নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

জীবনটা মোর চাখতে চাখতেই শেষ

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮


শহীদুল ইসলাম প্রামানিক

বিয়ের পরে নতুন বউকে
শ্বাশুরী বলল ডেকে,
“স্বামীর ঘরই দোজখ-বেহেস্ত
ভাববে আজি থেকে।”

“স্বামীর খাবার আগে দিবে
তুমি খাবে পাছে
সবার খাওয়ার পরেই খাবে
যদি কিছু বাঁচে”।

কথা শুনে খুশিই হলাম
ভালো উপদেশ বটে
বউয়ের দ্বারা এমন ঘটনা
হামেশাই যেন ঘটে।

খুশির চোটে বাজার থেকে
আনলাম ইলিশ মাছ
খাওয়ার জন্য তর সইছে না
করতেছি আচকাছ।

বারে বারে উঁকি দেয়ায়
বলল গিন্নী ডেকে,
স্নান করে দাওয়ায় বসো
রোদে পিঠটা রেখে।

স্নান শেষে বসে আছি
ডাকছে না তো বউ
ইলিশ রান্নার পাচ্ছি ঘ্রান
গন্ধটা মউ মউ।

পায়ে পায়ে এগিয়ে গেলাম
রান্না ঘরের কাছে
উঁকি দিতেই থমকে গেলাম
কামড় দিয়েছে মাছে।

বললাম তখন বউকে আমি
খুবই ডরে ডরে,
“তোমার মা না বলে দিয়েছে
খাবে সবার পরে”?

খেতে খেতে বলল বউয়ে
চামুচ গামলায় রেখে,
“খাচ্ছি না গো মাছের ঝোলটা
দেখছি শুধু চেখে”।

হাঁড়ির ভিতর তাকিয়ে দেখি
অর্ধেক মাছ নাই
তারপরেতেও বলছে বউয়ে
মাছ নাকি খায় নাই।

যেই বধুটি ঝোল চাখতেই
অর্ধেক মাছ খায়
তার সাথে ভাই যুক্তি তর্কে
আর কি পারা যায়?

মনে মনে বললাম শুধু
নারীরা তো বেশ
মাছের মতই জীবনটা মোর
চাখতে চাখতেই শেষ।

(ছবি গোগুল)
(সম্মানিত বোনেরা, আপনারা আবার আমারে ভুল বুঝবেন না এটা শুধু আমার গিন্নীর জন্য লেখা, সব মহিলার জন্য নয়।)

মন্তব্য ১২৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

ধ্রুবক আলো বলেছেন: প্রথম

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

প্রামানিক বলেছেন:
নেন চা খান।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ধ্রুবক আলো বলেছেন: হ ভাই ঠিকই বলেছেন, জীবন বুঝতে বুঝতে জীবন শেষ!

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: হা হা হা - - - এই তো বুঝতে পেরেছেন। ধন্যবাদ

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ইফতি সৌরভ বলেছেন: :D :P

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহিন বিন রফিক বলেছেন: গুরু, লবণ চাইখা দেখতেই পারে, এটাই কিন্তু দোষের কিছু নাই, কারণ লবণ কম হলে আপনি আবার বউকে বকাঝকা দিবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

প্রামানিক বলেছেন: লবণ চাখতে আপত্তি নাই, এটার অনুমতি অলিখিতভাবেই দেয়া আছে--- কিন্তু চাখতে গিয়া মাছের অর্ধেক খেলে তো বিপদ। ধন্যবাদ ভাই

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আহারে বেচারি! অনেকদিন ইলিশ খায় নি মনে হয়। কী আর করার? শান্তিমতো খেতে দিন!

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: আরে ভাই বউরা চেখেটেখে যা থাকে তাই তো খাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


বাংলার দরিদ্র ঘরের বউরা রান্না করে, খেতে পায় না; বড়ই কষ্টের জীবন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, এটাও একটি তারই উদাহারণ। ধন্যবাদ আপনাকে।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সারা জীবন ব্উকে দোষেণ
এটা কেমন কথা ?
সুখে রাখবেন কথা দিয়ে
এখন বলেন যা-তা ।

চেখে দেখে মাছের ঝোল
কিইবা এমন দোষ,
সারা জীবন মিছা মিছে
করেন ফোঁস ফোঁস !!

