নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত গন্তব্য

ভণ্ড সাধক

আমি কেউ না

ভণ্ড সাধক › বিস্তারিত পোস্টঃ

যে মাছ হাঁটতে জানে...

৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৬




হাঁটতে পারে এমন মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জলপ্রপাত বেয়ে ওপরে উঠতে সক্ষম এই মাছ স্থলচর মেরুদণ্ডী প্রাণীদের মতো। কোমরে হাড় ও মেরুদণ্ড এদেরকে হাঁটতে সাহায্য করে। তুলনাহীন এ মাছের বসবাস থাইল্যান্ডের দূরন্ত স্রোত ও প্রবল গতির নদী্র ও জলপ্রপাতের গুহার ভেতরে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী ব্রুক ফ্লেমিঙ ও তার দল সম্প্রতি থাইল্যান্ডে এই মাছের খোঁজ পান| খবর সিবিসি নিউজ অনলাইনের।

ক্রিপটোটোরা থামিকোলা নাম দেয়া হয়েছে এ মাছের। একুয়ারিয়ামে পোষা গোল্ডফিশের দূরের আত্মীয় এরা।

পৃথিবীর একমাত্র হাঁটতে সক্ষম চোখবিহীন এই মাছটির দৈর্ঘ্য এক সেন্টিমিটার। চারটি পাখনা রয়েছে এই জলচর প্রাণীটির। পাখনাগুলোকে পায়ের মতো ব্যবহার করতে পারে এরা। জলপ্রপাতের ওপর থেকে পড়া পানির স্রোতের মধ্যেও এই মাছ পাথর বেয়ে ওপরে উঠতে পারে।

ব্রুক ফ্লেমিঙের দাবি, চলতে সক্ষম ক্রিপটোটোরা থামিকোলা মাছটির পাখনার গঠন তাঁর দেখা অন্য যে কোনো মাছের চেয়ে আলাদা। এই অসামান্য দৈহিক গঠনের কারণেই টিকটিকি বা উভচর প্রাণীর মতোই বেয়ে ওপরে উঠতে পারে এবং চলাচল করতে পারে মাছটি।

নতুন প্রজাতির এই মাছের সন্ধানের খবর সম্প্রতি বিজ্ঞান ভিত্তিক পত্রিকা সাইন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়

যে মাছ হাঁটতে জানে...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কত বিচিত্র আমাদের এই পৃথিবী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.