নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আমের জাত

১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫১


শহীদুল ইসলাম প্রামানিক

জৈষ্ঠ্য মাসে আমের মেলায়
কিনতে গেলাম আম
আম দোকানী দাঁত কেলিয়ে
চাইলেন হরেক দাম।

বললাম তারে, “এমন হরেক
দাম হলো ক্যান ভাই?”
“অনেক জাতের আম এনেছি
দাম হয়েছে তাই”।

“কি জাতের আম বলেন দেখি”?
আমার প্রশ্ন শুনে,
ঝুড়ির পরে ঝুড়ি দেখিয়ে
বলছেন গুনে গুনে।

গুড়, চিনি আর খাজা, বাতাসা
মধু, মিসরী ভোগ
সব আমেরই নামের সাথে
ভোগ করেছে যোগ।

ফজলি, ন্যাংড়া, চ্যাপ্টা, চোষা,
হাঁড়ি, পাতিল ভাঙ্গা
হাজার রকম নাম শুনে মোর
মন হলো না চাঙ্গা।

সত্য মিথ্যা মিলিয়ে নিয়ে
যাচ্ছে শুধু কয়ে
কথার চোটে মহা বিরুক্ত
তবুও যাচ্ছি সয়ে।

অনেক শুনে বললাম তারে,
“এবার থামেন ভাই,
টক ভোগ আর পাইনসা ভোগ
এই নামের আম চাই”।

আম দোকানি তাকিয়ে থেকে
বললেন বাঁকা হেসে,
“আমার জন্মে এমন নাম তো
শুনিনি এই দেশে”।

বললাম তারে, “এই দু’টা ভোগ
জন্মে শোনেন নাই
হাজার রকম ভোগের আম
কোথায় পেলেন ভাই”?

আমার কথায় আম দোকানী
করলেন বড় চোখ
নিঃশ্বাস ছেড়ে বললেন শুধু
“আপনি আচ্ছা লোক”।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩

জীবন সাগর বলেছেন: দারুণ আমের ছড়া।
মুগ্ধতা রইল ভাই।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন: দারুণ লিখেছেন ভাইয়া । ;)

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৩

মোস্তফা সোহেল বলেছেন: দারুন ছাড়া+
একটু আগে একটা পোষ্ট করেছি সময় করে পড়বেন ভাইয়া।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: অবশ্যই পড়বো, ধন্যবাদ

৪| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৯

আমি চির-দুরন্ত বলেছেন: দারুন ছন্দে আমের জাত চেনালেন।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৫| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ আম কাব্য। সত্য কথাগুলোই উঠে এসেছে ছড়ায়।
ভালো লাগলো শহীদুল ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআম্র কথন সুন্দর লাগলো অনেক :)

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৭| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৬

বিজন রয় বলেছেন: এযে জাতের নামে বজ্জাতি।

জাত গেল জাত গেল বলে...........................

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আমের জাত নিয়ে বজ্জাতি করে দামে ঠকানো হয়।

৮| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০০

আহলান বলেছেন: বরাবরের মতোই সুন্দর

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৯| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৮

রক বেনন বলেছেন:

আপনার জন্যে প্রামাণিক ভাই!!

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, গাছে পাকা আমা পেয়ে খুশি হলাম।

১১| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৫

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেুচ্ছা রইল।

১২| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাড়িতে আমের দাওয়াত চাই =p~

১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: চইলা আসেন, অসুবিধা নাই

১৩| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪১

সামিয়া বলেছেন: ভালোলাগলো

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

১৪| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিছু দিন আপনার ছড়া ছিলনা, আপনি ছিলেন না, তখন ব্লগটা বড় পানসে মনে হতো, খুব করে আপনার অভাব বোধ করতাম।

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, আপনাদের এই ভালোবাসা জীবনেও ভুলতে পারবো না।

