নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

হুট করে গত রাতের আড্ডার আয়োজন

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

ছবি-০১

ভুল বুঝবেন না, আমার মুখে রুচি নাই-- যে কারণে মোনাজাত ধরে গল্প করতেছি।
ছবি-০২
আমাদের খাদোক কোহিনুর ভাই।
ছবি-০৩

ভাববেন না রাগ করেছে, মুখের ভিতর বড় একটি মিস্টি ঢুকিয়ে গিলতে না পেরে বড় বড় চোখ করে তাকিয়ে আছে।
ছবি-০৪

এইখানে মিস্টি এবং ফলের মধ্যে বিশেষ একটি ফল আছে,” ত্বীন” ফল। যার বর্ননা পবিত্র কোরানে উল্যেখ আছে। ফলটি সংগ্রহ করেছে ফেরদৌসা রুহি।
ছবি-০৫

খাওয়ায় নীল সাধু আর কোহিনুর ভাইয়ের তুলনা নাই।
ছবি-০৬

তুলনামূলকভাবে খাওয়ার আয়োজন অনেক ছিল।
ছবি-০৭

ভাত, পোলাও, সালাদসহ মোট ষোল পদ ছিল।
ছবি-০৮

যাকে বলে মূল আড্ডা।
ছবি-০৯

এখানে সবাই আলাপে মশগুল।
ছবি-১০

আড্ডার শেষ পর্যায়ের ছবি। সবা্ই সামুর পুরানো ব্লগার, দাঁড়ানো অবস্থায় (বামে) প্রথম আলো ব্লগের (বর্তমানে বন্ধ) প্রধান সঞ্চালক হাসিব চৌধুরী।

ছবিঃ ফেরদৌসা রুহি

মন্তব্য ৭২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

রাকু হাসান বলেছেন: একটু ক্যাপশন হলে মন্দ হত না ।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: আপনার অনুরোধ রক্ষা করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সব ভোজন রসিক !!! মাঝে মাঝে এমনটি দরকার আছে - জীবনের চাওয়া কি ? সকলের জন্য অনেক অনেক শুভ কামনা ।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: এই তো ভাই আপনি বুঝতে পেরেছেন। আজ মরলে কাল হবে দুইদিন। কাজেই দুনিয়াতে থাকতেই খেয়ে যাওয়া ভালো।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

সনেট কবি বলেছেন: আমার উনি পোষ্ট খুব পছন্দ করেছেন।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: আপনাদের উভয়কেই শুভেচ্ছা। ঢাকায় আসলে সাথে নিয়ে আসবেন।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: কত্তদিন পরে এলেন , একটু দাঁড়ান।
আমার অনেক কিছু খাওয়ার ছিল,
খাওয়া হলনা । এমন লোভনীয় খাবার পেয়েও....

আচ্ছা প্রামাণিকভাই, আমাদের বেলায় শুধু ছবি??
উপরওয়ালা বলে একজন মাথার উপরে আছেন।
বিচার ঠিক হবেই হবে।

শুভকামনা জানবেন ।


০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

প্রামানিক বলেছেন: এইখানেই কবি নিরব। কেউ খেয়ে শান্তি কেউ দেখে শান্তি। উপরোয়ালা যে কিসে শান্তি সেটা বোঝা মুশকিল। বাংলাদেশে আসলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:


৩নং ছবিতে, সাদা পান্জাবী-পরা ভদ্রলোক খাওয়া দাওয়া পেয়েছেন তো ঠিক মতো?

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: উনিই সবার চেয়ে বেশি খেয়েছেন। এখানেও বড় একটি মিস্টি মুখে দিয়ে গিলতে না পারায় বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন: আপনাদের সাথে দেখা করার ইচ্ছে অনেক । সিস্টেমটা বলেন ।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: সব চেয়ে ভালো হয় আপনি যদি নীল সাধু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে সবার সাথে দেখা করতে পারবেন। কারণ উনিই এইসব আড্ডার আয়োজনে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। ধন্যবাদ আপনাকে।

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২০

জাহিদ অনিক বলেছেন:

বাব্বা ! আপনাদের ভ্রমণ ও আড্ডার ছবি টবি দেখি নীল সাধু এর ফেসবুকে। বেশ ভালো।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: নীল সাধুই এসব আয়োজনে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। ধন্যবাদ আপনাকে।

৮| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

আরণ্যক রাখাল বলেছেন: আপনার সামুর প্রপিক দেখা আপনাকে কিন্তু চেনা যায় না।

নীল সাধুকে চিনতে পারছি। তাকে একবার বইমেলায় দেখেছিলাম। আমি তাকে চিনি, তিনি আমাকে চেনেন না বলে এগিয়ে গিয়ে আর কথা বলা হয়নি। বয়সের পার্থক্যটাও একটা কারণ ছিল।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: নীল সাধুর কাছে বয়সের পার্থক্য কোন ব্যপার নয়, সে সবাইকে আপন করে নেয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন।

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

ঢাকার লোক বলেছেন: মনে হচ্ছে আড্ডার চে খাওয়া দাওয়ার আয়োজনই বেশি ! হোস্ট যিনিই হোন তাকে ধন্যবাদ !!

