নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ কষ্টানন্দ

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৫



শহীদুল ইসলাম প্রামানিক

ঈদ আনন্দ সবার মাঝে
ফিরছে সবাই বাড়ি
ভিরের মাঝে চড়ছে ঠেলে
লঞ্চ, বাস, ট্রেন গাড়ি।

উঠছে কেহ গাড়ির ভিতর
কেউবা উঠছে ছাদে
উঠতে যারা পায়না তারা
দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে।

কেউবা আবার ঝুলছে গেটে
দরজার রডটি ধরে
একটুখানি ঝাঁকি খেলেই
যাবে রে ভাই পরে!

ভয়-ভীতি নয় যেতেই হবে
যাচ্ছে গাঁয়ের বাড়ি
কতক্ষণে পৌঁছবে তারা
করছে তাড়াতাড়ি।

যাচ্ছে বাড়ি পাচ্ছে স্বজন
কষ্ট যাচ্ছে ভুলে
খুশির চোটে নতুন জামা
দিচ্ছে হাতে তুলে।

বাচ্চাগুলো নতুন জামায়
হাসছে মধুর হাসি
মুখটা থেকে ঝরছে যেন
মুক্তা রাশি রাশি।

এমন হাসি দেখার পরে
ক্লান্তি হয়রে দূর
কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর।

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১০

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক

২| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৮

নাগরিক কবি বলেছেন: অগ্রিম ঈদ মুবারক B-) ঈদে কারো সাথে দেখা হচ্ছে না :((

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন

৩| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: ফাস্ট হইসি, দাওয়াত দেন।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১১

প্রামানিক বলেছেন: চলে আসেন।

৪| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার কষ্ট কপাল
প্রতি বছর একই হাল
ফাটাকেষ্ট নামেই কেবল
এবারওতো একই তাল!!! :(

সকলের ঈদ সূখের হোক।

অগ্রীম ঈদ মোবারক।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১২

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ মন্তব্য। ধন্যবাদ

৫| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

শায়মা বলেছেন: ছবিটা দেখে কিছুক্ষন নিশ্বাস বন্ধ হয়ে গেছিলো !

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: নিঃশ্বাস বন্ধ হবার কথাই, কারণ এরকম দৃশ্য কল্পনায় নয় বাস্তবে।

৬| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৯

ওমেরা বলেছেন: আগাম ইদ শুভেচ্ছা ভাইয়া ।ঈদ-মোবারক

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ঈদ মোবারাক।

৭| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন শহীদুল ভাই।
ছবিটাও অসাধারণ দিয়েছেন। মুগ্ধতা রইল। +++++

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৮| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: বাস্তব ছড়া।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৯| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৭

উম্মে সায়মা বলেছেন: আহারে :| এদের দেখলে সত্যিই খারাপ লাগে।
অগ্রিম ঈদ শুভেচ্ছা প্রামানিক ভাই

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৫

প্রামানিক বলেছেন: খারাপ লাগার মতই বাস্তব ছবি। ধন্যবাদ

১০| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক না ইদ মোবারক বলবো বুঝতে পারছি না।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৬

প্রামানিক বলেছেন: আস্তে আস্তে কত কি যে পরিবর্তন হবে- - - -

১১| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: অগ্রিম ঈদ শুভেচ্ছা...... প্রামাণিক ভাই!

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

১২| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৩| ২৩ শে জুন, ২০১৭ রাত ৯:২৩

ধ্রুবক আলো বলেছেন: ঈদ সবার আনন্দে কাটুক,

প্রামানিক ভাই আগাম ঈদ মোবারক.....

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৮

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক।

১৪| ২৩ শে জুন, ২০১৭ রাত ১০:২৫

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ঈদ মোবারক অসাধারন হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৯

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক।

১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৩:৫২

সচেতনহ্যাপী বলেছেন: শত দূর্ঘটনা আর মৃত্যুর মাঝে , এটাই মূল কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:১৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।

১৬| ২৪ শে জুন, ২০১৭ ভোর ৬:১৫

ডঃ এম এ আলী বলেছেন:



ঈদ আনন্দ কষ্টানন্দ
দারুন লিখেছেন ছড়া
ছবিগুলি বেশ কড়া
আনন্দময় ট্রেনে চড়া।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ২৪ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: প্রামানিক ভাই মনে হয় বাড়ির পথে রাস্তায় জ্যামে আঁটকে আছেন, সেই জন্যই উত্তর নেই।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২১

প্রামানিক বলেছেন: বাড়ির পথে তবে বেশি দূরে নই।

১৮| ২৪ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সোহানী বলেছেন: হায় আল্লাহ্ এছবি দেখলে কানাডিয়ান যোগাযোগ মন্ত্রি হার্টফেল করবে.............

তারপরে ও ভাই এ আনন্দের তুলনা হয় না।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২১

প্রামানিক বলেছেন: হার্ট ফেল করার মতই বাস্তব ছবি।

১৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




সোহানীর মতোই বলি ................. এ আনন্দের তুলনা হয় না।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।

২০| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার অবস্থা কি বলেন :)

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২২

প্রামানিক বলেছেন: মোটামুটি।

২১| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০৮

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২২

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক।

২২| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:২১

ডঃ এম এ আলী বলেছেন: পরিবারের সকলকে নিয়ে ঈদ হোক আনন্দময়

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৩| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন:

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৩

প্রামানিক বলেছেন: কথা মন্দ না।

২৪| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক রইল প্রিয় কবি


১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৪

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক।

২৫| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: আপনি কোথায়??

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৪

প্রামানিক বলেছেন: আপাতত সাভারে

২৬| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:২২

শামছুল ইসলাম বলেছেন: ঈদ মুবারক ।
সব কষ্ট, কী অবলীলায় আনন্দে পর্যবসিত হয় ।
কষ্টকে জয় করার এই মানসিকতাকে শ্রদ্ধা জানাই । প্রশংসা জানাই আপনাকে - সুন্দর একটা ছড়া উপহার দেওয়ার জন্য ।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৭| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

খায়রুল আহসান বলেছেন: ঠিকই বলেছেন। পরিবহণ সেক্টরে অব্যবস্থাপনার কারণে ঈদ আনন্দ এখন কষ্টানন্দ হয়ে গেছে।
তবে তারপরেও--
এমন হাসি দেখার পরে
ক্লান্তি হয়রে দূর
কষ্টানন্দেই ঈদ আনন্দ
হয় তখন মধুর
-!!
কবিতায় নবম ভাল লাগা + +।
এবারে একটু সময় করে এসে সবার মন্তব্যগুলোর ছোট করে হলেও একটা জবাব দিয়ে যাবেন বলে আশা রাখছি।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই, খুশি হলাম আপনার মন্তব্যে, সময়ের অভাবে মন্তব্যর জবাব দেয়া হয় নাই।

২৮| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:০২

গেম চেঞ্জার বলেছেন: কামাল ভাইয়ের বদ না টা দেখে দারুণ হাসি পেল! =p~


প্রামানিক ভাইকে দেখে ভাল লাগছে। :)

২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কেমন আছেন?

২৯| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:২৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকদের মগজ নেই; তাই বলে মানুষকে এত বেপরোয়া হতে হবে? মানুষকে সরকারের বাহিরে, নিজকে নিয়ে ভাবতে হবে।

২১ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫০

প্রামানিক বলেছেন: ঈদের ছুটি কম থাকা এবং গাড়ির স্বল্পতার কারণে এই অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.