নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ভ্রমন ৩।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:২৬




এখানে প্রতিদিন সকালে হাটতে বের হই সেটা নিয়ে পরে না হয় বলবো। আজ শুধু শপিং মলে ঘোরাফেরার বিষয় নিয়ে এলাম।
একটা দোকানই এখানে একটা বিরাট মার্কেটের মত। ক্যাশ হ্যান্ডেল বলতে গেলে নেইই সব পেমেন্ট কার্ডেই হয়। এখানে উবারের পেমেন্টও কার্ডে করতে হয়।





ফরমালিন মুক্ত মাছ।



প্যাকেটজাত মাছ কিন্তু প্রকৃয়াকৃত নয়।





শুধু মাছ খেলেই কি চলে? একটু সব্জী খেতে হবে না !?? চলুন দেখি সব্জী বাজারের কি অবস্থা? :)



হুম! এখানে দেখি সবই আছে লালশাক, পালংশাক, হরেক রকম লেটুস,পাতা চায়না কপি ইত্যাদি ইত্যাদি।



এখানে ফুলকপি, বাধাঁকপি,ব্রকলী শশা, কাঁচামরিচ হরেক কিসিমের সব্জী রয়েছে।



সবুজ হলুদ লাল হা হা হা প্রায় রেইনবো কালারের ক্যাপসিকাম সাথে কাঁচামরিচ ।



এইটা আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে অকৃপনহাতে অঢেল বিলিবন্ঠন করে থাকি। এখানে মূল বিষয় হলো সবই ফ্রেস, খেলে পেট খারাপ হয়না। আমাদের দেশের মত কীটনাশক ছিটিয়ে তারপর বাজারে আনেনা। X((



হাইব্রীড আলু, পেয়াজের ছড়াছড়ি ।









এখানে হাইব্রীডের মারাত্মক দাপট। এর কারন জানিনা। আমাদের গরীবদেশে ৫৫ হাজার বর্গমাইলের মধ্যে প্রায় ১৭ কোটি মানুষের খাদ্য উৎপাদন করতে হয় এদের হাজার হাজার বর্গমাইল জায়গা খালি পড়ে আছে মানুষজন নাই চাষাবাদও হয়না এরা কেন হাইব্রীড খাবারের উপর নির্ভরশীল বুঝতে পারিনা। এটা কর্পোরেট ব্যবসার ফল হতে পারে যেখানে আমেরিকার সাধারন মানুষ জিম্মি হয়ে আছে।
মাঝে মাঝে অল্প বয়সী মধ্যবয়সী বৃদ্ধ বয়সী এত মোটা মোটা ছেলে মেয়ে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা দেখিইইই যে ভীষন ভয় পেয়ে যাই, এরা এদের এমন বিরাট বিরাট বপু নিয়ে চলাফেরা করে কিভাবে! ম্যানেজ করে কিভাবে!! :(

এবার চলুন একটু গোস্তের দোকান থেকে বেড়িয়ে আসি।







গরুর শুধু নলাও পাওয়া যায় সুপ খাওয়ার জন্য :D

বিশাল স্টোরের আরো কিয়দংশ













ওগো বিদেশিনী! তোমার চেরী ফুল দাও আমার শিউলি নাও দুজন দুজনে হই বিলীন।
জ্বী! ভ্যালেন্টাইন ডে তে আমরা কত রোমান্টিক ভাবনায় বিভোর থাকি প্রেমিকাকে কিভাবে এ্যাপ্রোচ করবো এন্ড্রু কিশোর তার সমাধান দিয়ে দিয়েছেন তারপরও যারা ব্যর্থ হন তাদের রসনা তৃপ্তির জন্য অনাহোরিত ফুল গুলি 'ফলে' পরিনত হয়ে এমন নয়নাভিরাম রঙ এ সুস্বাধু হয়ে ধরা দেয় :D



চেরী আমেরিকান বড়ই :)



স্ট্রবেরি ও আরো কিছু ফল।





















মিক্সড কিছু ছবি









ফ্রেন্স রুটি

পাশের লিকার শপে ঘোরাঘুরি











আজ তবে এইটুকু থাক বাকী কথা পরে হবে। :)

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৫

পুলক ঢালী বলেছেন: হ্যলো বন্ধুরা কেমন আছেন ? আমার ছবি ব্লগের ছবি গুলি হয় মাইক্রোস্কোপ আর না হয় টেলিস্কোপ দিয়ে দেখা লাগে। বড় বড় ছবি কিন্তু ১০ মেগাবাইটের ভিতরে কোন এ্যাপ দিয়ে এডিট করে পোষ্ট করা সম্ভব জানালে বাধিত হবো।

২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৯

কেএসরথি বলেছেন: ছোটবেলা থেকে ফ্রেস মাখন, চিজ, দুধ খেয়েই হালারা এক একটা ৭ফুট লম্বা হয়!

