নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া এবং লঙ্কাই দ্বীপ ভ্রমন ৫

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৭





পেট্রনাস টাওয়ারে ভ্রমন:

গেন্টিং থেকে ফিরে পরদিন বিকেলে রওনা দিলাম পেট্রোনাস টাওয়ারের উদ্দেশ্যে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ড্রাইভার বললো, তোমাদের পাশের ট্রেডসেন্টারে নামিয়ে দিচ্ছি ওখান থেকে আন্ডারগ্রাউন্ড ওয়ে আছে সেদিক দিয়ে হেটে সুরিয়া কেএলসিসিতে (কুয়ালালামপুর কমার্সিয়াল সেন্টার) যেতে পারবে। আমরা ট্রেড সেন্টারে নামলাম এটাও খুব সুন্দর করে সাজানো গোছানো বিল্ডিং আমরা দেখতে দেখতে এগুলাম

ট্রেড সেন্টার





আন্ডারগ্রাউন্ড টানেল



টানেলের ভিতর মার্কেট







আমরা টাওয়ারে ওঠার টিকিট কিনতে গেলাম, কাউন্টার থেকে বললো টিকিট শেষ, আগামীকাল সকাল সাড়ে আটটায় আবার টিকিট দেওয়া হবে (পরদিন আমি একা গিয়েছিলাম, পৌছালাম সকাল সাড়ে নয়টায়, বললো, টিকিট শেষ বেলা দুইটায় আসুন তখন আবার টিকিট দেওয়া হবে। কিন্তু সেদিনই আমাদের লঙ্কাভীর ফ্লাইট থাকাতে আর যাওয়া হয়নি এবং টাওয়ারে ওঠার সুযোগ হয়নি )

মূল টাওয়ারের ভিতরে:





















এখানে স্ক্রিনটাচ ডিজিটাল ডিসপ্লেতে আপনি কোথায় আছেন কোন যায়গায় কোথা দিয়ে যাবেন সব দেখে নিতে পারেন।



আমির খানের দঙ্গল দেখতে যাওয়া এখানে ১২টা স্ক্রীন আছে এবং মোট সিট সংখ্যা ২৪৫৯।



বাহিরে রাতের দৃশ্য





পেট্রনাস টাওয়ারের সামনের চত্বরে বর্ণিল ফোয়ারা ও আলোকিত খ্রীষ্টমাস ট্রী











কিছু ভিডিও:

মিউজিকের সাথে সাথে ঝর্নার নাচন

view this link

ভিউ দিস লিঙ্ক

view this link

ভিডিওর লিঙ্ক দিলাম গুগল ড্রাইভ থেকে চলবে কিনা জানিনা আবার কম্পিউটার থেকে সরাসরি পোষ্ট করা যায় কিনা তাও জানা নেই কেউ জানলে দয়া করে পরামর্শ দেবেন। :)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

কালীদাস বলেছেন: থ্যাংকস :) ছবিগুলো ভাল এসেছে :)
বাইরের রাতের দৃশ্যের ছবিটা মনে হয় টাওয়ারের উপরের দিকে, তাই না? টাওয়ারের নিচে খানিকটা বাগানমত জায়গা ছিল, পুরো টাওয়ার ক্যামেরায় ধরতে খবর হয়ে গিয়েছিল। ক্রিসমাসের সময় কুয়ালালামপুর ছিলেন?

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কালীদাস ভাই। জ্বী, ছবিটা উপরের দিকের। পুরো টাওয়ারের ছবি ওঠানোর মত স্পেস সামনে নেই তাই কিছুটা বাদ দিয়ে অনেক কসরত করে ছবি তুলতে হয়েছে। টাওয়ারের নীচে সুন্দর পাম ট্রী এবং ফুলগাছ শোভিত বাগান রয়েছে।
জ্বী, ক্রিসমাসের সময় কুয়ালালামপুর ছিলাম, আমরা ২৫ শে ডিসেম্বর সকালে কুয়ালালামপুর পৌছাই। ছবিগুলো তোলার সময় এবার আমি স্থির ছিলাম তাই কম খারাপ হয়েছে। হা হা হা।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: পরে কি টাওয়ারে ওঠতে পেরেছিলেন?

চলুক....

