নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাচ্ছে ব্লগ, ব্লগার

০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯


শহীদুল ইসলাম প্রামানিক

হারিয়ে যাচ্ছে ব্লগ, ব্লগার
ব্লগ দেখলেই বুঝি
তাই তো তাদের সকাল-বিকাল
হ্যারিকেন দিয়ে খুঁজি।

প্রবীণরা আজ হারিয়ে যাওয়ায়
কমছে লেখার মান
আগের মত পাচ্ছি না আর
ব্লগের ভিতর প্রাণ।

কমছে লেখা, কমছে পাঠক
কমছে আলোচনা
দেখছি না আর আগের মত
ব্লগের মুক্তমনা।

কবি সাহিত্যিক কমছে কেন
কারণ পাই না খুঁজে
অনিচ্ছাতেও ব্লগে বসে
থাকছি চক্ষু বুঁজে।

পাঠক ছাড়া লেখার মধ্যে
আছে কি ভাই মজা!
নতুনদেরকে অনুরোধ করি
ধরেন এবার ধ্বজা?

মন মিশিয়ে লিখতে থাকলে
একদিন খ্যাত হবেন
সেই সে দিনে আজকের স্মৃতি
মনে মনে কবেন।

সবার কাছে অনুরোধ করি
আসেন না রে ভাই
আগের মতই ব্লগে এসে
আনন্দের গান গাই।

মন্তব্য ১২০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বান্দা হাজির,



পরমানিক ভাই???


প্রথম হাজিরা দিলাম!!!!!:)

০৫ ই মে, ২০১৮ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, চা নেন।

২| ০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও হাজির। আছি প্রতিদিন।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: হাজির হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৩| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: #"পাঠক ফিরাতে কে আছেন ভাই, ধরবেন এটার ধ্বজা।"


-এই কাজটা সবাইকেই করতে হবে।


পুরাতনদের ফিরিয়ে আনতে চেষ্টা করা যায়। তবে লাভ নাই। তার চাইতে নতুনদের ধরে রাখতে হবে। বেশ কিছু লেখক ব্লগে এসেছে, তারা খুব ভাল লিখে।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এখন নতুনদের মধ্যে অনেকেই খুব ভালো লেখে।

৪| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: # কই?? আপনিই তো ডুব মারলেন???:(



@!হাড়িয়ে(!!!!!) যাচ্ছে ব্লগ, ব্লগার""

শিরোনাম কি ব্যঙ্গ? নাকি??

০৫ ই মে, ২০১৮ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: ডুব মারতে চাই না কিন্তু পেটের তাগিদে আরো কিছু -- - - ডুব মারতে হয়।

"হাড়িয়ে" ব্যঙ্গ নয় ভুল বশতঃ হয়েছিল।

৫| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নতুন অ্যাপস চালাচ্ছি! সুপার ফাস্ট??

হবে নাকি??? লড়াই?:P

০৫ ই মে, ২০১৮ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: যদি কপালে সময় জোটে তাহলে অবশ্যই লড়াই হবে। ধন্যবাদ

৬| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:০৬

তারেক_মাহমুদ বলেছেন: আবার ব্লগের সুদিন ফেরার প্রত্যাশায় রইলাম, সুন্দর হয়েছে ছড়া আপনি আসলেই ছন্দের যাদুকর।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তারেক মাহমুদ। উৎসাহিত করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা সুন্দর। তাকে আরো সুন্দর করেছেন মন্ডল ভাই। চলতে থাকুক.....

০৫ ই মে, ২০১৮ রাত ৮:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরি ভাই, আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:১০

এম এ কাশেম বলেছেন: ব্যস্ততা ভরা বাস্তব জীবন
সময় পায় নাকো তাই
গরীবের তবু যে ঘোড়া রোগ
উঁকি দিয়ে পালায়।

কেমন আছেন, কি যে করেন
ব্লগে দেখে যায়
আসবে যাবে ভবের রীতি
মানি তাহা তাই।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: অনেক দিন পর পেলাম আমি
কাশেম ভাইকে ব্লগে
সময় পান না তারপরেতেও
ভুগছেন ব্লগ রোগে।

আমি ভাইরে গরীব মানুষ
চলছে মোটামুটি
ডায়াবেটিসে নাস্তানাবুদ
খাচ্ছি আটার রুটি।


৯| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রামানিক ভাই আছেন কেমন
চলবে নাকি চা !
সকাল বিকাল ঢু মেরে যাই
কেউ করেনা রা !

