নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বোম্বাই মরিচ ও পাক আর্মি

২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১


(ছবি রাজীব নুর)
শহীদুল ইসলাম প্রামানিক

পাক-ভারতটা ভাগ হয়েছে
চলছে আর্মি শাসন
পাকিস্তানী বাংলায় এসে
দিচ্ছে উর্দু ভাষণ।

উর্দু ভাষী আর্মিরা সব
গাঁও-গেরমে ঢুকে
বিনা কারণে বাঙালীদের
অস্ত্র ঠুকছে বুকে।

গাঁয়ের হাটে এক কৃষকে
মরিচ নিয়ে বসা
উর্দু কথা না বলাতে
মরণ হবার দশা।

বলছে তারে পাক আর্মিরা,
“কেয়া চিজ ভাই”?
‘বোম্বাই মরিচ’ নাম বলতেই
মারল লাথি তাই।

গাল দিয়ে কয়, “মুম্বাই মরিচ
চোরাকারবারী কর”
যতই বলে দেশী মরিচ
মার দেয় তারপরো।

পাশেই ছিল গুড়ের দোকান
সেই খানেতে গিয়ে
জিজ্ঞেস করল, “কেয়া চিজ হায়”
লাঠি হাতে নিয়ে।

দোকানদারে বলল হেসে,
“এইয়া আখি গুড়”
মুখে দিয়ে মিষ্টি লাগায়
কণ্ঠে রাগের সুর।

“হারামজাদে, ঝুট বলা হায়
ইয়ে তো মিঠাই”
এই না বলেই লাঠির পেটন
চলতেছে সাঁই সাঁই।

কি যে বিপদ ছিল মোদের
পাক আমলে এসে
কথায় কথায় লাঠির পেটন
চলতো সারা দেশে।

সেগুন বাগিচা
রাত ঃ ৯ টা ২৫ মিনিট
তারিখ ঃ ২৫-১২-২০১৫ইং
(রিপোষ্ট)

মন্তব্য ১১০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫১

মুচি বলেছেন: অসাধারণ। ++++
খুবই ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:০০

পার্থ তালুকদার বলেছেন: ভালো হয়েছে !!

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ কদিন পরে লিখলেন প্রামাণিক ভাই।সুন্দর হয়েছে।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সময় করে উঠতে পারছি না তাই অনিয়মিত হয়ে পড়েছি। শুভেচ্ছা রইল।

৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




একটা কঠিন সময়ের গল্প ।
যথারীতি মজার ।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: পাকিস্তান আমলে এরকম হাজারো ঘটনা ঘটতো। ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০

ওমেরা বলেছেন: সেই সময় তো ছিলাম না , দেখিও নাই । যা বল্লেন তাই বিস্বাস করলাম ।
ধন্যবাদ ভাইয়া ।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

প্রামানিক বলেছেন: এখানে মাত্র দু'টি ঘটনা তুলে ধরেছি এরকম অনেক ঘটনা আছে। ধন্যবাদ বোন।

৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: I love mubai chilli.

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: অনেকেই বোম্বাই মরিচ ভালোবাসে তবে পাকিস্তানীরা বুঝতে পারে নাই তাই উল্টা পেটন দিয়েছে। ধন্যবাদ

৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৮

কলাবাগান১ বলেছেন: ওমেরা র মনে সন্দেহ!!!!!

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: ওমেরা তো পাকিস্তানীদের অত্যাচার দেখে নাই যে কারণে তার মনে সন্দেহ হতেই পারে। ধন্যবাদ ভাই।

৮| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা হা দারুন, =p~
তবে একটু শংশোধন করতে হবে প্রামানিক ভাই
ব্লাক মেইলিংনা, স্মাগলিং হবে

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, সংশোধন করে দিলাম।

৯| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাক সেনারা এদেশে জল্লাদের আচরণ করেছে।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: তাদের অত্যাচারের কাহিনী ভাষায় প্রকাশ করা কঠিন। ধন্যবাদ আপনাকে

