নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অথৈ জলে জলের অভাব

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১৪


শহীদূল ইসলাম প্রামানিক

জান বাঁচে না মান বাঁচে না
জলের উপর আছি
জানি না ভাই এই ভাবেতে
কয় দিন যে বাঁচি।

ডাইনে পানি বায়ে পানি
নিচেও শুধু পানি
ঘরের চলে বসত এখন
মাথায় নাইরে ছানি।

চাল চুলো সব পানির তলে
আগুন লাকরি নাই
অনাহারেই দিন কেটে যায়
খাবার নাহি পাই।

কি খাবো আর কোথায় যাবো
নিচে নামলেই সাঁতার
পিছলে পড়লেই মরবো ডুবে
অথৈ জলের পাথার।

হায়রে দুঃখ কার কাছে কই
কার কাছে যে যাই
জলের উপর বসত করলেও
খাবার জলটাও নাই।

(ছবি ইন্টারনেট)

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

ওমেরা বলেছেন: আহারে কত কষ্টে মানুষ আছে ।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: জলের উপর বসত করে যখন খাবার জল পাওয়া যায় না এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। ধন্যবাদ

২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জলের উপর বসত করলেও
খাবার জলটাও নাই।

খবুই কষ্টকর। অভাবনীয় এক যাতনা!

আল্লাহর সবার উপর রহম করুন।মানুষের হৃদয়কে নরম করে দিন। এবং সরকার প্রশাসনকে আরো কার্যকরী ভুমিকা পালনে অনুপ্রেরণা দান করুন।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: বানভাসিদের জন্য সরকারের প্রয়োজনীয় ব্যাবস্থা করা দরকার। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
জান বাঁচে না মান বাঁচে না
জলের উপর আছি
জানি না ভাই এই ভাবেতে
কয় দিন যে বাঁচি


ভাবতে ভীষণ কষ্ট লাগে .........

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শাহরিয়ার কবীর। বানভাসি মানুষরা আসলেই কষ্টে আছে।

৪| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

সোহানী বলেছেন: সরকারের বোধদয় আছে বলে মনে হয় না।

আপনি জানেন নিশ্চয় সোমালিয়ায় দূভিক্ষ চলছে। তাদের প্রচারনায় সারা বিশ্বের সব কার্য়ক্রম বন্ধ করে দাতা সংস্থা সেখানে সাহায্য পাঠাচ্ছে। আর আমরা!!!! পাছায় কাপড় নেই ঘোমটা নিয়ে টানাটানি করছি........ জানেন নিশ্চয় গল্পটা।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: জানি কিন্তু উপায় নেই। শুধু দেখে যাচ্ছি।

৫| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৬

আমপাবলিক বলেছেন: হায়রে দুঃখ কার কাছে কই
কার কাছে যে যাই
জলের উপর বসত করলেও
খাবার জলটাও নাই।

উফ!!! কত কষ্টের বহিঃপ্রকাশ...

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

সনেট কবি বলেছেন: অভাবনীয় যাতনা!

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, যাতনাই বটে।

৮| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

রোকসানা লেইস বলেছেন: নির্মম বাস্তবতা ছড়ায় সুন্দর ধারন করেছেন

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




যথারীতি সমসাময়িক ।

"অনাহারেই দিন কেটে যায়
খাবার নাহি পাই? "
প্রশ্নবোধক ( ? ) চিহ্ণ এখানে হবে কি ?

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই, ছড়াটি পোষ্ট করে তিনটি মন্তব্যর উত্তর দিয়ে যেই প্রশ্নবোধক চিহ্ণটি মুছতে যাবো অমনি বিদ্যুৎ চলে গেল। এরপর এক ঘন্টা পরে বিদ্যুৎ এলেও কম্পিউটার যে ঘুম দিল আর জেগে উঠল না। এখন পর্যন্ত আমার কম্পিউটারটি কোমায় আছে যে কারণে আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও আমার পক্ষে কারেকশন করা সম্ভব হয় নাই।

তবে প্রথমে বাক্যটি প্রশ্নবোধক ছিল পরে বাক্য পরিবর্তন করলেও প্রশ্নবোধক চিহ্ণটি মুছতে মনে ছিল না। যাই হোক ত্রুটি ধরিয়ে দেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে এরকম সহযোগীতাই আশা করি।

১০| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে Samuel Taylor Coleridge এর Rime Of The Ancient Mariner কবিতার Water, water everywhere, not a drop to drink! চরণ দুটির কথা মনে পড়ে গেল!
চারিদিকে জল অথচ পানীয় জল নেই -- এই হাহাকারটুকু কবিতায় বেশ ভালভাবে তুলে ধরতে পেরেছেন।
কবিতায় চতুর্থ ভাল লাগা + +।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। ধন্যবাদ খায়রুল আহসান ভাই। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হায়রে দুঃখ কার কাছে কই
কার কাছে যে যাই
জলের উপর বসত করলেও
খাবার জলটাও নাই।
আহারে !! আহারে!!