ব্লগাররা অনেক জ্ঞানী
বুঝে সবাই বেশী
দূরে সরায় আমরা যারা
পুরানো আর বাসি !!


০৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: গোস্বা করে লাভ নাই ভাই
নুতনরাই আজ সেরা
পুরান কাপড় নরম হলে
এমনিতে যায় ছেঁড়া।

আমরা যারা পুরান আছি
ধৈর্য ধরে থাকি
সকাল বিকাল ওষুধ খেয়ে
আল্লাহ আল্লাহ ডাকি।

১০| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:১৬

মৌরি হক দোলা বলেছেন: ছন্দে ছন্দে ব্লগারদের আহ্বান। চমৎকার! :)

০৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মৌরি হক দোলা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:২৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আছি :)

০৫ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ব্লগে থাকায় অসংখ্য ধন্যবাদ

১২| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৪

সনেট কবি বলেছেন: ব্লগের প্রাণ এখন পাবেন
নতুনদের কাছে
রত্ন মানিক তাদের মাঝেও
অনেক লুকিয়ে আছে।

পুরানেরা অবাক চোখে
লুকিয়ে সে সব দেখে
ভাবছে তারা এসব তারা
কোথা হতে শিখে?

যাবে কেউ আসবে কেউ
যাবে কেটে কাল
কি লাভ আছে এতে কারো
গোমরা করা গাল।

অতিত কথা মনে পড়ে
মনটা কারো কাঁদে
জানেনাতো নতুনেরা
কেমন পুস্প বাঁধে?

পুরানের সাথে নতুনেরে
দিতে হবে মান
নয়তো হবে তাদের গুণের
মহাঅপমান।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ধন্য ধন্য ধন্য ভাইরে
সুন্দর কথা শুনে
পুরানদের ভাই বের করা যায়
হাতে গুনে গুনে।

নতুন নিয়ে থাকতে হবে
বাদ দিয়ে ভাই নয়
নতুন পুরান দ্বন্দ হলে
সমাজের হবে ক্ষয়।

আজকে যারা নতুন আছে
কালকে পুরান হবে
বৃদ্ধ হলেই মোদের মতন
স্মৃতিচারণ কবে।

১৩| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৫

বর্ষন হোমস বলেছেন:
অসাধারণ ছড়া।আপনার ছড়ার মূল বিষয়ের সাথে সম্পূর্ণ সহমত জানাচ্ছি।কিছুক্ষণ আগে পোষ্ট দেওয়া সামুগিরিতেও বিষয়টা উল্লেখ করেছি।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যে সহমত জানানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৬

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার সময়োপযোগী একটি কবিতা। আমি এ ব্লগে নতুন। তাই ব্লগ নিয়ে মূল্যায়ন করা হয়তো ঠিক হবে না। তবে একটি কথা না বল্লেই নয়, মান সম্মত ভাল লেখার বড়ই অভাব সামুতে। হয়তো পাঠক কমে যাওয়ার জন্য এটা একটা কারণ। আর অনেক সম্ভাবনাময় লেখক দিনের পর দিন অপেক্ষা করেও সেইফ না হওয়ায় হারিয়ে যান।

আশা করি, সামু আগের অবস্থানে ফিরবে। ব্লগের ভাল লেখকরা নিয়মিত লেখলে ব্লগ প্রাণ ফিরে পাবে। আর যারা নিয়মিত ভাল লেখে ব্লগকে সমৃদ্ধ করছেন তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে। এতে উনারা উৎসাহিত হবেন, আরো ভাল লেখা উপহার দেবেন।

০৫ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: আপনি নতুন হলেও আপনার লেখা আমি পড়েছি। আপনি চমৎকার লেখেন। আগে যারা ব্লগে ছিলেন তাদের মধ্যে অনেক নামী দামী সাহিত্যিক ছিলেন। যেমন প্রথম দিকে আমি ছড়াকার ছালেহ ভাইকে পেয়েছি, প্রবীণ সাহিত্যিক আবদুশ শাকুর সাহেবকে পেয়েছি। এইরকম আরো অনেক সাহিত্যিকদের পেয়েছিলাম। এইসব প্রবীণ সাহিত্যিকরা এখন আর ব্লগে আসে না।
আপনি নিয়মিত লিখতে থাকেন আমি আপনার সাথেই আছি। ধন্যবাদ