১৫| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

ধ্রুবক আলো বলেছেন: বাজারে আম নিয়ে যত রহস্যের আমতা আমতা।

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫২

প্রামানিক বলেছেন: মন্দ বলেন নাই, আসলেই আম নিয়ে আমতা আমতা বেশি চলে।

১৬| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সোহানী বলেছেন: আরে হরেক রকম আম পেলেতো ভালো শুধু ফরমালিন না দেয়া থাকলেই হলো........... আম আমরা ও এখানে খাই ওতো রকম না হলেও ২/৩ রকম আম আসে, মেইনলি মেক্সিকো থেকে্

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ২/৩রকম আম হলে কথা নাই কিন্তু হাজার রকম আমের নাম বললে তখন মাথা ঘুরে যায়।

১৭| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


রক বেননের দেয়া ছবি আমার মন কেড়ে নিয়েছে

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গাজী ভাই, শুভেচ্ছা রইল।

১৮| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২২

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

আচ্ছি লোক হে!

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪

প্রামানিক বলেছেন: হে হে হে যা বলেছেন।

১৯| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমের ছড়া পড়ে মজা পেলাম প্রামানিক ভাই।

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৩৩

পারভেজ রশীদ বলেছেন: টক ভোগ আর পাইনসা ভোগ
এই নামের আম চাই”।

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: আম যদি টকও হয় তারপরেও চিনি ভোগ, মিসরি ভোগ, মধু ভোগ এমনি একটা আমের নাম দিয়ে ক্রেতাকে বিভ্রান্ত করে।

২১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় আম হচ্ছে হিম সাগর। অসাধারন স্বাদ।

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: হিমসাগর আম খেতে বেশ মজাই লাগে। ধন্যবাদ

২২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১২:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
আম নিয়ে লিখা দারুন ছড়া
পাঠেই মঝা খেতে পারলে
হয়ে যেতাম আরো তাজা ।

শুভেচ্ছা রইল

১৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:০১

ওমেরা বলেছেন: ওমা গো আমের এত নাম !! এর মাঝে টক ভোগ আর পানসে ভোগ পেলেন না !!!

মজার ছড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

প্রামানিক বলেছেন: না ভাই পাই নাই, হাজার রকমের আমের মাঝে এই দুই জাতের আম পাই নাই। মন্তব্য করার জন্য ধন্যবাদ

২৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:৪৫

উম্মে সায়মা বলেছেন: বেশ মজারতো :)

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ৩:০২

সচেতনহ্যাপী বলেছেন: আমের নাম এবং প্রজাতিও চেনা হলো ছড়ার সুবাদে।।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৬

পার্থিব লালসা বলেছেন: দারুন ছন্দে আমের জাত চেনালেন।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৭| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:১৯

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন , সময় উপযোগী ছড়া ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:২৫

জুন বলেছেন: প্রামানিক ভাই আপনি কই থেকে যে ছড়া লেখার জন্য এত এত বিষয় খুজে পান !
আম নিয়ে মজার ছড়ায় অনেক ভালোলাগা জানিয়ে গেলাম
+

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। ধন্যবাদ জুন আপা।

২৯| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
আসলেই আপনি আচ্ছা লোক, এমন কোন বিষয় নেই যা নিয়ে ছড়া নেই আপনার!! ;)
কদম ফুলের শুভেচ্ছা দিয়ে গেলাম, বর্ষার ছড়া লিখুন!!
রিমঝিম শুভেচ্ছা রইল!!

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নাহার আপা, অবশ্যই চেষ্টা করবো।

৩০| ১৮ ই জুন, ২০১৭ সকাল ৯:১৯

সোজা সাপটা বলেছেন: এতদিন আমআশা শুনেছিলাম, এখন দেখি আমআচ্ছা আদমিও আছে । ধন্যবাদ আম কাব্যের জন্য

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল ।

৩১| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৫৬

নায়না নাসরিন বলেছেন: টক ভোগ আর পানসে ভোগ
হে হে হে ভাইয়া মজার কবিতা =p~
+++++++++্

২০ শে জুন, ২০১৭ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ২১ শে জুন, ২০১৭ রাত ২:০৮

নাগরিক কবি বলেছেন: বেশ বেশ, আম নিয়ে বেশ করেছেন B-) তা কিছু আম আমদেরকেও দিয়েন ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.