নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

লঙ্কাই দ্বীপ ভ্রমন (মালয়েশিয়া) ১

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২





পেট্রোনাস টাওয়ার দর্শন শেষ করে পরদিন লঙ্কাভী অভিমুখে যাত্রাঃ মালিন্দ এয়ারে



ওদের ডমিষ্টিক ফ্লাইটগুলিও ৭৩৭ বোয়িং । প্রায় এক ঘন্টার যাত্রা সেই তুলনায় আপ্যায়ন তেমন নয় । বরঞ্চ আমাদের দেশের ডমিষ্টিক ফ্লাইটের উড্ডয়ন সময়কাল অনেক কম হলেও আতিথেয়তা অনেক ভাল।
তবে এবার আমাদের যাত্রা সঙ্গী হিসাবে অনেক বিদেশীকে পেলাম।

লঙ্কাভী এয়ারপোর্ট : এই এয়ারপোর্ট সমুদ্রের মধ্যে মাটি ফেলে কৃত্রিমভাবে বানানো।


সমুদ্রের পাড়ে তেমন কোন ঢেউ নেই এই দ্বীপের চারিদিকে ৯৯ টি দ্বীপ আছে তাই যেদিকেই তাকানো যাকনা কেন ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ চোখে পড়বেই।। এখানে সায়ত্ত্বশাসন সরকার পদ্ধতি বহাল আছে ।
এখানকার জনসংখ্যা প্রায় ১লক্ষ এর মধ্যে ৭৫% মুসলিম ।
এখানেও তিন জাতীর বসবাস ৬০% মালয় বাকীরা ৪০% চাইনিজ এবং ইন্ডিয়ান।
প্রধান দর্শনীয় স্থান হলো স্কাই ব্রীজ(ক্যাবল কার),ঈগল স্কয়ার, ম্যানগ্রোভ ফরেষ্ট, ব্ল্যাক স্যান্ড বীচ ওয়াটার ওয়ার্লড ইত্যাদি । লঙ্কা মানে ঈগল ভী মানে মার্বেল ওখানে প্রচুর ঈগল আছে এবং মার্বেল পাথরের পাহাড় আছে। এই দ্বীপের ১০০% দোকান ডিউটি ফ্রী । গাড়ী কিনলে ৫ বৎসর দ্বীপেই চালাতে হবে তারপর মেইনল্যান্ডে যেতে পারবে আগে যেতে চাইলে ডিউটি পেইড করতে হবে।
এখানে শুধু জুন জুলাইতে বৃষ্টি হয় বাকী সময়টা গ্রীষ্মকাল। আগষ্ট সেপ্টেম্বরে সাধারনতঃ ট্রপিক্যাল স্টর্ম আঘাত হানে। এখানে পানীয় জল সমুদ্রের নীচে দিয়ে মোটা পাইপ বসিয়ে মেইন ল্যান্ড থেকে সরবরাহ করা হয় । একইভাবে বিদ্যুৎও ক্যাবলের সাহায্যে সমুদ্রের নীচে দিয়ে মেনল্যান্ড থেকে আনা হয়।
















ঈগল স্কয়ারের দিকে যাত্রা পথে মন মাতানো প্রাকৃতিক দৃশ্য









































মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্টে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সব ছবি ও দর্শনীয় স্থানটির সুন্দর বর্ননাতে যেন ঘুরিয়ে এলেন আপনার সাথে করে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সুজনভাই । আমার তোলা ছবিগুলি আমারই পছন্দ হয়না, তারপরও শেয়ার করি ওখানে যারা যাননি বা ভবিষ্যতে যদি যান তাহলে অগ্রীম অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। ভাল থাকুন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তবে এবার আমাদের যাত্রা সঙ্গী হিসাবে অনেক বিদেশীকে পেলাম।

খালেদাজিয়া'র খোজ খবর জিঙেস করে নাই। হাসিনার বৃহস্পতি তুঙ্গে এর কারণ জানতে চায় নাই,সফি হুজুরের পানি পড়ার প্রতি কোন আগ্রহ আছে কিনা লক্ষ করেন নাই। ছাইদি সাবের ছবি চাঁদে কিভাবে দেখা গেছে সেটি জানার জন্য কোন প্রশ্ন করে নাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

পুলক ঢালী বলেছেন: আরে খুবই আশ্চর্যের ব্যাপার ঠিক এই প্রশ্নগুলিই করেছিলো কিন্তু আপনি জানলেন কি করে?
তবে সাথে সত্যের ছায়া ছিলোনা মিথ্যের ছায়া ছিলো তাই উত্তর না দিয়ে হেসে এড়িয়ে গিয়েছি হা হা হা।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

কালীদাস বলেছেন: ইউটিলিটি লাইন নিয়ে গেছে সাগরের তলা দিয়ে!! সারছে, কাটা পড়ে না কখনও?
ছবিগুলো সুন্দর তুলেছেন। এদের বীচটা খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। লোকাল কুইজিন কেমন দ্বীপের?

