নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত গন্তব্য

ভণ্ড সাধক

আমি কেউ না

ভণ্ড সাধক › বিস্তারিত পোস্টঃ

বিচারপতি সিনহার দাবি, আমাকে পদত্যাগ এবং নির্বাসনে যেতে বাধ্য করে সরকার [A Broken Dream: Rule of Law, Human Rights and Democracy by Justice Sinha]

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২



সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল’, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক ৬১০ পৃষ্ঠার একটি বই প্রকাশিত হয়েছে। লেখকের ছবি সম্বলিত কাভারসহ বইটির কিছু অংশ অ্যামাজন অনলাইনে উন্মুক্ত করেছে গত রোববার (১৬ সেপ্টেম্বর)।

বইটিতে বাংলাদেশের সাবেক এই প্রধানপতি তার পদত্যাগ ও বিদেশে নির্বাসনের প্রেক্ষাপট তুলে ধরে দাবি করেছেন, ২০১৭ সালে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের কারণে বর্তমান সরকার তাকে পদত্যাগে বাধ্য করেছে। ওই রায়ের মাধ্যমে তিনি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে যাওয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বইতে লিখেছেন, ২০১৭ সালে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে একটি ঐতিহাসিক রায় দেওয়ার পর বর্তমান সরকার আমাকে পদত্যাগে এবং নির্বাসনে যেতে বাধ্য করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকদের সর্বসম্মত ওই রায়ে রাষ্ট্র এবং রাজনৈতিক নেতৃত্বের প্রবণতা নিয়ে আমি যে পর্যবেক্ষণ দিয়েছি, সেটি দেশের মানুষ ও সুশীল সমাজ ভালোভাবে গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক মিডিয়ায় ভালো গুরুত্ব পায়।

সরকারি বাসবভনে তাকে সরকার গৃহবন্দি করে রেখেছিল দাবি করে সিনহা বইয়ে লিখেছেন, যখন আমি সরকারি বাসভবনে আটক ছিলাম, কিছু আইনজীবী ও বিচারক আমাকে দেখতে এলে তাদের বাঁধা দেওয়া হয়। গণমাধ্যমকে বলা হয়, আমি অসুস্থ এবং চিকিৎসা ছুটির আবেদন করেছি। সরকারের একাধিক মন্ত্রীও আমাকে না জনিয়েই মন্তব্য করেন, আমি চিকিৎসা ছুটিতে বিদেশ যেতে চাই। যা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়।

তিনি আরো লিখেছেন, ২০১৭ সালের ১৪ অক্টোবর যখন আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, ওই সময় আমি একটি বিবৃতি দিয়ে বলেছিলাম, আমি অসুস্থ নই এবং চিরতরে দেশও ত্যাগ করছি না। গণমাধ্যমে আমার ওই বিবৃতি প্রচার করা হয়নি।

বইটিতে সুরেন্দ্র কুমার সিনহা আরো দাবি করেছেন, জোরপূর্বক বিদেশ পাঠানোর পর সরকার তার পরিবার ও স্বজনদের ভয়-ভীতি দেখানো অব্যাহত রাখে। ফলে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিদেশে থাকতেই পদত্যাগপত্র জমা দেন।

বইটির লিংক:

view this link

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ঘটনা কী সত্যই?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক বিবেচনায় বড় চাকুরী এইভাবেই আসে এইভাবেই চলে যায়, উনি কি অন্য কিছু ভাবছিলেন?

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮

উদাসী স্বপ্ন বলেছেন: এইখানে দাবী করার তো কিছু নাই। ডিজিএফআই যে তারে গুম করে নাই এটা তার সাত জনমের ভাগ্য

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯

বলেছেন: সুবোধ কি ফিরে আসবে?

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামী সরকার তাকে দুটি অপসান দিয়েছিল।

আপনার বিরুদ্ধে লন্ডনে যুদ্ধাপরাধি পরিবারের সাথে মিটিং, ঘুষ গ্রহন (অর্থ ও রাষ্ট্রপতি প্রলোভন) ইত্যাদির যতেষ্ঠ প্রমান আছে।
দেশে থেকে আইনি মোকাবেলা করবেন? না ছুটি নিয়ে দেশ ছাড়বেন?

দেশে ওনার অনেক উচ্চপর্যায়ে সাপোর্ট থাকার পরও উনি আইনি মোকাবেলা করতে সাহস করেন নি।
উনি দোষি, ওনার দুর্বলতা ছিল, তাই আইনি মোকাবেলা করেন নি।
বরং বার বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আপোষ করতে চেয়েছিলেন।
তার বইতেও এ কথা লুকান নি।

কিন্তু প্রধানমন্ত্রী দেখা দেন নি।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৩

সৈয়দ তাজুল বলেছেন:
এইমাত্র আমার এক কলিক আপনার এই পোস্টটি দেখে মন্তব্য করলো! 'এই খবর ত সবাই জানে, এজন্য আবার বই লেখতে হয় নাকি!, যাক জাতি এখন উনাকে স্মরণ রাখতে বাধ্য'

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৯

আমিনভাই বলেছেন: এগুলি এতো গভীর কিছু না যে বই লিখলো তারপর মানুষ বোজলো। মানুষ সবই বোজে কিন্তু অসহায়।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

সনেট কবি বলেছেন: সব জায়গায় ভেজাল।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: এটা একটা খারাপ নজির হয়ে থাকল

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

সাইন বোর্ড বলেছেন: দেশের মানুষ এখনো ঘাস খাওয়া শুরু করেনি, সরকার এদেরকে যতই বোকা ভাবুক, অার সিনহা বাবু শুধু নিজের দিকটা পরিষ্কার করেছে মাত্র, ঘটনা সবার কাছেই জলের মত পরিষ্কার ছিল ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

রাকু হাসান বলেছেন: আপনার দেওয়া লিংকে বইটি খুঁজে পাচ্ছি না । বারবার চেষ্টা করার পরও । একটু সাহায্য করবেন কি ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১

ভণ্ড সাধক বলেছেন: Click This Link


১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

প্রশ্নবোধক (?) বলেছেন: হামারা বিলাই হামছে ম্যাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.