নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া এবং লঙ্কাই দ্বীপ ভ্রমন ২

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭



সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার এয়ারপোর্ট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো, পরিকল্পনায় শৈল্পিক ছোয়া দৃষ্টি নন্দন করেছে । প্রতি মিনিটে মিনিটে প্লেন উঠছে নামছে, হাজার হাজার যাত্রী এবং লাগেজ শত শত গন্তব্যে চলে যাচ্ছে, ব্যবস্থাপনাটা অনেকটা পোষ্ট অফিসের মত, লাগেজের ট্যাগ ই ঠিকানা সেই অনুযায়ী বিভিন্ন গন্তব্যে বিভিন্ন বিমানে লাগেজ চলে যাচ্ছে, অথচ’ কোথাও কোন কর্মব্যস্ততা চোখে পড়ে না, হাউ কাউ চিল্লাচিল্লি ওখানে বেয়াদবীর পর্যায়ে পড়ে। মানুষের আচরনে ভদ্রতা ও সৌজন্যতা অনুকরনীয়।











মালয়েশিয়ার কুয়ালালামপুর ছবির মত করে সাজানো রাস্তাঘাটে ধূলো নেই এক ফোটাও চওড়া মসৃন রাস্তা কোথাও যানজট চোখে পড়েনা। রাস্তার পাশে সবুজ ঘাস বিভিন্ন ডেকরেটিভ গাছের কেয়ারি শৈল্পিক ভাবনা নিয়ে পরিকল্পনা করা। কুয়ালালামপুর আসলে হাইরাইজ বিল্ডিং এর শহর যেদিকে চোখ যায় শুধু হাইরাইজ বিল্ডিং নির্মানের দৃশ্য উন্নয়নের সোপান বেয়ে এগিয়ে যাওয়া। এক ইউএস ডলার সমান ৪.৪০ রিঙ্গিত যা ব্যংকক ভারতকে ছাড়িয়ে অনেক এগিয়ে যাওয়ার নির্দেশক সুধু সিঙ্গাপুর এগিয়ে ১ডলার সমান ১.৪১ সিঃ ডলার।
মালয়েশিয়া প্রধানতঃ তিন জাতির সমাবেশের দেশ মালয়ী চাইনিজ এবং ইন্ডিয়ান । মালয়ী অনেক নারীকে দেখলাম বোরকা ব্যবহার করেন আবার শর্টস ও পরেন । চাইনিজরা ফুলপ্যান্ট এবং শর্টস ইন্ডিয়ানরা শর্টস ও ফুলপ্যান্ট ব্যবহার করেন । মালয়েশিয়ায় প্রচুর টুরিষ্ট আসেন তাদের কোন ড্রেস কোড নেই ফ্রী ড্রেসে ঘুরে বেড়ান নিরাপত্তার কোন ঘাটতি নেই অনেক বড় বড় মসজিদ আছে পুত্রজায়ার কাছাকাছি যেখানে শুনেছি ৪/৫ লক্ষ মানুষ নামাজ পড়তে পারেন ধর্মীয় গোড়ামী বা বাড়াবাড়ি নেই এ ব্যাপারটা মনেহয় ওদের চেতনাতেই নেই তাই বিদেশীরা নিঃশঙ্ক চিত্তে দিনরাত ঘুরে বেড়াতে পারেন।
বর্তমানে কুয়ালালামপুরের চেয়ে পুত্রজায়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সরকারী অফিস বড় বড় মন্ত্রনালয় সব পুত্রজায়াতে অবস্থিত। ওদের নিজেদের গাড়ীর কারখানা আছে নিজেদের পেট্রল আছে দাম কম তাই প্রচুর গাড়ী দেখাযায় রাস্তাঘাটে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত সারা শহর জুড়ে স্কাইট্রেনের নেটওয়ার্ক ছড়িয়ে ছিটিয়ে আছে। একই কোম্পানীর বাস সার্ভিস ট্রেন সারভিস রয়েছে।
শহরজুড়ে অত্যাধুনিক টোল ব্যবস্থা রয়েছে তিন সিস্টেমে টোল প্লাজাগুলি কাজ করে স্মার্ট ট্যাগ সিস্টেমঃ এই পদ্ধতিতে গাড়ী না থামিয়ে প্রিপেইড ট্যাগটা শুধু সেনসরের দিকে তাক করলে মাসুল নিয়ে বার টা উঠে যায়। স্মার্টকার্ড সিস্টেমঃ এই পদ্ধতিতে গাড়ী খুব স্লো করে কার্ডটা টাচ প্যাডে ছোয়ালে মাসুল নিয়ে বার উঠে গিয়ে রাস্তা খুলে যায়। ম্যানুয়াল পদ্ধতি আমাদের দেশের মত তবে খুব কম ব্যবহৃত হয়। এইসব প্রযুক্তির সুবিধা কাজে লাগানোর ফলে টোলপ্লাজায় জ্যাম না বাধিয়ে উভয়মুখী হাজার হাজার গাড়ী নির্বিঘ্নে চলাচল করতে পারছে।
সাইবার জায়া পুত্রজায়ার কাছাকাছি অত্যাধূনিক আইটি শহর হিসেবে গড়ে উঠছে এই জায়গায় অনেকগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে।
নীচের ছবির লেকটি পুত্রজায়া সাইবারজায়াকে ছুয়ে আছে অপর পারে বিরাট কম্যুউনিটি সেন্টার ট্রেড সেন্টার বিশ্ববিদ্যালয় রয়েছে।আমাদের হাতীর ঝিলের মত ক্যাবল ব্রীজ ও আলোর বিভিন্ন রং এর প্রক্ষেপন ওখানেও আছে।



















মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

পুলক ঢালী বলেছেন: হে হে হে ছবি দিলাম সোজা সামু দেখি ওগুলোকে শুইয়ে ঘুম পারাবার ব্যবস্থা করেছে। :D =p~ =p~

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭

মোস্তফা সোহেল বলেছেন: লেখা আর ছবি দুটিই ভাল হয়েছে

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল। ভাল থাকুন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

ফেরদৌসা রুহী বলেছেন: এই পর্বটাও পড়লাম, ছবি দেখলাম।

পরের পর্বের অপেক্ষায়।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ফেরদৌসা রুহী পাঠ করে মন্তব্য শেয়ার করার জন্য । ভাল থাকুন।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পর্বটিও ভালো লাগলো। তবে ১ম ও ২য় দুই পর্বেই কয়েকটা ছবি দেখার জন্য পিসির মনিটরটা কাত করবো নাকি নিজের মাথা কাত করবো ভাবতে ভাবতে অনেক সময় নষ্ট হলো। শেষে ঘাড় সহ নিজের মাথাটাই কাত করে ছবিগুলো দেখলাম।

ধন্যবাদ ভাই পুলক ঢালী।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১১

পুলক ঢালী বলেছেন: হা হা হা হেনা ভাই ইস্ এত কষ্ট করে ঘাড় কাত করলেন? মনিটরটা কাত করলে মনে হয় ভাল হতো। সামুর রেষ্ট্রিকশনের জন্য পোষ্ট দিতে ইচ্ছে করছেনা মোবাইলে তোলা ছবিগুলি দিচ্ছি তাতেই এই অবস্থা ক্যামেরার গুলো তো দেওয়াই যাবেনা কয়েকটা সুন্দর ভিডিও আছে এক মিনিটের কম ওগুলো দিতে পারবো কিনা জানিনা। ভাল থাকুন হেনা ভাই।

(অঃটঃ আড্ডায় কমেন্ট লোড হচ্ছেনা এটা কি আমার সমস্যা নাকি আপনাদেরও। খাবারের ছবি মনে হয় ডিলিট করা দরকার।)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: আমি ১০ বছর থেকে আছি মালয়েশিয়াতে,আপনার লেখা পড়ে ভালো লাগলো।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই সামছুল ইসলাম মালয়েশিয়া আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। আমি ওখানে অনেক বাঙ্গালী দেখেছি কর্মরত এবং টুরিষ্ট। কর্মরতরা স্বেচ্ছায় অনেক সহযোগিতা করেছে। ভাল থাকুন ভাই।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুলক ঢালী ভাই দারুণতো ভ্রমন বিষয়ক লিখেন। ছবিগুলো ভাল হয়েছে। আপনার প্ররিশ্রমের মূল্য কি আমরা পাঠক দিতে পারব! দোয়া রইল। আরো বেশি ভ্রমন করুন আমাদেরকে জানান। আমরা ব্লগে বসে তৃপ্তি নেই। ভাল থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন আপনার মন্তব্য আমার প্রেরনা হয়ে থাকলো। সাথে থাকুন ভাল থাকুন।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

