নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

ইনানি বিচে একদিন ছবি ব্লগ

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯



ইনানি বিচে বেড়ানোর পথে যাওয়া আসার মাঝে এক রিসোর্টে ক্ষণিক বিরতী, বিচে ছোট ছোট কাকড়াকে তাড়া করে ছবি তোলার চেষ্টা, তারপর পা টিপে টিপে এগিয়েও চালাকীতে ওদের কাছে হেরে যাওয়ার ব্যর্থতা মেনে নিয়ে পিছু হটে আসা,যে দৃশ্যগুলি পালিয়ে যায়না কিন্তু প্রকৃতির খেয়ালে বিভিন্ন রকম রং এর পসরা সাজিয়ে বসে সেগুলোর কিছু ছবি ।













ছোট ছোট দুষ্টু লাল লাল সুন্দর কাকড়া।























রিসোর্টে একটু বিরতী















পাখীর চোখে চট্টগ্রাম






মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:১৩

আলআমিন১২৩ বলেছেন: অনেক দিন আগে ছেলে সহ গিয়েছিলাম । ঘণ্টা ৩/৪ ছিলাম। সমুদ্রে ভাটা ছিল।

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ জনাব আলআমিন১২৩। আমরা, গত ঈদে যেদিন গিয়েছিলাম পরদিনই শুনলাম সাকিবকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে বিশ্বাসই হচ্ছিলো না। ভাল থাকুন।

২| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩২

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো ছবিগুলো।

১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ জনাব রক্তিম দিগন্ত। ভালো থাকুন।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর ,ভাল লাগা অনেক।

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০৮

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান সুজন। আপনার মন্তব্যে ভাললাগা রইলো ভাল থাকুন।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৪

অপ্‌সরা বলেছেন: চাঁদের মত সাম্পান আর আকাশ , জলরাশী মুগ্ধ করা!

১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রিয় অপ্‌সরা, কাব্যিক দৃষ্টিতে দেখার জন্য, আসলেই নীলাকাশের ব্যকগ্রাউন্ডে সাম্পানকে চাঁদের মতই দেখাচ্ছে, আর অসীম জলরাশির বিরাটত্ব মনোমুগ্ধকর তো বটেই। ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে উত্তর দেওয়ার জন্য, সামুর পাগলামিতে ব্লগ থেকে দুরে ছিলাম।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


ইনানী বীচ কোথায়? ছবিগুলো মোটামুটি। পাখীর চোখে চট্টগ্রাম কই?

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২

পুলক ঢালী বলেছেন: চাঁদগাজী ভাই কেমন আছেন ? প্রথমেই ধন্যবাদ দেই বাজে ছবিগুলিকে মোটামুটি বলে সম্মান দেখানোর জন্য। আপনার প্রশ্নগুলির উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়না, কিন্তু প্রখর সেন্স অব হিউমারের জন্য আপনার প্রশংসা না করে পারছি না, সত্যি বলতে কি আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি। ভালো থাকুন। দেরী করে উত্তর দেওয়ার জন্য দুঃখীত।

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৯

পুলক ঢালী বলেছেন: ইনানী বিচ ছবিতে আছে, কক্সবাজার থেকে হিমছড়ি যাওয়ার পথে মেরিন ড্রাইভ দিয়ে প্রায় ২৫/৩০ কিমি গেলেই ইনানী বিচ। সময় সুযোগ করে দেশে এসে একবার বেড়িয়ে যান তাহলে নুতন সাইটগুলিতে বেড়াতে পারবেন। ইনানী বিচ এবং সেন্ট মার্টিন দ্বীপের বিচ একই রকম।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

নীলপরি বলেছেন: ছবিগুলো বেশ ভালো লাগলো ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

পুলক ঢালী বলেছেন: ক্ষমা করুন অনেকদিন হলো এখানে আসিনি তাই মন্তব্য চোখে পড়েনি। আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম নীলপরি ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


নিজের দেশকেই জানা হলো না, দেখা সম্ভব হলো না; আমি যখন কক্সবাজার গিয়েছিলাম ১৯৮০ সালে, উহা ছিল ঝুপড়ি মুপড়ি

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

পুলক ঢালী বলেছেন: মাফ করে দিন চাঁদগাজী ভাই দেরী করে রিপ্লাই দিলাম তাই। ৩৭ বৎসরে অনেক বদলে গেছে কক্সবাজার এখন এলে কিছু আর চিনতে পারবেন না। শরীরে কুলালে একবার আসুন নিজের দেশে। ভাল লাগবে।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি, খুব ভালো লাগল।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই সরি দেরি হওয়ার জন্য। ধন্যবাদ প্রেরনা দায়ক মন্তব্যের জন্য। ভাল থাকুন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

কালীদাস বলেছেন: ছবিগুলো সুন্দর। ইনানী বিচ কক্সবাজারের রেগুলার বিচের চেয়ে পরিষ্কার মনে হয়েছিল, এখনও তাই মনে হচ্ছে।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ কালীদাস ভাই, একই সাথে ক্ষমা প্রার্থী দেরী করে উত্তর দেওয়ার জন্য। একদম ঠিক কথা বলেছেন । লাবনী পয়েন্ট বা শৈবাল বীচ থেকে দুরে হওয়ার কারনে ইনানী বীচ এখনও পরিষ্কার আছে, তবে বেশীদিন মনে হয় থাকবেনা, কারন ওদিকেও অনেক রিসোর্ট তৈরী হচ্ছে, লোক সমাগম বাড়লে আর পরিচ্ছন্ন থাকবেনা।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:


নতুন কি দেখছেন, কি ভাবছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। আপাতত তেমন কোন পরিকল্পনা নেই । আমি বাদে পরিবারের সবাই আমেরিকা ঘুরে গেছে, আমিও হয়তো কখনো সময় পেলে ঘুরতে আসবো। তবে ট্রাম্প আসার পর আমেরিকার কি অবস্থা হয় দেখি। আমার মনে হয় আমেরিকার জন্য ট্রাম্প খারাপ নয় তবে খুব উগ্র মনে হয়, এর মধ্যে অপপ্রচারও থাকতে পারে, দেখা যাক কি হয়? তবে উনি মনেহয় একজন দক্ষ ম্যানেজার নাহলে এমন অবস্থানে আসতে পারতেন না।

১১| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উপভোগ্য ছবি । বর্ণনাও করেছেন চমৎকার।
আপনাদের প্রয়াসে সামু সমৃদ্ধ হয়। ধন্যবাদ প্রিয় ভ্রমন ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.