নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ০৭ (১) অনুযায়ী আমরা দেশের মালিক। হে রাজনীতিবিদেরা আমাদের মালিকানা আমাদের বুঝিয়ে দাও।

আমপাবলিক

প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

আমপাবলিক › বিস্তারিত পোস্টঃ

অবশেষে মুখে হাসি ফোটালো সামু মামু। সকল ব্লগারদের বন্ধু হিসেবে পাশে চাই।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯



অনেক আশা নিয়ে ২৪ আগষ্ট ২০১৭ সালে সামু ব্লগে নিক খুলি। এখানে অনেক জ্ঞানী গুনীদের লেখা দেখে আমারো ব্লগে লেখার স্বাধ জাগে কিন্তু প্রথম পাতায় অনুমতি না পাওয়াতে ব্লগে প্রবেশ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজ আবার অনেক আশা নিয়ে ব্লগে প্রবেশ করতেই দেখি নিরাপদ ব্লগারের তকমা পেয়ে গেছি। তাই আনন্দে আটখানা হয়ে লিখতে শুরু করলাম। ধন্যবাদ সামু মামু। ব্লগে নতুন লেখা শুরু করার জন্য অনেক কিছু শিখতে হবে তাই সকল ব্লগারদের বন্ধু হিসেবে পাশে চাই।

মন্তব্য ৭০ টি রেটিং +২/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

হাঙ্গামা বলেছেন: আমি নিরাপদ কি না ক্যামনে বুঝা যাবে? দেখায় না কেন ?

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আমপাবলিক বলেছেন: আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।

এই লেখাডা দেহেন আমনের নিকে শো করে কিনা।

২| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
লিখুন, ব্লগারেরা আপনার সাথেই আছেন

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আমপাবলিক বলেছেন: আপনেরে আমার দেশের বীর সন্তান হিসেবে ভাল লাগে। কেউরে পাশে না পাইলেও আপনেরে পাশে পাব আশা করি।

৩| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আখেনাটেন বলেছেন: এবার ধুমসে লেখা শুরু করে দিন। :)

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আমপাবলিক বলেছেন: কি লেখমু তাই খোজতে আছি। কিছু একটা কইয়া দেন যাতে পোষ্টটা হিট হয়।

৪| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

তারেক ফাহিম বলেছেন: এবার ব্লগ ধপিয়ে বেড়ান,
শুভ ব্লগিং।
স্কিনশর্ট করে স্রেফ ব্লগারের পিকটি আপলোড করতে পারেন।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

আমপাবলিক বলেছেন: আমনেদের পাশে পাইলেই ব্লগ ধপিয়ে বেড়াইতে পারমু। পাশেই থাইকেন।

৫| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম পেজে সুযোগ পেয়েছেন? তাহলে তামাক টানা বাদ দিন:P

প্রথম পাতায়, আপনার ব্লগিং পর্ব শুভ হোক।।☺☺☺

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আমপাবলিক বলেছেন: হুম, তামাক ছাইরা লেখা শুরু করছি তো। এবার শুধু আমনেদের পাশে পাইলেই হইলো।

৬| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: অভিনন্দন। আমি নবাগত।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

আমপাবলিক বলেছেন: আপনেও নতুন আমিও বেশি পুরান না, আসেন এক সাথে সামনের দিকে চলা শুরু করি।

৭| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যাপি ব্লগিং। আপনার ব্লগযাত্রা শুভ হোক।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আমপাবলিক বলেছেন: শুধু আপনেদের পাশে পাইলেই হইলো।

৮| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: কি লেখমু তাই খোজতে আছি। কিছু একটা কইয়া দেন যাতে পোষ্টটা হিট হয়। -- হিট খাবার চান। তাইলে 'বাসর রাতেই মজনুর দুইখান বিড়াল শিকার' কিংবা 'মোহনীয় রাতে মজনুর বিড়াল শিকারে দেহত্যাগ' জাতীয় চটকদার শিরোনাম দিয়ে নিচে বস্তাপচা কবিতা-গল্প-উপন্যাস-মহাকাব্য বা কপি-পেস্ট যা ইচ্ছা লিখে দেন। আর দেখেন মজাটা।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

আমপাবলিক বলেছেন: কতা খারাপ কন নাই। অনেক ভাল পোষ্ট দেকছি কেউ পরেনা আবার অনেক ফালতু পোষ্ট দেকছি আলোচিত পাতায়। দেহি কি লেখা যায়। তবে আমনেরা পাশে থাকলে কিছু লেখার সাহস করি।

৯| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:
সু-স্বাগতম

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

আমপাবলিক বলেছেন: বাহ, গোলাপটা খুব পছন্দ হইছে। ফুল দিয়া আবার কাইট্টা পইরেননা পাশেই থাইকেন।

