নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আরেকটি বাসি আড্ডা

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

ছবি-০১

আড্ডার এক ফাঁকে ব্লগের অতীত, বর্তমান, ভুত, ভবিষ্যত নিয়ে বক্তব্য রাখছেন ব্লগার কবি নীল সাধু।
ছবি-০২

আড্ডাটি ছিল গত ১২ই আগষ্ট ২০১৭ইং শ্যামলীর প্রিন্স চাইনিজ রেস্টেুরেন্টে। নাইজেরিয়া থেকে স্বামী সন্তানসহ ব্লগার ফেরদৌসা রুহী বাংলাদেশে ফিরে এসেছে তাকে উপলক্ষ্ করেই এই আড্ডার আয়োজন। ১১ই আগষ্ট ২০১৭ইং ফেরদৌসা রুহীর বিবাহ বার্ষিকী ছিল। বিবাহ বার্ষিকীতে আত্মীয় স্বজনের সান্নিধ্য থেকে বঞ্চিত হতে পারে মনে করে ঐদিন আমরা আড্ডার আয়োজন না করে পরের দিন করেছি। এতে সুবিধা হয়েছে, আমরা ব্লগারগণ প্রাণ খুলে আড্ডায় কথা বলতে পেরেছি এবং কবিতা, গান, গল্প লেখালিখি নিয়ে প্রাণ খোলা বক্তব্য দিতে পেরেছি। আড্ডার এক পর্যায়ে তাদের বিবাহ বার্ষিকীর আয়োজনকেও পূর্ণতা দেয়ার চেষ্টা করেছি। ১২ই আগস্ট ২০১৭সালের এই দিনের স্মৃতিগুলো সারা জীবনের জন্য স্মৃতিময় হয়ে থাক।
ছবি-০৩

বিবাহ বার্ষিকী উপলক্ষে ফেরদৌসার স্বামীকে মিস্টি খাওয়ানো হচ্ছে। পাশেই দাঁড়ানো অবস্থায় বাবার মিষ্টি খাওয়ার দৃশ্য ছেলে প্রাণ ভরে উপভোগ করছে। আশীর্বাদ করি দাম্পত্য জীবনে তারা যেন ছেলে সন্তানসহ দীর্ঘ জীবন লাভ করে।
ছবি-০৪

ব্লগের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখছেন ব্লগার সাইদ ভাই, পাশেই কান পেতে বক্তব্য শুনছেন কবি পাশা, গরম গরুম রুটি ভক্ষণ করছেন গল্পকার হামিদ ভাই।।
ছবি-০৫

ব্লগারগণের ফটোসেশন।
বাম থেকে- রব্বানী ভাই, সাইদ ভাই, কবি পাশা, স্বল্প ভাষী হামিদ ভাই, ফেরদৌসার ছেলে, ফেরদৌসার স্বামী, কবি নীল সাধু, ওয়াসিম (পূর্বের ব্লগার স্বপ্নের ফেরিওয়ালা), বাউল কবি কোহিনুর ভাই, ব্লগার নেক্সাস ও অধম প্রামানিক।
ছবি-০৬

ব্লগারগণের ফটোসেশন।
বাম থেকে সামনের সারির- প্রথম জন আমাদের আম্মাজান, কোহিনুর ভাইয়ের স্ত্রী, ফেরদৌসা রুহী, ফুলের রানী কামরুন্নাহার আপা, ভাবুক কবি তুলি আপা, কবি ও গল্পকার যুথী, ঠান্ডা মাথার ব্লগার রব্বানী ভাইয়ের স্ত্রী।
পিছনের সারিতে- প্রথমেই যিনি আছেন তিনি আমাদের প্রাণের ভাগিনা অর্থাৎ কামরুন্নাহার আপার ছেলে, বাকী সবার পরিচয় উপরে দেয়া আছে।
(এখানে একটি লক্ষ্যনীয় বিষয়ঃ গত আড্ডায় কোহিনুর ভাই কথায় কথায় বলেছিলেন, আজ আমরা যারা একত্রিত হয়েছি তারা আর কোন দিনই এভাবে একত্রিত হতে পারবো না। আমরা যত চেষ্টাই করিনা কেন সামনের অনুষ্ঠানে কেউ না কেউ অনুপস্থিত থাকবে আবার নতুন কেউ অনুষ্ঠানে উপস্থিত হবে। কথাটি বাস্তবেই সত্যে পরিণত হলো। মাত্র সাতদিনের ব্যাবধানে গত আড্ডায় যারা ছিলেন তাদের থেকে ফটো ব্লগার কামাল ভাই ও আলভী ভাই আসেন নাই, কিন্তু অনুষ্ঠানে নতুন যোগ দিয়েছেন সাইদ ভাই, নেক্সাস ও কবি পাশা।)
ছবি-০৭