বউয়ের সাথে শেয়ার করেন
ভালো মন্দ সব,
খাবার বেলা শুধু শুধু
করবেননা কলরব।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: বউয়ের মায়ে যা বলেছে
সেই কথাতে আছি
সেইটা নিয়েই সকাল বিকাল
করি নাচানাচি।

স্বামীর আগে খাওয়া যাবে না
এটা তাদের কথা
চাখতে গিয়ে অর্ধেক খেলে
কে থাকে নিরব তথা।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ওমেরা বলেছেন: ভাল তো মহিলাদের খোঁচা দিলেন !! লবন, মরিচ ঠিক মত না হলে দোষ ধরবেন আবার চেখে দেখলেও দোষ !! তাই তো আমি সিন্ধান্ত নিয়েছি কখনো রান্নার ধারে কাছে ও যাব না ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: ঝোল চাখতে অসুবিধা নেই কিন্তু ঝোল চাখতে গিয়ে অর্ধেক মাছ খেয়ে ফেললে সেইটা সমস্যা। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

আবু তালেব শেখ বলেছেন: প্রামানিক ভাইয়ের ছড়ার জন্য আজ গিন্নির বকুনি খেলাম (অল্পের জন্য মারের হাত থেকে রক্ষা)

অসম্ভব সুন্দর হয়েছে

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: হে হে হে - - - আপনি আবার এই ছড়া আপনার গিন্নীকে দেখাতে গেছেন কেন খুন্তির ছ্যাকা খাবেন তো! আমিও তো ভয়ে আছি।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আবু তালেব শেখ বলেছেন: নুর মোহাম্মাদ নুরু ভাই দেখছি রীতিমত কড়া প্রতিবাদ জানিয়েছে

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: নুরু ভাই ওই পক্ষে কেন গেল বুঝতে পারছি না, মনে হয় ভাবীর ভয়েই তিনি প্রতিবাদ শুরু করেছেন।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

আবু তালেব শেখ বলেছেন: প্রামনিক ভাইয়ের উঃ টাও বেশ

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের দিন বাঘে খাইছে
কান পেতে তা শোনেন,
ছেলে মেয়ে সমান সমান
এই কথাটি মানেন ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: নারী পুরুষ নয় তো সমান সমান
দেহের প্রতি তাকিয়ে দেখেন আছে কত প্রমাণ

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চর্ম চোঁখে দেখতে বটে
আলাদা মনে হয়.
নারী পুরুষ একাত্তা হলে
সংসারেতে সুখের বাতাস বয়।

ভাবতে শিখুন সমান সমান
নারী পুরুষ সব,
তা না হলে সারা জনম
মিলবেনা হিসাব।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: সবল, দুর্বল আছে বলেই
সংসারে সুখ হয়
উভয় মিলে সমান হলে
আছে বিশাল ভয়।

কেউ মানবে না কারো কথা
লাগবে মারামারি
ঘর সংসার আর কেউ করবে না
করবে শুধু আড়ি।



১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

অর্ক বলেছেন: তেমন একটা জমেনি প্রামানিক ভাই। সাবলীল হয়নি। এর থেকে আপনার অন্য ছড়াগুলো ঢের ভালো। মনেই হলো না আপনার লেখা।
শুভকামনা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: ভালো করার জন্য আরো একটু সময় নিয়ে ছন্দ পরিবর্তন করা দরকার ছিল সেটা না করেই পোষ্ট দেয়াতে ছড়া সবল হয় নাই। ধন্যবাদ খোলামেলা মন্তব্য করার জন্য।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: হাহাহাহা........ভালো লিখেছেন। +।

ভাবীকে কিন্তু বলে দেবো............ ;)

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

প্রামানিক বলেছেন: সেই ভয়েই তো আছি। ধন্যবাদ

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২১

জুন বলেছেন: আরেকটু পরে ঢুকলেই হয়তো নাসিরুদ্দিন হোজার সাক্ষাৎ পেতেন প্রামানিক ভাই। হোজার গল্পটি সবার অতি পরিচিত তাও বলি আপনার কবিতার সাথে প্রাসংগিক হবে বলে । হোজা একদিন দুই কেজি মাংস এনে বৌকে রান্না করতে বল্লো । হোজার বৌ ও ভাবীজীর মত চাখতে চাখতে অর্ধেক না পুরোটাই শেষ করে ফেল্লো। আপনার মতই হোজা সাহেব গোসল টোসল সেরে তেল পানি মেখে খেতে গিয়ে দেখলেন হাড়িতে মাংসের ম ও নেই। বৌকে জিজ্ঞেস করে জবাব পেলেন তাদের পোষা বিড়াল নাকি সব মাংস খেয়ে ফেলেছে। হোজা দৌড়ে গিয়ে বাটখারা এনে বিড়ালটাকে মাপলো। ওজন পাক্কা দুই কেজি । হোজা তখন বৌ কে প্রশ্ন করলেন "এটা যদি বিড়াল হয় তো মাংস কই ? আর এটা যদি মাংস হয়তো বিড়াল কই "!! ;)
ভাবীর উদ্দেশ্যে লেখা কবিতাটি আদৌ সত্য কি না জানি না তবে মজার হয়েছে যথারীতি ।
+