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই কেএসরথি। ওরা এর কুফলও পাচ্ছে পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:০৪

ম্যাড মাক্স বলেছেন: মাই ডিয়ার পুলক ভাই কেমন আছেন? ট্যুরে ভালোই চলছে দেখছি। আমি সাধারণত লগইন না করেই দুই একটা পোষ্ট পড়ি প্রিয় লেখকদের। আপনার আমেরিকা ভ্রমণ এর তিন পর্বই পড়েছি (দেখেছি)। আপনার ইমেজ রিসাইজ নিয়ে প্রব্লেম নিয়ে সমস্যা দেখে লগইন না করে পারলাম না।

প্রথমে এই সাইটে লগইন করুন। তারপর



প্রথমে Browse বাটনে ক্লিক করে ছবি সিলেক্ট করুন তারপর Continue তে ক্লিক করুন।



এখন না না অপশন পাবেন চোখের সামনে, সেখান থেকে কিছু পরিবর্তন করার দরকার নেই। চাইলে ইমেজ সাইজ এর অপশন চেঞ্জ করতে পারেন মন মতো। না করলেও সমস্যা নেই, ডিফল্ট যা আছে তাতেই হবে। এবার I'm Done বাটনে ক্লিক করুন।



এবার Save to Disk বাটনে ক্লিক করে ছবি ডাউনলোড করে আমাকে একটা মনে মনে বড়সড় ধন্যবাদ দিয়ে নতুন পোষ্ট করে ফেলুন :P

ভাল থাকুন আর নিরাপদে থাকুন।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

পুলক ঢালী বলেছেন: আরে ম্যাডভাই যে, শুধু পাঠ নয় সাহায্যের হাত বাড়িয়ে পথ প্রদর্শনের জন্য অনেক ধন্যবাদ।
আপনার পদ্ধতি ফলো করলাম ছবি রিসাইজে ৫০% ছোট করার অপশন ছিলো সেভাবেই ডিস্কে সেভ করলাম এটা ডাউনলোড হয়ে কম্পিউটারেই সেভ হলো এখন সেখান থেকে সামুতে আপলোড করলে বড় ছবি আসবে? যদি নো চেঞ্জ অপশন বেছে নিতাম তাহলেও মাত্র ৩ এমবি হতো ( রেজুলেশন অপরিবর্তিত রেখে ) যা সামুতে আপলোড নেয় সে ক্ষেত্রে ছবির সাইজ কি হতো?
সব সময় পাশে থাকার প্রত্যাশা রইলো ভাল থাকুন।

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
পরিস্কার পরিচ্ছন্ন।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই ভাল থাকুন।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

তারেক ফাহিম বলেছেন: ভালোলাগলো ছবিগুলো দেখে।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাই ভাল থাকুন।

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ম্যাড মাক্স যে পরামর্শ দিয়েছে, ওগুলো ম্যাড মানে পাগলের পরামর্শ। পাগলে কী না বলে, আর ছাগলে কী না খায়! তার চেয়ে আমার পরামর্শ শুনুন। একদম সহজ তরিকা। ছবিগুলোকে বনসাই বানিয়ে পোস্ট দিন। দেখুন দুই চার মেগাবাইটের কী ফকফকা ছবি! হে হে হে। :P

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

পুলক ঢালী বলেছেন: হে হে হে গুরুজী বলে কথা কি যে করি!! এক পাগলে পরামর্শ দিয়েছে, আর' সব পাগলের সর্দারও পরামর্শ দিয়েছে কোনটা রাখি কোনটা ছাড়ি আচ্ছা পাগলরাই ভোটাভুটি করুক।
ধন্যবাদ হেনাভাই মজার মন্তব্যের জন্য। ভাল থাকুন। আমনে আইলে নয়নতারাকে দেখি ভাল লাগে (নয়নতারাকে চটকাইতে মুন চায়।)

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাকে থ্যাংক ইউ দিতে ভুলবেন না কিন্তু।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

পুলক ঢালী বলেছেন: জ্ব্যা আন্নেরে ধইন্যা পাতার পুরা ছবিটাই ডেডিকেট করলাম যত পারেন ভর্তা চাটনি বানাইয়া খান। ;)

৮| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লিকার শপে ঘুরাঘুরি করে কী লাভ, যদি দু'এক পেগ পাকস্থলীর মধ্যে ঘুরাঘুরি না করে?

