নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ০৭ (১) অনুযায়ী আমরা দেশের মালিক। হে রাজনীতিবিদেরা আমাদের মালিকানা আমাদের বুঝিয়ে দাও।

আমপাবলিক

প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

আমপাবলিক › বিস্তারিত পোস্টঃ

বিপর্যস্ত স্বাধীনতা তুমি

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

এই লেখাটি কপি পেষ্টকৃত। যিনি লিখেছেন তিনি যদি দেখে থাকেন তবে জানালে লেখকের নাম অবশ্যই যুক্ত করে দেয়া হবে।



"বিপর্যস্ত স্বাধীনতা তুমি"



স্বাধীনতা তুমি বিনা ভোটে নির্বাচিত সংসদ।
স্বাধীনতা তুমি বাকশালের সেইপুরোনো বোতলে নতুন মদ।
স্বাধীনতা তুমি পিলখানার গণহত্যার বৈধতা।
স্বাধীনতা তুমি নির্লজ্জ জাতীরদিকে তাকিয়ে লজ্জিত বিধাতা।

স্বাধীনতা তুমি শাপলা চত্তরে নিরীহ মানুষের বুকফাটা কান্না।
স্বাধীনতা তুমি সেইদিন কত হত্যা হয়েছিল জানতে মানা।
স্বাধীনতা তুমি নদী-নালায় বেওয়ারিশ লাশের গন্ধ।
স্বাধীনতা তুমি বিচারবিহীন রাজনৈতিক হত্যাকাণ্ড।

স্বাধীনতা তুমি শেয়ার বাজারলুটপাট।
স্বাধীনতা তুমি সবভুলে মন চলে যায় খেলার মাঠ।
স্বাধীনতা তুমি সোনালী ব্যাংক থেকে হলমার্কের হাজার কোটি টাকা চুরি।
স্বাধীনতা তুমি সেই চুরির টাকায় বেড়ে যাওয়া অর্থমন্ত্রীর ভুড়ি।

স্বাধীনতা তুমি কাঁটা তারের বেড়ায় ঝুলন্ত ফেলানি।
স্বাধীনতা তুমি সেই হত্যার বিচার আজও মন থেকে চাইনি।
স্বাধীনতা তুমি নিজের দেশের রাখতে পারি না মান।
স্বাধীনতা তুমি আজও তর্ক করি আমরা পাকিস্থান না হিন্দুস্থান।...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

পাজী-পোলা বলেছেন: স্বাধীনতা তুমি আজও তর্ক করি আমরা পাকিস্থান না হিন্দুস্থান।

ঘটনা সত্য।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

আমপাবলিক বলেছেন: thanks for your comment.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.