১০| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: এই ঘটনাটি সত্য।
মিলিয়ে মিলিয়ে খুব সুন্দর লিখেছেন।

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর। এরকম হাজারো ঘটনা তারা ঘটিয়েছে।

১১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫

কাছের-মানুষ বলেছেন: চমৎকার হয়েছে ।

আমার ভাল লাগা রইল ।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: আর একটা কথা বলতে ভুলে গেছি- ছবিটা কিন্তু বোম্বাই মরিচের নয়। কেপসিকাম এর।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই ধরেছেন, বোম্বাই মরিচের ছবি অনেক আগে তুলেছিলাম, কয়েক হাজার ছবির ভিতর খুঁজে পাচ্ছি না, যে কারণে অগত্যা বোম্বাই মরিচের বড় ভাই ক্যাপসিকামের ছবি পোষ্ট করেছি। ধন্যবাদ

১৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি ঠিকই ধরেছেন, বোম্বাই মরিচের ছবি অনেক আগে তুলেছিলাম, কয়েক হাজার ছবির ভিতর খুঁজে পাচ্ছি না, যে কারণে অগত্যা বোম্বাই মরিচের বড় ভাই ক্যাপসিকামের ছবি পোষ্ট করেছি। ধন্যবাদ

এই নিন বোম্বাই মরিচের ছবি।
আসলেই এই মরিচ খুব বেশি ঝাল। ঝাল আমি একেবারেই খেতে পারি না।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: বোম্বাই মরিচের ছবি দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার তোলা ছবি পোষ্টে সংযুক্ত করলাম।

১৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবারও প্রামানিক ভাইয়ের উপাদেয় ছড়া। আপনার ছড়া সবসময়ই উপভোগ্য হয়। ধন্যবাদ প্রামানিক ভাই।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের উৎসাহ আমার ছড়া লেখার প্রেরণা। শুভেচ্ছা রইল।

১৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


প্রামাণিক ভাই দিলো ঝাল,
খেয়ে ফুলল আমার গাল।

খুব ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: ঝালের মাঝেও মজা আছে, ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য। শুভেচ্ছা রইল।

১৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

আবু তালেব শেখ বলেছেন: দারুন। আমরা এটাকে কামরাঙ্গা মরিচ বলি

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

প্রামানিক বলেছেন: একেক জায়াগায় একেক নামে পরিচিত। তবে যে যে নামেই ডাকুক না কেন মরিচগুলো খুবই ঝাল। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


ছড়া তো ছড়া, তবে পাকিরা আসলে দুষ্ট জাতি

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: আসলেই পাকিরা খারাপ ছিল তার সাথে যোগ দিয়েছিল ইন্ডিয়া থেকে আসা বিহারীরা।

১৮| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

নূর-ই-হাফসা বলেছেন: বোম্বাই মরিচ দেখেই খেতে ইচ্ছে হচ্ছে । এখন আর ঘ্রান আর ঝাল যুক্ত পাওয়া যায় না ।
আপনার ছন্দে ছন্দে কবিতা দারুন চমৎকার লাগলো । সুন্দর সে সময়কার পরিবেশ তুলে ধরেছেন

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

প্রামানিক বলেছেন: অনেকেই এই মরিচের ঘ্রাণ আর ঝালের জন্য খুবই পছন্দ করে। কিন্তু আমি এই মরিচ থেকে চৌদ্দ হাত দূরে থাকি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৯| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৫

মাআইপা বলেছেন: দারুণ হয়েছে “বোম্বাই মরিচ ও পাক আর্মি”

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মাআইপা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৩

রসায়ন বলেছেন: সেকি দিলেন দাদা !

