নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

শ্রীমঙ্গল ঘুরে এলাম ছবি ব্লগ ৬।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬





শ্রীমঙ্গলে আছে শীতেশ বাবুর চিড়িয়াখানা, শ্রীমঙ্গল ভ্রমনে এ স্থানও হতে পারে ভ্রমনের অংশ।
(ছবিগুলো বড় করতে পারলে দেখতে আরও ভাল লাগতো)

চিত্রা হরিন



ভাল্লুক













এই ময়নাটি কথা বলে





হরিয়াল







হরিয়াল









ঊদ











গন্ধগোকূল





উন্মুক্ত জলাশয়ে মুক্ত বিহঙ্গ





বেবি ভালুক



স্প্যাক্টাকল মাঙ্কি



মুখপোড়া হনুমান লঙ্কা যুদ্ধে লেজে আগুন লেগে গিয়েছিলো সেটা মুখদিয়ে ফু দিয়ে নেভাতে গিয়ে মুখ পুড়ে গিয়েছিলো তাই মুখও পোড়া লেজও পোড়া :)



সজারু এটা ধরতে গেলে কাটা খাড়া করে পিছন ঘুরে এসে আক্রমন কর ফলে গায়ে কাঁটা ঢুকে যায় তাই ধরতে চাইলে
কলাগাছ বা লাউ ছুড়ে মারুন B-))





মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০

SwornoLota বলেছেন: বাহ!
শুনেছিলাম এই জায়গার কথা।
আপনার কল্যানে ফ্রি একটা ট্রিপ হয়ে গেলো।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭

পুলক ঢালী বলেছেন: হা হা হা ধন্যবাদ স্বর্ণলতা। হূম ফ্রী ট্রিপ বটে!

২| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৪

ডি মুন বলেছেন: সুন্দর

++++

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ডি মুন বাস্তবে আরো সুন্দর।

৩| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৮

আমিই মিসির আলী বলেছেন: দেখে ভালো লাগলো।
গুড জব।
++

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই আমিই মিসির আলী। ভাল থাকুন।

৪| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১২

সিগনেচার নসিব বলেছেন: সুন্দর ছবি ব্লগ +++

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ জনাব সিগনেচার নসিব।শুভ কামনা রইল।

৫| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৭

কল্লোল পথিক বলেছেন:





এতো দেখছি মিনি চিড়িয়াখানা।

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

পুলক ঢালী বলেছেন: লেখক বলেছেন: আসলেই তাই ধন্যবাদ ভাই কল্লোল পথিক । ভাল থাকুন।

৬| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২২

রমিত বলেছেন: সুন্দর!

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ রমিত, ভাল থাকুন।

৭| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিনে পয়সায় অনেক কিছু দেখলাম। ধন্যবাদ পুলক ঢালী।

২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। আপনি টিকেট কাটতে চাইলেও আপনাকে ফ্রী একসেস দিতাম হা হ হা।

৮| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২২

ইন্দ্রনাথ বলেছেন: শ্রীমঙ্গল প্রাকৃতিক সোন্দর্যে ভরপূর . . .
সাথে চা-বাগান ও বনজঙ্গলের দুই একটা ছবি দিলে পূর্নতা পেত।

বেবি ভাল্লুক সুন্দর হয়েছে। সেখানকার বনে এখনও মানুষকে বাঘ ভল্লুকে আক্রমন করে মাঝেমধ্যে ধানক্ষেতে পাল বেঁধে বনহাতিও আসে!

২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ইন্দ্রনাথ দাদা। আমার শ্রীমঙ্গল ভ্রমন বিষয়ক ছবি ব্লগ ১ ও ২ তে প্রাকৃতিক দৃশ্যের ছবি ইতিমধ্যে দেওয়া হয়েছে, ব্লগে স্বাগতম। হ্যা ভাল্লুক হাতীর উপদ্রব আছে কিছু।

৯| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ২:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: আবারো সুন্দর পোষ্ট! ক্লিয়ার সুন্দর সব ছবি! সিরিজটা চলতে থাকুক, ফ্রি ফ্রি ট্রিপ বেশ লাগছে।

ভালো থাকুন পুলক ভাই!

২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ 'পাগলানী' ম্যাডাম। সুন্দর মন্তব্য করায় খুব আনন্দিত হলাম। ছবিগুলির প্রশংসা করায় ভাল লাগছে। তবে আমি নিজে মোটেও তৃপ্ত নই ভাবছি আর মোবাইল নয় এবার ক্যামেরা কিনতে হবে ছবি তোলার জন্য। ভাল থাকুন আনন্দে থাকুন সর্বক্ষন।

১০| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৯

মাদিহা মৌ বলেছেন: সুন্দর … এখানে দেখে ফেললাম, তাই গিয়ে দেখব না আর …

২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

পুলক ঢালী বলেছেন: হা হা হা, 'মাহিদা মৌ'(মাছি) সুন্দর বলেছেন ইস্ আমিও যদি দুধের স্বাদ ঘোল দিয়ে মেটাতে পারতাম, কিইইই না ভাল হতো কেএএএ এতো পাহাড় বন দাবড়ে বেড়িয়ে ছপি তোলার হ্যাপা ছামলাইতো? মন্তব্য করার জন্য ধন্যবাদ। চটুল রিপ্লাইয়ের জন্য আবার মনঃকষ্ট নেবেন না ভাল থাকুন।

১১| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা ভাই(হেনা ভাইয়ের মাধ্যমে) খুশী হলাম আপনার উপস্থিতিতে ভাল থাকুন।

১২| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

পুলক ঢালী বলেছেন: ইস! কি লোভনীয় চা (ঔষধী পানীয়ও মনে হচ্ছে) তবে খেতে বেশ মজা লাগছে হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.