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: হোষ্টের তুলনা নাই, তিনি অনেক বেশিই আয়োজন করেছিলেন। ধন্যবাদ আপনাকে।

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

রাকু হাসান বলেছেন: ভাববেন না রাগ করছে ,মুখের ভিতর বড় েএকটি মিষ্টি ঢুকিয়ে গিলতে না পেরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে .. =p~ B-) এই ক্যাপশন টা বেস্ট ছিল :)

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: এখানে যারা আমরা আছি তারা সবাই খুব আন্তরিক। বয়সে এখানে একটু কম বেশি হলেও রসিকতায় কউ কম নয়। ধন্যবাদ আপনাকে পুনঃরায় মন্তব্য করার জন্য।

১১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খানাপিনার আয়োজন তো দেখি মাশাআল্লাহ প্রামানিক ভাই। এমন আড্ডায় সবসময়ই যোগ দিতে মন চাইবে। কিন্তু মন চাইলেও তো হচ্ছে না। সময় সুযোগই তো মিলে না।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

প্রামানিক বলেছেন: চেষ্টা করেন সময় সুযোগ মেলানোর তাহলেই হবে। ধন্যবাদ আপনাকে।

১২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১:২১

সুমন কর বলেছেন: দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাওয়ার মজা পাওয়া যায় !!!

ছবিগুলো দেখে ভালো লাগল।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: হুট করে আড্ডার আয়োজন হলে এভাবেই খেতে হয়। বসার মত অত জায়গা থাকে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:


প্রিয় ছড়াকরকে আড্ডার পরিবেশে পেলাম; সামুতে ঘোষণা দিয়ে আয়োজন করলে হয়তো যেতে পারতাম। নেক্সট খাওয়ার আড্ডায় দাওয়াত চাই-ই...... চাই......

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

প্রামানিক বলেছেন: আগে ঘোষণা দিয়েই বছরে এক দুইবার আড্ডার আয়োজন হতো। ব্লগার নিয়ে অনেকের মাঝে বিরুপ মনোভাব থাকায় কয়েক বছর হলো আর আয়োজনটা হয় না। পরিবেশ পরিস্থিতি ভালো হলে আশা করবো আগামীতে আবার আয়োজন করার চেষ্টা আছে। তখন অবশ্যই আপনাদেরকে বাদ রেখে আড্ডা দেয়া হবে না। ধন্যবাদ কাওসার ভাই। শুভেচ্ছা রইল।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: বাড়ি'র ওয়ালের কারুকার্যগুলো অসাধারণ। আর, খাওয়ার আইটেমগুলো ১৪ পদ পর্যন্ত গুনতে পারলাম।


রাজীব নূর ভাইকে শুধু চিনতে পেরেছি।

আপনাদের সবাইকে শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: মিস্টি, ফল এবং খাওয়ার আইটেম সালাদসহ মোট ত্রিশ পদ ছিল। যা উপস্থিত প্রত্যেকের জন্য খুবই সন্তোষজনক পদ ও পরিমাণ। রাজীব নূর এখানে ছিল না তবে এখানে যারা উপস্থিত ছিল তারা সবাই অনেক পুরানো ব্লগার। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

বিজন রয় বলেছেন: আমি জানতে পারলাম না!!

তা স্থানটা কোথায় ছিল??

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: স্থানটা ঢাকার ভিতরেই শ্যামলীতে। হুট করে আয়োজন করায় অনেককেই জানানোর সুযোগ হয় নাই। ধন্যবাদ ভাই বিজন রয়।

১৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর আড্ডা।
এরকম আড্ডা ঘন ঘন হলে ভালো হয়।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, মাঝে মাঝে এরকম আড্ডা পেলে নতুনদের সাথে যেমন পরিচিত হওয়া যায় তেমনি আন্তরিকতাও বাড়ে। ধন্যবাদ আপনাকে।

১৭| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

গরল বলেছেন: খুব ভালো, জ্বিভে জল চলে আসল।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন জ্বিভে জল চলে আসার মতই আইটেম ছিল। ধন্যবাদ আপনাকে।

১৮| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফটো মাস্টার কামাল ভাই কোথায়? মেজদা যে এত খায় ঝানতাম না।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: হুট করে আড্ডার আয়োজন করায় অনেককেই বলা সম্ভব হয় নাই। তা না হলে আরো অনেকেই উপস্থিত থাকতো। মেজদা খাদোক মন্দ নয়, ভাবিসহ উপস্থিত থাকায় আরো বেশি খেয়েছে। ধন্যবাদ হেনা ভাই শুভেচ্ছা রইল।

১৯| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আড্ডাবাজদের দেখে অনেক ভাল লাগল ভাইয়া।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহলে। শুভেচ্ছা রইল।

২০| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।

+++

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২১| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

শামছুল ইসলাম বলেছেন: বেশ জম্পেশ আড্ডা । খাওয়া-দাওয়ারও বিশাল আয়োজন । নজর লেগে কারো পেটে অসুখ হলে আমার দোষ নেই ।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

