নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত গন্তব্য

ভণ্ড সাধক

আমি কেউ না

ভণ্ড সাধক › বিস্তারিত পোস্টঃ

মিতু হত্যার দুই বছর: বাবুলই মূল হোতা, দাবি পরিবারের

০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৩




দুই বছর আগে চট্টগ্রামে খুন হয়েছিলেন মাহমুদা খানম মিতু। তিনি ছিলেন সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের স্ত্রী। এই নৃশংস হত্যাকাণ্ডের দুই বছর পূণ হলেও, উদঘাটিত হয়নি হত্যা রহস্য, মেলেনি অনেক প্রশ্নের জবাব। মিতুর পরিবারের দাবি, বাবুল আকতারই হত্যাকাণ্ডে মূল হোতা। তার পরিকল্পনা অনুযায়ী ভাড়াটে খুনিরা মিতুকে হত্যা করে। পুলিশ জানিয়েছে, এ মামলার তদন্ত এখন শেষপর্যয়ে, আদালতে শিগগিরই দেয়া হবে অভিযোগপত্র।

২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে খুন হন মাহমুদা খানম মিতু। এই হত্যার অংশবিশেষ ধরা পড়েছিলো সিসি ক্যমেরায়। যা দেখে চিহ্নিত করা হয় কিলিং মিশনে থাকা সবাইকে। এর মধ্যে গ্রেফতার হয়েছে ৭ জন, বন্দুকযুদ্ধে মারা যান ২ জন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ২ জন। তবে, এখনও ধরাছোঁয়ার বাইরে কিলিং মিশনে নেতৃত্ব দেয়া কামরুল শিকদার মুসা এবং তার সহযোগী কালু। গেল দু’বছরে তদন্ত আটকে আছে এই মুসাকে ঘিরেই।

দেশজুড়ে আলোড়ন তোলা মিতু হত্যা মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশ নিহতের পরিবারও। মিতুর মা সাহেদা মোশারফ অভিযোগ করে বলেন, এ মামলার রহস্য উন্মোচনে পুলিশ কিছুই করতে পারেনি। তারা উল্টো ঘটনার মাস্টারমাউন্ড বাবুল আকতারকে রক্ষার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট প্রদান করুক পুলিশ।

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপারেশন ও ক্রাইম) আমেন বেগম বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থেই মিতু হত্যা মামলার তদন্ত ধীরেসুস্থে করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারই সংশ্লিষ্টতা থাকবে, তাকেই আইনের আওতায় আনা হবে।’

মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. কামরুজ্জামান বলেন, মিতু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে শিগগিরই। তবে কবে দেয়া হবে তা সুনির্দিষ্ট করে বলতে পারছি না। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দু’জন ক্রসফায়ারে মারা গেছে। মুসা ও কালু নামে দু’জনকে এখনও গ্রেফতার করা যায়নি।
মুসা ছিলেন নিহত মিতুর স্বামী স্বামী বাবুল আকতারের সোর্স। এছাড়া, ২০১৩ সাল থেকে মিতু আর বাবুলের সম্পর্কের টানাপোড়েন চলছিলো। সব মিলিয়ে মিতুর পরিবারের সন্দেহের তীর বাবুল আকতারের দিকেই। তদন্ত কর্মকর্তার সাথে কয়েক দফা দেখা করে কিছু তথ্যপ্রমাণ ও দিয়েছেন তারা।

এদিকে কন্যা হারানোর ব্যাথা বুকে চেপে মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পারিপার্শ্বিকতা বা সবকিছু বিবেচনা করে আমরা মনে করি বাবুল আকতারই খুনের নির্দেশদাতা। আমরা চাই দ্রুতই এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের ধরা হোক। তারপর মামলার চার্জশিট অনুযায়ী যাদের যা সাজা হওয়ার তাই হোক।

তিনি বলেন, তিনি বলেন, তদন্ত কর্মকর্তা এ মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছেন শুনেছি। কিন্তু এ অভিযোগপত্রে হত্যাকাণ্ডের মূল হোতা সাবেক পুলিশ সুপার বাবুল আকতারকে আসামি করা হয়েছে কি না এ নিয়ে সংশয় রয়েছে। বাবুল আকতারকে যদি আসামি করা না হয়, তাহলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবো আমরা।

বাবুল আকতার মিতুর মূল খুনি দাবি করে সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, অন্য নারীর সঙ্গে পরকীয়ার কারণে বাবুল আকতার তার বিশ্বস্ত সোর্স মুছাকে দিয়ে মিতুকে খুন করিয়েছে। তাকে যদি আসামি করা না হয় তাহলে আমরা আদালতে নারাজি দেব।