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, এসব আপনাদেরকে মজা দেয়ার জন্য লেখা, গিন্নী যদি এরকম হতো তাহলে তো আমার পক্ষে ছড়া লেখা সম্ভব হতো না, গিন্নীকে পাহাড়া দিতে দিতেই আমার জান যেতো, গিন্নী সহজ সরল মহিলা হওয়ার ফলেই আমার পক্ষে এমন রসালো ছড়া লেখা সম্ভব হচ্ছে। তবে আপনার লেখা হোজ্জার গল্পটিও খুব ভালো লাগল, খুবই মজা পেলাম।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নারী কিন্তু দূর্বল নয়,
কথা নেন তুলে।
নারী এখন প্লেন চালায়
তাকে অবহেলা নয় ভুলে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

প্রামানিক বলেছেন: বিশেষ বিশেষ ক্ষমতা থাকায়
হলো তারা নারী
তাদের মত সন্তান ধারণ
আমরা কি ভাই পারি !

অনেক কাজে সমান হলেও
সব কাজে তো নয়
সকল কাজে সমান করলে
পৃথিবী হবে ক্ষয়।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

শাহিন বিন রফিক বলেছেন: আমরা যখন খুব ছোট্ট
বলত দাদা গল্প--
মোদের গাঁয়ের বাঁশ বাগানে
থাকত নাকি, এক দৈত্য!

এ-হা বড় নাক ছিল,
এ-হা বড় কান,
পা দু'খান ছিল নাকি
তালগাছের সমান!

একমণ ডাল-ভাত
একবারে খেত,
একবার ঘুমালে
মাস কেটে যেত!

দিন নেই, রাত নেই
নাক ডেকে দিত,
শব্দে সারাগাঁয়ে
অস্থির হত!

আমাদের ছোট দাদা
ছিল নাকি তেজী
একদিন রেগে গিয়ে
দিল এক লাথি!

লাথি খেয়ে দৈত্য
লেজ গুটে পালালো,
ফিরে আর আসেনি
এই গাঁয়ের বাটী।

( গুরু, আমার লেখা শিশুদের ছড়াটা কেমন হল)

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল, আপনি আরো ছড়া লিখতে থাকেন এক সময় অবশ্যই বড় ছড়াকার হবেন। ধন্যবাদ

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অর্ক বলেছেন: তেমন একটা জমেনি প্রামানিক ভাই। সাবলীল হয়নি। এর থেকে আপনার অন্য ছড়াগুলো ঢের ভালো। মনেই হলো না আপনার লেখা।
শুভকামনা রইলো।
আমারও একই মত, তবে ভাবির নম্বরটা পাইলে কাম হইতো !!! :P

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: অফিসিয়াল কাজে ব্যাস্ত থাকায় ছড়াটি এডিট করার সময় পাচ্ছি না। তবে গিন্নী জানলে খবর আছে। ধন্যবাদ লিটন ভাই।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাবীতো ঠিকি করেছে সমানে সমান আধা চেখে শেষ করে বাকী আধাতো রেখেই দিয়েছে।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই, তবে কথা হলো চাখতে চাখতে অর্ধেক খেলে ভাত দিয়ে খাবে কি? ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আজেক খবর আেছ আপনার ;) খাওয়া দাওয়া বন :-B

দারুন রম্য ছড়ায় ভাললাগা

+++

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

প্রামানিক বলেছেন: সেই ভয়েই তো এত রাতেও অফিসে বসে আছি। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

জনৈক অচম ভুত বলেছেন: মজা পাইলাম। :D

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এক কাপ ধোয়া উঠা রং চা দেন, খেতে খেতে ছড়া পড়ি :D

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন:
নেন খান

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো দেখছি আপনার জীবনটা ছ্যাড়াব্যাড়া, ইচ্ছা কর্তাছে আপ্নারে একটু কাইন্দা এগিয়ে দিতে =p~

