নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া এবং লঙ্কাই দ্বীপ ভ্রমন ৪-১

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

গেনটিং এর পথে









পাথরের পাহাড় সেখানেও সবুজের ছোঁয়া




মেঘ ছুঁয়ে যায়


















পাহাড়ে উঠার রাস্তা ওয়ান ওয়ে মাঝখানে ডিভাইডার আছে দার্জিলিং এর রাস্তার মত ভয় উদ্রেককারী নয় :D


মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


সিংগাপুরে স্কুলের বাচ্ছাদের স্কুলে যেতে দেখেছেন?

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০২

পুলক ঢালী বলেছেন: চাঁদগাজী ভাই আমনেরে ডড়াই কোন প্রশ্নের মধ্যে কোন নিগুঢ় কথা লুকিয়ে থাকে বুঝিনা।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছবিগুলো সম্ভবত আগের পোস্টে দিতে পারেননি, তাই না?

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

পুলক ঢালী বলেছেন: ঠিক বলেছেন হেনা ভাই। এবার পুরনো কায়দা ধরেছি হা হা হা। ভাল থাকুন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কিছু নেই, বাচ্ছারা কিভাবে স্কুলে যাচ্ছে, স্কুলের সময় বাচ্ছাদের স্কুলের বাহিরে, মলে টলে দেখা গেছে কিনা, এগুলো জানতে চাচ্ছি!

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩১

পুলক ঢালী বলেছেন: ও এবার বুঝলাম। আপনি ১ নম্বরটা দেখেন নি ওখানে বলা আছে ভোর ৫ঃ১৫মিঃ পৌছে ৭ঃ১০মিঃ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেই, ইচ্ছে করেই ওখানে বেড়ানো এড়িয়ে গেছি। তবে বেড়ালেও বাচ্চাদের দেখতাম কিনা সন্দেহ আছে কারন দিনটি ছিল ২৫ ডিসেম্বর, খ্রীষ্টমাস ডে উপলক্ষ্যে বন্ধ থাকার কথা।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: nice

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই ভাললাগা রইলো। ভাল থাকুন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :#) সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া এবং লঙ্কাভি দ্বীপ ভ্রমনে সাগর পথে ট্রলারে গেছেন নাকি! আপনার চাঁদগাজী ভাই মানুষ কে ট্রলারে সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়ার সিরিয়াল দেখে সরকারের এক হাত নিলেন। মন্ত্রীদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলেন।

যাকগা সে কথা,
ট্রলারে খরচ পাতী কেমন?

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)। আমরা যে কত পিছিয়ে আছি কল্পনাও করতে পারবেননা। ওদের তুলনায় আমাদের অবস্থান অনেক নীচে। তাই চাঁদগাজীভাই কটাক্ষ করে থাকতে পারেন।
জ্বী ভাই ট্রলারেই গেছিলাম খরচ কম তো তাই, কিন্তু ভাই! বড়বড় ঢেউ দেখে আত্নারাম খাঁচাছাড়া হয়ে যাচ্ছিলো, ভাবছিলাম' আরো না হয় দুইডা পয়সা খরছ কইরা ইষ্টিমারেই আইতাম ক্যান যে মড়ার ট্রলারে উঠলাম। হে হে হে। রসালো মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই কবি/গল্পকার। ভাল থাকুন।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শরীর ভাল আছে তো? মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ দিলেন । প্রশংসা করার জন্য ধন্যবাদ। ছবি যেমন তেমন, বাস্তবে দেখে যে নয়ন সুখ পাওয়া যায় যান্ত্রিক চোখে কি আর সেই আমেজ পাওয়া যায়? তারপরও শেয়ার করা ! ভাল থাকুন ভাই।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ছবি ভালো লাগলো, জেনটিং হাইল্যান্ডের কথা আগে শুনেছি।
খুবই ভালো লাগলো, পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই ধ্রুবক আলো ভালোলাগা শেয়ার করার জন্য। ভাল থাকুন।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৪

কালীদাস বলেছেন: ছবিগুলো সুন্দর, কুয়ালালামপুরের বাইরে যাইনি, কাজেই আপনার কল্যাণে আরও কিছু জিনিষ দেখা হয়ে যাচ্ছে। বাইদ্যাওয়ে, ছবিগুলো কি মোবাইলের ক্যামেরায় তোলা? কোন কোনটার ওয়াইডথ ভাল আসেনি।

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই কালীদাস। ছবিগুলি শুধু মোবাইলে তোলা তাই নয় উপরন্তু রানিং অবস্থায় তোলা। মন্দিরের প্রথম ও দ্বিতীয় ছবিটা তোলার সময় গাড়ীটা খুব স্লো করা হয়ে ছিল। দাড় করালে ৫০ রিঙ্গিত অতিরিক্ত দিতে হবে, তার উপর আমরা গিয়ে আবার ফিরে আসবো, এরকম বহুবিদ কারনে দৌড়ের উপর ছবি তুলতে হয়েছে হা হা হা।

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

পুলক ঢালী বলেছেন: ছবি তুলতে আরো সমস্যা ছিলো এসির কারনে গ্লাস তোলা ছিলো ফলে মিরর সমস্যা হচ্ছিলো ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

সাঈদ হাসান চউধুরী বলেছেন: very good.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ জনাব সাঈদ হাসান চউধুরী । ভাল থাকুন

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

অতঃপর হৃদয় বলেছেন: অনেক কিছু দেখলাম। ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৩

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অতঃপর হৃদয়। ভাল থাকুন।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০

সৈয়দ ইসলাম বলেছেন: ভাই পুলক ঢালী,




খুবই প্রশংসাযোগ্য আপনার দক্ষতা।
ভালোলাগা জানবেন।
++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই সৈয়দ ইসলাম ভাল থাকবেন সর্বদাই ।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো দেখে অনেক ভাল লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

পুলক ঢালী বলেছেন: সোহেলভাই আমার ব্লগে পদচারনা করছেন সে জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.