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: পাকিস্তান আমলের ঘটনা দাদা, তখন বোম্বাই মরিচ বেচতে গিয়েও অনেকে পাকিদের হাতে মার খেতো।

২১| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১

সুমন কর বলেছেন: হাহাহা......মজার। ভালো লাগল।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২১

আখেনাটেন বলেছেন: পাকিরা মনে হচ্ছে সেসময় লুডুর বোর্ডের মতো যেমন খুশি তেমন চাল দাও এর মতো করে বাটি চালা করেছে। এই শয়তানির অভিশাপ থেকে ওদের বের হওয়া মুশকিল। যতদিন না বাংলাদেশের কাছে ক্ষমা চায় ও ক্ষতিপূরণ দেয়।

এদিকে আমাদের ক্ষমতাসীন রাজনরাও তো নব্য পাকিদের মতোই আচরণ শুরু করেছে। সেটা নিয়েও কবিতা চাই।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: ভাই আখেনটেক, চোখের সামনে যা দেখি সব কিছুই লিখতে মন চায় কিন্তু -- - - - -

২৩| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি মন্তব্য না করলেও আপনার ছড়া আলোচিত অংশে চলে যাবে:(

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ছড়া আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখার আনন্দ, ধন্যবাদ আপনাকে।

২৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
দারুণ! বরাবরের মতন মজাদার!

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মজা পেয়েছি বেশ,
এইখানেই কথা শেষ।



২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বোম্বাই মরিচের অনেক ঝাল। তবে তার সুগন্ধটা অনুভব করার মতো। এতো ভালো জিনিস আর হয় না।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: জী ভাই ঠিকই বলেছেন, বোম্বাই মরিচ অনেকের কাছেই প্রিয়।

২৭| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫৪

কলাবাগান১ বলেছেন: "ওমেরা তো পাকিস্তানীদের অত্যাচার দেখে নাই যে কারণে তার মনে সন্দেহ হতেই পারে। ধন্যবাদ ভাই।"
ভাই আমিও হিটলারের নৃশংসতা দেখি নাই, তাই বলে কি আমার মনে কোন সন্দেহ আছে তার নৃশংসতা নিয়ে????

তবে আমি যদি হিটলারের সাপোর্টার হই তাহলে না দেখা পর্যন্ত্য সন্দেহ থাকবেই...

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: আপনার যুক্তি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।

২৮| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২২

নাগরিক কবি বলেছেন: ইতিহাস কখনোই মিথ্যে বলে না....

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, তাদের এধরনের অনেক কাহিনী বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।

২৯| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭

সৈয়দ তাজুল বলেছেন:
শুনছিলাম, কোন এক এলাকায় নাকি পাকিস্তানিদের ভোম্বাই মরিছ খাওয়ানোর পর শালারা ইয়া দৌড় দিয়েছিল! =p~ =p~

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

প্রামানিক বলেছেন: হয়তো তারা বোম্বাই মরিচ চেনে নাই তাই খাওয়ার পরে ঝালের চোটেই পাগল হয়ে দৌড়িয়েছে। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৩০| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০০

অর্ক বলেছেন: দারুণ লিখেছেন! অত্যন্ত মূল্যবান ছড়া!

আমার নানা, যিনি স্কুলের একজন সাধারণ প্রধান শিক্ষক ছিলেন। তাঁকে পাকিস্তানী হার্মাদরা নৃশংসভাবে হত্যা করেছিল, তাঁর পিতাকেও। আমার মা এবং মামা খালাদের (এদের মাঝে দুয়েকজন গত হয়েছেন) দেখেছি জীবনভর শিশুর মতো কাঁদতে। তাঁদের লাশ কোনওদিন পাওয়া যায়নি।

এখানে একটা ঘটনা বলি, যুদ্ধ শেষে যে রাজাকারটির কারণে তাঁদেরকে এভাবে সম্পূর্ণ অকারণে (শেখ মুজিব আওয়ামীলীগকে প্রকাশ্য সমর্থন করায়) শহীদ হতে হয়ছিল, তাকে আমার নানী’র কাছে স্থানীয় মানুষেরা মেরে তুলোধোনা করে এনেছিল। বলেছিল, ‘বলেন, এখন এর কি করি?’ আমার নানী বলেছিলেন, ‘ওকে ছেড়ে দেয়া হোক। যা হবার হয়ে গেছে। আমার স্বামী, আমার পিতাকে তো আর ফিরে পাবো না!’

