নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ০৭ (১) অনুযায়ী আমরা দেশের মালিক। হে রাজনীতিবিদেরা আমাদের মালিকানা আমাদের বুঝিয়ে দাও।

আমপাবলিক

প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

আমপাবলিক › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসুক সেই দিনগুলো

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দুই মেরুর দুই বাসিন্দা হলেও আজও তাদের দুর্লভ কিছু ছবিই প্রমাণ করে একসময় কত সৌহার্দ্যপূর্ণ ছিলো তাদের সম্পর্ক।
































কেন দুজন এরকম একসাথে বসে মানুষের কষ্ট লাঘবে হাসি মুখে সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়ছে না !
একজন নিজের বাবার দেশ আর একজন স্বামীর দেশ বলতে বলতে অজ্ঞান, এখানে জনগন যেন শুধু খেলনার পাত্র।
ক্ষমতার লোভ এতটাই ভয়ানক...

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমিও চাই ফিরে আসুক সেই দিনগুলি। পোস্টের জন্য ধন্যবাদ।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আমপাবলিক বলেছেন: সহমত হয়ে মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনাদের 'সৌহাদ্যভাব' জাতির জন্য কোনভাবেই ভালো দিন ছিলো না; উনারা পরস্পরকে সাহায্য করে এ্তদিন টিকে আছেন; উনারা এই ধরণের দরিদ্র জাতিকে চালানোর কথা ছিলো না, উনাদের দরকার ছিলো চুলায় আগুন দেয়া।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

আমপাবলিক বলেছেন: যোগ্য নতুন নেতৃত্ব সবাই কাম্য।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইহ-জনমে উনাদের এক হবার সম্ভবনা নেই। কারন উনারা দেশের চেয়ে দলকে প্রাধান্য দেন।

তবে তরুন প্রজন্ম (জয়, তারেক বাদে) যদি আসে সেটা আলাদা কথা।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

আমপাবলিক বলেছেন: আপনি হয়তো ঠিক বলেছেন তবুও আমরা আমপাবলিক আশায় বুক বাধি।
যোগ্য নতুন নেতৃত্ব সবাই কাম্য।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম পেজের অর্ধেক তো একাই দখল করে বসে আছেনX(
এটা গনতন্ত্র না স্বৈরাচারী:P

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আমপাবলিক বলেছেন: ভাই আমারটাই শুধু আপনার চোখের বালি হল?
বিগত কয়েক দিনের অন্য ব্লগারদের ছবির ব্লগ নামক পোষ্টেগুলো কি আপনার চোখে পরেনি ?

৫| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আহ। আগে কি সুন্দর দিন ই না ছিলো।।ভাগ্য খারাপ

আমাদের। আমরা দেখতে পেলাম না।

৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আমপাবলিক বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে সেই গানটির কথা মনে পরে গেল -
আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওযোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম ...

৬| ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

শামচুল হক বলেছেন: দারুণ লাগল

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

আমপাবলিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যার টা চোখে পড়েছে তাকেই ঝেড়েছি।


অন্যরা সিনিয়র বলে কঠিন করে বলিনি। আমাদের ব্লগিং এজ প্রায় সমান বলে আপনার সাথে একটু কঠোর মশকরা হয়ে গিয়েছে। নো রাগারাগি।

আমরা ভাই ভাই,
হাসি খুশি থাকা চাই:):)

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৯

আমপাবলিক বলেছেন: আপনার মন্তব্যটিতে বিনোদিত হইলাম।
এরপর থেকে এমন মন্তব্যে নো রাগারাগি।

৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে বিরাট কিছুর স্বপ্ন নিয়ে জাতি যুদ্ধে গিয়েছিলেন; কেহ সেদিন জানতো না যে, এদের মতো সামান্য কিছু সংখ্যাক লোক ভালো জীবন যাপন করবেন, বাকীগুলো সেই পাকিস্তানের মতো অবহেলিত হবে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৩

আমপাবলিক বলেছেন: ইতিহাসে পাকিস্তানের ২২ পরিবারের কথা শুনেছি। আমার বাবা যুদ্ধ করেছেন কিন্তু সার্টিফিকেট নেয়নি তাই আজ সে মুক্তিযোদ্ধা না। আমার বাবা আমার এলাকার বর্তমান কয়েকজন মুক্তিযোদ্ধা দেখিয়ে গেছেন তারা রাজাকার ছিল আর এখন দেশ এগিয়ে নেয়ার কথা বললেই নব্য রাজাকারের উপাধি দেয়া হয়। আমরা কি আসলেই স্বাধীনতা পেয়েছি ?

৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুভ সকাল, নিয়াজ ভাই।

মাফ করবেনঃ
ছবি ব্লগ দেবার সময়, প্রথম ছবির পর চার- পাঁচ লাইন লিখবেন। তারপর অন্য ছবি দেবেন। তাহলে আপনার পোস্ট পুরো পেজ জুড়ে থাকবে না, আর দৃষ্টি কটুও লাগবে না।


কথা মিলল???