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ভাই আপনি যদি একটু কান্দাকান্দি কইরা আগায়া দিতে পারেন তয় মন্দ হইবো না কিছুটা হইলেও কান্দন আগায়া যাইবো। ধন্যবাদ

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি কথার কি মানে করেন
অবাক লাগে দাদা,
সকল কাজের ভাগে
কিন্তু নারীর আছে আধা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: অনেক কাজে নারীরা ভাই একক
সকল কাজেই আধা আধা লেখে না কোন লেখক।

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

আমি ডেকে সুরভিকে পড়ালাম।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯

প্রামানিক বলেছেন: আপনি আপনার গিন্নীকে যে ছড়া দেখালেন আপনার উপর ক্ষেপে যাবে তো। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

আবু তালেব শেখ বলেছেন: নুরু ভাই বনাম প্রামানিক ভাইয়ের ছড়া যুদ্ধ বেশ জমে গেছে

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: মাঝে মাঝেই আমাদের মধ্যে এরকম ছড়া যুদ্ধ হয়, আগে আরো বেশি ছিল এমনও হতো বৃহস্পতিবার সারা রাত ছড়া যুদ্ধ চলতো।

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: রম্য ছড়া। ভালো লাগলো।
কমেন্ট ছড়াগুলোও চমৎকার।
চরম বিনোদন.....

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা ! আহারে ইলিশ, বৌ খেলে খাক, বৌ এই তো !

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: বউ পুরো ইলিশ খেলেও অসুবিধা নাই, কিন্তু চাখতে চাখতে অর্ধেক করলে কেমন লাগে বলেন তো? ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬

আখেনাটেন বলেছেন: হা হা হা। গিন্নির এইটুকুতেই হিংসা। না, আপনি তো মশাই ভালো লোক না। :P :P :-P

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: হিংসা করি নাই ভাই, তবে চাখতে গিয়ে অর্ধেক খেয়েছে সেইটা বলেছি। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: রম‍্য ছড়া হলে বলবো দারুন হয়েছে ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নূর-ই-হাফসা, আপনি ঠিকই ধরেছেন এটা রম্য ছড়া।

৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা পড়ে হাসতে হাসতে শেষ!

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

আশিক_ইসিই_২ক১৩ বলেছেন: এখনো ভাই বিবাহ করি নাই। এই বছর বা আগামী বছর করব। দোয়া কইরেন ভাই।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০১

প্রামানিক বলেছেন: অবশ্যই দোয়া করি, আপনার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। আমি ছড়াটড়ায় যাই লিখি না কেন বউ জাতিটা কিন্তু খারাপ নয় যদি মন মতো হয়, আর যদি মন মতো না হয় তইলে খবর আছে। ধন্যবাদ

৩৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৪

কিরমানী লিটন বলেছেন: বাহঃ চমৎকার ছন্দের দোলায় দোল খাওয়া বাতাসের কানে কানে বাস্তবতার গান শুনালেন। অভিাদন প্রিয় প্রামানিক ভাই। শুভকামনা রইলো.।।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৩:৫০

সোহানী বলেছেন: গিন্নির পার্মিশন নিয়েছেনতো প্রমানিক ভাই হাটে হাড়ি ভাঙ্গার জন্য................হাহাহাহা

বরাবরের মতই ভালো লাগলো ছন্দের যাদুকর .............

২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৬

প্রামানিক বলেছেন: গিন্নী জানে না, জানলে খবর আছে। ধন্যবাদ বোন সোহানী, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৮

সোহানী বলেছেন: ২৪ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৬ ......

এতো ভোরে কি করেন প্রমানিক ভাই ???????

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: অনেক সময় রাতে ঘুম আসতে চায় না অথবা ভোররাতে ঘুম ভেঙে যায় তখন উঠে কম্পিউটারে বসে লেখালেখি করি, কম্পিউটারটি আমার বেডের কাছেই রেখেছি। রাতে লেখালেখি করাটাই আমার কাছে নিরিবিলি মনে হয়।

৩৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৯

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া কবিতা পড়ে মজা অনেক মজা লাগলো ++++++++্

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২১

আটলান্টিক বলেছেন: হা হা হা হা কাকে বিয়ে করলেন যে অর্ধেক ইলিশ একাই খেয়ে ফেলে? X((