১৫| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৮

এম এ কাশেম বলেছেন: নুরু ভাইও ঢু মেরেছে
চা দিয়ে শুরু
খালি চা ডাক্তারের মানা
নাস্তা দেন গুরু।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: চায়ের সাথে টা না হলে
পাইনসা লাগে আসর
সমবয়সী এক না হলে
হয় না আড্ডার বাসর।

চায়ের সাথে টা দিয়ে দেই
বসে বসে খান
মনের সুখে ব্লগে বসে
ধরেন বাউলা গান।

১৬| ০৫ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি ছড়াটি সময় সাময়িক। যেখানে সামুতে ক্যাচালি থাকতো সারা দিন সেখানে এখন ক্যাচালিদের তুলনায় পাঠকও কম। যানি না সামু আবার কবে রমরমা হবে। তবে সামুতে এসে যাদের পেয়েছি তাদের অনেকেই হারিয়ে গিয়েছে আবার নতুন করে কাউকে পাচ্ছি। তুলনায় কম হলেও এখনো অনেক শক্তিদর লেখক রয়ে গেছেন। তাদের তুলনায় তারাই। তাদের লিখা পড়তেই হয়তো ভাল পাঠকগুলো এখন পর্যন্ত সামুতে আসে।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন, অনেক পুরানো ভালো লেখক চলে গেছেন আবার অনেক ভালো লেখক নতুন এসেছেন। যারা চলে গেছেন তো গেছেন এখন যারা আছেন তাদের নিয়েই ব্লগকে চাঙ্গা রাখতে হবে। ধন্যবাদ

১৭| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে এখন গতানুগতিক লেখা’র হার বেশী আর ব্যাতিক্রম যারা লেখেন তারা হারিয়ে যাচ্ছেন ব্যাক্তিগত আক্রমণে, এক ভদ্রলোক আছেন ছাত্র এবং সম্ভবত গ্রেজুয়েশন করছেন তিনি অফিসিয়ালি ছাগু ডিটেক্ট করার লাইসেন্স পেয়েছেন তিনি ছাগু ডিটেক্ট করেন, তাছাড়া নিম্ন মানের কথা দিয়ে খোঁচা মারার প্রবনতা তো আছেই, আর সময় বান্ধব লেখা নেই তারপর ও যা আছে তাতে সারা নেই। সময়োপযোগী লেখা যারা লিখেন তারা সারা না পেলে লেখার আগ্রহ হারিয়ে ফেলেন তাছাড়া তারা ব্যাস্ত মানুষ, সময় দেওয়ার জন্য তাকে নুন্যতম উৎসাহ দেখানো আমদের মতো সব ব্লগারদের দাযিত্ব, প্রেমের কবিতা যারা লিখেন পড়ে মনে হতে পারে কবি সাহেব সম্ভবত কোনো এডাল্ট গল্প পড়ে মনের বাসনা ব্লগে লিখে যাচ্ছেন, আরো সমালোচনা করা যায় কিন্তু আমি নিজেও অতি সামন্য ব্যাক্তি অতি নিম্নমানের রম্য ছাড়া আমি তেমন লেখা পারি না যদিও রম্য / স্যাটায়ার সময়োপযোগী কিন্তু আমার দৌড় ততোটুকুই আর সারা পাই ০০০ ।। ধন্যবাদ প্রামানিক ভাই প্রয়োজনিয় লেখা আপনার কাছে আশা করি এবং পাই আমি ব্যাক্তিগতভাবে কৃতজ্ঞ আপনার কাছে ।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঠাকুর মাহমুদ, আপনি ব্লগার কমে যাওয়ার সঠিক তথ্যটিই মন্তব্যে তুলে ধরেছেন। আপনি ঠিকই বলেছেন, অল্প কিছু ব্লগার আছে যারা খোঁচাখুঁচিমূলক মন্তব্য করায় অনেক ব্লগার মনের দুখে আর আসে না। লেখার পরে পাঠকদের সারা না পাওয়াটাও একটা ব্লগার কমার কারণ। ব্লগ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে ছোটখাটো এইরকম সমস্যাগুলি সমাধান করতে পারেন। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৮| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রামানিক ভাই, আপনার কাছে শক্ত একটি দাবী “ভেজাল খাদ্যদ্রব্য” রোধে আপনার কাছে একটি শক্ত চাছা ছোলা কবিতা আশা করছি, কোথায় আছি আমরা শাক স্ববজী, ফল, মাছ মাংশ সবখানে বিষ - আমাদের করনিয় কি - কিছু লিখুন, সবাই কিছু লিখুন - নইলে নিজের কাছে নিজের জবাব দিহিতা থাকবে না, আমি নিজে খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ে লেখার চেষ্টা করেছি আপনিও লিখুন, আপনি আমার চেয়ে অনেক ভালো লিখেন তাই আপনার কাছে দাবী ।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ভেজাল নিয়ে একটি ছড়া মনে হয় লেখা আছে, তারপরেও আপনি যখন বলেছেন চেষ্টা করে দেখবো। আসলেই ভেজাল আমাদের জীবনী শক্তি শেষ করে দিচ্ছে। কিন্তু অসাধু ব্যবসায়ী আর দুর্নীতিবাজ প্রশাসনের কারণে দিন দিন ভেজাল শুধু বাড়ছেই কমছে না।

১৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:২০

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: আমার তৃতীয় মন্তব্য আপনার কবিতায়। ছড়ায় ভাল লাগা অফুরান।

আপনার দুঃখগুলো ঘুচে যাক, পুরাতন ও নতুনদের শ্লোগানে শ্লোগানে।

০৫ ই মে, ২০১৮ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, নুতন পুরান আবার মিলন মেলায় পরিণত হোক এই কামনা করি।

২০| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি ছড়ার মানিক নট প্রামাণিক। আপনিই ছড়ার বস। পড়ে খুব ভালো লাগল।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম।

২১| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নতুনদের কাছে ব্লগ সবসময়ই একটা ক্রেজ। নতুনরা প্রবীণ হতে থাকেন, মজাও কমতে থাকে। তাছাড়া, চারদিকে ভাবপ্রকাশের আরো ইনেক মাধ্যম সৃষ্টি হয়েছে, ফেইসবুক, টুইটার, ইউটিউব, অন্যতম।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন, ফেইসবুক, টুইটার. ইউটিউব ইত্যাদির কারণে এখন ব্লগে মানুষ কম সময় দেয়। তবে যারা লেখক তারা ব্লগে লিখে যে মজা পায় তা ফেইসবুকে পায় না। ফেইস বুক পরস্পরের যোগাযোগের জন্য অবশ্যই ভালো মাধ্যম।

২২| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৮

শায়মা বলেছেন: ২১. ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৩৭ ০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নতুনদের কাছে ব্লগ সবসময়ই একটা ক্রেজ। নতুনরা প্রবীণ হতে থাকেন, মজাও কমতে থাকে। তাছাড়া, চারদিকে ভাবপ্রকাশের আরো ইনেক মাধ্যম সৃষ্টি হয়েছে, ফেইসবুক, টুইটার, ইউটিউব, অন্যতম।


এটাই সত্য

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১১

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, এইসব কারণেই ব্লগার দিন দিন কমে যাচ্ছে।

২৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

এম এ কাশেম বলেছেন: রক্ত স্বল্পতা গরীবের রোগ ভাই গো
বড় লোকের ডায়বেটিস
মাছ সব্জি খান তবে মাংস মিষ্টি বাদ
আর ঘিয়ে ভাজা পেটিস

সারা জীবন খেয়ে গেলেন চিকন চালের ভাত
ক'টা দিন খেলেন না হয় শব্জি আটার রুটি
সারা জীবন খেলেন যারা ভাতের অভাবে রুটি
তাদের প্রতি এই সমাজের ছিলো না কি ত্রুটি?

সমাজ দোষে দোষী আমরা
খোদার বিচার শুরু
সমাজ কানুন গড়ছে তারা
দুর্নীতি নাটের গুরু।


এক বেলা ভাত দুই বেলা রুটি
বেশি বেশি খাবেন সব্জি
ঘিয়ের ভাত অনেক খেয়েছেন
আর ডোবাবেন না কব্জি।

রিক্সার পথটা হেটে যাবেন
বাঁচবে পকেটের টাকা
ব্যায়াম না করলে এই বয়সে
হয়ে যাবেন ভাই বাঁকা;

ভাল থাকেন, সুস্থ্য থাকেন
বাঁচেন হাজার বছর
এই ব্লগে নিত্য লিখুন
ভাবেন নাকো পর।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৮

প্রামানিক বলেছেন: আগে ছিল গরীব মাইনষের
রুটি মুটি খাবার
পেটের ভোগে সস্তা দামে
করতো এসব সাবার।

কিন্তু এখন ভাতের চেয়ে
রুটির দাম ভাই বেশি
এইটা নিয়েই গাঁও গেরামে
চলে রেশারেশি।

অসুখ হলে হাঁটলে কি আর সারে
বেশি হাঁটলে দুর্বলতায় পেয়ে বসে তারে।

ঘি ডালডা তো দূরের কথা
সব্জি আগেও খেতাম
নিজের ক্ষেতের টাটকা সজ্বি
হাত বাড়ালেই পেতাম।