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৮

আমপাবলিক বলেছেন: ভাই লেখার হাত এখনো পাঁকেনি তাই কিছু লেখার মত খুঁজে পাইনি, এবার বলুন আমার কি করার !
তবে ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে।

আমি তো আমপাবলিক তবে নিয়াজ ভাই কে ? অন্যের মন্তব্য আমার কাছে চলে আসেনি তো !

১০| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরা সহ এদের দলের লোকগুলা বেশির ভাগই খারাপ। তারা দুইজন কখনো যদি ভালো কিছু করার ইচ্ছা করে থাকেও/থেকেছিল; তাদের আশেপাশের লোকের জন্য হয়ত সফল হত না।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯

আমপাবলিক বলেছেন: হয়তো আপনি ঠিক বলেছেন।

১১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


@মোহেবুল্লাহ অয়ন ,

বেগম জিয়া কখনো জানতেন না, দেশ কিভাবে চলছে! উনাকে পুতুলের মতো সাজিয়ে রেখে মিলিটারী ও সেক্রেটারীরা দেশ চালায়েছে; উনি সামান্য কিছু বুঝলেও উনাকে জেলে যেতে হতো না।

শেখ হাসিনা কি করছেন, তিনি জানেন; যদিও এর থেকে ভালোভাবে চালানো সম্ভব ও উচিত, সেটা তিনি বুঝেন না।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২

আমপাবলিক বলেছেন: আমাদের দেশের রাজনীতিবীদরা কে যে কতটা বোঝেন তাই বুঝিনা।

১২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: @চাঁদগাজী

খালেদা কে রাজনীতিতে আনার কি দরকার ছিল? হাসিনা নাহয় শক্ত মহিলা, পলিটিক্স বুঝে, কথার ধার আছে। তাই সে আম্লিগের সভাপতি হইছে। কিন্তু খালেদা তো কিছুই ছিল না। বিম্পিতে তো অনেক লোক ছিল সভাপতি, পরে প্রধানমন্ত্রি হওয়ার জন্য।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

আমপাবলিক বলেছেন: হাসিনা খালেদা তো বাংলার রাজনীতির সাথে যুক্ত ছিলনা তাহলে তাদেরকে কেন বাংলার রাজনীতিতে যুক্ত করার প্রয়োজন হল যদি কেউ এর সঠিক উত্তর দিতে পারেন তবে তার কাছে জানতে চাই !!!!!!!!!

১৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


@মোহেবুল্লাহ অয়ন ,

বেগম জিয়াকে রাজনীতিতে এনেছিল মিলিটারী; এরশাদের ক্ষমটায় আসা নিয়ে মিলিটারী বিভক্ত ছিলো; তবে, তারা বিভক্ত থাকলেও, ক্ষমতায় টিকে থাকার ব্যাপারে এক ছিলো।

শেখ হাসিনাকে রাজনীতিতে আওয়ামী লীগ আনেনি, তিনি কৌশলে রাজনীতিতে প্রবেশ করেছিলেন, উনার আসার দরকার ছিলো; জিয়া ভয়ংকর অপরাধ করেছিলো শাসনতন্ত্রে ৫ম সংশোধনী এনে; শেখ হাসিনা না এলে, এটা কেহ সরাতে পারতো না।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

আমপাবলিক বলেছেন: ৫ম সংশোধনীর বিশেষ কিছু অংশ তুলে ধরার জন্য অনুরোধ করছি।

১৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনি সিনিয়র ব্লগার, উনার ছবি ব্লগও আপনার মত প্রথম পেজের অর্ধেক দখল করে ছিল। ঐ মন্তব্যটা (৯) অবস্যই মুছে দিবেন। তিনি দেখলে কষ্ট পেতে পারেন।।।

আমি কিন্তু একদমই রাগ করি নি:)

আপনার লেখা ভাল হচ্ছে, তবে আরেকটু লিখলে ভালো হয়।।

আজকে গাজী ভাইয়ের পোস্ট টা আপনার কারনে মাঠে মারা গেল:P

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৮

আমপাবলিক বলেছেন: আমার মনে হয় আপনার ঐ মন্তব্যটি তার দেখা উচিৎ তাহলে হয়তো তিনিও আমার মত পরবর্তীতে চিন্তা করবেন। ব্লগ তো সুধীদের আড্ডাস্থল, এখানে গঠনমূলক সমালোচনায় মনে করার কিছু আছে বলে মনে হয়না।

১৫| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নাহ্। মন্তব্য না করে থাকতে পারছি না---

চাঁদগাজী বলেছেন:

জিয়া ভয়ংকর অপরাধ করেছিলো শাসনতন্ত্রে ৫ম সংশোধনী এনে; শেখ হাসিনা না এলে,এটা কেহ সরাতে পারতো না।

১০০% সত্য কথা।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫১

আমপাবলিক বলেছেন: যাতে সবাই আপনার এবং চাঁদগাজী সাহেবের কথা স্পষ্ট বুঝতে পারে তাই ৫ম সংশোধনীর বিশেষ কিছু অংশ তুলে ধরার জন্য অনুরোধ করছি।

১৬| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০

ঢাবিয়ান বলেছেন: এমন দিন আসুক কোনদিনই চাই না। জিয়া পরিবারের পতন দেখার সৌভাগ্য যেমন হয়েছে, শেখ পরিবারের পতনটা দেখার সৌভাগ্য যেন হয় দুর্ভাগা এই জাতির।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৯

আমপাবলিক বলেছেন: কারো উত্থান পতন নয় চাই দেশকে ভালবাসে জনতার কথা ভাবে এমন যোগ্য নেতৃত্ব।

১৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কী ব্যাপার ঢাবিয়ান ক্ষেপেছে কেন???

