নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত গন্তব্য

ভণ্ড সাধক

আমি কেউ না

ভণ্ড সাধক › বিস্তারিত পোস্টঃ

ভাষা শহীদের গ্রামের নাম ‘সালাম নগর’, বিদ্যালয়ের নাম ‘লক্ষনপুর’!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫



ভাষা আন্দোলনের অমর শহীদ নামে তার গ্রামের নাম সরকারি গেজেটে ‘সালাম নগর’ করা হয়েছে।

আগে ওই গ্রামের নাম ছিল লক্ষনপুর। কিন্তু গ্রামের নাম পরিবর্তনের আট বছর পরও একমাত্র বিদ্যালয়টির নাম এখনো ‘লক্ষনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ রয়ে গেছে।

স্থানীয় লোকজন বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদাসিনতাকে দায়ী করছেন।

অনেকের মতে, বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য সরকারি বিধি অনুযায়ী টাকা লাগবে। কিন্তু আবদুস সালামের পরিবার ওই টাকা দিতে না পারায় তা পরিবর্তন হচ্ছে না।

তবে জেলা প্রশাসন বলছে, ভাষা শহীদের নামে গ্রামের নাম হয়েছে। প্রশাসনিকভাবে লেখালেখির মাধ্যমে বিদ্যালয়ের নামও গ্রামের নামে হবে। এজন্য টাকার দরকার হবে না।

ভাষা আন্দোলনের অমর শহীদ আবদুস সালামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের সালাম নগর গ্রামে। এখানে সরকারি বেসরকারি কোনো বিদ্যালয় না থাকায় স্থানীয় এক ব্যক্তি একটি বিদ্যালয় স্থাপনের জন্য ৩৩ শতক জমি দান করেন। দানের জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে স্থাপন করা হয় লক্ষনপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। এটি এখন সরকারিকরণ হয়েছে।

২০১৪ সালে এ স্কুলটির জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ একটি একতলা পাকা ভবন নির্মাণ করে দেয়। বর্তমানে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ চার শিক্ষক রয়েছেন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে দুই শতাধিক।

২০০৮ সালের এপ্রিলে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভাষা শহীদ সালামের গ্রামের নাম সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সালাম নগর’ করা হয়। গ্রামে ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার স্থাপন করা হয়। জাদুঘর ও গ্রন্থাগার উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবাদুল হক জানান, বহু আবেদন নিবেদন করেও বিদ্যালয়ের নাম ‘সালাম নগর’ করতে পারিনি।

ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম জানান, ভাষা শহীদ সালাম জাতির গর্ব। তার নামে গ্রামের নাম পরিবর্তন করে সরকার সালাম নগর করেছে। এখন সরকারের উচিত বিদ্যালয়ের নাম গ্রামের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সালাম নগর করা।

ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম জানান, ভাষা শহীদ সালামের নামে বিদ্যালয়ের নামকরণের জন্য ইতোপূর্বে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

ফেনী জেলা প্রশাসক আমিন-উল-আহসান বলেন, যেহেতু সরকার ভাষা শহীদের প্রতি সম্মান দেখিয়ে তার গ্রামের নাম সালাম নগর করেছে, এখন বিদ্যালয়ের নামও গ্রামের নামের সঙ্গে মিল রেখে সালাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয হওয়া আবশ্যক।

তিনি বলেন, বিদ্যালয়ের নাম গ্রামের নামে নামকরণের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আশা করি খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

অবিবাহিত জাহিদ বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.