নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মেট্রো রেলে উঠতে গিয়ে জরিমানা দিলাম

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৯


গত ১৮ তারিখে মতিঝিল যাওয়ার জন্য উত্তরা মেট্রো স্টেশনে গিয়েছি। ট্রেন আগারগাঁওয়ের পড়ে আর যাবে না। বাধ্য হয়ে আগার গাঁওয়ের টিকিট কেটে তিন তলায় উঠতে ছিলাম। সাথে আমার সহজ সরল গিন্নী ছিল। আমি লাফ দিয়ে চলন্ত সিঁড়িতে উঠলেও সে ভয়ে উঠতে পারে নাই। তার ভয় হলো এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যদি পা পিছলে পড়ে যায় তখন হাত পা তো ভাঙবেই সাথে মানসম্মানও যাবে। সেই ভয়েই সে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে।

আমি ততক্ষণে অনেক উপরে উঠে গেছি। চলন্ত সিঁড়ি থেকে নিচে নামতেও পারছি না। এই অবস্থায় তার মানসিক অবস্থা বুঝতে পেরে হাত ইশারায় সামনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে বললাম। আমি তিনতালায় নেমে সিঁড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি তো আছিই, কত মানুষ উঠছে নামছে আমার গিন্নীর নাম গন্ধও দেখা পাচ্ছি না। অবশেষে বাধ্য হয়ে আবার দোতালায় নেমে এলাম। দোতালার প্লাটফর্মের এই মাথা থেকে ঐ মাথা পর্যন্ত তিন চক্কর দিয়েও খুঁজে পেলাম না। ভয়ে পড়ে গেলাম। বুড়ো বয়সে মেট্রোতে চড়তে গিয়ে কি শেষে বউ হারালাম। খুঁজতে খুঁজতে সোজা প্লাটফর্মের দক্ষিণে চলে গেলাম। গিয়ে দেখি উনি গেটের বাইরে অসহায়ের মত দাঁড়িয়ে আছে। চলন্ত সিঁড়িতে আমার হাতের ইশারা দেখে দক্ষিণ দিকে গেছে তো গেছেই, সোজা আউট গোইং মেশিনে কার্ড পাঞ্চ করে গেটের বাইরে চলে গেছে। সেখানে গিয়ে যখন দেখেছে প্লাটফর্মের দক্ষিণে কিছুই নাই ফাঁকা তখন আবার পিছন ফিরে প্লাটফর্মে ঢুকতে গিয়ে আর ঢুকতে পারে নাই। যখনই গেটে ঢুকতে যায় তখনই অটোমেটি গেট বন্ধ হয়ে যায়। কয়েকবার চেষ্টা করে ঢুকতে না পেরে আহাম্মক হয়ে দাঁড়িয়ে আছে। সহজ সরল মহিলার এই অবস্থা দেখে কাছে দাঁড়ানো মহিলা সিকিউরিটিরাও গেটের ভিতরে প্রবেশ করানোর চেস্টা করে ব্যর্থ। এর পরে আর কি করবো, অপরাধ না করেও অপরাধী হয়ে আবার ষাট টাকা জরিমানা দিয়ে টিকিট কাটতে হলো।

তবে ষাট টাকা জরিমানা যায় যাক, জীবনের প্রথম মেট্রোতে চড়তে গিয়ে কহিনীটি তো স্মৃতি হয়ে থাকল, এতেই আমি আনন্দিত।

মন্তব্য ৬০ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

আরইউ বলেছেন:




হা হা হা। আমি জানি হাসা উচিত নয় তবে না হেসে পারলামনা আপনার বর্ননার কারনে।
ভালো থাকুন, প্রামানিক। পরের বারের মেট্রোরেলের যাত্রা হোক জরিমানাহীন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: এই ভুলের কারণে উচিৎ শিক্ষা হয়ে গেছে। ধন্যবাদ

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

নূর আলম হিরণ বলেছেন: মজার স্মৃতি। অনেক দিন মনে থাকবে আপনার, যখনই মেট্রোরেলে উঠবেন। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: এই স্মৃতি ভোলার মত নয়। ধন্যবাদ

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

মিরোরডডল বলেছেন:




বুড়ো বয়সে মেট্রোতে চড়তে গিয়ে কি শেষে বউ হারালাম।

সোজা আউট গোইং মেশিনে কার্ড পাঞ্চ করে গেটের বাইরে চলে গেছে।


what a story!!!
ছোট একটি বাস্তব গল্প কিন্তু romance, tragedy, suspense, thrill, comedy সব আছে :)

অনেক মজা পেয়েছি পড়ে।
জরিমানা দিয়ে হলেও হ্যাপি এন্ডিং হয়েছে, এটাই শান্তি।
লাইফ টাইম মেমোরেবল :)