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

প্রামানিক বলেছেন: যাকে বিয়ে করেছি সে খারাপ নয়, তবে শ্বাশুরী বিয়ের সময় বলে দিয়েছিল স্বামীর আগে খাওয়া যাবে না সবার শেষে খাবে, সেই কথাগুলো পালন করতে গিয়েই আরকি চাখতে চাখতে অর্ধেক খেয়েছে। তাছাড়া মানুষ হিসাবে খারাপ নয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নারীর জীবনের পর্যায়কাল ভাবার মত বিষ য়। বউ শাশুড়ির মনসতাত্ত্বিক দ্বন্দ আবহমান কাল ধরে আমাদের সমাজে ঝিইয়ে আছে। তবে আগের থেকে বর্তমানে বউরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: চরম সত্য কথাই মন্তব্যে তুলে ধরেছেন। আমার ছড়াটিও একটি উপমা মাত্র। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই আপনি সুরভী ভাবীকে পড়ালেন কেন এত আগ্রহ করে ?
সেও কি আপনার ভাগেরটা সাবার করে দেয় ?
আমার মনে হয়না সুরভী ভাবী তা করেন,
তবে কি উদ্দেশ্যে তাকে দেখাতে হলো।
প্রামাণিক ভাই অনেক যাতনা সহে
তার সত্য প্রকাশ করলেন,

আপনার ভাগ্যে এমন
না হবারই কথা।

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: নুরু ভাই, যদিও গিন্নীকে এখানে প্রতীকি উপমা হিসাবে উপস্থাপন করেছি তবে বাস্তবে বাংলার ঘরে ঘরে এরকম অনেক বাস্তব ঘটনাই ঘটে থাকে, যে কারণে রাজীব নুর তার স্ত্রী সুরভীকে ছড়াটি পড়াতে উৎসাহবোধ করেছে। ধন্যবাদ নুরু ভাই।

৪১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

নীলপরি বলেছেন: বরাবরের মতোই দারুণ লাগলো ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। এই ছড়া কী আপনার গিন্নী পড়েছে প্রামানিক ভাই?

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: না ভাই পড়ে নাই, পড়লে আমার খবর আছে ভাত বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ হেনা ভাই।

৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

মোস্তফা সোহেল বলেছেন: মজার ছড়া অনেক ভাল লাগল প্রামানিক ভাই।

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

জাহিদ হাসান বলেছেন: ওহ হো

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪৬| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

জাহিদ অনিক বলেছেন:

আপনার গিন্নী এটা পড়েছে ?

আপনি বহাল তবিয়তে আছেন তো !

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: না ভাই পড়ে নাই, পড়লে আমার খবর আছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪৭| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

তারেক_মাহমুদ বলেছেন: হাসতে হাসতে খুন হয়ে গেলাম

তবে এভাবে চাখা মহিলাদের ভাগ্যে জোটে না, মহিলাদের ভাগ্যে জোটে, মাছের লেজ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: আপনার কথাও ঠিক আছে, মহিলাদের ভাগ্যে মাছের লেজ ছাড়া কম মহিলার ভাগ্যেই মাছের পেটি জোটে। কাজেই চালাক মহিলারা রান্নার সময়ই সেটা পুষিয়ে নেয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

তারেক ফাহিম বলেছেন: বেশ বেশ।

এখন ভাবিকে কি বলে বুঝ দিলেন?
প্রামনিক ভাই আর নুরু ভাই ছড়ার যুদ্ধটা বন্ধ হয়ে গেলো :(

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: নুরু ভাই আর আমার ছড়ার যু্দ্ধ মাঝে মাঝেই হয়। সামনে হয়তো এরকম কোন ছড়া দিলে আবার হবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

পুলক ঢালী বলেছেন: প্রামানিক ভাই ছড়া পড়ে হাসতে হাসতে শেষ।
ভাবীকে টার্গেট করে লিখেছেন তো? যাস্ট একটু খেয়াল রাইখেন আশেপাশে যেন ঝাড়ু না থাকে।
;) :D =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: আরে ভাই সেই ভয়েই তো আছি, এখনো জানে না জানলে যে কপালে কি আছে। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৫০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
মজার ছড়া প্রামানিক ভাই !
অনেক অনেক শুভ কামনা ।

২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

ফ্রিটক বলেছেন: মজা পেলুম।এতো সুন্দর ছড়া লেখেন আপনি!

