নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আজকের আড্ডা বা্উল কবি কোহিনুর ভাইয়ের বাসায়

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

ছবি-০১

আজ কোহিনুর ভাই খায় না খাওয়ায়।
(তবে দু'টি কথা বলে রাখিঃ আমাদের আজকের আড্ডাটি মূলত ব্লগার ফেরদৌসা রুহিকে নিয়ে। রুহি নাইজেরিয়া থাকে। প্রতিবছরই এই সময় বাংলাদেশে বেড়াতে আসে। তাকে উপলক্ষ করেই একেক দিন একেক বাসায় আড্ডার আয়োজন করা হয়। তবে বড় কথা হলো উপস্থিত যাদের দেখছেন তারা সবাই পুরানো ব্লগার। ব্লগিং করতে গিয়েই সবার সাথে পরিচয় এবং পরস্পরের বন্ধুত্ব। অর্ধযুগেরও বেশি সময় ধরে এমন আড্ডার আয়োজন হচ্ছে। আমাদের এই বন্ধুত্ব এখন আর নিজেদের মধ্যে নেই পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা আড্ডায় বেশিরভাগ দম্পত্তি উপস্থিত থাকে। কে্উ কারো আত্মীয় স্বজন না হয়েও এক পরিবারের সাথে আরেক পরিবারের ঘনিষ্ঠতা দেখার মত। এখানেই আমাদের এই আড্ডার পরিপূর্ণতা। আজকের আয়োজক ছিলেন বাউল কবি কোহিনুর ভাই।)

ছবি-০২

এইভাবে কয়দিন খেলে বাসার ভাত আর মজা লাগবে না।

ছবি-০৩

কবি পাশা আজ খাওয়ায় ফাস্ট।

ছবি-০৪

কেউ খায় কেউ দেখে।

ছবি-০৫

আড্ডা কাহাকে বলে এবার দেখুন।

ছবি-০৬

আজকে কোহিনুর ভাই নিজে খাওয়ার চেয়ে আড্ডাবাজদের খাওয়ায়ে বেশি তৃপ্তি পাচ্ছে।

ছবি-০৭

মজাদার খাবার যত খায় ততই নেয়।

ছবি-০৮

কোহিনুর ভা্ই সেই মানিকগঞ্জ থেকে টাটকা বোয়াল মাছ নিয়ে এসেছেন, সবাইকে সেই বোয়াল মাছের বাটি দেখিয়ে দিচ্ছেন।

ছবি-০৯

এত এত পদের খাবার দেখলে এমনিতেই পেট ভরে যায়।

ছবি-১০

দু্ই পাশে দুইজন কবি মাঝখানে ফুলের রানী।

ছবি-১১

আড্ডায় নীলসাধু ভাই একাই একশ'।

ছবি-১২

আড্ডায় কবি ও ব্লগার শিমুল আপা বক্তৃতা দিচ্ছেন।

ছবি-১৩

স্বপ্নের ফেরিওয়ালার কথা শুনতে সবাই ঘাড় ঘুড়িয়েছে।

ছবি-১৪

আড্ডা ভালই জমেছে।

ছবি-১৫

আড্ডার শেষের দিকের ছবি।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৬

কাওসার চৌধুরী বলেছেন:



এ তো বাসা নয়; একদম ফাইভ স্টার হোটেল। এমন লোভনীয় খাবার ম৭স করলাম; নেক্সট টাইম চুপি চুপি আমারের কইবেন কিন্তু¡¡¡

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৯

প্রামানিক বলেছেন: অবশ্যই বলবো, কোন মিস নাই। ধন্যবাদ কওসার ভাই।

২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনারা লোক কয়জন?

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৯

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, আমরা ব্লগে পরিচিত অনেক লোক। নৌকা ভ্রমণে আমরা কয়েক জেলার লোক একত্রিত হয়েছিলাম। কারো বাড়ি যশোর কারো বাড়ি নরসিংদী কারো বাড়ি গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলায় হওয়ায় সবাই একত্রিত হওয়া সম্ভব হয় না। আজকেও অনেকে ব্যস্ততার কারণে আসে নাই। তারপরেও আমরা বিশ ত্রিশজন মাঝে মাঝে্ই একত্রিত হই।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৮

শাহিন-৯৯ বলেছেন:


গতকালের মত একটু ধারাভাষ্য থাকলে আরও ভাল লাগত। ছোট করে হলেও ব্লগারদের গেট টুগেদার বেশ বেশ লাগছে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৭

প্রামানিক বলেছেন: ধারা ভাষ্য হলে ভালো হতো-- কথাটা মন্দ বলেন নাই। ধন্যবাদ

৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:




ইশরে! কত্ত খানাপিনা! মিস হুই গেল প্রামাণিক ভাই! ইয়ে মানে বোরহানি ছিল তো নাকি?

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫২

প্রামানিক বলেছেন: আড্ডা খাওয়া তো- - বোরহানি ছাড়া দই, মিস্টি, ক্ষীর সব ছিল।

৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৬

রাকু হাসান বলেছেন: মধ্যরাতে এমন খাবারে ছবি দেখলে অনুভূতি কেমন হয় :-< ......ছবি ভাল লাগলো । ছবি দেখে বুঝা যায় আড্ডা বেশ ভাল হয়েছে ।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৩

প্রামানিক বলেছেন: জী ভাই আড্ডা অনেক জমেছিল। ধন্যবাদ

৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এই চাপাতি হাতুরির যুগে বিশ ত্রিশজন ব্লগার একত্রিত হওয়া খুব ভাল লাগলো