শুভ_ঢাকা বলেছেন: যুগপৎ সাবলীল লিখা ও ডিটেল বর্ণনা। আকর্ষণীয় ভ্রমণ কাহিনী। পরবর্তী পর্বের প্রতীক্ষায়। ধন্যবাদ পুলক ভাই।

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ শুভভাই কেমন আছেন? অনেকদিন দেখিনা। আপনি খুব সুন্দর লিখেছেন । শুভেচ্ছা রইল ভাল থাকুন।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দু'দিন থেকে আড্ডা পোস্টের মন্তব্য অংশটি খুলছে না। এর আগেও একবার এরকম হয়েছিল। এই সমস্যা শুধু আপনার নয়, প্রত্যেকেরই হচ্ছে।

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

পুলক ঢালী বলেছেন: জ্বী মন্তব্যের অংশটি খুলছেনা সামু কি মন্তব্যের উপরও লিমিট আরোপ করলো নাকি!

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫১

বিলিয়ার রহমান বলেছেন: বেশ কিছু ছবি অসাধারন ছিল!:)

কিছু ছবি দেখতে মস্তক রোটেট করতে হয়েছে!:)

সব মিলে প্লাস!:)

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

পুলক ঢালী বলেছেন: হে হে হে ধন্যবাদ ভাই বিলিয়ার রহমান। কায়দা শিখে গেছি আর মাথা পিসি লেপু মোবাইল রোটেট করতে হবেনা। মজার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকুন।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৩

একজন সত্যিকার হিমু বলেছেন: সামুতে এতো ভ্রমণ পোস্ট দেইখ্যা খালি বিদেশ যাইতে মন চায় ।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

পুলক ঢালী বলেছেন: হা হা হা, হুম! বৈদেশে যাইবার লোভ দেখানোর লাইগ্গাই ভ্রমন পোষ্টের মচ্ছব চলতাছে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই একজন সত্যিকার হিমু । ভাল থাকুন।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

কালীদাস বলেছেন: আমি শুধু কুয়ালালামপুরেই ছিলাম, যতদূর মনে পড়ে এয়ারপোর্ট থেকে ট্রেনে গিয়েছিলাম শহরের সেন্টারে। টোলের ব্যাপারটা খেয়াল করিনি, তবে ট্যুরিস্ট প্রচুর দেখেছিলাম নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে।
ছবিগুলো ভালই, তবে ঘাড় ব্যাথা করছে কিছুটা ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

পুলক ঢালী বলেছেন: হা হা হা মজার মন্তব্যের জন্য ধন্যবাদ কালীদাস ভাই। আমি আসলে আনাড়ী এসব ব্যাপারে তাই ক্যামেরা চিৎকাৎ করলেও লেপু ওগুলো সোজাই দেখিয়েছিল কিন্তু পোস্ট করার পর এই অবস্থা। পরে সোজা করে অন্যছবি (প্রধান মন্ত্রীর কার্যলয় চত্বরের) দেওয়ার পর দেখি ওটা আবার আনুবীক্ষনিক হয়ে গেছে =p~
জ্বী হ্যা ট্রেনেও যাওয়া যায় তবে আমরা মহিলা চালিত উবার ট্যাক্সীতে গিয়েছিলাম। ভাল থাকুন শুভেচ্ছা রইল।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

মোজাহিদুর রহমান ব বলেছেন: পোস্ট টা বড় করেন আরও information আসা করছি ।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি মনে হয় পর্ব বাড়াবার কথা বলতে চাইছেন দেখি চেষ্টা করবো ভাল থাকুন।

১৩| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো।

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১

পুলক ঢালী বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব অনেক ধন্যবাদ ভাল থাকুন।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

মোস্তফা সোহেল বলেছেন: সেই কবে পড়েছিলাম লেখাটি!একটা কমেন্টও করে গিয়েছিলাম।
আজ আবার পড়লাম।এতদিন পরে লেখাটা নতুনই মনে হয়!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

পুলক ঢালী বলেছেন: হা হা হা সোহেলভাই আপনি ১ম কমেন্ট করেছিলেন আমার কমেন্ট বাদ।
এখন শেষ কমেন্টেও আপনি তারমানে পুরো পোষ্ট জুড়েই আপনার ছোঁয়া রয়ে গেল। আপনার এই পদচারনার কারনে আমার পরিত্যাক্ত প্রায় এই পোষ্টগুলি পুনর্জীবন ফিরে পেল অসংখ্য ধন্যবাদ জানবেন আমার তরফ থেকে। ভাল থাকুন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.