নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চিকনগুনিয়ার জ্বালা

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২


শহীদুল ইসলাম প্রামানিক

চিকনগুনিয়া নামটা শুনে
হাসি পেয়েছে কত
জ্বর হওয়ার পর বুঝতে পেলাম
সহজ নয়রে তত।

জ্বর হলে পর গা ব্যাথা হয়
কম বেশি ভাই জানি
জ্বরের সাথে মাথা ব্যাথা
এটাও সবাই মানি।

কিন্তু যদি জ্বরের চোটে
গিরায় করে ব্যাথা
লাভ হয় না ভাই গায়ের পরে
দিলেও মোটা খ্যাতা (কাঁথা)।

হাঁটতে চলতে মনে হয়রে
জীবনটাই বুঝি নষ্ট
টয়লেট গিয়ে উঠা-বসায়
হায়রে একি কষ্ট!

হাঁটুর ব্যাথায় কোমর বাঁকা
দেয়াল ধরে হাঁটা
উঠতে গেলেই উঁহু উঁহু
ছিঁড়ে যেতে চায় পা’টা।

গা ঘিন ঘিন মুখ রুচিহীন
পানিও লাগে তিতা
তিন দিন জ্বরে মনে হয়রে
জীবনটাই বুঝি বৃথা।

এমন জ্বরে যে পড়েছে
সেই বোঝে এর মর্ম
ব্যাথার চোটে জান বাঁচে না
কে করে ভাই কর্ম?

জ্বর হলে পর হাঁটু ব্যাথা
জন্মে শুনি নাই
কিন্তু এবার সেই জ্বরেতে
ভুগতে হলো ভাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৭১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: জ্বালারে জ্বালা!!

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: মহা জ্বালা।

২| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: আপনার কি হয়েছিল প্রামানিক ভাই?

আমার হয়েছিল গদ ঈদের পর।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ঈদের দু'দিন আগে জ্বর হয়েছিল। ঈদের নামায পড়তে পারি নাই।

৩| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

বিজন রয় বলেছেন: এনি ওয়ে ব্লগে আপনাকে কম দেখি আজকাল।

কারণ?

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: সময় পাইনা ভাই। সময় পেলে আবার আগের মত নিয়মিত হবো।

৪| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: সময় পাননা কেন? কি করেন আপনি?

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: পেটের দায়ে কিছু কাজ কর্ম করতে হয়।

৫| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

কিছু বলার বাকি বলেছেন: ছোটবেলা একট ছড়া লেখার জন্য দাদার কাছে ১ টাকা করে পেতাম । কৈশোরে বন্ধুদের চিঠি লিখে দেবার জন্য হোটেলের কাবাব পরোটা খাবার সুযোগ পেতাম ।আর এখন হিসাব কষার জন্য বেতন পাই কিন্তুু ছোটবেলা ও কৈশোরের মত সুখ পাইনা ।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০২

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন ভাই, কৈশোরের সেই জীবনের দিকে তাকালে আজো খুব আফসোস হয়। মৃত্যুর আগ পর্যন্ত সেই জীবন আর পাওয়া যাবে না।

৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: ছড়ায় ছড়ায় চিকনগুনিয়ার জ্বালা বুঝিলাম।
বাস্তবে বুঝিতে চাইনা।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: বাস্তবে এই জ্বরের কথা চিন্তাও করা ঠিক না। ধন্যবাদ

৭| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

ধ্রুবক আলো বলেছেন: চিকুনগুনিয়ায় এখনও ধরে নাই!! ধরলে উপায় নাই।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

প্রামানিক বলেছেন: ধরলে হাঁটুর ব্যাথা কাহাকে বলে বুঝতে পারবেন।

৮| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা জ্বালায় আছি

http://m.banglanews24.com/health/news/bd/591924.details

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, চিকনগুনিয়ার সাইটটি ঘুরে আসলাম। এখনও হাঁটুর ব্যাথায় বাঁকা হয়ে আছি।

৯| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৭

নিয়াজ সুমন বলেছেন: এত ব্যথা তবুও বন্ধ হয়নি কবিতার খাতা। চালিয়ে যান..

