নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হ্যাবলার বিল্ডিং গণনা

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৩২


শহীদুল ইসলাম প্রামানিক

হ্যাবলা মিয়া ঢাকা গিয়েছে
মতিঝিলের মোড়ে
উঁচু একটা দালান দেখে
গুনছে জোরে জোরে।

গোনার পরে তাকিয়ে দেখে
মাস্তান তিনটা খাড়া
"দে টাকা দে ফাটিয়ে ফেলবো"
করছে বড় তাড়া।

কাঁপতে কাঁপতে বলল হ্যাবলা,
"কিসের টাকা দিব"?
"আমার বিল্ডিং তুই গুনেছিস
তিনশ’ টাকা নিব"।

হ্যাবলা বলে, "সব তালা তো
গুনতে পারি নাই
অর্ধেক গুনে এতো টাকা
কেমনে দিব ভাই"?

মাস্তান বলে, "যা গুনেছিস
তাই দিয়ে দে এখন
নইলে কিন্তু ডবল নেব
কাঁদবি পরে তখন"।

অমনি হ্যাবলা দেড় শ’ টাকা
মাস্তান হাতে দিলে
টাকা পেয়ে হাসতে হাসতে
যায় সকলে মিলে।

খুশির চোটে হ্যাবলা বলে,
"ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই"।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৮১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: "ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই"।
=p~

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:০৫

আখেনাটেন বলেছেন: হা হা হা। চমৎকার ছড়া। মাস্তানের জায়গায় ভারত আর হাবলাকে বাংলাদেশ বিবেচনা করে দেখলে কেমন মনে হয়?

০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: এটা নিছক একটা ছড়া, যে যেভাবে কল্পনা করবেন সেটাই হবে। তবে বর্তমান রাজনীতি নিয়ে লেখা নয়। ধন্যবাদ আপনাকে।

৪| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ রম্যবোধ কবিতায়। দিলদার'কে মনে পড়ে গেল।
++++++

০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৩৪

ফ্রিটক বলেছেন: সুন্দর লিখেছেন

০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৬| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৪৩

অর্ক বলেছেন: নির্মল আনন্দের একটি ছড়া, প্রসন্ন হলো মন!

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৪৬

মনিরুজ্জামান স্বপন বলেছেন: হাসি পাইসে খুব। শুভ কামনা রইলো।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: আপনার হাসি পাওয়ায় খুশি হলাম। ধন্যবাদ

৮| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৪৯

এম এ কাশেম বলেছেন: দারুণ প্রমানিক ভাই।

শুভ কামনা।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৯

মোস্তফা সোহেল বলেছেন: মজার ছড়া পড়ে মজা পেলাম।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:২২

ধ্রুবক আলো বলেছেন: এটা আরকি এই জাতির প্রতিচ্ছবি।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪০

প্রামানিক বলেছেন: না ভাই এটা একটা যাষ্ট ছড়া। ধন্যবাদ আপনাকে।

১১| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

প্রথমকথা বলেছেন: বরাবরের মতো সুন্দর আপনার ছড়া, ভাল লেগেছে।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:২৬

বেনামি মানুষ বলেছেন: এরকম বিল্ডিং গুনে টাকা দেয়ার একটা ঘটনা বলে আমরা আমাদের পাশবর্তী একটা গ্রামের লোকেদের ক্ষেপাই! :P

আপনার মতো কখনো এভাবে ছড়ার মতো বলা হয় নি।

বাক্কা সুন্দর হয়েছে!

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার গ্রামের ঘটনা মনে পড়ায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।

১৩| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ব ছন্দময় ছড়া
পাঠে ভাল লাগল
শুভেচ্ছা রইল ।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আলী, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকা উঁচু বিল্ডিংগুলো কত তলা আমি মাঝে মাঝে গুনি; এখন থেকে হুশিয়ার হতে হবে, দেখছি

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: হা হা চাঁদগাজী ভাই, এখন থেকে দেখে শুনে বিল্ডিংয়ের তলা গুনবেন। ধন্যবাদ

১৫| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহা সুন্দর ছড়া।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

কল্লোল পথিক বলেছেন:

বরাবরের মতো সুন্দর।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কল্লোল দা, কেমন আছেন?

১৭| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুশির চোটে হ্যাবলা বলে,
"ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই"।

=p~ =p~ =p~ =p~ =p~

+++

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০১ লা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার!!

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, কেমন আছেন?

১৯| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন, ভাই +++

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা। ভাললাগা রইলো।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: হা হা

হাসতে হাসতে মরলাম ভাইয়া!

