নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

গুলিস্থান না অন্যস্থান

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৬


শহীদুল ইসলাম প্রামানিক

ওই বেটা কই যাস
যাবি নাকি রমনা?
দশ টাকা ভাড়া দিমু
ভাড়া কিন্তু কম না।

অন্য কোথাও যামু না
সোজা যামু গুলিস্থান
পানিত নাইমা নাক ডুইবা
রিক্সা ধইরা দিছি টান।

ওই বেটা যাবি কেমনে
রিক্সাটাতো হইছে তল
পানির ভিতর নাক ডুবলে
গায় গতরে পাবি বল?

আইছিলাম তো পাকা দিয়া
এখন দেখি নদী নালা
আমি তো ভাই সাঁতার জানি
রিক্সা নিয়া হইছে জ্বালা।

ওই বেটা রিক্সাওয়ালা
কেমনে যাবি গুলিস্থান?
ড্রেনের ভিতর পড়লে পরে
যাবি তো রে গোরোস্থান!

গুলিস্থান না গোরোস্থান
চিনবার তো ভাই পারছি না
কষ্টের পয়সায় কিনছি বলে
তাই তো রিক্সা ছাড়ছি না।

মন্তব্য ৬৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ছড়া

২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

২| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: গুলিস্থান না গোরোস্থান
চিনবার তো ভাই পারছি না
কষ্টের পয়সায় কিনছি বলে
তাই তো রিক্সা ছাড়ছি না।


আজ ঢাকার অবস্থা ছিল করুণ, ভাই !! :(

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: আজ ঢাকার অবস্থা খুবই করুণ। সব রাস্তাই পানির তলে।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


পুরো দেশের মানুষের টাকা চুরি করে, ঢাকা শহরে বাড়ীঘর তুলেছে সরকারী লোকেরা, রাজনীতিবিদ ও ডাকাত ব্যবসায়ীরা; ঢাকাকে নরকের অংশ বানায়েছে।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।

৪| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১২

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এই ভয়াবহ অবস্থা আগে কখনো হয়েছে বলে মনে পড়ে না।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

প্রামানিক বলেছেন: দশ বারো বছর আগে একবার হয়েছিল। এক দিনের বৃষ্টিতে ঢাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সরকার ছুটি ঘোষণা করেছিল। মতিঝিলের কর্মকর্তারা অফিস থেকে সাঁতার কেটে বাড়ি ফিরতে গিয়ে পঁচা পানি খেয়ে অসুস্থ হয়েছিলেন।

৫| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

সোহানুর রহমান সোহান (সাইবার ফাইভ) বলেছেন: অসাধারণ ।। সমসাময়িক কবিতা ।। ধন্যবাদ ভাই

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৬| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪

নতুন বিচারক বলেছেন: সুন্দর ছড়া ।

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৭| ২৬ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪

রিএ্যাক্ট বিডি বলেছেন: গোরোস্থান

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৮| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নদী মাতৃক ঢাকা শহর,
বন্যা চিরসঙ্গী ।
আজব এক খান জাতি আমরা,
দেখাই ভাব-ভঙ্গী!

২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: চমৎকার ছন্দ মন্তব্য। ধন্যবাদ ভাই

৯| ২৬ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সামিয়া বলেছেন: আইছিলাম তো পাকা দিয়া
এখন দেখি নদী নালা
আমি তো ভাই সাঁতার জানি
রিক্সা নিয়া হইছে জ্বালা ।।
হাহা দারুন ছড়া মজা পেলাম।। ++++++++

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: উন্নয়নের ধারায় হায়
পথ ঘাট সব ডুবে যায়
হাজার কোটি সুইস ব্যাংকে
নিশ্চিন্তে ঘুমায়!

কাশি দিয়ে যায় শব্দ ঢাকা
গন্ধ ঢাকা যায় না
চাপাবাজি মিছে কথা
জলে ভাসে দোখো না;)

দোষারুপের দিনতো শেষ
একাই চালাও সোনার স্বদেশ
আজকেন হায় এই হাল
রাজপথ হল নদী খাল???