৫ম সংশোধনী নিয়ে ফকির ইলিয়াস ভাইয়ের একটা লেখা পেলাম। তাই চর্বিত চর্বন করলাম না।

লিংকঃ
http://www.somewhereinblog.net/blog/FAQIRELIASblog/29071456

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১০

আমপাবলিক বলেছেন: যে যার মন্তব্য প্রকাশ করবে এটাই স্বাভাবিক।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮

কলাবাগান১ বলেছেন: "উনাদের দরকার ছিলো চুলায় আগুন দেয়া।"
উনারা মহিলা বলেই কি এই মন্তব্য চাদগাজী সাহেব?
মহিলাদের কাজই কি শুধু চুলায় আগুন দেওয়া??
পুরুষ হলে কি বলতেন??

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

আমপাবলিক বলেছেন: উত্তেজিত হয়ে প্রশ্নের সুরে মন্তব্য না করে দয়াকরে যুক্তি উপস্থাপন করে উত্তরের মাধ্যমে প্রতিউত্তর করুন।

১৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাপের বেটা আমপাবলিক।
দুর্লভ ছবি তাঁর সংগ্রহে আছে।
খুবই ভালো লাগল। আমার প্রীতি নিন।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

আমপাবলিক বলেছেন: আরো কয়েকটি ছবি আছে সামুতে পোষ্টের যায়গা সংকুলন না হওয়ার জন্য প্রকাশ করতে পারি নাই।


মন্তব্যের জন্য ধন্যবাদ।

২০| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১২

অর্ক বলেছেন: এখনও অপেক্ষা...! আহ অপেক্ষা। আমি এদিকে ভিটামিনের অভাবে শুকিয়ে কাঠ হয়ে গেলাম। হা হা হা। সুইডিশ ব্যান্ড দল এ্যাবার দারুণ একটা গান আছে, "Fernando"। যেখানে যুদ্ধে পরাজিত দুজন সহযোদ্ধা স্মৃতি রোমন্থন করে বিগত যুদ্ধের। এখন ফেরার অপেক্ষা অনেকটা যেন তাই। দুজন পাশাপাশি বসে স্মৃতি রোমন্থন করবে বিগত দিনের। দুযুগের মতো আমরা একটি রাষ্ট্রকে শাসন করলাম, কতোটুকু অর্জন, কী করেছি, কী করতে পারতাম, কী ত্রুটি হয়েছিল।

তারপরও ফিরে আসুক এইভাবে, যদি আসতে চায়। ঘৃণা, তিক্ততার অবসান হোক।

ছবিগুলো দারুণ ভালো লাগলো। শুভেচ্ছা!

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

আমপাবলিক বলেছেন: আপনার মন্তব্যটি প্রশংসার দাবিদার।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৪১

কালীদাস বলেছেন: ছবিগুলো আগেও দেখেছি, নাহলে হয়ত আমিও বলতাম "ফটোশপ" :P

কোন পার্টিই সবার উপরে দেশকে রাখতে শিখল না আজও!!

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

আমপাবলিক বলেছেন: কালীদাস বলেছেন: কোন পার্টিই সবার উপরে দেশকে রাখতে শিখল না আজও!!
আসলেই দুঃখজনক । তাদের সু-বুদ্ধির উদয় হোক এটাই আমাদের আমপাবলিকের কামনা।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


@কালা বাগান-১,

আপনি বলেছেন, "কলাবাগান১ বলেছেন: "উনাদের দরকার ছিলো চুলায় আগুন দেয়া।"
উনারা মহিলা বলেই কি এই মন্তব্য চাদগাজী সাহেব? "


-এটা ১৯৪৭ সালের স্বাধীনতা নয়; ১৯৭১ সালে, ৩০ লাখ মানুষ ও ২২ হাজার মুক্তিযোদ্ধা প্রান দিয়েছিলেন, অনেক বেশী আশা ও স্বপ্নের, অনেক মুল্যে কেনা এই দেশ; সেই ত্যাগ, স্বপ্ন, সেই আশা বৃথা করে দিয়েছে এসব হাউকাউরা।

৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

আমপাবলিক বলেছেন: আপনাদের মত বীরযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারেনি, আমরা তরুন প্রজন্মও হানাহানিতে মেতে আছি! জানিনা কি হবে বাংলা ভবিষ্যৎ !!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.