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আফসোস, সব নারী ব্লগারেরা প্রামানিক ভাইয়ের
অভিযোগ সানন্দে মেনে নিয়েছেন !! আমি প্রতিবাদ
করলাম তাদের পক্ষ থেকে কিন্তু কাউকে আমার পাশে
পেলামনা। রাজীব ভাই সুরভী ভাবীকে ছড়াটি পাঠ করিয়েছেন (!)
উদ্দেশ্য কি, তিনিওকি প্রামানিক ভাইয়ের মতো যাতনা নীরবে সহেন !!
কিন্তু সুরভী ভাবী এমন হবারকথা নয়। তবুও কেন যে রাজীব ভাই
তাকে এই ছড়াটি ডিফেন্স হিসেবে ব্যবহার করলেন বুঝতে পারিনাই।
আশা করি উভয়ে আমাকে ক্লিয়ার করবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: বাস্তব জীবনের ঘটনা যাচাই বাছাই করেই হয়তো মহিলারা সমর্থন দিয়েছে। যেকারণে আপনি মহিলাদের পক্ষ নিলেও মহিলারা বাস্তবতার কথাই ভেবেছে। ধন্যবাদ নুরু ভাই।

৫৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪

সামিয়া বলেছেন: হাহাহাহাহা দারুন ছড়া ।। একশত +++++ :)

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সামিয়া, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

বিদেশে কামলা খাটি বলেছেন: এটা যদি বেড়াল হয় তবে মাংস কই। আর এটা যদি মাংস হয় তবে বেড়াল কই।

আপনার ইলিশ মাছের জন্যও তো এটা প্রযোজ্য।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, জুন আপার গল্পটা বাস্তবের সাথে মিল আছে। ধন্যবাদ আপনাকে।

৫৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন প্রামাণিক ভাই। :)

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০০

মলাসইলমুইনা বলেছেন: ----
হায় হায় প্রামানিক ভাই,
এখনো ড্রাফটে নেন নাই ?
ছড়া, ভাবি এই দেখলো বলে !
কি যে আছে আপনার কপালে !
পাচ্ছি ভয়, ব্লগের প্রিয় ছড়াকার
ভাবি বিরোধী ছড়ার কি দরকার !!

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

প্রামানিক বলেছেন: হা হা হা মন্দ বলেন নাই
ভয়ে ভয়ে আছি ভাই
ছড়া মন্তব্য ভালো লাগল
শুভেচ্ছাটা দিলাম তাই।

৫৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যাক, শুধু আমাদের ভাবির জন্য লেখা। তাই মন্তব্য করবো না। হাসবোও না :)

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

প্রামানিক বলেছেন: আরে ভাই হাসেন মন্তব্যও করেন অসুবিধা নাই। আসলে এটা হাসার জন্যই লিখেছি, আমাদের সমাজে চাখতে গিয়ে অর্ধেক খায় এরকম মহিলা অনেক আছে, আমার গিন্নী এখানে উপমা মাত্র। ধন্যবাদ মইনুল ভাই।

৫৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচছা রইল।

৫৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
প্রামানিক ভাই, ইমানে কন, ইলিশ কিনছিলেন নাকি জাটকা =p~ ইলিশ কিনলে তো ভাবি চেখে শেষ করার কথা না :-B


কোবতে খানা যথাবিহিত মার-মার কাট-কাট হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

প্রামানিক বলেছেন: ভাই কি আর বলি, জাটকা হলে কি আর কবিতা লিখি-- আস্ত ইলিশ ছিল। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৬০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার ছড়া সবসময়ই রসালো ও মজার।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ হয়েছে। :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৬২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

সৈয়দ ইসলাম বলেছেন: ভাউ, আপনার গিন্নিকে সেলুট! উনার উছিলায় আমরা একখানা চমৎকার জীবন্ত কবিতা পেলাম।

চিরন্তন শুভকামনা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৬৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: লেখা আর কমেন্ট পড়ে মজা পেলাম। তবে ভাবীকে স্যালুট।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন আপনি মজা পেয়েছেন জেনে খুশি হলাম। শুভ্চেছা রইল।

৬৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: বেশ মজার ছড়া। তবে আপনার জন্যে ভয় হচ্ছে!

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: না ভাই, ভয়ের কিছু নাই, আমার সাথে গিন্নীর যথেষ্ঠ সুসম্পর্ক আছে। তার সাথে সুসম্পর্ক আছে দেখেই এরকম ছড়া লেখার সুযোগ পাচ্ছি। রসালো মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.