এখন তো ভাই ভেজাল খেয়ে
যাচ্ছি শুধু ক্ষয়ে
ভেজাল চোটে নানান অসুখ
দেহে যাচ্ছি বয়ে।

২৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১০:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুন্দর। ভালো লাগল। নতুনরা ভাল করছে। তবে কমেন্ট কম পাওয়াতে অনেকেই হয়ত আগ্রহ হারিয়ে ফেলে।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, নতুনদের উৎসাহ দেয়ার জন্য আরো কমেন্টস করা দরকার।

২৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: হারানাই প্রামানিক ভাই B-)

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: না হারানোটাই ভালো। ধন্যবাদ

২৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবে যে আমিও হারিয়ে যাই ঠিক নাই।। !:#P



আর কোন ব্লগারকে হারাতে চাইনা
সবাই ফিরে আসুক।।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: বিনা কারণে হারানো উচিৎ হবে না। ধন্যবাদ

২৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৫৮

মাআইপা বলেছেন: আমি সাধারণত পড়ার জন্যই সামুতে আসি। অনেক পুরাতন ব্লগারের লেখা পড়েছি যাদের আর দেখিনা। কারো কারো লাস্ট আপডেট ২০১৩।
আপনারা চেষ্টা করলে অনেকেই আসবে।

ছড়াটা দারুণ হয়েছে।

৯ নম্বরের টা অতি দারুণ

শুভ কামনা রইল

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ব্লগে সবাই মিলেমিশে থাকলে ব্লগ আবার চাঙ্গা হবে। ধন্যবাদ

২৮| ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যস্ততা বেড়েছে সবার; এটাই হয়ত ব্লগ ছাড়ার মূখ্য কারণ!

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২৩

প্রামানিক বলেছেন: জীবন জীবিকার তাগিদেই মানুষকে ব্যস্ত থাকতে হয়। একারণেও অনেকে সময় পায় না। ধন্যবাদ

২৯| ০৬ ই মে, ২০১৮ রাত ১:৩০

সুমন কর বলেছেন: পূর্ণ সহমত এবং সত্যই। +।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর. অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ০৬ ই মে, ২০১৮ রাত ১:৪৬

অর্থনীতিবিদ বলেছেন: পুরাতনরা যাবে, নতুনরা আসবে। এটাইতো নিয়ম।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৪৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ

৩১| ০৬ ই মে, ২০১৮ রাত ৩:১৩

কাছের-মানুষ বলেছেন: আগের অনেক ব্লগারকে এখন আর দেখা যায় না সত্য। পারিবারিক, অর্থনৈতিক, বা অন্যান্য ভার্চুয়াল মাধম্যে অনেকেই হয়ত আসে না। মাঝখানে ব্লগে যেই ঝড় বয়ে গেছে তাতে একটা ধাক্কা খেয়েছে বাংলা ব্লগ, তবে কাটিয়ে উঠছে আসতে আসতে।

তবে নতুনরাও ভাল করছে। আরো নতুন ব্লগাররা আসুক, ব্লগকে শক্তিশালী করুক এই কামনা করি।


আপনাকে ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ব্লগের উপর দিয়ে যে একটা ঝড় গেছে ঐ ঝড়ের কারণেই অনেকে ব্লগ ছেড়েছে। বর্তমানে নতুনদের মাঝেও অনেকে ভালো লেখে। নতুন পুরানো মিলেমিশে চললে ব্লগ আবার আগের পর্যায়ে যাবে। ধন্যবাদ

৩২| ০৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪০

এভো বলেছেন: ভাই কাইন্ডলিং নীচের লিংকে ক্লিক করে এই লেখাটি পড়ুন এবং আপনার মূল্যবান মতামত দিন । আমি ৭ মাসের উপর এই ব্লগে। আমার লেখা প্রথম পাতায় স্থান পাচ্ছে না , তাই দয়া করে আপনারা যদি একটু সাহায্য করেন তাহোলে বাধিত হব । ধন্যবাদ

লিখন মাধ্যমে পশ্চিম বাংলার নাম বিকৃতির অপসংস্কৃতি যার মধ্য লুকিয়ে আছে এক চরম প্রাদেশিকতা ও সাম্প্রদায়িকতার ছাপ
Link

