নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত গন্তব্য

ভণ্ড সাধক

আমি কেউ না

ভণ্ড সাধক › বিস্তারিত পোস্টঃ

মিশার কাছে পূর্ণিমার প্রশ্ন, কাকে ধর্ষণ করতে ভালো লাগে?

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৩:০১




পুর্ণিমা কি কখনো ধর্ষণের শিকার হয়েছেন! কিভাবে তিনি নারী হয়ে ধর্ষণ নিয়ে হাসি তামাসায় মেতে উঠতে পারলেন? ধর্ষণ কি হাসি-ঠাট্টার বিষয়! সিনেমায় ধর্ষণ করতে কেমন মজা লাগে? কাকে ধর্ষণ করতে ভালো লাগে-এরকম প্রশ্ন হাসতে হাসতে নায়িকা পূর্নিমা অবলীলায় করে ফেললেন আরটিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে, যেনো ধর্ষণ তামশার বিষয়।

অভিব্যক্তি দেখে বোঝা গেল অনুষ্ঠানের অতিথি মিশা সওদাগরকেও মনে হলো এমন প্রশ্নে বেশ মজা পেয়েছেন। মিশা চাইলে সাবজেক্ট চেঞ্জ করতে পারতেন, করলেন না।
নায়িকা পূর্ণিমা সিনেমায় মিথ্যা মিথ্যা ধর্ষিত হলেও, কখনো তাকে ছুঁতে পারেনি প্রকৃত ধর্ষিতার কান্না, হাহাকার। তার প্রশ্ন শুনে মনে হয়েছে এমন অভিনয় তাকে যৌন সুড়সুড়িই দিতো।

একজন নারী হয়েও ধর্ষষ নিয়ে তার এমন ঠাট্টামূলক প্রশ্ন অগ্রহণযোগ্য। টেলিভিশনের শো'তে এমন প্রশ্ন করায় তার ক্ষমা চাওয়া উচিত। আমাদের মিডিয়ার তারকারা যেখানে ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াবেন, সেখানে তাদের কেউ কেউ এ নিয়ে হাসি-ঠাট্টা করছেন! কমিটমেন্ট বলতে কি তাদের কিছু নেই


মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৭

এলিয়ানা সিম্পসন বলেছেন: ছি!

২| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৫

সৈয়দ তাজুল বলেছেন:
এরা তেমন শিক্ষিত না। আপনি এদের থেকে এমন কিছু আশা করতে পারেন না।

এখানে এদের চেয়ে অনুষ্ঠান পরিচালনা কমিটিই বেশি নির্বোধ ও মুর্খ। কারণ, পরিচালনা কমিটির দেয়া পথেই এরা হাটে। যদি এরা মুর্খ না হতো, তাহলে অন্তত বুঝতে পারতো যে, এটা রংতামাশার সাবজেক্ট না।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৮

কালীদাস বলেছেন: খুবই বল্ড ফান! ভাল লাগল না আমার কাছে। সো কলড সেলেব্রিটি হিসাবে এদের বোঝা উচিত রেপিস্টদের একটা পোর্শন এরকম ভালগার এক্টিভিটির ইনফ্লুয়েন্স খানিকটা হলেও মুভিগুলো থেকে পেতে পারে।

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:২০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ছি আমি আমি ভাবতে পারিন আর। এ কোথায় আমরা বসবাস করছি! আমার স্বাধীন দেশের মা-মাটি আর কর ককলুষিত হবে? ধর্ষিতার গ্লানিকর জীবন নিয়েও এদেশে আজ ফান করা হচ্ছে তাও আমার মিডিয়া তারকারা......

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: যে বিষয়টি নিয়ে তাঁরা ফান করেছে সেই ব্যাপারটি মোটেও ফান করার মতন নয় এই ব্যাপারটা তাদের এবং স্ক্রিপ রাইটার কারোরই বোধ গম্য হোয়রা মতন জ্ঞান বুদ্ধি নেই দেখে অবাক লাগলো!! এমন অজ্ঞ মূর্খ সো কল্ড সেলিব্রিটি আমাদের দেশেই সম্ভব । সামাজিক দায়িত্তবোধ যে তাদের অনেক এটা বুঝার মত ঘিলু তাদের নেই । ফ্যামিলি শো তে এমন একটি ব্যাপারে খোলা মেলা আলাপে তাদের ভেতর লজ্জা শরমের কিছুই দেখতে পেলাম না।
তাই হয়ত ধর্ষণ আমাদের সমাজে সামাজিক মহামারির রুপ নিচ্ছে। এদের কে বয়কট করা উচিত

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: এমন স্থূল প্রশ্নের নিন্দা জানাচ্ছি।
এরা না হয় ততটা শিক্ষিত নয় (২ নং মন্তব্য অনুযায়ী), পরিশীলিত নয়; কিন্তু প্রোগ্রাম প্রডিউসারদের তো এসব দেখা উচিত!