তিনি আরে বলেন, তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান বাবুল আকতারের সহকর্মী। এ হত্যা মামলায় বাবুলকে বাঁচানোর অপচেষ্টা তিনি করতেই পারেন। যদি তাই হয় তাহলে প্রয়োজনে তদন্ত কর্মকর্তা বদলের জন্যও আমরা আদালতে আবেদন করবো।

ঘটনার পর বাবুল আকতারকে পুলিশের চাকরি থেকে অব্যাহতি দেয়া হলেও তার সম্পৃক্ততা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না কেউ। এ অবস্থায় হত্যার মূল রহস্য উদঘাটন ছাড়াই মামলার অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ।

আইন বিশেষজ্ঞদের মতে, চাঞ্চল্যকর এ মামলায়, দায়সারা অভিযোগপত্র দিলে প্রশ্নবিদ্ধ হবে পুলিশের ভূমিকা। আর বাবুল আকতার যদি হত্যাকাণ্ডে জড়িত থেকে থাকেন তাহলে তাকে আইনের আওতায় আনা দরকার ছিল। আর জড়িত না থাকলে তাকে চাকরিচ্যুত করাটা অন্যায় হয়েছে।

শ্বশুর-শাশুড়ির অভিযোগ সম্পর্কে জানতে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বলেন, তারা এখন অনেক কথাই বলবেন। কেন বলবেন সেটাও আপনারা জানেন। কে কি বলছে সেটা বড় নয়, স্ত্রী হত্যার সুষ্ঠু বিচার চাই আমি।

নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক কর্মকর্তা বলেন, মিতু হত্যাকাণ্ডের কোনো কিছুই এখন পুলিশের কাছে অজানা নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের কারণে মামলাটি এক জায়গায় স্থির রাখা হয়েছে। ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশ এলে স্বল্প সময়ের মধ্যে চার্জশিট দিতে পারবে পুলিশ।

মিতু হত্যার দুই বছর: বাবুলই মূল হোতা, দাবি পরিবারের

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"বাবুলই মূল হোতা, দাবি পরিবারের"
পরিবার সন্দেহ করতেই পারে!
তবে আমার মনে হয় না বাবুল এত কাঁচাকাজ করবে! ঘটনার পেছনেও ঘটনা থাকে! এই খুনের মোটিভ আমার কাছে স্পষ্ট নয়!

@"মিতুর মা সাহেদা মোশারফ অভিযোগ করে বলেন, এ মামলার রহস্য উন্মোচনে পুলিশ কিছুই করতে পারেনি।"
-- ১০০% সহমত।
পুলিশের উপর আমার আস্থা ০০%.

২| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৪:৫৬

অর্থনীতিবিদ বলেছেন: পুলিশ পুলিশের বিরুদ্ধে কিছুই করে না। বরং বাঁচানোর চেষ্টা করে। এখানে দোষী কে তা পরিষ্কার নয়। যদি বাবুল দোষী হয়ও তবু সে রেহাই পেয়ে যাবে। কারণ সে পুলিশ।

৩| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৫:০২

অসমাপ্ত গল্পের রাজকুমার বলেছেন: এদের বিচার হবে না,সাগর রুনিদের হত্যারও বহু সময় পেরিয়ে গেছে কিন্তু এদের বিচার হয়েও হয় না।

৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমার মনে হয় মূল হোতাকে আড়াল করতেই এই দোষ চাপানো হচ্ছে। বাবুল আক্তার জড়িত থাকলে প্রমাণ কোথায়? সন্দেহ হতেই পারে। কিন্তু আদালত চায় প্রমাণ।

৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: এরকম লক্ষ লক্ষ মামলা ঝুলে আছে।

৬| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:২৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: মরহুমা মিতুর পরিবার থেকে প্রথমে বলা হয়েছিল বাবুল জড়িত নয়, আবার এখন বলা হচ্ছে বাবুল জড়িত।
দ্বিমুখী কথাবর্তায় তদন্ত কাজে ব্যাঘাত ঘটে। এমনটা হলে সমস্যা সমাধানের পথ থেকে বিচ্যুত হয়ে অন্ধকারে জড়িয়ে যায়।

৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪

কামরুননাহার কলি বলেছেন: বিচার হলে অনেক আগেই হয়ে যেতো।

৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৫

কামরুননাহার কলি বলেছেন: এই খুনি ক্রিমিনাল দের শাস্তি দেওয়ার মতো বাংলায় এখনো কেউ জন্মায়নি।

৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮

বিজন রয় বলেছেন: জঘণ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.