রাজাকারটার নাম ছিল পনির মুন্সী। পরবর্তীতে দীর্ঘ দিন বেঁচে ছিলেন। ঘটনাটা নিয়ে কখনও লিখতে পারি। অনেক ত্যাগ, অনেক ক্ষত, রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা। যারা এসব পাড় করে এসেছেন, তারা জানেন এর তীব্রতা!

আপনাকে ধন্যবাদ। ঘটনাগুলো মনে পড়ে গেল। আমার মন্তব্য কিছুটা অপ্রাসঙ্গিক হয়তো! ক্ষমা চাইছি।

শুভকামনা।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: পাকিস্তানীদের সাহায্য করেছিল আমাদের দেশের কিছু জানোয়ার, তাদের কারণেই হত্যার সংখ্যা বেশি হয়েছিল। আপনার নানার কাহিনী শুনে খুব খারাপই লাগল। আপনার নানার আত্মার মাগফেরাত কামনা করি।

৩১| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: দারুণ সুন্দর ছড়া!

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩২| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

তারেক ফাহিম বলেছেন: ছড়ায় ছড়ায় পাকিদের অত্যাচার :(

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

বিদেশে কামলা খাটি বলেছেন: গ্রামের মানুষ পান্তা ভাত আর মরিচ খুব ভালা পায়।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

প্রামানিক বলেছেন: জি ভাই, অনেকের কাছে এই বাঘা মরিচ খুবই প্রিয়। ধন্যবাদ

৩৫| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সোহানী বলেছেন: হাঁ সে লাঠির মাইর এখনো আছে তবে ভিন্ন অাঙ্গিকে...........

ছড়ায় ভালোলাগা প্রিয় ছড়াকার।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: হাঁ সে লাঠির মাইর এখনো আছে তবে ভিন্ন অাঙ্গিকে...........
ধন্যবাদ বোন বলার কিছু নাই -- -

৩৬| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বো, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছড়ায় প্লাস জনাব।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৯| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ছবি বদলাইছেন বলে শুভেচ্ছা :D

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

প্রামানিক বলেছেন: আপনে কইলে ছবি না পাল্টাইয়া থাকতে পারি- - - - -

৪০| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হচ্ছে ভালো মজাদার কিছু মনে করে ওদের ঝাল মরিচ খাইয়ে একটু শাস্তি দিতে পারলে ছড়ায় আরো বেশী প্রাণ শক্তিতে ভরপুর হতো।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: হ ভাই মন্দ বলেন নাই, কোন এক গ্রামে পাক সেনারা বোম্বাই মরিচ খায়া ঝালের চোটে নাকি দৌড় দিছিল।

৪১| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

ধ্রুবক আলো বলেছেন: মিলিটারি শালারা কোনো মানুষের ভেতর পরে না। সেই কঠিন সময়ের প্রেক্ষাপট নিয়ে লেখা!

কবিতা বেশ মজার লাগলো।

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: সেই সময়ে মিলিটারীর নাম শুনলেই সব আঁতকে উঠত। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৪২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ২:১২

মলাসইলমুইনা বলেছেন: প্রামানিক ভাই, ছড়া ভালোলাগার ছড়াছড়িতে ভরিয়ে দিলাম |

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৩| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১২

বিলিয়ার রহমান বলেছেন: বোম্বাই মরিচ!!

চোরাকারবারি!!!:)


ছড়া ভালো লেগেছে! :)

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৪| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

খায়রুল আহসান বলেছেন: ছড়ায় ছড়ায় একটা কঠিন দুঃসময়ের, দুঃস্বপ্নের কথা মনে করিয়ে দিলেন, প্রামানিক!