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৩

প্রামানিক বলেছেন: আপনি মডারেটরদের বরাবরে একটা ইমেইল করেন হয়তো সমস্যা সমাধান হবে। ধন্যবাদ

৩৩| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: বাস্তব এবং সত্য লিখেছেন।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ০৬ ই মে, ২০১৮ সকাল ১০:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই, প্রকৃতির অমোঘ নিয়মে পুরনো পাতা ঝরে যাবে, নতুন পাতা তার স্থান নেবে। এই নিয়মের কোন ব্যতিক্রম নাই। আমার মতে, কর্তৃপক্ষ যদি সামু ব্লগ বন্ধ করে না দেন, তাহলে নিত্য নতুন ব্লগার এসে পুরনোদের স্থান পূরণ করবেন। ব্লগ আগের মতোই চলতে থাকবে। তবে আপনার এই কথার সাথে আমি একমত যে, ব্লগে আগের মতো প্রাণ নেই। উঁচু মানের লেখার সংখ্যা বৃদ্ধি পেলে সেটা ফিরে আসতে পারে।

সংশ্লিষ্ট বিষয়ে চমৎকার ছড়া লিখে সকলকে সচেতন করার জন্য আপনাকে ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: ব্লগে দিন দিন নতুন নতুন ব্লগার আসাবে ব্লগ সম্প্রসারিত হবে এটাই সবার কামনা। ব্লগার কমে যাওয়াটা কারো কাম্য নয়। আমার মনে হয় পাঠক প্রিয় লেখার পরিমাণ বৃদ্ধি পেলে ব্লগ আবার চাঙ্গা হবে। ধন্যবাদ হেনা ভাই।

৩৫| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:১১

মোস্তফা সোহেল বলেছেন: নতুন পুরানো সবাই মিলে ব্লগটাকে এগিয়ে নিয়ে যাক এই কামনায় করি।

০৬ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, পুরানদের কাছ থেকে দেখেই নতুনরা শিখবে এবং একসময় দেখা যাবে আনাড়ি হাতগুলোই ভালো ভালো লেখা উপহার দিচ্ছে। ধন্যবাদ

৩৬| ০৬ ই মে, ২০১৮ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


কিছু লোকজন আশাহত হচ্ছেন নাকি?

০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:০০

প্রামানিক বলেছেন: হতে পারে, কারণ আগের মত হয়তো মান সম্মত লেখা খুঁজে পায় না যে কারণে তারা ব্লগে এসে আশাহত হয়ে যায়। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৩৭| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে।
গাছে গাছে পাখি ডাকে,
কত সোভা চারিদিকে।
আহা কি আনন্দ আকাশে বাতাসে।

০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১২:২০

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। সামুর প্রতি আন্তরিকতা এবং দায়বদ্ধতা অনন্য প্রমান লেখাটি। অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যে খুশি হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৯| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩১

নতুন বলেছেন: পরিবত`ন আসবেই.... তবে দেশে ব্লগ লেখাকে ভালো চোখে দেখা হয় না। নাস্তিকরা ব্লগে লেখে.. এমন একটা ধারনা এখনো আছে।

তাই অনেকেই ব্লগে লিখতে আসেনা। :(

তবে ব্লগ আমার একটা নেশার মতন.... কিছু না লিখতে পারলেও পড়তে আসতেই হয় প্রতিদিন। :)

যখন দেখবেন টানা বেশ কিছুদিন ব্লগে নেই ....মনে করবেন নতুন... পুরান হয়ে গেছে... :)

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫৫

প্রামানিক বলেছেন: ব্লগটা নাস্তিকের লেখার জায়গা এমন সন্দেহ থেকেই ব্লগের পরিবেশ কিছুটা ভীতিকর হয়েছে। আশা করি যারা ব্লগার তারা ব্লগের বাস্তবতা স্বচক্ষেই দেখছেন। আসলে ব্লগ সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ

৪০| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৫৯

নাঈম বলেছেন: পুরান চাল আর ভাতে বাড়ে না :((

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: কথা ঠিক, বাড়ার তো একটা লিমিট আছে লিমিট ছাড়িয়ে তো আর বাড়তে পারে না। ধন্যবাদ

৪১| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের সুদিন ফিরে আসুক আবার । :)

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আবার সেই দিন ফিরে আসুক এই কামনা করি।

৪২| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:১৫

তারেক ফাহিম বলেছেন: সামুর প্রতি বেশ আন্তরিকতা ছড়ায় ফুঁটে উঠছে।

ব্লগে সুদিন ফিরে পাওয়ার আশায় আছি।


প্রামনিক ভাই ছন্দ ভালো লাগলো।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সুদিন ফিরে আসার কামনায় সবাই যেন সোচ্চার হই।

৪৩| ০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫৮

অর্ধ চন্দ্র বলেছেন: সহজেই নাম কামানের সুযোগ লেখালেখির মাধ্যমে সম্ভব নয়! যেহেতু বর্তমানে সময় দ্রুততম নাম কামানো প্রতিযোগিতা চলছে মহাসমারোহে...

