নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

রোজার মর্যাদায় হিন্দু

২১ শে মে, ২০১৯ রাত ১১:০২


শহীদুল ইসলাম প্রামানিক

রোজার দিনে চলছে গাড়ি
যাত্রী অনেক জন
তার ভিতরে রোজাদারদের
ভয় ভীতিতে মন।

কখন যেন রোজা তাদের
মাকরুহ হয়ে যায়
সেই ভয়েতে শুকনা মুখে
এদিক ওদিক চায়।

হঠাৎ করেই কয়েক তরুণ
বিড়ি ধরালো যেই
রোজাদাররা চমকে উঠে
করতেছে ছেই ছেই।

বিড়িওয়ালা ছাড়ছে ধোয়া
রোজাদারদের নাকে
নিষেধ করায় বেয়াদবগুলো
চোখ পাকিয়ে থাকে।

মাস্তানিভাব দেখার পরে
নাকটা চিপে ধরে
রোজা রক্ষায় রোজাদাররা
আল্লাহ আল্লাহ করে।

মুসলিম হয়েও মাস্তানদের
কোন সংযম নাই
ডেম কেয়ারে ভক্ভকিয়ে
ধোঁয়া ছাড়ছে তাই।

কিন্তু এদিক সেই গাড়িতে
হিন্দু একজন বসা
বিড়ি সিগারেট খাচ্ছে না সে
রোজাদারের দশা।

হিন্দু হয়ে সংযম করল
মুসলিম খেল বিড়ি
এই কথাটা ভাবতে গিয়ে
লাগছে কি বিচ্ছিরি!

ছবি ঃ গুগল

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৯ রাত ১১:১৪

অজানা তীর্থ বলেছেন: আমদের কিছু কর্ম আমাদের অনেক ছোট করে। যাইহোক আল্লাহ তাদের হেদায়েত দান করুক।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ২২ শে মে, ২০১৯ রাত ১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ আমাদের সকলকে দীনের ভিতর অটুট থাকার তৈফিক দিন। রোজাকে মর্যাদা দেওয়ার। রোজাদারদের আল্লাহ তার উত্তম যাযা দিন। যারা এমন সুন্দর দিন পেয়ে হেলায় দিন কাটাচ্ছে তাদের আল্লাহ হেদায়াত দিন। আপনাকে আল্লাহ যাযা দিন।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২২ শে মে, ২০১৯ রাত ১:২৭

মুক্তা নীল বলেছেন:
অন্যের ধর্মকে সম্মান জানালে নিজের মাঝে এক ধরনের সুখানুভূতি কাজ করে। কবিতাটি বাস্তবিক। আল্লাহ সবাইকে হেদায়েত করুন।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।

৪| ২২ শে মে, ২০১৯ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


হিন্দুদের ধর্ম হচ্ছে ৫০০০ বছরের পুরাতন; মুসলমানেরা সবেমাত্র আরবীর অর্থ বুঝা শুরু করছে; সেখানেই কথা

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ৫০০০ বছরের হিন্দু ধর্ম দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে শুধু জাতপাত প্রথার কারণে, ব্রাহ্মন এবং শুদ্রের মাধ্যে অনেক তফাৎ। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৫| ২২ শে মে, ২০১৯ সকাল ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মুসলিমরা সিভিলাইজড নয়।


সময়োপযোগী ছড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন হেনা ভাই, ধন্যবাদ আপনাকে।

৬| ২২ শে মে, ২০১৯ সকাল ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২২ শে মে, ২০১৯ সকাল ১০:৩৬

পদ্মপুকুর বলেছেন: অফিসে ডিপার্টমেন্টে আমার ৬ জন সহকর্মীর মধ্যে ২ জন কৃশ্চান এবং ১ জন হিন্দু। রোজার সময় এঁদের কাউকেই আমি দিনেরবেলায় খেতে দেখি না। অথচ এক মুসলিম সহকর্মীর শরীর থেকেই সিগারেটের বিকট গন্ধ বের হয়।

৮| ২২ শে মে, ২০১৯ সকাল ১১:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড। পজিটিভ লেখা


আজকাল খাবার দোকানগুলোতে দিনে কাপড় দিয়ে আড়াল করে রাখে। বিষয়টা ভালোলাগে

৯| ২২ শে মে, ২০১৯ সকাল ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কোবতে :)

১০| ২২ শে মে, ২০১৯ সকাল ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,




নিজ-পর নির্বিশেষে সকলের ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকলেও সহনীয়তা থাকা উচিৎ। এটাই মানুষকে "মানুষ" করে।

১১| ২২ শে মে, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: রোজার মাসে বাইরে খাওয়া যাবেনা এটা কি রাসুল সা: এর নিদেশ? বা এমন কি কিছু কোরানে আছে?

রোজার মাসে অন্য ধমের মানুষকে জোর করে খাবার কস্ট দেওয়া ঠিক না।

যারা রোজা রাখবে তারা রাখবেই.... যারা রোজা রাখবেনা তারা ঠিক কি রাখবেনা....

সারা দেশে দিনের বেলাতে বাইরে খাবার খাওয়া যাবেনা... পানি পান করা যাবেনা.... এমনটা চাপিয়ে দেওয়া ঠিক না।

১৩| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

মাহমুদুর রহমান বলেছেন: পারিবারিক শিক্ষার অভাব।

১৪| ২২ শে মে, ২০১৯ রাত ৯:২৬

বলেছেন: খুব সুন্দর

১৫| ২২ শে মে, ২০১৯ রাত ১০:০২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১৬| ০৩ রা জুন, ২০১৯ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: পরমতসহিষ্ণুতা, পরের ধর্মবিশ্বাসকে অশ্রদ্ধা না করা, ইত্যাদি ইতিবাচক গুণাবলী অন্য ধর্মাবলম্বীদের তুলনায় আমাদের মাঝে অনেক কম।
বরাবরের মতই সুন্দর ছড়া লিখেছেন। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.