প্রামানিক বলেছেন: না ভাই খাওয়ার সময় কেউ কাছে ছিল না, কাজেই নজর লাগে নাই। ধন্যবাদ রসিকতা করার জন্য।

২২| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

রানার ব্লগ বলেছেন: আহা !!!! খাওয়া দেখে জিভে পানি এসে গেলো ??? আমি আবার লোভি মানুষ !!!!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

প্রামানিক বলেছেন: সামনের আড্ডায় চলে আসেন। ধন্যবাদ

২৩| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আড্ডা খানাপিনার ছবি দিয়ে আরেক জনের ভার্রচুয়্যাল জল এনে কি লাভ। সবার জন্য শুভ কামনা।।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৭

প্রামানিক বলেছেন: ভার্চুয়াল আড্ডাকে রিয়েল আড্ডায় পরিণত করলেই আর জিহ্বা থেকে ভার্চুয়াল জল ঝরবে না। ধন্যবাদ রসের মন্তব্য করার জন্য।

২৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে ! ঢাকায় থাকলে নিশ্চয় দাওয়াত পেতাম!!!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৭

প্রামানিক বলেছেন: অবশ্যই লিটন ভাই, ঢাকায় থাকলে আপনাকে আর বাদ দেয় কে?

২৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ।
এত খাবারের আয়োজন, কিন্তু প্রামানিক ভাই আপনাকে তো খেতেই দেখলাম না!
আপনি আমাকে সাথে নিতে পারতেন, কিছুটা পুষিয়ে দেয়ার চেষ্টা করা যেত!!
আশাকরি, এরপর ভুল করবেন না........

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:২১

প্রামানিক বলেছেন: কথা ঠিকই বলেছেন, আগে জানলে আপনাদের দু্সই চার জন সাথে নিয়ে আসতাম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

কথার ফুলঝুরি! বলেছেন: আমিও এরকম একটি আড্ডায় থাকতে চাই আর চাই খানাপিনা :-B

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:২২

প্রামানিক বলেছেন: আগামীতে বড় করে আড্ডার আয়োজন করা হবে তখন আশা করি মিস হবে না। ধন্যবাদ

২৭| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

করুণাধারা বলেছেন: তারা আড্ডায় উপস্থিত থাকেন, কিন্তু সামু ব্লগে অনুপস্থিত থাকেন কেন?

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৪

প্রামানিক বলেছেন: তারা সবাই সামুর ব্লগার, বর্তমানে তাদের উপস্থিতি কম হলেও ব্লগ থেকে বিচ্ছিন্ন নয়। ধন্যবাদ

২৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: :``>> খানাপিনাটা মিস হয়ে গেলো! ইশশ্

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৪

প্রামানিক বলেছেন: আগামীতে ইনশাল্লাহ মিস হবে না। ধন্যবাদ

২৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: আমরা জুনিয়র বলে আজ খাবার খেতে যাওয়ার দাওয়াট পাইনা

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৫

প্রামানিক বলেছেন: আগামীতে সিনিয়র জুনিয়র সব এক করে ফেলবো। ধন্যবাদ

৩০| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:



খানাদানায় গল্পে বেশ রসালো আড্ডা মনে হচ্ছে! সুন্দর ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্বের বহিঃপ্রকাশ।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, আসলেই আড্ডায় আন্তরিকতার অভাব ছিল না।

৩১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এমন উপাদেয় (উভয়ার্থে) আড্ডার খবরই পেলাম না ! আমি শ্যামলীর পাশে মোহাম্মদপুরে থেকেও মিস করলাম!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: এত কাছে থেকে মিস করায় খারাপই লাগছে। আগামীতে কোন আড্ডা হলে আর মিস করবেন না।

৩২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শেষ ছবিটাতে পরিচিতি দিলে চিনতে সুবিধা হতো।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: ব্লগারদের দিনকাল অনুকুলে না থাকায় পরিচিতি দিতে অনেকের আপত্তি আছে। তারপরেও জানতে চওয়ায় খুশি হলাম।

৩৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরিমিত আহার সব সময়ই উপকারী।
আসুন, সবাই পরিমিত আহার গ্রহণ করি।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: একখান উপকারী কথা বলেছেন। ধন্যবাদ

৩৪| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

পার্থ তালুকদার বলেছেন: ছবিতে বুঝা যাচ্ছে দারুণ সময় উপভোগ করছেন !!
তো খাবার দেইক্কা আমার পেটে চু-চু করছে কিন্তুু !!

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই, আগামীতে সবাই মিলে এরকম একটা আয়োজন করলেই পেট চুচু থাকবে না। ধন্যবাদ

৩৫| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমার আবার খা ইতে মানা।
খাবার দেখলে লোভ সমালাতে পারিনা।

সুন্দর পোস্ট ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: হে হে হে এখানেই তো কবি নিরব। ধন্যবাদ

৩৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর আড্ডা হয়েছে বুঝাই যাচ্ছে। খাবার আয়োজন দেখে আফসোস লাগছে।

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, অনেক সুন্দর সময় কেটেছে। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.