নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

লিপিস্টিকের রাজনীতি

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫


শহীদুল ইসলাম প্রামানিক

রাজনীতিতে লিপিস্টিক আজ
কাজ নীতিতে কিছুই নাই
মুখ ফসকে ভাই যা তা বলে
কথা শুনে ভীমরি খাই।

ধাক্কা দিয়ে বিল্ডিং ভাঙে
কেউবা ভাঙে সিন্ডিকেট
এসব কথা বলে বলে
অনেক লোকে চালায় পেট।

আমলা মন্ত্রী যাহাই হোক না
কারো কথার লাগাম নাই
উল্টপাল্টা কথা বললেই
তাকেই বড় নেতা পাই।

সামনের দিনের নির্বাচনে
কার কাছে যে কি শুনবো
জীবনটা ভাই কয়লা করে
আর কত যে দিন গুনবো।

ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

মিরোরডডল বলেছেন:



ছড়া ভালোই হয়েছে কিন্তু
এই ভয়াবহ ছবিটা কি না দিলেই হতোনা !



০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পরামর্শ দেয়ার জন্য

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

ফেনা বলেছেন: দারুণ হয়েছে।

ভাবছিলাম এই লিপস্টিক নিয়ে কোন লেখায় মন্তব্য করব না। কিন্তু আপনার ছড়াটা সামনে এসে গেল। =p~

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮

প্রামানিক বলেছেন: লিখতে চাই নাই তবে মাথায় এসে গেল তাই লিখলাম

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

বাকপ্রবাস বলেছেন: মাথা পাগল মন্ত্রীকে লিপিস্টিক লাগিয়ে মাথায় হকিস্টিক দিয়ে বারি মারলে ঠিক হয়ে যাবে

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: মন্ত্রীরা বলেই খালাস তার পর কি হবে চিন্তাও করে না

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

নজসু বলেছেন:


জীবনটা আসলে কয়লা হয়েই গেছে।
বাণিজ্যমন্ত্রীর এই কথার কারণে নিজেকে অমপুরের লোক ভাবতে শরম করছে। :-B

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ক্যাংকা কতা ক'লেন বাহে, হামরা শরম টরম চরমভাবে ব্যাচে খাচি।

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৪

শায়মা বলেছেন: অনেক মজার ছড়া ভাইয়া।

রাজনীতি। কাজ নীতি!!! হা হা

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ছড়া সুন্দর হয়েছে, ছন্দও মিলেছে ভাল।

একটা জিনিষ ভালই হয়েছে।
মানুষের দৃষ্টি অবরোধ আন্দোলন নির্বাচন পিটার হাস ইত্যাদি ইশু থেকে লিপস্টিক এ ট্রান্সফার হইলো।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন। ধন্যবাদ

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

কমিটি গঠন করে বছর শেষে পারফরমেন্সের উপর ভিত্তি করে পুরস্কৃত করার ব্যবস্থা জরুরী হয়ে পড়ছে।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর ভাবনা। ধন্যবাদ আপনাকে

৮| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: মন্ত্রী লিপস্টিক এর তুলনা দিয়ে বোকামি করেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: বেশি ভালো হতে চেয়েছিল

৯| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১১

সোহানী বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, চেষ্টা করছি নিয়মিত হতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.