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন কেমন আছেন?

২২| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:০০

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া!!!!!! :)

০১ লা জুন, ২০১৭ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ভালো থাকার জন্য ধন্যবাদ

২৩| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:০২

ভ্রমরের ডানা বলেছেন:
দারুণরকম মজার ছড়া! খুব ভাল লাগল!

০১ লা জুন, ২০১৭ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:১১

সুমন কর বলেছেন: হাহাহা...........মজার।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



প্রামানিক মিয়া ছড়া লিখেছে
ব্লগেরই এই পাতায়
হাসতে হাসতে মরে গিয়েও তাই
মন্তব্য দিলুম এই খাতায় ।
:D


একটা চুটকিকে চমৎকার একটি ছড়ায় ঢেলে সাজানোর কায়দাটি অনবদ্য ।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, শুভেচ্ছা রইল।

২৬| ০১ লা জুন, ২০১৭ রাত ১১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হ্যাবলা'র জন্যে কি আনন্দ
লাগছে দেখো ভাই,
এমন বোকা হরহামেশাই
ঢাকায় দেখতে পাই।


....খুব মজা পেলাম পুরোনো ঘটনাকে নতুন আঙ্গিকে পেয়ে।

ভালো থাকুন নিরন্তর।


১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ০২ রা জুন, ২০১৭ রাত ১২:১৭

নাগরিক কবি বলেছেন: বাহ! B-) সুন্দর

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ০২ রা জুন, ২০১৭ রাত ২:০৭

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা নিয়ে লেখেন বলেই আপনার ছড়াাগুলিএত সুন্দর হয়।।।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০২ রা জুন, ২০১৭ সকাল ৮:৩০

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আসলেই হ্যাবলা =p~

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩০| ০২ রা জুন, ২০১৭ দুপুর ১২:২৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কেমন আছেন প্রিয় কবি ভাই? অনেকদিন পর এসেছি কিন্তু কিছুই লিখতে পারছিনা। কী লিখব ভাবছি! তবে পড়ে যাচ্ছি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আপনাকে আর সাথে সেই ছন্দে আনন্দের ছড়া! বাহ! দারুণ! আসলে এটা গল্পাকারে শুনেছিলাম এবং মাঝে মাঝে বেকুব লোকেদের উদাহরণ দিতে গিয়ে এই কবিতার গল্প অংশটি বহুবারই বলেছি আর এখন ছন্দে ছন্দে বলা যাবে। ধন্যবাদ। ভালো থাকুন।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৩১| ০২ রা জুন, ২০১৭ দুপুর ১:০১

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩২| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা , অনেক দিন পর প্রামানিক ভাইকে পেলাম।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই, শুভেচ্ছা রইল।

৩৩| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩৬

করুণাধারা বলেছেন: চেনা গল্পকে ছন্দবদ্ধ উপস্থাপন, খুব ভাল লাগল।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩৪| ০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ব্যাটাদের হাবলা পেয়ে ঢাকা শহরে বসে এমন মাস্তানি করাটা কি ঠিক হইল আপনার?

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: কি আর করা দুগ্গা ডাইল ভাত তো খাইতে হইবো- - - --

৩৫| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:১৫

নূরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর ছড়া।
গল্প শুনেছিলাম ছড়া আঁকারে পড়া হয় নাই
বেশ মজা অনুভব করলাম ভাই
++++++

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৯

মোজাহিদ আলী বলেছেন: দারুণ হইছে ছড়াটি। মজা নিলাম কবির জন্য শুভকামনা রইলো

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩৭| ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১:০৫

বে-খেয়াল বলেছেন: রম্য কবিতা,পাঠে আনন্দ পেলাম।

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩৮| ১০ ই জুন, ২০১৭ রাত ১:০১

নীলপরি বলেছেন: দারুন লাগলো।
+++++

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৩৯| ১১ ই জুন, ২০১৭ রাত ৮:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই মনে হয় ব্যস্ত সময় পার করছে। অনেকদিন আপনার দেখাসাক্ষাৎ নাই !!!

১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪০| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮

সিগনেচার নসিব বলেছেন: অনেকদিন পর আপনার ছড়া পরলাম মজা পেলাম খুব

০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৩:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: "ঠকিয়ে দিলাম ভাই
পুরো গুনে অর্ধেক দিলাম
হেসেই মরছি তাই"
- হ্যাবলা সত্যিই তো কত চালাক!

অনবদ্য হয়েছে আপনার এ চুটকি-ছড়াটি! ছড়ায় পঞ্চদশতম প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.