নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ৩।

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ১।
শ্রীমঙ্গল থেকে ঘুরে এলাম ছবি ব্লগ ২।







ঈদের ছুটিতে গিয়েছিলাম শ্রীমঙ্গল। ছোট ছোট টিলা আর পাহাড়ের কোলে গড়ে ওঠা চা বাগান, মাঝে মাঝে খাসীয়া পল্লী । চারিদিকে সবুজের সমারোহ, সবুজের সমুদ্রে অবগাহন করে নির্মল বাতাসে নিঃশ্বাস নিয়ে মনপ্রান চাঙ্গা করে গেলাম সরকারী (এন,টি,সি) চা বাগানের গভীরে বাঁধ দিয়ে তৈরী মাধবপুর লেক দেখতে। এটি একটি কৃত্রিম লেক, মাত্র একদিকে বাঁধ দিয়ে অনেকগুলি টিলার খাড়ির সমন্বয়ে এই লেকটি তৈরী। গুগল স্যাটেলাইট ভিউতে দেখলে মনে হবে প্রধান লেকটি একটি গাছের মূলকান্ড এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর ডালপালা শাখা প্রশাখা । লেকের পাশেই টিলায় উঠলে অনেকদূর পর্যন্ত চোখে পড়ে। এবং দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের উচু পাহাড়গুলি দেখা যায়।

মাধবপুর লেক





















প্রতিটা চা গাছই কিন্তু বনসাই





টিলা থেকে লেকের এবং আশেপাশের দৃশ্য





















বিটিআরআই (বাংলাদেশ টি রিসার্চ ইন্সটিটিউট)





নাগ লিঙ্গম ফুলগাছ এই ফুল অনেক জায়গায় দেখেছি কিন্তু এই প্রথম ফল দেখলাম







চা গাছ জার্মিনেশন, ছোট্ট একটু ডালের সাথে একটি মাত্র পাতা রেখে ছায়ার মধ্যে মাটিতে রোপন করে চা গাছ তৈরী
করা হয়। বীজ থেকে চারা উৎপাদন করা হয় না






মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলো ভালো লাগলো।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। ভাল থাকুন।

২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: দারুণ ছবি। ধন্যবাদ

১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। আসলে রোদ মেঘের খেলায় আলো আধারী পরিবেশ ছিলো, সূর্যের অবস্থানও ছবি তোলার উপযোগী ছিলোনা তারপরও প্রশংসা করলেন নিজগুনে তাই আবারো ধন্যবাদ।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১১

মাদিহা মৌ বলেছেন: সুন্দর। সিলেট আরেকবার যেতেই হবে!

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মাহিদা মৌ । মাত্র একবার নয় বার বার যাওয়া যায়,আবার ঘুরে আসুন।

৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:০০

পুলহ বলেছেন: মাধবপুর লেকটা অপ্রত্যাশিত-সুন্দর লেগেছিলো আমার কাছে...
চা গাছ জার্মিনেশনের ব্যাপারটা দেখে ভাল্লাগলো।
শুভেচ্ছা ভাই।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৯

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ পুলহ আপনার ভাললাগার স্মৃতি শেয়ার করার জন্য। মাধবপুর লেক আসলেই সুন্দর, আমাদের সামনেই অনেক বড় বড় মাছ লাফ দিচ্ছিলো মন চাইছিলো বড়শি নিয়ে আসি। হাসির ইমো হবে হা হা হা।

৫| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০

আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী ,




লেকের ছবিগুলো আসলেই অনেক অনেক সুন্দর ।
ভালো লাগলো ।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই । ব্লগে স্বাগতম। ভাললাগা শেয়ার করলেন অনেক খুশী হলাম ভাল থাকুন।

৬| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: খুব ভালো লাগল পুলক ভাই! ছবিগুলোর কোয়ালিটি ভালো, কষ্ট করে শেয়ার করার জন্যে ধন্যবাদ। আপনার সুবাদে শ্রীমঙ্গল ভ্রমন হয়ে গেল! ভার্চুয়ালিই তবে ভ্রমন তো ভ্রমনই! :)

অনেক ভালো থাকুন, শুভকামনা!