থ্যাংকস প্রামানিক সবার সাথে শেয়ার করার জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: জরিমানা দেয়াটাই একটা স্মৃতি হয়ে থাকল। ধন্যবাদ আপনাকে

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:



মেট্রো নিয়ে অনেকের অনেক গল্প জমা হবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। নিত্য দিন অনেক ঘটনা ঘটে থাকে

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

হাসান মাহবুব বলেছেন: এসকেলেটরে প্রতিদিনই এই কাহিনী দেখি। আমি নিজেও তো একসময় এরকম ছিলাম। অকপট এবং রসালো এই গল্পটা খুবই মিষ্টি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

প্রামানিক বলেছেন: আমি চলন্ত সিঁড়ির এরকম অনেক ঘটনা দেখেছি কিন্তু এবার নিজের জীবনেই ঘটে গেল। ধন্যবাদ আপনাকে

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: ঘটনাটি মোটেই মজার নয়, কিন্তু আপনার বর্ণনাগুনে তা পড়তে বেশ মজার হয়েছে নিঃসন্দেহে।
পোস্টে ষষ্ঠ প্লাস। + +

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ঘটনাটা সেই সময়ে আনন্দের ছিল না তবে এখন মনে হলে হাসি পায়।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

ভুয়া মফিজ বলেছেন: যে কোনও কিছুর শুরুতেই খানিকটা বিড়ম্বনা থাকবে। মেট্রোরেলও এর বাইরে না। বউ ফেরত পেয়েছেন, এটাই হলো আসল ব্যাপার!! অভিনন্দন!!! :-B

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, অল্পের জন্য বউ ফেরত পেয়েছি।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার স্মৃতি হয়ে থাকলো দাদা...

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬

প্রামানিক বলেছেন: অনাকাংখিত ভাবেই ঘটনা ঘটেছে।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১২

এম ডি মুসা বলেছেন: মানুষ নতুন কিছুতে একটু বিচলিত হতে পারে এটা হয়তো আপনার ব্যক্তিগত তারপরও আপনার উত্তরসূরীকে গল্প শুনাতে পারবে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ভবিষ্যতের জন্য হাসির গল্প হয়ে থাকল।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: হায় হায় কি অবস্থা প্রামাণিক ভাই! যাক শেষ পর্যন্ত ভাবীকে খুজে পেয়েছেন সেটাই ভাগ্য :)
আমার ছোট জা প্রথম বার এক্সিলেটরে চড়তে গিয়ে পরে যায়। এরপর সে কখনো চড়তে চাইতো না। আমি বুঝতাম না কেন সে সব সময় শপিং মলে গেলে লিফট বা সিড়ি খুজে! বেচারা কোভিডে মারা গেছে। তার সব ভয় ভীতির সমাপ্তি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: সোজা সাপ্টা মানুষ হারিয়ে গেলে তো বিপদেই পড়তাম। যাক শেষ পর্যন্ত পাওয়া গেছে। আল্লাহ আপনার ভাবিকে যেন বেহস্ত নসীব করেন।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

নাহল তরকারি বলেছেন: সুন্দর

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪

শেরজা তপন বলেছেন: আমার এক বন্ধু লিফটে চড়ে না - সে সিড়ি বেয়ে বিশ তলা উঠবে তবু লিফটে চড়বে না।
যাক ভুয়া মফিজের মত বলতে হয়, বউ ফেরত পেয়েছেন, এটাই হল আসল ব্যাপার!! :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: লিফটে যারা একবার আটকে গেছে তারা লিফটে উঠতে ভয় পায় আপনার বন্ধুর সম্ভাবত এরকম অভিজ্ঞতা হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

কামাল১৮ বলেছেন: নতুন কিছু করতে গিয়ে এমন ভুল অনেকের হয়েছে।লেখা সুন্দর হয়েছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আধুনিক যন্ত্রপাতির সাথে সবাই হুট করে খাপ খাওয়াতে পারে না আমারও তাই হয়েছে।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

করুণাধারা বলেছেন: দারুন গল্প! জরিমানা দিতে হলেও শেখা হলো, It's a one way ticket.