০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৩

প্রামানিক বলেছেন: দূরদর্শিতামূলক সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ

৪৪| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্লগ তো ভালোই আছে, প্রামানিক ভাই। কিন্তু ছড়ার কথা সত্য।
বাকিটা সোনাবীজ ভাই বলেছেন।

ব্লগ সবসময় একই ধারায় চলে না। সময়ের পরিবর্তনে ব্লগের লেখায় যেমন পরিবর্তন আসে, তেমনি ব্লগার ও পাঠকদের মধ্যেও পরিবর্তন আসে।

অনেক শুভেচ্ছা রইলো...

০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৪

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন মইনুল ভাই, আপনি কেমন আছেন? শুভেচ্ছা রইল।

৪৫| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২০১০ আমি যখন প্রথম ব্লগে আসি কি যে সময় ছিল সেটা। অসধারণ সব লেখা পোস্ট হতো। নিজের পোস্ট করতে সাহস পেতাম না। কেবল পড়তাম। সেই সময় মনে হয় না আর আসবে।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

প্রামানিক বলেছেন: সে সময় ভালো ভালো সাহিত্যিকরাও ব্লগে লিখতো, ব্লগাররা নাস্তিক এমন প্রপাগান্ডা উঠার পর থেকে তারা লেখা ছেড়ে দিয়েছে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৪৬| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার পরিচিত এক জন তার নিকের পাসওয়ার্ড ফিরে না পেয়ে লেখা বাদ দিয়েছে। আমার নিজের পাসওয়ার্ড পেতে অনেক কাঠ আর খড় জ্বালাতে হয়েছে। কর্তৃপক্ষের একটু নমনীয় হলে সবাই আগের নিক আর পাসওয়ার্ড ব্যাবহার করতে পারত।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

প্রামানিক বলেছেন: মনে হয় ৫৭ ধারার কারণে ব্লগের নিয়ম কানুন অনেকটা কঠোর করতে হয়েছে, যে কারণে এই সমস্যাগুলা হয়েছে। তারপরেও ব্লগারদের পাসওয়ার্ড সমস্যার ইজি সমাধান করা উচিৎ ছিল।

৪৭| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

অনেক ধন্যবাদ।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

প্রামানিক বলেছেন: পুনরায় মন্তব্য করে ধন্যবাদ জানানোর জন্য আন্তরিক অভিনন্দন।

৪৮| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

করুণাধারা বলেছেন: সবার কাছে অনুরোধ করি
আসেন না রে ভাই
আগের মত ব্লগে এসে
আনন্দের গান গাই


+++++++++

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই করুণাধারা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৯| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



রাজিব ভাই আস্ত একটা আজিব!!!
প্রামানিক ভাই ধন্যবাদ দিবে কি না তার খোজ নেই, নিজেই নিজের ধন্যবাদ নিয়ে খুশিতে ডগমগ। আহ! বড়ই তৃপ্তি পেলাম

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১১

প্রামানিক বলেছেন: যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে তাই দেয়া উচিৎ। ধন্যবাদ ভাই।

৫০| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। আনন্দের গান সবাইকে আগের মত একসাথে গাইতে'ই হবে। ধন্যবাদ আপনাকে।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: জী ভাই, সবাই একসাথে থাকলে আবার আগের মত পরিবেশ ফিরে আসবে। ধন্যবাদ

৫১| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাঁ প্রামানিক ভাই আমারও মনে হচ্ছে ব্লগটি ছন্দ হারিয়ে ফেলেছে । ভাল থাকুন ।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আগের মত প্রাণ নেই, আবার সাবাই ব্লগে নিয়মিত হলে হয়তো প্রাণ আসবে। ধন্যবাদ