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: দারুণ ছন্দ ছড়া। ধন্যবাদ

১১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

এম আর তালুকদার বলেছেন: অসাধারন কাব্য।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণ ছড়া লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:১০

আখেনাটেন বলেছেন: মজার ছড়া। তবে অবস্থাটা বেদনার। যাদের উপর দিয়ে যাচ্ছে এসব তারাই বুঝতে পারছে এই মোটামুটি কৃত্রিম দূর্যোগের কষ্ট।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, বৃষ্টির কারণে ঢাকার যাতায়াত খুব কষ্টের ছিল।

১৪| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২১

ধ্রুবক আলো বলেছেন: গুলিস্তান হয়ে গেছে গায়েবেস্তান!!

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, কিছু কিছু এলাকা পানির তলে যাওয়ায় চেনাই যাচ্ছিল না।

১৫| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সম সাময়িক বিষয় নিয়ে ভাল ছড়া। ছড়াতে লাইক।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: যথোপযুক্ত । সুন্দর ছড়া ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৮

এ আর উৎপল বলেছেন: রিক্সা ভ্যান বাদ দেরে ভাই
সাতার শেখার সুযোগ টা চাাই
সরকার তাই দিছে দোহাই
নদী নালা রাস্তায় চাই !!!!!



২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: সুন্দর ছন্দ ছড়া। ধন্যবাদ

১৮| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১

এ আর উৎপল বলেছেন:

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

১৯| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: সত্য বলেছেন।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২০| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সময় উপযোগী ছড়া ! ভালো লিখেছেন প্রমাণিক ভাই ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ২:১২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: আজকে সারাদিন আতঙ্কিত ছিলাম ঢাকার অবস্থা দেখে! ওহ খোদা!

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: আতঙ্কিত হয়েও লাভ নাই যা হবার তা হবে।

২২| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৮

মিঃ আতিক বলেছেন: অনেক সুন্দর একটা ছড়া।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৩| ২৭ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:
ছড়া পাঠে মুগ্ধ
শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৪| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: ছড়ায় ছড়ায় সত্য কথা বলেছেন ভাইয়া।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৯

কাবিল বলেছেন: চরম হইছে ছড়া।

ভাই পানি কমলে ট্যাংরা, পুটি, কই, জিয়েলের(শিং) এক্কান ছড়া চাই।
গতবারেরটা সেইরাম হইছিল।



আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সব সময়।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চেষ্টা করবো। শুভেচ্ছা রইল।

২৬| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর নিকৃস্টতম মহা দুর্নীতিবাজ অশিক্ষিত অজ্ঞ অনভিজ্ঞ অকর্মন্য অদক্ষ কিছু সরকারী মানুষের কারণে কোটি কোটি লোক আজ চরম দুর্দশাগ্রস্হ। সেই প্রেক্ষাপটে আপনার ছড়াটি খুব সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৭| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪

তারেক ফাহিম বলেছেন: ছন্দে ছন্দে সময়পুযোগী পোষ্ট ভালোই লাগলো।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৮| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

কামরুন নাহার বীথি বলেছেন:
গুলিস্থান না গোরোস্থান
চিনবার তো ভাই পারছি না
কষ্টের পয়সায় কিনছি বলে
তাই তো রিক্সা ছাড়ছি না।
-----

কী যে দুর্ভোগ হয়েছে মানুষের!! কবে যে এ থেকে মুক্তি পাব আমরা!!! :( :(

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: বৃষ্টি ছাড়লেই দুর্ভোগ ছেড়ে যাবে। ধন্যবাদ নাহার আপা।

২৯| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: মজা করে লিখেছেন ;
কবে যে দুর্ভোগ থেকে মুক্তি !

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১৪

প্রামানিক বলেছেন: সামনের শুকনা মওসুম আসলেই দুর্ভোগ ছেড়ে যাবে।

৩০| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৩

সোহানী বলেছেন: গুলিস্থান না গোরোস্থান
চিনবার তো ভাই পারছি না.......... হায়রে দেশ। এখাবে চলবে কতকাল...............

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

৩১| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫

শামছুল ইসলাম বলেছেন: হা...হা...
গুলিস্থান না গোরোস্থান
চিনবার তো ভাই পারছি না
কষ্টের পয়সায় কিনছি বলে
তাই তো রিক্সা ছাড়ছি না।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩২| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: প্রামানিকভাই কেমন আছেন?

আমাকে ভুলে গিয়েছেন নিশ্চয়ই।

আপনি ভাল থাকবেন।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ভালো আছি। আপনাকে ভুলে যাবো এটা আপনি কি করে ভাবলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.