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। সেদিন আমরা লঙ্কাই চলে যাই এবং ফেরার সময় লঙ্কাই থেকে কুয়ালালামপুর এসে সিঙ্গাপুর চলে যেতে হয়েছে তাই আর সুযোগ ছিলনা।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

শুভ_ঢাকা বলেছেন: চমৎকার ছবির ও হোমিওপ্যাথি ডোজের পোস্ট। ভিডিও লিংকগুলো আমার মোবাইলে কাজ করছে। :)

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ শুভভাই। অল্প ডোজের হোমিওপ্যাথি অনেক কার্যকর। ভিডিও লিঙ্ক কাজ করছে শুনে প্রীত হলুম অন্যদের জন্যও কাজ করলে ভাল। জানাবার জন্য ধন্যবাদ।

( অঃটঃ মিউজিকের সাথে ফোয়ারার ড্যান্স লাসভেগাসে আছে, সেটা নাকি এটার চেয়েও সুন্দর, আমি বাদে আমার ফ্যামিলীর সবাই দেখেছে, তাই ওরা আমার মত চমৎকৃত হয়নি, গেন্টিং মার্কেটটাও নাকি লাসভেগাসের আদলে বানাচ্ছে, এরা নকল ছাড়া মৌলিক কিছু করছেনা, দুঃখ কোথায় রাখি। মন খারাপের ইমো হপে।)

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এখানে স্ক্রিনটাচ ডিজিটাল ডিসপ্লেতে আপনি কোথায় আছেন কোন যায়গায় কোথা দিয়ে যাবেন সব দেখে নিতে পারেন।


খুব ভালো ব্যবস্থা।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। অবশ্যই খুব ভাল ব্যবস্থা। আমাদের লেটেষ্ট আধূনিক মার্কেট হলো যমুনা ফিউচার পার্ক সেখানে ম্যাপ একে রেখেছে। টয়লেট বাজে অথচ ওখানে সবকিছুই আধুনিক এবং সুন্দর।ভাল থাকুন।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও মজাই মজা পুলক ঢালী ভাই। অনেক সু্ন্দর সব ছবি।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সুজনভাই। অনেক ভাল থাকুন।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঘুরে ঘুরে এত ছবি তুললেন, কেউ বাঁকা চোখে তাকায়নি?
সেখানকার সুপারমলগুলোতে অফার কেমন দেয়; চায়না মালের কি অবস্থা দেখলেন?

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) । ওখানে সাধারন দোকানেও কোন অফার চোখে পড়েনি আর আমরা ঘুরছিলাম ব্র্যান্ডের সপ গুলিতে সেখানেও কোন অফার দেখিনি তবে দাম জিজ্ঞাসা করলে কোন কোন আইটেমের উপর ৫%ডিসকাউন্টের কথা বলছিলো আবার না জিজ্ঞাসা করলেও ওরা নিজে থেকে বলে দেয়।
চোখ খুব ছোট ছোট ছিলো বাঁকা করেছিলো কিনা তাই বোঝা যায়নি। চায়নারা তো বিশ্ববাজার দখল করে আছে সবখানেই তাদের মালের আধিপত্য।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ভাবুক কবি বলেছেন: কবে যে এতসব যায়গায় ঘুরবো!! বিশ্বটাকে দেখব

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই ভাবুক কবি। নিশ্চয়ই যাবেন, এখন তো ইউএসবাংলা ফ্লাইট চালু করছে, ভাড়াও কম, ঘুরে আসুন গিয়ে। ভাল থাকুন।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালী টুরিস্ট, বাংগালী চাকুরীজীবি কি পরিমাণ দেখলেন?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। সব জায়গাতেই দুই তিনটা করে বাঙ্গালী টুরিস্ট ফ্যামিলী দেখেছি। আর বাঙ্গালী হোটেলে (লঙ্কাভী) খেতে গিয়ে অনেক ফ্যামিলী দেখেছি। চাকুরীজীবি এয়ারপোর্টে দেখেছি ওয়াসরুম সার্ভিসে,হোটেলে ফ্রন্ট ডেস্ক সার্ভিসে আর কয়েকজন ওয়েইটার দেখেছি তবে কয়েকজন বাঙ্গালী ব্যবসায়ী দেখেছি টুউওর এন্ড হোটেল বিজনেসে। কোন অফিস আদালতে যাওয়া হয়নি তবে এয়ারপোর্টে পুলিশ ইমিগ্রেশন অফিসার সিকিউরিটি সার্ভিসে অনেক ইন্ডিয়ান চাইনিজ

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আহা টাওয়ারে উঠতে পারলেন না! আসলে ভাগ্যে না থাকলে এমনই হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই ঠিকই বলেছেন ভাগ্যে না থাকলে এমনই হয় । পাঠ ও মন্তব্যে ধন্যবাদ । ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.