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:০৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ, সামু পাগলা০০৭। ছবিগুলি কষ্ট করে দর্শন করেছেন,মান মূল্যায়ন করেছেন, আর সাথে থেকে শ্রীমঙ্গল ভ্রমন করেছেন, সেজন্য দেশে এলে বাস্তব ভ্রমন করার নিমন্ত্রন রইলো। মতামত দেওয়ার জন্য পুনরায় ধন্যবাদ, ভাল থাকুন,একটা ইমো কল্পনা করে নিন।

[সামু কতৃপক্ষকে বলবো, "মন্তব্যের রিপ্লাইতে" ইমো,ভিডিও, ছবি,এবং লেখা- বোল্ড, ইটালিক করার সুবিধা যোগ করা যায় কিনা এবং ব্লগে সরাসরি ভিডিও দেওয়া যায় কিনা ভেবে দেখতে। আমি মাধবকুন্ডের 'ভিডিও' ব্লগে দেওয়ার জন্য প্রথমে য়ুটিউবে আপলোড করলাম এখন খুঁজে পাচ্ছিনা, ফেস বুকের মত যদি এখানেও দেওয়া যেত!!! আফসুস! আবার ইমো হপে।]

৭| ১৪ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৩১

ফেরদৌসা রুহী বলেছেন: আমি অনেকবার গিয়েছি এই চায়ের দেশে। আবারো যাওয়ার ইচ্ছা আছে। সুন্দরসব ছবি।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা রুহী । যতবারই যান সবসময় নুতন মনে হবে, আবারও গিয়ে কয়েকদিন থেকে আসুন, বর্ষাকাল শ্রীমঙ্গল বেড়ানোর জন্য উপযুক্ত সময়, ঐ সময় প্রকৃতি ঝকঝকে পরিষ্কার থাকে, বায়ুও ধূলিমুক্ত পরিষ্কার থাকে। সবুজ চোখের জন্য তৃপ্তিদায়ক রং এবং শ্রীমঙ্গলে এই রং এর প্রাচুর্য্যের অভাব নেই। ভাল থাকুন।

৮| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার ছবি ব্লগ! ঘুরতে ঘুরতে যেন সিলেটের বুকে হারিয়ে যাচ্ছিলাম! সৌন্দর্যমন্ডিত ছবি ব্লগে এক রাশ ভাল লাগা!

অফটপিকঃ- আপনি 'শিব লিঙ্গম' নামে যে গাছটির কথা উল্লেখ করলেন, সেটা মুলত 'নাগ লিঙ্গম' গাছ। অন্তত আপনার তোলা ছবির মধ্যে থাকা সাইন বোর্ডটাই তো সেটাই বলছে! আশাকরি ঠিক করে নেবেন!

শুভ কামনা রইলো!

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৯

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান। আমি খুব ছোটবেলা থেকেই এটাকে শিবলিঙ্গম বলে জানতাম ফলে নামের ট্যাগটা খেয়ালই করিনি । এখনই ঠিক করে দিচ্ছি ধন্যবাদ।

৯| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭

আমি ইহতিব বলেছেন: মাধবপুর যাওয়া হয়নি আমার। মাত্র দুদিনের জন্য গিয়েছিলাম বলে শুধু শ্রীমঙ্গল আর লাউয়াছড়া গিয়েছিলাম। পরে আমার জামাই আবার শ্রীমঙ্গল গিয়ে মাধবপুর লেকে গিয়েছিল। ওর ছবি দেখে বুঝতে পারি কি সৌন্দর্য্য মিস করেছি। আপনার ছবি দেখে একই উপলব্ধি আবার হল।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ, আমি ইহতিব। আমরা হয়তো থাকবোনা কিন্তু মাধবপুর লেক থাকবে, সুতরাং, আরো অনেক অনেক সুযোগ আছে লেক দেখার। অতএব আপসুস করার কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.