একটা ব্যাপারে সাবধান থাকতে হবে। ট্রেন থেকে বের হবার সময় মাত্র কয়েক সেকেন্ড পাওয়া যায়, এর মধ্যে যেন পরনের কাপড় দরজায় আটকে না যায়। ডিসেম্বর মাসে দিল্লি মেট্রোরেলে এক মহিলার শাড়ির আঁচল দরজায় আটকে গিয়েছিল, আর ট্রেন চলতে শুরু করায় মহিলা হুমড়ি খেয়ে পড়ে যায়, আহত হয় এবং শেষ পর্যন্ত মারা যায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

প্রামানিক বলেছেন: সুন্দর একটা সতর্কতামূলক মন্তব্য করেছেন। দরজা বন্ধ হওয়ার আগেই যেন মানুষ নেমে যায় এবিষয়ে সবাইকে সতর্ক হওয়া দরকার। আপনাকে অনেক ধন্যবাদ

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭

সোনালি কাবিন বলেছেন: বেশ মজার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

জ্যাক স্মিথ বলেছেন: ব্যাপার না প্রথম মেট্রোরেল যাত্রায় টুকটাক এমন ঝামেলার সম্মুখীন কমবেশি সবাই হয়, প্রথম যাত্রা বলে কথা।
তবে শুনে খুশি হলাম যে আপনি আপনার হারানো বউ খুঁজে পেয়েছেন। :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

প্রামানিক বলেছেন: বউ খুঁজে পাওয়াসহ একটা স্মৃতিময় ঘটনা ঘটায় আনন্দই লাগছে। ধন্যবাদ আপনাকে

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩০

অর্ক বলেছেন: হা হা হা। মজার ঘটনা ভাই। সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। এরকম হতেই পারে। কোলকাতা মেট্রোরেলে এরকম অভিজ্ঞতা হয়েছিলো। স্বাভাবিক। কিছুই জানতাম না। তারপর স্বাভাবিক হয়ে আসে। ঢাকার মেট্রোরেলে এখনও চড়িনি। দেখি কাছাকাছি সময়ে উঠবো। এরকম দুয়েকবার আসা যাওয়া করলে সব স্বাভাবিক হয়ে যাবে।

শুভেচ্ছা থাকলো ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, প্রথম প্রথম টিকিট কাটতে গিয়েও ভ্যাবাচ্যাকা খেতে হয়। ধন্যবাদ আপনাকে

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রথম মেট্রোতে চড়া স্মৃতি হয়ে রইল একটা। মেট্রোতে কেমন ভিড় হয় এখন? আমার চড়া হয়নি, অযথা গিয়ে ভিড় বাড়াব, তাই আর যাওয়া হয় না।

সহজ সরল মানুষ ভাবী, আপনিও মজার। দুজনের রসায়ন বেশ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: বেশি সহজ সরল হওয়ার জন্যই তো এই বিপদে পড়েছিলাম। মেট্রোতে এখন প্রচুর ভির হয় তারপরেও স্বস্তির কথা হলো অল্প সময়ে গন্তব্যে যাওয়া যায়। ধন্যবাদ আপনাকে

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:

বুড়ো বয়সে মেট্রোতে চড়তে গিয়ে কি শেষে বউ হারালাম?

অনেকক্ষণ হাসলাম।
যাক বর্ণনা খুব সুন্দর হয়েছে।
এলিভেটর ওর লিফট ভীতি অনেকেরই আছে এটা কোন দোষের কিছু না। তবে অবাক হলাম এই স্মার্ট মোবাইলের যুগে আপনি বউকে একটি সাধারণ মোবাইলও কিনে দেননি কেন।



০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

প্রামানিক বলেছেন: ১৯৯৮ সালেই তাকে মোবাইল কিনে দিয়েছি, তবে বাটন মোবাইল ছাড়া এন্ড্রয়াড মোবাইলের কিছুই বোঝে না, যে কারণে এখনও তাকে বাটন মোবাইল কিনে দিতে হয়। ভ্যানিটি ব্যাগে মোবাইল ছিল কিন্তু স্টেশনের ক্রাউডের কারণে মোবাইলের রিং বুঝতে পারে নাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮

শার্দূল ২২ বলেছেন: সালাম জানবেন ভাইয়া,

আপনার গল্পে এটা প্রমান করে ভাবির হাতে কোন মোবাইল নেই, এই যুগে মোবাইল না থাকা আর উম্মুক্ত কারাগারের সামিল । ভাবির প্রতি আপনার এই অবিচার এক রকম নারী নির্যাতন বলতে পারি।

আপনার শাস্তি হওয়া উচিৎ।

শুভ কামনা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

প্রামানিক বলেছেন: অনেক আগেই তাকে মোবাইল কিনে দিয়েছি, মোবাইল থাকতেই যে ভোগান্তিতে ভুগলাম মোবাইল ছাড়া হলে তো খুঁজেই পেতাম না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫

মিরোরডডল বলেছেন:




বৈশাখী আর শার্দূল ভালো একটা পয়েন্ট নিয়ে বলেছে।
অবশ্য অনেক বয়স্ক মানুষ মোবাইল ব্যবহারে কমফোর্টেবল না।

উনি কি উত্তর দেয় সেটা আগে শুনি, বৃত্তান্ত না জেনেই সরাসরি নারী নির্যাতনের অভিযোগ :)
হা হা হা বেচারা প্রামানিক!

