নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক যিনি সম্প্রতি তার ভ্যানটি খুইয়েছেন জরুরী পারিবারিক চিকিৎসা সর্ম্পকিত প্রয়োজনে। কুয়েট এলাকার আশে-পাশে কি কোন ভ্যান কেনা-বেচার স্থান রয়েছে? থাকলে ঐ এলাকায় একটি মোটামুটি মানের তিন চাকার রিকশা ভ্যানের দাম কেমন হতে পারে? যা চালিয়ে ভ্যান চালক তার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে পারেন। এ সংক্রান্ত কোন তথ্য দিয়ে সহযোগীতা করতে পারলে বেশ উপকৃত হতাম। ধন্যবাদ।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৭:৪৪

অহরহ বলেছেন: আমি নাই.............।

২| ১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৬

এম ডি মুসা বলেছেন: আমি নাই

৩| ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: পোস্টে এ যাবত কোন ইতিবাচক সাড়া নেই। আমি আশা করেছিলাম খুলনাবাসী কোন না কোন ব্লগার আপনার এ মহতি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
যাহোক, এখনো সময় শেষ হয়ে যায়নি। খুলনাবাসী ব্লগারদেরকে এ পোস্টে রেসপন্স করার অনুরোধ জানাচ্ছি।

১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৭

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন স্যার। আশা করছি খুলনার কেউ এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করবেন।

৪| ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৯

শাহ আজিজ বলেছেন: এইমাত্র বন্ধুকে ফোনে জিজ্ঞাসা করতেই বলল নতুন ভ্যান ২০০০০ উপরে নয় । বিদ্যুৎ চালিত ৫০০০০ পড়বে । এটা সরবচ্চ দাম ধরা হয়েছে ।

১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় নিয়ে খোঁজ নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানবেন। আশা করছি আগামী সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে পারবো। ধন্যবাদ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:১২

করুণাধারা বলেছেন: আপনার এই মহতী উদ্যোগ সফল হোক, প্রার্থনা করি।

১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:২৯

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪২

গোবিন্দলগোবেচারা বলেছেন: একটি ব্যাটারি চালিত রিক্সার আনুমানিক বাজার দাম (ব্যাটারি সহ) প্রায় ষাট হাজার টাকা।

নতুন ব্যাটারির দাম প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা।

পুরাতন রিক্সা ৩৫ এর কাছাকাছিতে পাওয়া যায় কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো না।

১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: উনি ব্যাটারীচালিত ভ্যান ব্যবহার করতেন না। স্বাভাবিক তিন চাকার ভ্যান চালক ছিলেন। ধন্যবাদ।

৭| ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৪২

গোবিন্দলগোবেচারা বলেছেন: গরিব পরিবারকে রিক্সা কিনে দেওয়ার আগে বিষয়টি ভালো করে ভেবে দেখার জন্য অনুরোধ থাকলো। যিনি অভাবে পড়ে একবার রিক্সা বিক্রি করে দিয়েছেন তিনি আবার বিক্রি করে দিতে পারেন। তাকে রিক্সা কিনে কম ভাড়ায় চালাতে দেয়া যায় যেমন দিনে ৫০ টাকা জমা নিয়ে তাকে রিকশা চালাতে দেয়া যায় এক্ষেত্রে নিজের মালিক না হওয়ায় তিনি রিক্সাটি বিক্রি করতে পারবেন না। সমস্যা হল স্থানীয় কারো সাহায্য ছাড়া এ কাজটা আপনি করতে পারবেন না। আপনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধু আত্মীয়দের মধ্যে খুলনায় কেউ আছে কিনা তা ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করে চেষ্টা করতে পারেন।
এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত, ওকে ছোট করা বা আহত করার জন্য বলিনি।

১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কথাটা নিতান্তই অযৌক্তিক মনে হয় নি। আমি মূলত প্রবাসী, দেশে সাধারণত বেড়াতে আসা হয়। আপনার সাজেশান অনুযায়ী কাজটা করা আমার জন্য সম্ভব হবে বলে মনে হয় না কারণ ঢাকার বাইরে আমার কাছের কোন আত্মীয়-স্বজন নেই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.