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম।

৪৫| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

চিন্তিত নিরন্তর বলেছেন: অনেক দিন পরে ব্লগে এলাম।
ভাল লাগল আপনার লেখা পড়ে।

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪৬| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




ছড়ায় অমানবিকতার বর্ণনা ফুটে উঠেছে । বেশ ভাল লাগলো ।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৭| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি আজ কাল আর নতুন কোন ছড়া লিখছেন না। আমি অপেক্ষায় থাকি। নতুন ছড়ার জন্য ।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে কি বলবো বুঝে উঠতে পারছি না, তবে আপনাদের মত কিছু পাঠকের আগ্রহের কারণেই আমি আবার নিয়মিত হওয়ার চেষ্টা করবো। ছড়ার আগ্রহ প্রকাশ করায় অসংখ্য ধন্যবাদ জানাই।

৪৮| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ তাজুল বলেছেন: ধর্ষণের জন্য কে দায়ী?
প্রশ্নটা কঠিন।

আমাদের দেশে অবস্থাবান বা রাজনৈতিক আশ্রিতরা এ অপকর্মে বেশি সাহস পায়। এদের জন্য বিচার বিভাগ স্বাধীনতা হারাচ্ছে।

একজন নারী সম্ভ্রম হারানোর পর তাকে কোর্টেও আবার ধর্ষিত হতে হয়। তাকে আদালতে ঘরে রাস্তায় বারবার সবজায়গায় ধর্ষিত হতে হয়। এই ভয়ে অনেক ধর্ষিতা আদালতের শরণাপন্ন হন না। অথচ মেডিকেল রিপোর্ট্ের পর আর কোন জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় না। কিন্তু আদালত এই ধর্ষিতাদের বারবার জনসম্মুখে ধর্ষণ করে। তাই নারীরা নীরবে সব সহ্য করে যায়।

যদি বিচার বিবাগ স্বাধীনভাবে বিচার করার ক্ষমতা পেত, সেই সাথে শিক্ষাব্যবস্থার সংস্কারের মাধ্যমে সঠিক শিক্ষায় সকলকে শিক্ষিত করা যেত তাহলে অতিদ্রুত এ সমস্যা সমাধান হয়ে যেত।

সর্বোপরি, পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সেই সাথে পারিপার্শ্বিক অবস্থারও পরিবর্তন প্রয়োজন। প্রয়োজন সুশিক্ষিত সমাজ।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: আপনার কথাগুলি মূল্যবান, আপনাকে অসংখ্য ধন্যবাদ

৪৯| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ তাজুল বলেছেন: নতুন কোন ছড়া আসছে না যে দাদা?



উপরের মন্তব্যটি মুছে ফেলবেন।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

প্রামানিক বলেছেন: সময় পাচ্ছি না ভাই, সময় সুযোগ পেলে আবার নতুন ছড়া পোষ্ট দিব।

৫০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

হাসান রাজু বলেছেন: আসলেই পাকিরা খারাপ ছিল তার সাথে যোগ দিয়েছিল ইন্ডিয়া থেকে আসা বিহারীরা। এই দুইটা জাত আর জাতের পয়দাগুলার এখনো বিভিন্নভাবে জ্বালাতন করে । এদের হাত থাইক্যা নিস্তার নাই । নেপাল, ভুটান, সিকিমের অবস্থা আরও খারাপ।

ছন্দে ছন্দে কষ্টের স্মৃতি তুলেছেন । আমি পরবর্তী যুগের সঠিক উপলব্ধি হবেনা হয়ত। যে দেখছে সে কিভাবে সহ্য করেছে কে জানে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: আসলেই পাকিস্থানী আর বিহারীদের অত্যাচার যে দেখেছে সে কখনই ভুলতে পারবে না। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য।

৫১| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

এম ডি মুসা বলেছেন: খুব সুন্দর লেখছেন!

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

৫২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর ছড়া পাঠে ভাল লাগল ।
সে সময়ের পাক হানাদারদের অনেক নিষ্ঠুরতার চিত্র উঠেছে ফুটে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাহ ! বেশ ।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৫৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন পোষ্ট চাই প্রমাণিক ভাই ... ছড়া হলে বেশ ভাল হয় ... আপনার ছড়ার আমি ভীষণ ভক্ত !!! :)

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো। শুভেচ্ছা রইল।

৫৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ছড়ায় একটা নিদারুণ চিত্রকল্প পরিস্কার ভাবে এসেছে ,।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.