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: কি আর করবো ভাই
কলম দেখলে নিস্তার নাই।
ধন্যবাদ

১০| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা আমার ঐ একই অবস্থা। ডাক্তার দেড় মাসের ঔষধ দিছে।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনি দ্রুত সুস্থ্য হন এই কামনা করি।
আমি জ্বরের সময় প্যারাসিটামল ছাড়া আর কিছু খাই নাই। তবে ব্যাথায় বাঁকা হওয়ার অবস্থা।

১১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

কানিজ রিনা বলেছেন: যার হয়েছে সেই জানে চিকুনগনিয়ার জালা।
মেয়রদের চিকুনগনিয়া হোক এই কামনা।
ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: মেয়রদের হলে তো তারা দেশে থাকবে না, সিঙ্গাপুর চলে যাবে। আমাদের মত লোকজন শুধু দেশে পড়ে থাকবে।

১২| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: এখন কেমন আছেন ভাই ?

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: এখন অনেকটা সুস্থ্য তবে গিরায় গিরায় ব্যাথা আছে।

১৩| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শহীদুল ইসলাম প্রামানিক ভাই কেমন আছেন?

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

প্রামানিক বলেছেন: চিকনগুনিয়া হওয়ার পরে সবার যে দশা আমারো সেই দশা। ধন্যবাদ ভাই।

১৪| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কমেন্টে বুঝলাম জ্বর অনেককাল আগে হয়েছিল।
ছড়া ভালো লাগছে যেমনটা লাগে সবসময়

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এটাতো মহামারি আকারে দেখা দিয়েছে। সচেতন থাকা ছাড়া উপায় নাই।

০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: এফ আর সি এস ডাক্তারও এটা থেকে রেহাই পায় নাই। ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্য করার জন্য।

১৬| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


চিকনগুনিয়ার মেয়রদের কি অবস্হা? উনাদের ২ জনকে ১ বস্তা মশার মাঝে ১ রাত ১ রুমে আটকায়ে রাখা হোক।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: মেয়রদের এখনও চিকনগুনিয়ায় পায় নাই। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৭| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনাকে সুস্থ্য করুন এবং আমাদেরকে চিকন গুনিয়া থেকে হেফাজত করুন।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সবাই সুস্থ্য থাকেন এই কামনা করি।

১৮| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার মেয়েটা গতকাল থেকে চিকুন গুণিয়ায় আক্রান্ত
দোয়া করবেন প্রামানিক ভাই যেন শিঘ্র সুস্থ্য হয়ে ওঠে।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: আপনার মেয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ্য করে দেয়।

১৯| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি ভাই।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনারা সবাই সুস্থ্য থাকুন এটাও আমার কামনা।

২০| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, তাহলে ভালো ধকলই গিয়াছে দেহের উপর দিয়ে :D

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: আর কইয়েন না ভাই, সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হয়।

২১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন:

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: খাইছি ভাই, পাক্কা তিন দিন প্যারাসিটামল খাইছি।

২২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: শেষ মেশ মশার হাতে পরাস্ত!!!

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: শেষমেশ মশার হাতে শুধু পরাস্ত নয় একেবারে কুপোকাত। ধন্যবাদ ভাই।

২৩| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০১

ডঃ এম এ আলী বলেছেন:
ছড়া পাঠে মুগ্ধ

জ্বর হলে পর হাঁটু ব্যাথা
জীবনেও শুনি নাই
কিন্তু এবার সেই জ্বরেতে
ভুগতে হলো ভাই।


চিকনগুনিয়াতে না ধরেও হাটুতে ব্যাথা
কি যে করি ভাই , তাই দোয়া চাই ।

শুভেচ্ছা রইল

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: দোয়া করি আপনার হাঁটু ব্যাথা যেন তাড়াতাড়ি সেরে যায়।

২৪| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

সোহানী বলেছেন: তাইতো বলি ছাড়াকার গেল কই!!!! সেইজন্যইতো বুদ্ধি নিয়ে বসে আছি আপনার জন্য..........