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

পুলক ঢালী বলেছেন: ক্ষমা করবেন কালীদাস ভাই অনেক দেরি হলো উত্তর দিতে। হ্যা! দাদা সাগরের তলা দিয়েই গেছে । দুর্ঘটনার কথা বলা যায়না তবে এমনটি ঘটেনি ব্যবস্থাপনায় বাঙ্গালী নেই সে জন্য মনে হয়। হাঃ হাঃ হাঃ।
এক ধরনের আচরা দিয়ে বীচ পরিষ্কার করতে দেখেছি খুব ভোর বেলায় করে, আমি পদ্ধতিটা খুব মনযোগ দিয়ে দেখেছি, ভাল লেগেছে।
আমাদের মত যত্রতত্র ময়লা, চিপসের প্যাকেট, পানির বোতল ফেলাটা ওরা এখনো রপ্ত করে উঠতে পারেনি, ভাবছি ওখানে এ বিষয়ে একটা ট্রেনিং সেন্টার খোলা যায় কিনা! হাহা।
ওরা মিশ্র জাতি ঠিক বুঝিনি, কোথাও ঝিনুক,কাকড়া ভাজছে, কোথাও মুরগির কাবাব তৈরী করছে, এক হোটেলে দেখলাম শামুক কাকড়া, ঝিনুক, ঈল নিয়ে পাহাড়ের ঢিবির মত করে , টেবিলের দুপাশে দুজন বসে দু হাতে খোসা ছাড়িয়ে অল্প ভাত সহ মুখে দিচ্ছে। কোন কোন হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় নাকে বাজে গন্ধ ঝাটকা মেরেছে।। লঙ্কাভীতে বাঙ্গালী হোটেল ২ টা ওয়াটার ওয়ার্ল্ড এর খুব কাছেই একটা আছে ভীষন তৃপ্তি সহকারে খেয়েছি কিন্তু দাম বেশী। আরেকটার দাম কম মান ভাল না ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ফেব্রুয়ারীর শেষে বা মার্চের প্রথম দিকে মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা আছে, তখন হয়তো এসব দেখা হবে........ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই । আশা করছি এখন মালয়েশিয়া ভ্রমনে আছে ফিরে এসে অনেক সুন্দর সুন্দর ছবি নিয় জম্পেস একটা পোস্ট দেবেন। আমার গুলো আমার কাছে গতানুগতিক মনে হয়। আপনার ছবিগুলো খুব ভাল হয়, সুতরাং' আকর্ষনীয় ছবির অপেক্ষায় রইলুম।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এখনো যাওয়া হয়ে উঠেনি

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৯

পুলক ঢালী বলেছেন: ঠিক আছে সামমা ভাই, তবে আপনার মতন ভ্রমন পাগল মানুষ একবার যখন মনস্থঃ করেছেন আজ হোক আর দুদিন পরে হোক যাবেন যে সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:০৫

টুনটুনি০৪ বলেছেন: আসলেই ওখানকার প্রাকৃতিক দৃশ্য-গুলো অনেক সুন্দর।
আর লঙ্কাভি দ্বীপ সম্মন্ধে অনেক কিছু জানাও হলো । :-*

সবমিলিয়ে ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল।

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

পুলক ঢালী বলেছেন: @টুনটুনি০৪ ধন্যবাদ । ভাল লেগেছে জেনে খুশী হলাম। এত দেরীতে উত্তর দেওয়ার জন্য দুঃখীত।

৭| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

মোঃ গাউছুল আজম বলেছেন: দারুন

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

পুলক ঢালী বলেছেন: জনাব মোঃ গাউছুল আজম সাহেব অনেক ধন্যবাদ।

৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১০

মিঃ আতিক বলেছেন: কুয়ালালামপুর এয়ারপোর্টে যেভাবে বাংঙ্গালিদের লাইন ধরায় আর ইমিগ্রেসন জেসব উলটা পাল্টা প্রশ্ন করে সৌন্দর্য দেখার ইচ্ছা উবে যায়। সৌন্দর্য দেখার চেয়ে বাক্তিত্ত অনেক মূল্যবান।

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

পুলক ঢালী বলেছেন: মিঃ আতিক সাহেব অনেক ধন্যবাদ আপনার সাথে সহমত পোষন করছি ভাল থাকুন।

৯| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো।

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

পুলক ঢালী বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব অনেক ধন্যবাদ ভাল থাকুন।

