নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ০৭ (১) অনুযায়ী আমরা দেশের মালিক। হে রাজনীতিবিদেরা আমাদের মালিকানা আমাদের বুঝিয়ে দাও।

আমপাবলিক

প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

আমপাবলিক › বিস্তারিত পোস্টঃ

সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার সম্বন্ধে আমরা কতটুকু জানি !!!

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯



আমরা মৌলিক অধিকারের প্রশ্ন তুললে এক কথায় উত্তর দিয়ে ফেলি অন্ন, বস্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বর্তমানে বিনোদন আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার।

আসলেই কি এগুলো আমাদের মৌলিক অধিকার !?
সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার সম্বন্ধে আমরা কতটুকু জানি !!!
সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার কয়টি ? ও কি কি !

আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই কিন্তু তার আগে সহ ব্লগারদের কাছ থেকে তারা মৌলিক অধিকার সম্বন্ধে কে কতটুকু বিস্তারিত জানেন তা জানতে চাই। আমরা এই দেশের নাগরিক এবং সংবিধান আমাদের বেশকিছু মৌলিক অধিকার নির্ধারন করে দিয়েছে। এই বিষয়টা আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা উচিত।

আমি আশা করি গত পোষ্টে আমার প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়াতে সবাই যেমন মন্তব্য করে আমাকে উৎসাহিত করেছেন তেমনি এই পোষ্টে আমরা সবাই মিলে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি সংবিধান বিশেষজ্ঞ? সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার কয়টি ? লিখলেন না তো?

মৌলিক অধিকার ও মৌলক চাহিদা দুটি কিন্তু আলাদা।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

আমপাবলিক বলেছেন: ভাই আমি সংবিধান বিশেষজ্ঞ না হলেও বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশুনার বিষয়বস্তু ছিল "ল"। আমার কৌতুহল হল আমরা মৌলিক অধিকার সম্বন্ধে কতটুকু জানি ! তাই এই পোষ্ট দেয়া এবং আলোচনার আহব্বান জানানো। আমার পরবর্তী পোষ্টে হবে এই সকল মৌলিক অধিকারগুলি উল্ল্যেখ করবো। আশা করি আমরা সবাই সুন্দর ভাবে কাউকে কোন প্রকার খোঁচা না দিয়ে যথাযথভাবে আলোচনা করবো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো উদ্দোগ। লিখতে থাকুন (বেশী বড় করবেন না, বড় হলে অনেকে পড়ে না)। সাথেই আছি।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

আমপাবলিক বলেছেন: সাথে আছেন জেনে খুব ভালই লাগলো। সু-পরামর্শের জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো উদ্যোগ। শুরু করুন। সাথে আছি।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯

আমপাবলিক বলেছেন: সাথে আছেন জেনে খুব ভালই লাগলো। আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করুন তা না হলে আলোচনা জমবে কি করে !

৪| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: সংবিধান দিয়ে কি সত্যিই রাষ্ট্র চলে?

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯

আমপাবলিক বলেছেন: আমরা সংবিধান সম্বন্ধে জানিনা তাই আমাদের যা বুঝানো হয় তাই বুঝি। সংবিধান সম্বন্ধে জানলে অন্ততপক্ষে নিজের অধিকারের বিষয়ে বলতে তো পারবো, পরিবর্তন আসতেও তো পারে।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সাহেব আসলে ক্রীতদাস ক্রয়বিক্রয়ের চুক্তিনামা লিখেছেন।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

আমপাবলিক বলেছেন: শেখ সাহেব দেশের অভিবাবক হয়ে এটা স্বীকৃতি দিলেন কেন !

৬| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: লিখতে থাকুন।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০১

আমপাবলিক বলেছেন: সাথেই থাকুন, আলোচনার বিষয়ের উপর নিজের মতামত প্রদান করুন।

৭| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

তারেক ফাহিম বলেছেন: জানার জন্য আসা, আপনি বলেন আমি পড়ে অভিজ্ঞতা নিই।

পাঠক হয়েই থাকি আপনাদের ব্লগে। বিস্তারিত কবে জানতে পারব??

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪

আমপাবলিক বলেছেন: দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। আজ স্বাধীনদেশে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে তা পোষ্ট করতেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.