০২ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: আপনাদের উৎসাহ পেয়েই আমার ছড়া লেখার উৎসাহ বাড়ে। ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১৬

সনেট কবি বলেছেন:



চিকন গুনিয়া জ্বর

চিকন গুনিয়া জ্বর গুনিয়া গুনিয়া
গিরায় গিরায় ব্যাথা ছড়ায় স্বদর্পে
হাঁটতে চলতে কষ্ট, উঠায় বসায়
জীবন পানসে হয় যন্ত্রণা কারণে।
গা ঘিন অরুচি মুখে পানিও বিস্বাদ
কঠিন কষ্টের মাঝে শীতের প্রকোপ
কাাঁথাও নিতান্ত তুচ্ছ সে জ্বালা সন্ত্রাসে
মাথার ব্যাথায় রুগী সাকুল্যে বেহাল।

ছড়ার কবিরে বেটা ধরেছে জড়িয়ে
কেমন অভদ্র হলে অসভ্য এমন
ত্যাগের কাজেও কারো বিপত্তি ঘটায়?
চিকনে আছড়ে মারি এমন ইচ্ছায়
নিতান্ত অক্ষম হয়ে মনের ক্ষোভেতে
চিকনে নিপাত চাই সমগ্র সত্ত্বায়।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১৭

প্রামানিক বলেছেন: ছড়ার বক্তব্যটাকে সনেটে রুপান্তর। এ যে অসম্ভব মেধার পরিচয়। দারুণ! দারুণ!! আপনি সনেট চালিয়ে যান। আমরা আপনার সাথে আছি।

২৬| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

সনেট কবি বলেছেন: কবির প্রতি চিকনের সন্ত্রাসী আচরণে সনেট কবির প্রতিবাদ সরূপ এ সনেট কবিতা উপস্থাপিত হলো।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সনেট কবি ভাই, আপনার প্রতি অসীম ভালোবাসা রইল।

২৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: এ জ্বরের শুনলে গা শিউরে উঠে । তা নিয়ে লিখেছেন ছড়া! আপনি নিশ্চয় এখন সুস্থ আছেন ?

এই জ্বর আর কারো না হোক সেই আশাই করি ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, এই জ্বর যেন আর কারো না হয় এটা আমিও কামনা করি।

২৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১২:৫০

সুমন কর বলেছেন: সত্য বলেছেন। দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:০০

জাহিদ অনিক বলেছেন: খাসা হয়েছে ,
ছন্দে দ্বন্দে আনন্দে জানা হল চিকুনগুনিয়া ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩০| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৯

জুন বলেছেন: এমন জ্বরে যে পড়েছে
সেই বোঝে এর মর্ম

সেটাই প্রামানিক ভাই ।
ভালোলাগলো আপনার ছড়া যেমন লাগে সব সময় ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩১| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫২

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর হইছে ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩২| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: চিকন তাহার নাম হলেও
নয়তো চিকন ভাই
আসুন তাহার ক্রিয়া থেকে
সাবাই মুক্তি চাই।

নিয়ম মেনে চলি সবে
আহার বিহার জলে
তবেই সুস্থ থাকব সবাই
গুরু জনে বলে ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫২

প্রামানিক বলেছেন: সবাই সুস্থ্য থাকুক এটা আমারো কামনা। ধন্যবাদ ভাই।

৩৩| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: বরাবরের মতই ছড়া ভালোলাগলো প্রামানিক ভাই ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিকন গুনিয়ার
চিকনা জ্বালা
জ্বর সাথে ব্যথা
বাড়ে দিয়ে পাল্লা!

শত্রুরও যেন খবু না হয়
এ প্রার্থনা সদাই মনে রয়। :)

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, শত্রুরও যেন না হয়।

৩৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১

খায়রুল আহসান বলেছেন: চিকন মিয়া চিকনগুনিয়া
চোরের মত আসে।
জ্বরে কাঁপিয়ে
হাঁটু ভেঙে দিয়ে,
কোমর ভেঙে দিয়ে
চলে যায় অবশেষে।

আপনার ছড়ার মাধ্যমে এ জ্বরের সর্বনাশা কীর্তি সম্পর্কে জানতে পারলাম। বড্ডো ভয়ে আছি ভাই।
ছড়া বরাবরের মতই ভাল লেগেছে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আর কারো এমন জ্বর হোক এটা কল্পনা করি না। আপনি সুস্থ্য থাকুন এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.