পোষ্টের মতো কমেন্টগুলোও মজার।


০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৪

প্রামানিক বলেছেন: ভ্যানিটি ব্যাগে মোবাইল ছিল কিন্তু মানুষের চিল্লাচিল্লিতে রিংটন শুনতে পায় নাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: এস্কেলেটরে এমন সমস্যা আমার চোখে বেশ কয়েকবার পড়েছে। সহজ সরল মানুষ জীবনের প্রথমবার চলমান সিঁড়ি চড়তে গিয়ে এই সমস্যায় পড়েন। আপনার অভিজ্ঞতাটা নিঃসন্দেহে ভিন্ন।
আমার একবার একটু ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। মেট্রোরেলের কয়েন পাঞ্চিং মেশিনে দিলে ক্রিংক্রিং করে শব্দ হতেই সিকিউরিটি ছুটে আসে।ওরা আমার কয়েন টিকিটটি নিয়ে চেষ্টা করলে একই শব্দ হতে থাকে। তখন জানায় খুচরো পয়সার সঙ্গে কয়েন টিকিটটি রাখার জন্য টিকিটের ম্যাগনেট নষ্ট হয়ে গেছে। অগত্যা ওরা ওদের কাছে আলাদা টিকিট ছিল সেটা দিয়ে আমাকে এক্সিট করে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫২

প্রামানিক বলেছেন: মডার্ন টেকনোলজি সম্পর্কে ধারনা না থাকলে মাঝে মাঝেই এরকম বিপদে পড়তে হয় আমিও সেই বিপদেই পড়েছিলাম। এখানে টিকিটের প্রোগামিংয়ে সমস্যা আছে, একই স্টেশনে টিকিট কেটে ইন হওয়ার পর আউট হলেও টিকিটের কার্যকারীতা শেষ না করে অন্য স্টেশনে আউট হওয়ার বিষয়টি মাথায় রাখা দরকার ছিল কিন্তু সেটা এখনো চালু না হওয়ায় এই সমস্যা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১

আরোগ্য বলেছেন: বাহ্ প্রথম মেট্রোরেল ভ্রমনে এই ঘটনাটা স্মৃতির পাতায় যোগ হয়ে রইলো। যখনই আবার দুজন যাবেন এই স্মৃতি মনে করে হেসে উঠবেন। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৪

প্রামানিক বলেছেন: যখনই এই কাহিনী মনে পড়ে তখন নিজের কাছেই হাসি পায়। আসলেই ঘটনাটি স্মৃতি হয়ে থাকল। ধন্যবাদ আপনাকে

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৮

আহলান বলেছেন: পরে বাসায় গিয়ে কি ঘটলো সেটি শোনার অপেক্ষায় থাকলুম দাদা ... হা হা হা ..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: আহাম্মক হওয়ার পর বাসায় এসে যাকেই ঘটনাটি বলি সেই হাসতে হাসতে মরে। ধন্যবাদ আপনাকে

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

ডঃ এম এ আলী বলেছেন:




ঘটনা যাই ঘটুক না কেন এখন সেটা কেবলি স্মৃতি হয়ে যাবে ।
আর এ স্মৃতি বেদনাময় হয়েও হলোনা তেমনটা কেননা
যাকে নিয়ে বেদনা হওয়ার কথা তাঁকে তো পাওয়া
গেল শেষটায় ।
বিরন্বনা সমুহের বিবরণ নুন্দর হয়ে , পাঠে তৃপ্ত ।
শুভেচ্ছা রইল ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: হ ভাই বড় চিন্তায়ই পড়ে গিয়েছিলাম। ধন্যবাদ

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


অসাধারণ সুন্দর একটি লেখা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হারিয়ে যাওয়াই ভালো ছিল।
এই বুড়ো বয়সে ওই জিনিস দিয়ে কি করবেন আর!!
আফসোস।
বড়ই আচানক ঘটনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: হা হা হা সেই বিষয় তো মাথায়ই ঢোকে নাই।

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



উনি কি খালেদা জিয়ার সমান শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন?!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: শিক্ষাগত যোগ্যতা আরেকটু বেশি তবে একবারে সোজা মানুষ বেকাতেড়া বোঝে না।

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩০| ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ২:৩২

নাইমুল ইসলাম বলেছেন: শিক্ষণীয় ঘটনা। বউয়ের হাত ধরে হাঁটতে হয় এমন জায়গা গুলোতে। মাথায় রাখব ব্যাপারটা। B:-/

০২ রা মে, ২০২৪ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন, ভিরভাট্টার মধ্যে বউয়ের পাশে না থাকলে বিপদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.