১০| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



যেকোন ভ্রমণ পোস্টে স্হানীয় মানুষদের উপর আলোকপাত করলে, পোস্ট বেশী জীবন্ত হওয়ার সম্ভাবনা

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

পুলক ঢালী বলেছেন: চাঁদগাজী সাহেব সহমত। ধন্যবাদ ভাল থাকুন।

১১| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: এবার বলতে পারি আমি ও গিয়েছিলাম :)

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

পুলক ঢালী বলেছেন: হা হা হা আপনার জন্য আমি ছবি ব্লগ দেওয়া বন্ধ রেখেছি, জানি আপনি আরও সুন্দর করে উপস্থিত করবেন এবং করেছেন অলরেডী । আমার ব্লগে আমি ঢুকিনা বিধায় মন্তব্যের উত্তর দিতে এত দেরী হলো ভাল থাকুন সামমা ভাই।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ভাই।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান সুজন ভাই অনেক ভাল থাকবেন। দেরির জন্য দুঃখিত।

১৩| ১২ ই মে, ২০১৭ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন কিছু লিখেননি

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৭:১৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই আমার ব্লগে ভ্রমন করার জন্য । কিছুই লিখতে ইচ্ছে করেনা। পড়তে ইচ্ছে করে আপনার সবগুলি পোষ্ট পড়ি খুব ভাল লাগে কখনো প্রতিক্রিয়া ব্যক্ত করি কখনো করিনা। আপনি একজন বর্ন লেখক যা লিখেন তাই ভাল লাগে অনেক জ্ঞানী আপনি অনেক কিছু শেখা যায় মানুষকে সচেতন করার প্রচেষ্টা ভাল লাগে। ভাল থাকুন।

১৪| ১২ ই মে, ২০১৭ সকাল ৮:২১

টারজান০০০০৭ বলেছেন: ভালো লাগলো। দেশ বিদেশে ঘোরার মজাই আলাদা। তবে দেইখা মনে হইলো আমাদের কক্সবাজার , রাঙামাটি , সেন্টমার্টিন এর চেয়ে অনেক সুন্দর।

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৭:২৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই টারজান০০০০৭। আপনার সাথে একমত বিদেশ ঘোরার মজাই আলাদা। ওরা ওদের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে সবকিছু আকর্ষনীয় এবং দৃষ্টি নন্দন করে তুলেছে। আমাদের পাহাড় নদী বন আর সমুদ্রের যে সমন্বিত সৌন্দর্য রয়েছে সেগুলো ওদের থেকেও অনেক রিচ কিন্তু উদ্ভাবনী ক্ষমতা, ইচ্ছা, রাজনৈতিক পরিবেশ, মানুষের মনমানসিকতার পরিবর্তন ঘটাতে পারলে ওদের চেয়ে আমরা আরো অনেক ভালো করবো। ভাল থাকুন।

১৫| ১৭ ই মে, ২০১৭ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ছবিগুলো ।

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ নীলপরি। আমি ভাল ছবি উঠাতে পারিনা। তারপরও আপনার ভাল লেগেছে দেখে অনুপ্রানিত হলাম।ভাল থাকুন।

১৬| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: দারুণ ছবি। খুব ভালো লাগল।

২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৩৬

পুলক ঢালী বলেছেন: প্রিয় ছড়াকারভাই আমার বন্ধ্যা ব্লগে আপনাকে দেখে ভাল লাগলো। আপনি আগের মত নিয়মিত হউন আমরা কিছু মজা এবং সুখভোগের ছড়া যেন নিয়মিত উপহার পেতে পারি।

১৭| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লংকাবী দ্বীপটি তুন মাহাথির এর নিজের হাতে সাজানো।
তিনি বর্তমানে এখানকার সংসদ সদস্য ও বটেন।
মালয়েশিয়ার অন্যতম প্রদেশ কেলাস এর অন্তর্গত।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০০

পুলক ঢালী বলেছেন: সাজ্জাদ ভাই সবার আগে মাফ চেয়ে নিচ্ছি দেরীতে উত্তর দেওয়ার জন্য। দ্বীপটির নাম উচ্চারন নিয়ে সমস্যায় আছি। কেউ বলে লঙ্কাভী কেউ বলে লঙ্কাই। লঙ্কাই বললে কেমন জানি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা মনে হয়। কেএলএম থেকে বেশ দুরে দ্বীপটির অবস্হান প্রায় ১ ঘন্টা লেগে গিয়েছিলো পৌছাতে। পৌঁছে ওখানকার নয়নাভিরাম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গিয়েছিলো দারুন সুন্দর ভ্রমন স্পট। পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.