নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অন্ধের দুগ্ধ ভোজন

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩


শহীদুল ইসলাম প্রামানিক

দুই কানাতে ভিক্ষা করে
গাঁয়ে গাঁয়ে ঘুরে
গান গেয়ে যায় বাড়ি বাড়ি
অতি করুণ সুরে।

একজন হলো জন্ম অন্ধ
অন্য জনে আধা
জন্ম অন্ধ চেনে না তো
কালো কিংবা সাদা।

সেদিন তারা দাওয়াত খেতে
গিয়ে কাজির বাড়ি
জন্ম অন্ধ খাবার নিয়ে
করছে বাড়াবাড়ি।

কোন খাবারটা কেমন দেখতে
জিজ্ঞেস করছে শুধু
মাছের সাথে মাংস ছিল
সাথে ছিল কদু।

খাবার শেষে থালা ভরে
দিলো গরুর দুধ
জন্ম অন্ধ প্লেট হাতে
করছে যে খুঁত খুঁত।

‘এইটা আবার কি দিল রে
লাগছে না তো হাতে’
অর্ধ কানা বলল হেসে,
‘দুধ দিয়েছে পাতে’।

দুধটা আবার দেখতে কেমন?
জন্ম অন্ধ কয়
বলছে আধা, ‘সাদা সাদা
অন্য কিছু নয়’।

‘সাদা আবার কেমন জিনিস
বুঝিয়ে দে না মোরে’
অর্ধ কানা সাদা বুঝাতে
পড়ল বিষম ঘোরে।

‘বকের মত দেখতে সাদা’
বলল কানা যেই
‘বকটা আবার দেখতে কেমন’?
বলল নিমেষেই।

অর্ধ কানার হাতের লাঠি
অন্ধের হাতে দিয়ে
‘বকের চেহারা এমন বাঁকা’,
বলল কাছে গিয়ে।

বাঁকা লাঠি হাতে নিয়ে
জন্ম অন্ধ কয়,
‘এতক্ষণে বুঝতে পেলাম
সাদাও বাঁকা হয়’।

‘জন্মের পরে সাদা চেহারা
কত দিন যে খুঁজলাম
এত দিন পর লাঠি ধরে
সেই চেহারা বুঝলাম’!!

ছবিঃ গুগল
রিপোষ্ট

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯

সুদীপ কুমার বলেছেন: নিখুত ছন্দের গাড়িতে ভ্রমণ করলাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

তারেক ফাহিম বলেছেন: আলহামদুলিল্লাহ।

আল্লাহ অামাকে সাদা-কালো বোঝার তৌফিক দিয়েছেন।

কবিতায় ভালোলাগা প্রিয়।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: সাদা-কালো বোঝার তৌফিক আল্লাহ পাক সবাইকে দিয়েছে কিন্তু কেউ বোঝে কেউ বুঝেও বোঝে না তখনই সমস্যা। আল্লাহর উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছড়া।
অনেক দিন পর প্রামাণিক ভাইয়ের লিখা পড়লাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: সময় পাইনা ভাই, বিশেষ কারণে ব্যস্ত থাকতে হয়। ধন্যবাদ লিটন ভাই।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

শাহিন বিন রফিক বলেছেন:


গুরু,
কেমন আছেন?

ছড়ায় জন্ম অন্ধের চিরন্তন দুংখের কথা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন?
মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

আরোগ্য বলেছেন: দারুণ হয়েছে প্রামানিক ভাই। মাংস আর কদু আজ আমাদের বাসায়ও কিন্তু।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: মাংস কদু মন্দ নয় দুইটাই উপকারী। ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর ছড়া গল্প...

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, পুরনো লেখা রিপোস্ট করলে আমরা নতুনেরা পড়ার সুযোগ পাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আগ্রহ নিয়ে আমার লেখা পড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছড়া দাদা।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা।

" এতদিন পরে লাঠি ধর
সেই চেহারা বুঝলাম। "

প্রিয় প্রামনিকভাই কোন বাজারের সব্জি খেলে এমন ছন্দের জাদুকর হওয়া যায়? প্লীজ বলুন, কাল থেকেই খোঁজ করতে যাবো।


শুভকামনা ও ভালোবাসা নিয়েন ।



০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৮

প্রামানিক বলেছেন: দাদা, আমি তো সব বাজারের সব্জি খাই, কাজেই কোন বাজারের নাম বলবো সেটা আমিও খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ পদাতিক দা, খুব খুশি হলাম রসালো মন্তব্য করার জন্য।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: #এই জন্য আপনি ছড়ার গুরু




ছড়া পাঠে মজা পেলাম
মনে ধরলো বেশ,
শুরু করেই কখন জানি
হলো মধুর শেষ।

নিয়মিত ছড়ার কলম
চালিয়ে যাবেন জোরে,
সেইটা আবার পোস্ট করে
বাধিত করবেন মোরে।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: নিয়মিত ছড়া লিখতে
আমিও তো ভাই চাই
মনের মত ছড়া লেখার
সুযোগটা কম পাই।

তারপরেতেও চেষ্টা করি
ছন্দ ছড়া লিখতে
ব্লগারদের লেখা পড়ি
অনেক কিছু শিখতে।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মাতিয়ে দিলেন।
অনেক ধন্যবাদ।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



খুব মানবিক একটি কবিতা; দারুন লেগেছে প্রামাণিক ভাই।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:২০

বাকপ্রবাস বলেছেন: হা হা হা দারুণ, অন্ধের হাতি দর্শন এর মতো অবস্থা

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, অন্ধরা হাতী দেখেও পাঁচ পা অনুমান করেছিল। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:৫৪

সূর্যালোক । বলেছেন: হিহি ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: বেশ উপভোগ্য।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫০

সাদা মনের মানুষ বলেছেন: জটিল লিখছেন ভাই, এতোদিন খালি গল্পটা জানতাম, আজ ছড়াও পেয়ে গেলাম।

০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: হে হে হে আপনারা আছেন দেইখাই লেখার সাহস পাই। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.