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩

কালীদাস বলেছেন: কমেন্ট ৫, ৬ এ আপনারা আমাদের নৈতিকতার গোড়ায় প্রশ্ন তুলে ফেলেছেন। মিডিয়ার লোকেরা প্রায় সবাই মেইনলি বোঝে লাভ, প্রোগ্রামের রেটিং। আমজনতার থুতু এদের মুখের উপরে পরে না। এই যে পোস্ট এসেছে এদের ইডিয়টিক কমেন্টটাকে উল্লেখ করে, দুঃখজনক হলেও প্রোডিউসার এতে মহা খুশি হবে, কারণ অনেকে এরকম ধিক্কার জানালেও সমাজের ঘুনে ধরা বিরাট অংশ এতে বিনোদন পেয়েছে। সে সহজে পরেরটার জন্য কমার্শিয়াল পাবে।

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৫

অক্পটে বলেছেন: প্রোগামার প্রডিউসাররাও শিক্ষিত নয় বা সোকলড শিক্ষিত। ব্যবসায়টাই তাদের মূল।

৯| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: তাদেরকে ধিক্কার জানাই ।

১০| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: মুখ দিয়া একটা চলে আসছে, কীবোর্ডে সেটা টাইপ করলাম না

১১| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫০

নিকোলাস- রাহাদ বলেছেন: হা হা হা

১২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সালমান খান এটা (ধর্ষণ) নিয়ে ফান করেছিল বলে, তার বিরুদ্ধে ভারতে অনেক মামলা ও প্রতিবাদ হয়েছিল। কিন্তু আমাদের দেশে তো এসব হবে না। কারণ, আমাদের দৌড় ভারত থেকে কপি করে ফেসবুকে প্যাড-এর ছবি আপলোড করা পর্যন্ত...

১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

আকিব হাসান জাভেদ বলেছেন: ধর্ষণ শব্দটা এখন অনেকের কাছে অমিয় . আমার বন্ধু আমাকে বলছে ধর্ষণ যেহেতু নিশ্চিয় তা উপভোগ করাই শ্রেয়। হয়তো কারো থেকে শুনেছে । কিন্তুু সে ও তো শিক্ষিত । পোষ্ট গ্রেজুয়েট করা ছেলে যদি না ভেবে এমন করে বলতে পারে তাহলে ভেবে দেখুন , আন্ডার গ্রেজুয়েট কি ভাববে।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২

কামরুননাহার কলি বলেছেন: আমি ও চাই পুর্ণিমার মতো একটি কুনারীর বিচার হোক, ওকে টেনে হিছড়ে মেয়েরা জোতা পিটান করুক।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

ক্স বলেছেন: কেবল পূর্ণিমা নয়, আপামর জনসাধারণের কাছেই ধর্ষণ একটা ঠাট্টা তামাশার বিষয় হয়ে গেছে। আমি একজনের কাছে ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে চেয়েছিলাম। তার উত্তর ছিলঃ "এমনিতে কোন সমস্যা নাই, কিন্তু ক্যাশ টাকা তুলতে গেলেই মারা" এখানে মারা বলতে ধর্ষিত হওয়া বুঝিয়েছে।

মানুষজন তাদের কথাবার্তায় ধর্ষণকে এত স্বাভাবিক করে ফেলেছে যে পূর্ণিমা বা মিশার কাছেও এটা সিরিয়াস কোন বিষয় বলে মনে হয়নি।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সরিষার ভিতরই ভূত।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

মনযূরুল হক বলেছেন: কিছুদিন আগে নিউজে দেখেছিলাম গেমস অব থ্রোনসের ‘জেসন মেমোয়া’র একটি উক্তি সুন্দরী নায়িকাদের ধর্ষণ করা যায় বলে অভিনয় করতে ভালোবাসি । সেইসব সভ্য দেশের লোকদের অবস্থাই এই, সেখানে আমাদের চিত্রজগতের লোকেরা তো তাদেরই অনুসারী..।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

কালাম আবুধাবি বলেছেন: এর প্রতিবাদ জানাচ্ছি

১৯| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ছিহহ! কী শুনলাম এসব? এমন ভাবে কেঊ মিডিয়ার সমূখে এসব কথা বলতে পারে; যা কি না নারীদের অসম্মান আর অশ্রদ্ধা জাগায়? নিন্দা জানাই এসব ভদ্রবেশী অভদ্রদের প্রতি। আশা করি এরা জাতির সামনে ক্ষমা চাইবে।

২০| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

ভবিষ্যত বলেছেন: - দেশে এখন শুকুনের হাতে
- এখানে শালিনতা, সততা, জ্ঞান, দক্ষতা - এসব আজ জাদুঘরে
- এ রকম থার্ড ক্লাস বস্তা-পচা - নায়িকা আর ভিলেনের কাছ থেকে ভাল কথোপকথন আশা করা বোকামী
- মাঝে মাঝে ভাবি - এ ভিলেন সাহেবের মা, মেয়ের কেমন লাগে যখন দেখে তার ছেলে এসব করে, হোক না সে অভিনয়..
- আমাদের সমাজে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি... ১) দেশে সবাই আওয়ামীলীগ ২) দেশে সবাই টাকার পেছনে....

২১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষই ছাগল।

২২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: তারপর মৌসুমিকেই <<<<<<< :D B-)

২৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

হারানোপ্রেম বলেছেন: রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষই ছাগল।
ছাগল ধর্ষণ করতে পারে?

২৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছাগলের দুই শ্রেণী আছে - পাঠা এবং খাসি | এই ধর্ষকগুলো পাঠা শ্রেণীর, সুতরাং রাজীব নূর ভুল কিছু বলেন নি |

২৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৬

অর্ক বলেছেন: ক্ষমা চাইতে বাধ্য করা উচিৎ, ওদের সবাইকে! ঘৃণা ঘৃণা ঘৃণা!

২৬| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

আলোর পথে বিডি বলেছেন: আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাযি.) হতে বর্ণিত। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নাসীহাত করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারণ লজ্জা ঈমানের অঙ্গ। (৬১১৮; মুসলিম ১/১২ হাঃ ৩৬, আহমাদ ৪৫৫৪) (আধুনিক প্রকাশনীঃ ২৩, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৩)

লজ্জাহীনদের নিয়ে মন্তব্য করার কিছু আছে কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.