৫২| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




ব্লগ হারিয়ে যায়নি, ভাটা লেগেছে খানিকটা । আবার লিখিয়েদের পূর্নিমার হাট বসলে জোয়ার আসবেই । পূর্নিমার চাঁদেও তো কিছু কলঙ্ক থাকে । তারপরেও চাঁদের জোছনায় ভেসে যায় সব । ব্লগেও কিছু কিছু কলঙ্ক কিন্তু ব্লগের জোছনাকে ছাপিয়ে যেতে পারেনি ।
ব্লগ আলো ঝলমলই আছে , মাঝেমাঝে মেঘের দল তাকে ঢেকে দেয় বটে কিন্তু তার মাঝেও আলোর রোশনাইয়ের আভাস মেলে ।

ব্লগের প্রতি যে মনের টান হারিয়ে যায়নি সকলের মন্তব্যেই তা বোঝা যায় ।
মাঈনউদ্দিন মইনুল সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভালো বলেছেন ।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: আহমেদ জীএস ভাই, ব্লগার তো গেছে গেছেই সাথে সাথে অনেক ব্লগও হরিয়ে গেছে সেগুলো এখন খুঁজেও পাওয়া যায় না। তবে সামুতে ব্লগারের ভাটা পড়েছে এটাও সত্য, যারা আছে তাদের এখনও ব্লগের প্রতি যথেষ্ট টান আছে এটা বোঝা যায়।

৫৩| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: নতুনদের সাথে সাথে পুরোনোরাও সমান তালে লিখে চলুন এই কামনা রইলো।

ভালো থাকুন নিরন্তর।

০৭ ই মে, ২০১৮ রাত ২:০৬

প্রামানিক বলেছেন: সুন্দর মন্তব্য, আসলে নতুন পুরান মিলে চললে ব্লগ আবার আগার মত সরব হবে। ধন্যবাদ

৫৪| ০৭ ই মে, ২০১৮ সকাল ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভালো আছি ছড়াকার প্রামানিক ভাই। আপনিও ভালো থাকুন....

আহমেদ জী এস ভাইকে ধন্যবাদ আমার মন্তব্যটি পড়ার জন্য।

০৮ ই মে, ২০১৮ রাত ১:৫০

প্রামানিক বলেছেন: আহমেদ জী এস ভাইকে ধন্যবাদ না দিয়ে পারা যায়? উনি আমাদের পুরানো মুরুব্বী।

৫৫| ০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৬

কাবিল বলেছেন: আছিতো!! B-)

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫৭

প্রামানিক বলেছেন: কে কে কে আছেন এইটা জানার জন্যই তো ছড়া লেখা। ধন্যবাদ

৫৬| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কবিতা গুলো সর্বদা চমৎকার ছন্দময় থাকে ।
সত্যিই ব্লগ কেমন যেন নীরব হয়ে আছে ।
আবার ব্লগাররা জেগে উঠুক আর তর্ক বিতর্ক ছাড়া ব্লগ আসলেই মরামরা

০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৪২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ব্লগার ছড়া ব্লগ একদম মরামরা হয়ে থাকে। সবাই আবার ফিরে আসুক এই কামনা করি।

৫৭| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: কবিতা ও আলোচনা দুটোই ভালো লাগলো ।

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শুভ্চেছা রইল।

৫৮| ১৫ ই মে, ২০১৮ রাত ১২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি নিজেও হারিয়ে যেতে চাই, ব্লগে ৩৪ পোষ্ট করা যাবতীয় লেখা আমি নিজে মুছে দিয়েছি এবার, এর আগেও একবার মুছেছি ২৩ টি পোষ্ট । আসলেই হারিয়ে যেতে চাই প্রামানিক ভাই ।।

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: হারিয়ে যাবেন কেন ভাই? ধৈর্য ধরে থাকেন না।

৫৯| ১৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

অপরিচিত মানব শুণ্য বলেছেন: হারাব কই এইত আছি..... কেমন আছেন...?

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ভালো আছি আপনি কেমন আছেন?

৬০| ২৬ শে জুন, ২০১৮ বিকাল ৪:০২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ ছড়াটি ভাল লেগেছে বলে ১৪তম প্লাস + + দিয়ে গেলাম।
আমরা যারা পুরান আছি
ধৈর্য ধরে থাকি
সকাল বিকাল ওষুধ খেয়ে
আল্লাহ আল্লাহ ডাকি
- (কবিতার বাইরে, ৯ নং প্রতিমন্তব্য) এর পরে বলতে চাই,
তারপরেতেও ব্লগের নেশায়
মধ্য রাতেও জাগি
!!! :)
করুণাধারা এর গানে (৪৮ নং মন্তব্য) আমিও সুর ধরলাম! :)

২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.