নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চিতই পিঠা

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

আয় ভাই পিঠা খাই
শুটকি ভর্তা মাখিয়ে
যদু মধু আশে পাশে
থাকে থাক তাকিয়ে।

ঝাল নুন শরষে বাটা
তৃপ্তি মিটিয়ে খাবো
ধনে পাতার ভর্তা খেলে
মজাটা বেশি পাবো ।

আলু ভর্তা বেগুন ভর্তা
সেটাও খাবো ভাই
কালি জিরা ভর্তা পেলে
আমার কোন মানা নাই।

শীতকালে শীতের পিঠা
খেতে বড় লাগে স্বাদ
যার ভাগ্যে জোটে না
জীবটা তার বরবাদ

ছবিঃ অন্তর্জাল

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

শেরজা তপন বলেছেন: আমার গরম লাল ঝাল গরুর ভুনা মাংসের সাথে একপাশে মুচমুচে চিতই আর ঠান্ডা ভেজা চিতই ভাল লাগে।
আমরা বলি 'চিতাই' পিঠা- তবে ভর্তা দিয়ে আমার পছন্দ না।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: বাসায় খেলে ঝাল গরুর মাংস দিয়ে ভক্ষণ করা যায় কিন্তু রাস্তা ঘাটে ভর্তা ছাড়া উপায় নাই। ধন্যবাদ

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭

মিরোরডডল বলেছেন:




ইয়াম ইয়াম!
গরুর ভুনা মাংস অথবা ঝাল ঝাল ভর্তা, সবকিছু দিয়েই গরম গরম চিতই পিঠা সেরা।




০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: গরুর লাল লাল ভুনা পেলে তো কথাই নাই।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: লোভ লাগিয়ে দিলেন প্রামানিক ভাই।

আর আছে আপনার দারুন ছড়ার ফ্লেভার।

ছোটদের জন্য একটি ছড়ার বই বের করুন।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়, চেষ্টা করতেছি বই বের করার।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখন বাসায় পিঠা হয় না। দোকান থেকে কিনে এনে খেতে হয়।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: বাস্তব কথা বলেছেন। বাসায় আর কেউ পিঠা বানানোর খাটনি করতে চায় না। গত বছর আমাকেও পিঠা কিনে খেতে হয়েছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুটকির ভর্তা হলে আমার বেশি ভালো লাগে।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: আগে শুটকি ভর্তা খেতে পারতাম না এখন খেতে খেতে অভ্যাস হয়েছে।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: চিতই আমার ভাল লাগে ভর্তা, মাংস দিয়ে আর দুধ চিতই এর তো তুলনা হয়না।+++

১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন

৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২২

কাছের-মানুষ বলেছেন: শীতের পিঠা বিশেষ করে ভাপা পিঠা, চিতই পিঠার সত্যিই তুলনা হয়না! ভাল লিখেছেন!

১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: গতকাল সুরভি বাসায় চিতই পিঠা বানিয়েছে। অনেক রকমের ভর্তা বানিয়েছে। আমি হাসের মাংস দিয়ে চিতই খেয়েছি।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

প্রামানিক বলেছেন: হাঁসের মাংস ফ্রিজে আছে খওয়ার সময় পাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.