নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ০৭ (১) অনুযায়ী আমরা দেশের মালিক। হে রাজনীতিবিদেরা আমাদের মালিকানা আমাদের বুঝিয়ে দাও।

আমপাবলিক

প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

আমপাবলিক › বিস্তারিত পোস্টঃ

প্রধান বিচারপতি সিনহা কি সক্রেটিসের মত হেমলকের স্বীকার হতে যাচ্ছেন !!!

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১১



যুগে যুগে যারাই সমাজ সংস্কারের কথা বলেছেন, সত্য কথা বলে মানুষের চোখ খুলে দিতে চেয়েছেন তারাই হয়েছেন লাঞ্চিত। এক্ষেত্রে কোন দেশ, সমাজ, গোত্র কোন যায়গার সংস্কারকরাই লাঞ্চনার হাত থেকে বাঁচতে পারেননি। যখন সমাজপতি ও রাজনীতিবিদদের পক্ষে কথা বলবেন তখন পুরষ্কারের অভাব হবে না তাতে আপনি যত বড় মাপের অপরাধীই হোন না কেন। সক্রেটিসকে হেমলক খেতে বাধ্য করেছিলেন, আজ তার দর্শনের উপরে ডিগ্রি নিচ্ছেন। বিচারপতি সিনহাকেও মানুষ একদিন মনে করবে। সক্রেটিস তো সহজেই এই অত্যাচারীদের হাত থেকে মুক্তি পেয়েছিলেন কিন্তু এখন হেমলক ডিজিটাল হয়েছে জানিনা কত যাতনার পরে আপনার মুক্তি মিলবে। আজও আইনের যাজক হয়ে সমাজপতি ও রাজনীতিবিদদের পা চাটছে অধিকাংশরা। হে বিচারপতি আপনিও আজ লাঞ্চিত অপমানিত হচ্ছেন এবার পারলে অনুভব করেন আমাদের মত আমপাবলিকেরা কেমন আছি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.