সাইদ ভাই, অধম প্রামানিক এবং নেক্সাস।
ছবি-০৮

ফুলের রানী কামরুন্নাহার আপা বক্তব্য রাখছেন।
ছবি-০৯

সামনে বসে আছেন বাউল কবি কোহিনুর ভাই এবং কবি পাশা

(পোষ্টটি আগেই দেয়া উচিৎ ছিল কিন্তু সময়ের অভাবে আর অলসতার কারণে দিতে অনেক দেরি হলো।)

মন্তব্য ৭৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: এত অল্প ছবিতে মন ভরেনি।আরও ছবি চাই।
দেরি করে পোষ্ট দিলেন তবুও ফাঁকি দিলেন ;)

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: চাইনিজ রেস্টেুরেন্টে পর্যাপ্ত আলো না থাকায় অধিক ছবি তোলা সম্ভব হয় নাই। ধন্যবাদ আপনাকে।

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেক পরিচিত মুখ দেখে খুব ভালো লাগলো । মনে কোণে একটিই গান বেজে উঠলো, দিনগুলি মোর সোনার খাচায় রইলো না, রইলো না, সেই যে আমার নানান রঙ্গের দিনগুলি ......।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩

প্রামানিক বলেছেন: জী ভাই সবাই পুরানো ব্লগার। আপনি চিনতে পেরেছেন জেনে খুশি হলাম।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

করুণাধারা বলেছেন: ৬ এবং ৭ নং সেশনে ব্লগারদের ছবির সাথে সাথে যদি নামটাও দিতেন!

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনার অনুরোধটি অবশ্যই পালন করার চেষ্টা করছি। ধন্যবাদ

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমি তো ভেবেছিলাম, পারিবারিক মিলাদ মাহফিল!

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫

প্রামানিক বলেছেন: অনেকটা সেরকমই।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮

চিন্তিত নিরন্তর বলেছেন: পুরনো কথা মনে পরে গেল। আলো ব্লগে সবার সরব উপস্থিতি ছিল।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬

প্রামানিক বলেছেন: জী ভাই, সেই দিনগুলির কথা খুব মনে পড়ে।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০২

রাসেল উদ্দীন বলেছেন: এমন স্মৃতিগুলো মনে করতে ভালোই লাগে!

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, অনেক স্মৃতি আছে মন থেকে মুছে ফেলা যায় না।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

শামছুল ইসলাম বলেছেন: মিলন মেলায় অনেককে দেখলাম ।
ধন্যবাদ ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: জী ভাই, পুরানো অনেকেই ছিলাম। ধন্যবাদ

৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছবির মানুষগুলো আমাদের সহব্লগার ভাবতেই ভাল লাগছে। কিন্তু সবার পরিচয় জানতে না পেরে কেমন যেন অপূর্ণতা রয়ে গেল। আশা করি প্রামাণিক ভাই সবার সাথে পরিচয় করিয়ে দেবেন।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের অনুরোধে এখন পরিচয় দিয়ে দিয়েছি।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

দি রিফর্মার বলেছেন: সামুর সকল ব্লগারদের একটা বার্ষিক গেটটুগেদারের বা পিকনিকের ব্যবস্থা করা যায় কি?

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: এটা হলে তো ভালই হয়, ভার্চুয়াল জগতে আমরা সবাই পরিচিত কিন্তু কেউ কাউকে চিনি না। একটা গেটটুগেদার হলে সবাই সবাইকে চিনতে পারবো।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের এই মাঝেমধ্যে ব্লগসম্পর্কীয় আলোচনা আড্ডায়।
শুভকামনা আপনাদের জন্য সবসময়।
শুভ হোক আপনাদের আগামী দিনক্ষণ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নাঈম জাহাঙ্গীর নয়ন, মাঝে মাঝে এরকম আড্ডা হলে মানসিক অনেক প্রশান্তি পাওয়া যায়।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মানিনা মানবোনা। আপনার দু-চার জন আড্ডা দেবেন ফটোসেশন করবেন আমাদেরকে না বলে তা হয়না। মানিনা মানবোনা। X(

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১

প্রামানিক বলেছেন: আমিও মানিনা মানবো না। আসেন সবাই মিলে বড় ধরনের কোন আড্ডার ব্যাবস্থা করি।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চাচা আপন থুক্কু আপন চাচার পরান বাঁচাতে গিয়ে একজন যে উপস্থিত হতে পারে নি সে কি জানেন? B:-/ :( |-)

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০

প্রামানিক বলেছেন: শুনেছিলাম ভারতে গিয়েছিল। ধন্যবাদ

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মুখে হাত দিয়ে মোবাইলফোনে কথা বলছেন, উনি কি আপনি?!