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০২

ডার্ক ম্যান বলেছেন: পৃথিবীর চার ভাগের তিনভাগ পানি। অথচ সবখানে পানির অভাব

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, পানির উপরেই পৃথিবী অথচ পানির অভাব।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন প্রামানিক ভাইয়া। কিন্ত এমন ছবি দেখলে আর লিখা পড়লে কান্না চলে আসে। আল্লাহ্ সকলের হেফাজত করুন। আমিন।
ভালো থাকবেন।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:

ছড়া ভাল লেগেছে । বাস্তবের দূর্দশা ।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: জলের উপর বসত করলেও
খাবার জলটাও নাই।

বিশুদ্ধ পানির বড়ই অভাব। চারিদিকে পানি অথৈ থাকলেও। আল্লাহ্ ভরসা খুব দ্রুত এই পরিস্থিতি ঠিক হয়ে আসবে।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

প্রামানিক বলেছেন: অবস্থা ঠিকই দ্রুত ঠিক হয়ে যাবে তবে যে ভোগান্তি মানুষ ভুগলো এ স্মৃতি কোনদিনই ভুলবে না।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জল ভেসে জলপিয়াসে মরতে হবে কেউ আগে ভাবত না।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

প্রামানিক বলেছেন: এই বিষয়ে আগে কেউ ভাবতো না এখন ভোগে।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভয় হয়, পানি গিলে নাজানি কখন মৃত্যু হবে।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

প্রামানিক বলেছেন: পানি জীবন বাঁচায় আবার পানি জীবন মারে।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জীবনের শেষে মরণ।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: যে যখন মরে তখনই তার শেষ ধরা হয়।

১৯| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ঠিক বলেছেন।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

২০| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: বন্যার্তদের পাশে আমাদের সকলেরই সাধ্য অনুযায়ী দাঁড়ানো উচিৎ, এখনই

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। সামার্থবান সবারই এগিয়ে আসা দরকার।

২১| ২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সনেট কবি বলেছেন:






কবি শহীদূল ইসলাম প্রামানিকের ‘অথৈ জলে জলের অভাব’ পোষ্টে সনেট মন্তব্য-

ঘরের চালেতে বসে জীবন কাব্যের
বিরহ পাতার পাঠে ধূসর নয়ন
দেখে জল চারদিকে দিগন্ত বিস্তৃত
উপর আকাশে শুধু হতাশা বিরাজে।
এখানে জীবন থেমে হয়েছে অচল
খাবার পানীয় নেই বাঁচাতে জীবন
সাহায্য আশায় থেকে কাটাতে সময়
কত আর ভাল লাগে বানের তান্ডবে?

সরকার আরো নিবে দায়িত্ব পালনে
কার্যকর পদক্ষেপ। নতুবা চেতনা
বানের জলেতে সব ধুয়ে যাবে শেষে।
বিপদে থাকতে পাশে মানুষের দায়
ঢের আছে অন্যসব মানুষের তরে
অসময়ে বন্ধুত্বের পরিচয় মিলে।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: দিন দিন আপনি সনেটের রাজা হয়ে যাচ্ছেন। মূহুর্তেই সনেট লেখার প্রতিভা সবার হয় না। আপনার এই প্রতিভার জন্য শুভেচ্ছা জানাই।

২২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

আখেনাটেন বলেছেন: হায়রে দুঃখ কার কাছে কই
কার কাছে যে যাই
জলের উপর বসত করলেও
খাবার জলটাও নাই।
---- বন্যার সময় এই সমস্যাটা মারাত্মক অাকার ধারণ করে।

ভালো লাগল লেখা।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

চিন্তিত নিরন্তর বলেছেন: উত্তরবংের মানুষেরা বন্যা দেখেনি। অরা বন্যা আর পানি কি জানেনা। পুকুরগুলো শুকিয়ে গিয়েছিল।

ভাল লাগল কবিতা।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। উত্তরবঙ্গের মানুষ বন্যা দেখে নাই কিন্তু তারা এখন বানের জলে ভেসে যাচ্ছে। মন্তব্য পড়ে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.