১০| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, লিখতে থাকুন, সাথেই থাকবো বলে আশা রাখি :)

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আমপাবলিক বলেছেন: খুশি হইলাম।

১১| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বারিধারা ৩ বলেছেন: "আপনি একজন নিরাপদ ব্লগার
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে। আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।"

এই উক্তি আমার কমপক্ষে তিনটা নিকের প্রোফাইলে আছে, কিন্তু কোনটা দিয়েই আমি প্রথম পাতায় এক্সেস পাইনা। জানিনা ঐ উক্তি দিয়ে সামু কি বুঝাইতে চায়। মেইল করলে বা আপনার সমস্যা জানাইলে কোন উত্তর পাওয়া যায়না। এই সমস্যা সামুর হাজার হাজার ব্লগারের, সবাই নিশ্চয়ই টোকা দেয়, সামু কয়জনকে উত্তর দিবে - এইজন্য নীরব থাকাই সেফ মনে করে।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আমপাবলিক বলেছেন: আমি অনেকবার মেইল পাডানের পর সেফ হইছি আপনেও চেষ্টা করেন। আমি কতডা হতাশ হইছেলাম তা আমার আগের পোষ্টটা দেইখা বুইঝা লন। সুদিন আসবেই, পাশেই থাকেন।

১২| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং......... !:#P

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

আমপাবলিক বলেছেন: শুধু আপনাদেরকে পাশে চাই, তাইলেই হবে শুভ ব্লগিং......... !:#P

১৩| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

আহমেদ জী এস বলেছেন: আমপাবলিক ,




শুধু স্বাগতমই বলবোনা , বলবো - আপনার লেখায় ব্লগের আমপাবলিককে আপনার সুন্দরতম মনের ছবিখানাও দেখিয়ে যাবেন ।

শুভেচ্ছান্তে ।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৮

আমপাবলিক বলেছেন: আপনাদেরকে পাশেই পাইলেই ইহা সম্ভব।

১৪| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

করুণাধারা বলেছেন: স্বাগতম, এবং শুভকামনা। সুন্দর পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করুন

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৯

আমপাবলিক বলেছেন: আপনাদেরকে পাশেই পাইলেই ইহা সম্ভব। সাথেই থাকবেন।

১৫| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: অভিনন্দন, অনেকদিন অপেক্ষা করলেন।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:১১

আমপাবলিক বলেছেন: তা আর কইয়া লাভ নাই। ভাবছেলাম মনে হয় কোন দিন প্রথম পাতায় লেখা হবেনা। আইজ তো ঈদের দিন মনে হইতেয়াছে।

১৬| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৩

এম আর তালুকদার বলেছেন: মন্তব্যে দেখলাম লেখার বিষয় খুঁজে পাচ্ছেন না, যেহেতু নিকের নাম দিয়েছেন আমপাবলিক তাই লিখতে পারেন আম-জনতাকে নিয়ে।

আপনার ব্লগযাত্রা শুভ হোক।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:১২

আমপাবলিক বলেছেন: আম-জনতাকে নিয়ে কি লিখমু আমিই তো আমপাবলিক।

১৭| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩২

শায়মা বলেছেন: বরিশাইল্লা ভাষা নিয়েও লিখতে পারো আমভাইয়া! :)

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪০

আমপাবলিক বলেছেন: আমারে সবাই এই বরিশাইল্লা ভাষা লইয়া খোডা দেয়, দেহি মুইও শুদ্ধ শুরু করমু। পাশেই থাকেন, মুইও পারমু।

১৮| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: শুভ কামনা থাকলো।হ‍্যাপী ব্লগিং।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪২

আমপাবলিক বলেছেন: আপনাদেরকে পাশে চাই, তাইলেই হবে হ‍্যাপী ব্লগিং।

১৯| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: আমপাবলিক ,



১৭ নোম্বোরে বরিশাইল্লা কতা ঠিক অয় নাই ম্যাভাই । B-)
অইবে --- মোরে হগ্গলডি( বেবাকটি ) বাই এই বরিশাইল্লা ভাসা লইয়া খোডা দ্যায় , দেহি মুইও শুদ্দ শুরু করমু। লগেই থাইক্কেন,
হেলে মুইও পারমু হানে। :P =p~

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৮

আমপাবলিক বলেছেন: মুই বরিশাইল্লা তাই মুই মোর নাহান কতা কই। হইছে না হয়নাই তা তো খুজিনাই মিয়াভাই।
আপনাদেরকে পাশে চাই।

২০| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন। সাথে আছি।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯

আমপাবলিক বলেছেন: ধন্যবাদ, এইডাই তো চাই।

২১| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৬

আবু তালেব শেখ বলেছেন: সুস্বাগতম। তেল দিয়ে চালিয়ে যান। যদিও আমাদের মালিকানা সংবিধান দিলেও ক্ষমতাসীন চক্র কখনো দিতে রাজি নয়

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮

আমপাবলিক বলেছেন: তেল দেতে পারমুনা দাম বেশি। শেখ মুজিব কইছে দাবায়ে রাখতে পারবানা, ক্ষমতাসীন চক্র পরাজিত হবেই।

২২| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৫

নূর-ই-হাফসা বলেছেন: ব্লগে স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা ।
অনেক লেখা পাবো আশা করি ।
এমনি ভাবে অনেক বছর থাকুন ।
অনেক অনেক শুভকামনা

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪০

আমপাবলিক বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। পাশেই থাইকেন তাইলেই কিছু লেকতে পারমু।

২৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৪

নীল মনি বলেছেন: কিভাবে যেন ওরা বুঝে গেছে আমি নিরাপদ ব্লগার।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

আমপাবলিক বলেছেন: ভালইতো হইছে, এবার লেকতে থাহেন। আমনের লাইগা আমার শুভকামনা রইলো।

২৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:১৬

রুদ্র নাহিদ বলেছেন: বরিশাইল্ল্যা ডিটেক্টেড B-) B-)

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৩

আমপাবলিক বলেছেন: হ মুই বরিশাইল্ল্যা হেতে কি হইছে ?

২৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২২

নীলপরি বলেছেন: অভিনন্দন রইলো ।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫

আমপাবলিক বলেছেন: ধন্যবাদ। আপনাদেরকে পাশে চাই।

২৬| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৪

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামনা রইল।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

আমপাবলিক বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ। পাশেই থাইকেন।

২৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৩১

নতুন নকিব বলেছেন:



স্বাগত জানাচ্ছি। পদচারনা শুভ হোক। হৃদ্যতা অন্তহীন।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭

আমপাবলিক বলেছেন: ধন্যবাদ, পাশেই থাইকেন।

২৮| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

আমপাবলিক বলেছেন: স্বাগতম জানাইয়া কাইট্টা পইরেননা, পাশেই থাইকেন। আপনাদের পুরাতনদের কাছ থেকে শেখার বাকি আছে ।

২৯| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৩

আমপাবলিক বলেছেন: ধন্যবাদ, পাশেই থাইকেন।

৩০| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগত এবং 'নিরাপদ' তকমা পাওয়ায় অভিনন্দন! এখানে আপনার বিচরণ আনন্দময় ও স্বচ্ছন্দ হোক! হ্যাপী ব্লগিং!

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪

আমপাবলিক বলেছেন: আপনাদেরকে পাশে চাই, তাইলেই হবে হ‍্যাপী ব্লগিং।

৩১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৩

ন্যায়দন্ড বলেছেন: ব্লগে আমার বয়স হলো ১ মাস ২ সপ্তাহ, কিন্তু আমি এখানো প্রথম পাতায় লেখার একসেস পেলাম না।
তাদের কয়েকবার জানিয়েছি, কোন সাড়া নেই।

আপনি ভাগ্যবান।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

আমপাবলিক বলেছেন: অামি গত ০৬ মাস অপেক্ষা করে প্রথম পাতায় লেখার একসেস পেলাম, আপনিও ধৈর্য্য ধরেন। আপনার জন্য শুভকামনা রইল।

৩২| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

ন্যায়দন্ড বলেছেন: অত অবৈধ ধৈর্য্য কোথায় পাবো!

আমি কিন্তু ওদের বিচার করে ছাড়বো।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

আমপাবলিক বলেছেন: লাভ নাই। আইন ও বিচার হল "উর্ধতনের আদেশ নিম্নতনের খুঁটি" এটা জানা থাকলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন ভেবে দেখুন।

৩৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩

ন্যায়দন্ড বলেছেন: ওইটা এখন কেহ মানে না। ওটা কিতাবের কথা।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১

আমপাবলিক বলেছেন: যাক, আপনি সফল হোন এই কামনা রইলো।

৩৪| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ, আপনাকে।সামুতে আপনার মানোন্নতির ফলে ব্লগে আপনার বিচরণ স্বাচ্ছন্দ্য হয়ে উঠুক।ভাল থাকুন নিরন্তর।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

আমপাবলিক বলেছেন: ধন্যবাদ, পাশেই থাইকেন।

৩৫| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভকামনা
আপনার জন্য।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০

আমপাবলিক বলেছেন: ধন্যবাদ, পাশেই থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.