারী দিবসে চমৎকার ছড়া। অন্তর্নিহিত মেসেজটি দিনের আলোর মতো সত্য। ------

হেনা ভাই এর এই মন্তব্যের সাথে একই মত আমারও।
অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৭| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৮

কিবরিয়া মুন্সি বলেছেন: অনেক সুন্দর।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইল।

৩৮| ১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২২

ঢাকাবাসী বলেছেন: অবিরাম ভাল লাগা।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৩৯| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালোলাগ রইলো প্রামানিক ভাই।







ভালো থাকুন নিরন্তর।

১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৪০| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১১

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ছড়া!:)


১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪১| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন:

১৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: দোতালা কাপের জন্য ধন্যবাদ

৪২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫

সিগনেচার নসিব বলেছেন: নারী তুলনাবিহীন++++

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪৩| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫

মিউজিক রাসেল বলেছেন: বাহ্ বাহ্

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৪৪| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:৪২

শিহাব খান নোয়াখালি বলেছেন: পুরুষ করে গায়ের জোরে অর্থ উপার্জন,
রোদ বৃষ্টিতে ভিজে পুড়ে যোগায় বিনোদন।
নারিতো করবেনা এমন নিজে কস্ট করে
পালবেনা সে স্বামিটাকে আদর দিয়ে ঘরে।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১

প্রামানিক বলেছেন: চরম সত্য কথা বলেছেন। ধন্যবাদ

৪৫| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩৬

রওশন_মনি বলেছেন: নারী এবং পুরুষ দুজনেই সন্মানিত কিন্তু সমান নয়-
আমিও একমত।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন। মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.