সবাইকে দেখে খুব ভালো লাগলো।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: জী ভাই, গরীব মানুষ তো যে কারণে এই অবস্থা।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: কিছু ছবি ফেবুতে আগেই দেখেছিলাম। তবে নামসহ এখানে দেয়ার জন্য বাড়তি ধন্যবাদ।
+।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন:

আমি আরেকটা আড্ডার ছবি দিলাম, প্রামানিক ভাই!!
সাত নাম্বার ছবিতে সামনে বাম থেকে দ্বিতীয় চিনু ভাবী, আপনি ভুলে গেলেন ভাই??

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপা, আসলেই আমি চিনু ভাবির উস্থিতির কথা ভুলে গিয়েছিলাম।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনারা কীভাবে যোগাযোগ রাখেন সবার সাথে? ফেসবুক গ্রুপের মাধ্যমে নাকি পার্সোনালি?

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: আমাদের এই যোগাযোগটা শুরু হয়েছিল প্রথম আলো ব্লগ থেকে। প্রথম আলো ব্লগ প্রতি বছরই অনুষ্ঠান করতো সেই অনুষ্ঠানগুলো থেকেই পরস্পর যোগাযোগের মাধ্যম সারা বাংলাদেশে বিশাল একটি গ্রুপ তৈরী হয়। সেই গ্রুপেরই একটি অংশ এটি। এই আড্ডার মূলে থাকে ব্লগার নীল সাধূ। সেই সাধারণত সবার সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। ধন্যবাদ বিষয়টি জানতে চাওয়ার জন্য।

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



একটি সৌহার্দ্যের ছবি , সবটা মিলিয়ে । এ ছবি "বাসি" নয় চিরনতুন ....................

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন জী এস ভাই, এই স্মৃতি কখনো বাসি হবার নয়।

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা এবং ভালোবাসা জানবেন প্রামানিক ভাই।
ভালো লাগছে আবার সবাইকে দেখে।

ব্লগের ভার্চুয়াল সম্পর্ককে আমরা নিয়ে যেতে পেরেছি পারিবারিক আবহে। তৈরী হয়েছে আন্তরিকতা ভালোবাসা সহমর্মিতা। একসাথে আছি এখনো। ভালো লাগে এই বন্ধন। ভালো থাকবেন।

পোষ্টে আরো অনেক প্রিয় মুখ মন্তব্য করেছেন সকলের জন্য অফুরান ভালোবাসা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৭

প্রামানিক বলেছেন: ভার্চুয়াল থেকে যে পারিবারিক আবহে আমরা যেতে পেরেছি এটা মনে হলে নিজের কাছেই খুব আনন্দ লাগে। ধন্যবাদ নীলসাধু ভাই, এই অবদানের এক নম্বর দাবীদার তো আপনিই।

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
মনে হয় এক সপ্তাহের জন্য মিস করেছিলাম আড্ডা ।
শুভ কামনা !!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১১

প্রামানিক বলেছেন: স্মৃতির একটি সন্ধ্যা থেকে বাদ পড়েছেন। চেষ্টা করবেন আগামীতে যেন আমরা অনেকেই এভাবে একত্রিত হত পারি।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।। আপনার কল্যানে তবু ব্লগের কিছু অপরিচিত মুখ দেখতে পাচ্ছি।। এটাই অনেক।।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন সুস্থ্য থাকুন এবং ভবিষ্যতে যেন আপনার সামনা সামনি হতে পারি এই কামনা করি।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫১

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই আড্ডার কথা আবার মনে করিয়ে দেওয়ার জন্য।
এই আড্ডা দেখে আমার আবার দেশে আসতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আবার সবার সাথে আড্ডা দিয়ে যাই।
বজায় থাকুক আমাদের এই বন্ধন সব সময়।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন রুহী, আসলেই সেদিনের আড্ডা মানে জীবনের একটা স্মৃতি। আমরা হয়তো একদিন কেউ থাকবো না তখন এই স্মৃতিগুলিই থাকবে।