১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:১০

প্রামানিক বলেছেন: সবাই যখন চাপাতি হাতুরি নিয়ে দৌড়ায় আমরা তখন কয়েকজন খাওয়ার পিছনে দৌড়াই, কি আর করা-- যা দিনকাল পড়ছে-- জানটা তো বাঁচাইতে হইবে। ধন্যবাদ রসিকতা করার জন্য।

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৩

এম এ কাশেম বলেছেন: পেট ভরিয়া খান, মন ভরিয়া দেখি।
সবই গুজব ভাবিয়া হিংসা বিদ্বেষের উর্ধ্বে রাখিলাম নিজেকে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: সবই গুজন তবে খাওয়াটা বাস্তব। ধন্যবাদ কাশেম ভাই।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৬

মলাসইলমুইনা বলেছেন: প্রামানিক ভাই,
যা দিন কাল পড়েছে I ভাগ্যিস আপনাদের সরকার বিরোধী ষড়যন্ত্রের আসামি করে ধরেনি ডিবিI বার্নিকাটকে যে দাবড়ানি দিলো নৈশ ভোজে যাবার জন্য I দশ নাম্বার বিপদ সংকেত দিয়ে রাখলাম আমি আগে থেকেই কিন্তু Iসাবধানে খাওয়া দাওয়া করিয়েন I নেক্সট নৈশ ভোজেও হয়ত আমার যাওয়া হবে না I খাবার মেইল করিয়েন I

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: হে হে হে বার্নিকাট দাবড়ানি খা্দইছে দশটার আগে হের লাইগা আমরা দশটার পড়ে খাইছি। রসালো মন্তব্য করায় ধন্যবাদ।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১৮

রিফাত হোসেন বলেছেন: +

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১০| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২১

চাঙ্কু বলেছেন: সব প্রথম শ্রেনীর খাদক দেখি এক হইছে! :P

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: হে হে হে মন্দ বলেন নাই। ধন্যবাদ

১১| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: এতো খাবার মানুষ খায় কেম্নে আমি ভেবেই পাইনা :((

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: আপনি প্রতি বৃহস্পতিবার যে কুষ্ঠি গুইনা চলেন এইটা তো জানা ছিল না। আপনারে না পাইয়া বাধ্য হইয়া এত খাবার খাইতে হইল।

১২| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে!! আমরা রব নিষ্ফলে হতাশার দলে।
যাক আপনাদের আড্ডা পরিপূর্ণতা পাক কামনা করি।

শুভকামনা জানবেন ।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫২

রানার ব্লগ বলেছেন: ইস আপনি দেখি সকাল সকাল আমার ক্ষুধা বাড়িয়ে দিলেন , ভাই রে আর কতো এমনিতেই পেটুক মানুষ তারুপএ এত্ত খাবার দেখে আমার পুরা মাথা নষ্ট।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: হা হা হা ছবি দেখে ক্ষুধা বেড়ে থাকলে সকালে আপনার তাহলে নাস্তাটা ভালোই হয়েছে। ধন্যবাদ

১৪| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:১৮

সনেট কবি বলেছেন: খাবার দেখে আসলেই মাথা নষ্ট হওয়ার পালা।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: হা হা হা কবি, সময় পেলে আপনার ওদিকেও বেড়াতে যাবো-- রেডি থাইকেন।

১৫| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

ভাইয়ু বলেছেন: আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, দেখিয়ে দেখিয়ে খেলে নাকি পেট ব্যাথ্া হয়৷ আপনার হচ্ছেনা? :|

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: আপনার প্রবাদ ঠিক আছে, তবে খাওয়ার সময় আমরা চার দেয়ালের মধ্যে ছিলাম-- কেউ দেখে নাই এই জন্য পেটের অসুখ হয় নাই্, ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

১৬| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহা! বেশ, বেশ, বেশ।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: এবারও কামাল ভাই আসে নাই, কামাল ভাই আর আপনি থাকলে আরো মজা হতো। ধন্যবাদ

১৭| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: এইসব আড্ডায় আমরা দাওয়াত পাই না কেন? এইসব প্রানবন্ত আড্ডায় অংশ গ্রহন করতে মন চায়।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: আগামীতে রেডি থাইকেন। ধন্যবাদ

১৮| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮

শাহারিয়ার ইমন বলেছেন: এত খাবার কিভাবে খেলেন ? খাবার দেখে তো মুখে জল এসে গেছে ,যদিও আমি বেশি খাইনা

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: আমি একা খাইনি সবাই মিলে খেয়েছি। ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য।

১৯| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লোভনীয় খাবার আর পরিচিত জনদের দেখে
খুব ভালো লাগছে। সময়ের অভাবে সব সময়
একত্রিত হতে না পারলেও শুভ কামনা থাকে
সব সময়।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, সবাই একত্রিত হলে ভালই লাগে।

২০| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সুমন কর বলেছেন: বেশ মজা হয়েছে, বুঝা গেল !!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: সবাই একত্রিত হওয়ায় খুবই ভালো লেগেছে। ধন্যবাদ

২১| ১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩০

আরণ্যক রাখাল বলেছেন: খাবারের ছবি ছাড়া আর যত ছবি আছে দেন রে ভাই৷ এমন ছবি দেখলে খাইতে মন চায়। আপনি তো খাওয়াবেন না

১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: হে হে হে ভাগ্যে খাওয়া থাকলে ঠেকায় কে?

২২| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,




একটি সুখী ব্লগ পরিবারের ছবি ।

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। আপনি থাকলে আরো মজা হতো।

২৩| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

নীলসাধু বলেছেন: আহা আনন্দ সময়,
ভালো লাগা ক্ষণ
খাবার ছিল বেজায় স্বাদের :)

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

প্রামানিক বলেছেন: এরকম আড্ডায় থাকলে সময় কই দিয়ে যায় বোঝায় যায় না।

২৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.