নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বিউলির ডাল

২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

প্রথম প্রথম ভারতের পশ্চিম বঙ্গে গিয়েছি। দুপুরে কোচবিহার ঢাকাই হোটেল নামের এক হোটেলে খেতে গেলাম। মাছ, মুরগী আর সবজির নাবরার সাথে ডাল বিক্রি করছে। আমি জিজ্ঞেস করলাম কিসের ডাল মেসিয়ার ঝটপট উত্তর দিল, দাদা-- মুশুরির ডাল আর বিউলির ডাল, বলেই বলল, দাদা বিউলির ডালটা খেয়ে দেখুন খুব মজা পাবেন।

বিউলির ডালের নাম শুনেই লোভ লেগে গেল, বাংলাদেশে অনেক রকম ডাল খেয়েছি কিন্তু বিউলি নামের ডালের নাম এই প্রথম শুনলাম। মনে মনে ভাবলাম ডালের নামটা যেরকম সুন্দর খেতেও মনে হয় খুব মজাদার হবে। সবজির নাবরার সাথে বিউলির ডালের অর্ডার করলাম। ঘন ডাল দেখে খুব খুশিই হলাম। খুশির চোটে প্রথমেই পাতে বিউলির ডাল ঢেলে নিয়ে খেয়ে দেখি এযে বাংলাদেশের চির চেনা সেই মাষকালাইয়ের ডাল। বাংলাদেশের মাষকালাই যে ভারতে এসে বিউলির ডাল হয়েছে এটা খাওয়ার আগে ঘুণাক্ষরেও বুঝতে পারি নাই।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: হা হা হা .... বিউলি নামটি এই প্রথম শুনলাম আপনার পোস্ট থেকে।
অর্থাৎ মাষকলাই = বিউলি!!

নাকি বলেন?

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: আমিও ভারতে গিয়ে প্রথম শুনেছিলাম

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন: মাষকলাই / বিউলির ডাল আমাদের এদিকে বড়ি দেওয়ার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।সাধারণত রান্না করে খুব একটা খায় না।তবে এই ডালের খিচুড়ি বেশ লাগে।
আজ পনের কেজি খোসা ছাড়ানো ডাল কিনে আনা হলো।এই কুয়াশা কেটে গেলে চালকুমড়া সহযোগে ঢেঁকিতে কুটে,সারারাত শিশির রেখে সকালে ভালো করে ফেনিয়ে হাতে কেটে বড়ি দেওয়া হবে।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

প্রামানিক বলেছেন: পাকা কুমড়ো না থাকায় এবার কুমড়ো বড়ি বানানো হয় নাই। কিনে খেতে হচ্ছে কেনা বড়ি মজা লাগে না।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের এদিকে শুধু কলাই ডাল বলে।

২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: কোন কোন অঞ্চলে এটাকে ঠাকরী কালাই বলে।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৬

মোগল সম্রাট বলেছেন:



ইন্ডিয়ায় বহু রকম ডাল দেখেছি। একবার শিলিগুড়ির এক হোটেলে খেতে বসলাম। বলে রাজমার ডাল আছে তাতে পনির দিয়ে রান্না করা। খেতে খারাপ লাগেনি।

তারপর ব্যাঙ্গালুরে অনেক হোটেলে খেয়েছি। প্রায় সব হোটেলে ডালের তরকারি বেশি। ডোসার সাথে ডাল, মাটনের সাথে ডাল, চিকেনের সাথে ডাল। যদিও সাউথে ভেজিটেরিয়ান বেশি তাই হয়তো ডাল খাওয়া হয় বেশি। ভেজিটেরিয়ান খেতে খেতে বোরিং হয়ে বিরানি খেতে চাইলাম। ওমা, দেখি ভেজ বিরিয়ানি নিয়ে আসছে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

প্রামানিক বলেছেন: ব্যাঙ্গালুরে দোসা এবং ইডলি এই দুটা খাবার আমার কাছে ভালো লেগেছে তবে বিরানীর স্বাদ বাংলাদেশের মতো পাই নাই। তবে খাবার যা খেয়েছি স্বাস্থ্য সম্মত হলেও মুখোরোচক ছিল না।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই আচানক ঘটনা।
আফসোস!

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১০

প্রামানিক বলেছেন: আরে ভাই কইয়েন না মনে করলাম কি আর খাইলাম কি?

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০২

কামাল১৮ বলেছেন: আমি একবার কুচবিহারে ১০/১২ দিন ছিলাম।রাজবাড়ীটা দেখার মতো।রাস্তাগুলিও সোজা ।বাঁদের পাশে বেড়ানোর ভালো যায়গা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: ১৯৮৩ সালে আমি যখন কোচবিহার গিয়েছিলাম তখন কোচবিহার রাজবাড়ীর মাঠেই ছিল মিনি বাস স্ট্যান্ট। চারদিকে খোলামেলা বিশাল মাঠের মাঝখানে রাজবাড়ি এখনকার মতো পর্যটন শিল্পের আওতায় সাজানো গোছানো ছিল না।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,



তখন সবেমাত্র কলেজে ঢুকেছি। আমাদের শহরে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত নতুন আধুনিক একটি সিনেমাহল হয়েছে। সেখানে আধুনিক ঢংয়ে সাজানো একটি রেষ্টুরেন্টও হয়েছে। টেনিলে অয়েল ক্লথের বদলে কাঁচ দেয়া। কাঁচের নীচে আবার খাবারের মেন্যুর চার্ট দেয়া আছে। আমরা ক'জন বন্ধু মিলে উদ্বোধনের দিনেই সেখানে গেলুম। চোখ গেলো "লেডিজ ফিঙার" আইটেমটির দিকে। উঠতি বয়েস, নামটি দেখেই পরোটার সাথে "লেডিজ ফিঙার" এর অর্ডার দিয়ে সবাই মিলে জল্পনা করছি, মেয়েদের আঙুলের কি তারা দেবে। যা-ই দিক , মেয়েদের কিছু তো একটা দেবেই। আমরা পুলকিত ।
খাবার এলো, ওম....মা ! এটা কি !!!!!! ঢেড়স ভাজি । ঘরের বাজার থেকে মারিং করা পয়সা দিয়ে শেষে কিনা এই ...... :(( =p~

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

প্রামানিক বলেছেন: গুরু আপনার দশা আমারো তাই। ভাবলাম কি আর খাইলাম কি।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: একই জিনিসের অঞ্চলে ভেদে আলাদা নাম হয়।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩

প্রামানিক বলেছেন: ঠিক তাই, বাংলাদেশেই দুই তিনটা নাম

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

বিজন রয় বলেছেন: শুনেছি বিউলি নামে মাছও আছে দেশে।
আপনার ওদিকে আছে নাকি?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

প্রামানিক বলেছেন: ঢাকায় যেটাকে পিয়ালী মাছ বলে রাজশাহীতে সেটাকে পিউলী মাছ বলে। আমাদের এলাকায় বইরাল বা বুরাইল মাছ বলে।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কবি বলিয়াছেনঃ ডালের মজা তলায়!
আসল ঘটনা কি বলুন তো!

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

প্রামানিক বলেছেন: ডালের মজা তলায় দইয়ের মজা গলায়। আসল ঘটনা কিছুই না চেনা খাবার অচেনা নামে খেয়েছি।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

নাইমুল ইসলাম বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৪

প্রামানিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.