২২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটা সৌহার্দ্যমূলক সমাবেশের কিছু আলোকচিত্র, সাথে আপনার বর্ণনা মিলে একটা ভাল পোস্ট রেখে গেলেন। যারা সেখানে উপস্থিত ছিলেন না, তারা এসব ছবি দেখেই প্রভূত আনন্দ পাবেন, আর যারা ছিলেন, তাদের জন্য তো এটা একটা আকর্ষণীয় এলবাম হয়ে রইবে।
যে কোন একটা উপলক্ষকে কেন্দ্র করে বৃহত্তর পরিসরে এরকম আরো সমাবেশ দেখতে চাই। নিশ্চয়ই সামুতে অনেক ভাল ভাল উদ্যোগী ব্লগার রয়েছেন, যারা এ অসম্ভবকে সম্ভব করতে পারবেন। রক্তের বাঁধন নেই, তবু মনে হয় আমরা কতই আপন!
পোস্টে ভাল লাগা + +

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন খায়রুল আহসান ভাই, যারা সেখানে উপস্থিত ছিলাম তাদের জন্য এটা একটা আকর্ষণীয় এ্যালবামই বটে। তবে বড় ধরনের কোন আয়োজনের ব্যাবস্থা করলে সবাই একত্রিত হয়ে পরস্পরের মধ্যে সম্পর্ক আরো জোরালো করা যেত।

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

দীপঙ্কর বেরা বলেছেন: ভাল লাগল আড্ডা ও ছবি। ভাল থাকবেন।

প্রথম পাতা থেকে আমার লেখা এখনও অনেক দূরে। তবে এখনও লেখা দিই।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১

প্রামানিক বলেছেন: আপনি কাল্পনিক ভালোবাসার পোষ্টে একটা রিকোয়েষ্ট করে দেখেন প্রথম পাতায় অনুমতি পেতে পারেন।

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০

জীবন সাগর বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপনাদের আড্ডা
শুভকামনা আপনাদের জন্য

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাগর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চমৎকার আয়োজন।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮

কানিজ রিনা বলেছেন: অসাধারন ব্লগার বৃন্দদের এভাবে আড্ডার
ছবি দিলে বেশ চেনা হবে। অনেক ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এরকম আড্ডার ছবি দিলে ব্লগারদের চিনতে সুবিধা হয়।

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো ঠিকই , কিন্তু এমন আনন্দ উৎসবে না থাকতে পেরে একই সময়ে আপসুসেরও শেষ নেই।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, চেষ্টা করেন সামনে যেন বড়সর কোন আয়োজন করা যায়।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: সেই শুভকামনা এবং চেষ্টা অবশ্যই থাকবে যদি আমাকে নক করা হয়।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: যদি আয়োজনের সুযোগ আসে অবশ্যই নক করা হবে।

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুনে আনন্দিত হলাম ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। শুভকামনা রইলো।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪৭

প্রামানিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩০| ২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৩১| ২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন: বাসি আড্ডায় সবাইকে চির নতুন মনে হলো প্রামানিক ভাই :)
+

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আড্ডা বাসি হলেও মানুষ তো বাসি হয় না যে কারণে সবাইকে চির নতুন মনে হয়।

৩২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
মনে হচ্ছে জমিয়ে আড্ডা দিয়েন সবাই।।। :)



সবার জন্য শুভ কামনা রইল ।।

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

প্রামানিক বলেছেন: জী ভাই, আড্ডা ভালই জমেছিল। ধন্যবাদ

৩৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর পোস্ট, অনেক কে দেখার সুযোগ হল। ধন্যবাদ ।

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: জী ভাই, এখানে সবাই ব্লগার।

৩৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহি নাজরুল বলেছেন: বাঙলায় প্রতিটি ব্লগেই আপনাকে খুজে পাই। সামু থেকে প্রতম আলো, চতুমাত্রিক। অনেক গুছিয়ে লেখেন , পড়তে স্রতিমধুর লাগে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।।

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর একটি কথা বলেছেন, আপনি আমি সবাই যেন মিলেমিশে ব্লগে থাকি এই কামনা করি।

৩৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৪

পলক শাহরিয়ার বলেছেন: ব্লগ একটা অসাধারণ প্লাটফর্ম। এটাকে শক্ত করতে এরকম মিলনমেলা মাঝে মাঝে হওয়া উচিৎ।

৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে।

৩৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪

এফ.কে আশিক বলেছেন: নিরন্তর শুভকামনা সবার জন্য.....

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

ফয়সাল রকি বলেছেন: খাবারের ছবি তো তেমন একটা পেলাম না :(

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: খাবারের ছবি দেই নাই। ধন্যবাদ

৩৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একসাথে অনেককে দেখে বেশ ভাল লাগলো ।

৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন গিয়াস ভাই, ওখানে আমরা ব্লগার অনেকেই ছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.