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

পুলক ঢালী বলেছেন: লিকার শপে ঢুকে আমার মাথাই পুরা আউলাইয়া গেছিলো, জীবনেও এত ভ্যারাইটি এবং এত পরিমানে লিকার দেখিনি। ছবি আরো অনেক আছে এখানে নমুনা দিয়েছি মাত্র। আর একটা সরল স্বীকারোক্তি আপনার কথা চিন্তা করেই লিকারশপে ঢুকেই কোন কিছু না বলে লাগাতার ছবি নিচ্ছিলাম তা দেখে বিক্রয় কর্মীরা ঘাবড়ে গিয়েছিলো কারন দামও ছবিতে উঠে যাচ্ছিলো যা ব্যবসার প্রতিদ্বন্দিরা করে থাকে আমর আত্মীয় ওদেরকে বুঝিয়ে বলে ঠান্ডা করে। :D

৯| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

মোস্তফা সোহেল বলেছেন: এত্ত এত্ত ছবি পেয়ে আমরা খুশি পুলক ভাই :D :D
আপনার হাটাহাটির গল্পটাও জলদি শুনিয়ে দিন।

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৫০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সোহেলভাই। ঘোরঘুরির অসংখ্য ছবি আছে গল্প সাজাবার সময় পাচ্ছিনা আপনাদের সকাল এখানে সন্ধ্যা আজই সকালে ম্যানঞ্চেষ্টার ব্র্যাডলী এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি রোনাল্ড রিগান ন্যশনাল এয়ারপোর্টে পৌছালাম তারপর মেরীল্যান্ডে এলাম তারপর সারাদিন দৌড়ের উপর আছি। সময় সুযোগ পেলে গল্প শোনাবো নিশ্চয়। ভাল থাকুন।

১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: বাজার ঘুরে ভালো লাগল। যদি কিছু পাঠিয়ে দিতেন...............!! হাহাহাহা
+।

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৩

পুলক ঢালী বলেছেন: হা হা হা। আচ্ছা আপনি ব্যাগটা মেলে ধরুন আমি সব ঢেলে দিচ্ছি। ধন্যবাদ ভাই সুমন কর। ভাল থাকুন।

১১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১:২১

স্রাঞ্জি সে বলেছেন: হে হে কবে যাবো। ছবি দেইখা পুরাই ঠাসকি।

লিকার গুলো ছবি দেখলেই মাথা ঘুরে যায়। ১ পেগ পাঠানো ব্যবস্থা করিয়েন। =p~

০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৭

পুলক ঢালী বলেছেন: হে হে হে লিকারের সমুদ্র থেকে মাত্র এক পেগ? :D । আমার নিজেরই মাথা ঘুরছে এরপর আরো কয়েকটাতে ঢু মেরেছি ভয়ে ছবি তুলিনি। :D

১২| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:০৩

চাঙ্কু বলেছেন: পশ্চিমা সুপার-মার্কেটগুলো সবই একই, রস-কসহীন, মেশিন-মার্কা শপিং। দেশের মত বাজার করার কোন মজা নাই।

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ চাঙ্কু। একদম ঠিক বলেছেন পর পর কয়েকদিন যাওয়ার পর আর ভাল লাগেনা। বড় বেশী পরিষ্কার পরিচ্ছন্ন বড় বেশী সাজানো গোছানো, যান্ত্রিক মানুষরা যায় যন্ত্রের কাছ থেকে কিনে আনে। তেমন মজা লাগেনা। ভাল থাকুন।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

আরাফআহনাফ বলেছেন: চক্ষু জুড়াইলো, মন ভরিলো না!
খাওনের ছপি ছাড়া ভালো লাগেনা!

০৪ ঠা আগস্ট, ২০১৮ ভোর ৬:২৯

পুলক ঢালী বলেছেন: হে হে হে এত খাপার দিলুম তাও মন ভরিলো না? আইচ্চা পেট ভরিলেই চলিবেক হে হে হে। হাসির ইমো হইবেক মোবাইল থেকে লিখলাম ভুল ভ্রান্তি মার্জনীয়।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০

কালোপরী বলেছেন: সুন্দর

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন কালোপরী।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

খালেদা শাম্মী বলেছেন: দারুণ!

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ খালেদা শাম্মী ভাল থাকুন।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

উম্মে সায়মা বলেছেন: ওরে বাবা এ পর্বে তো আপনি পুরা সুপারমার্কেট তুলে নিয়ে এসেছেন! এখন আমাদের সুপার শেফ সুজন ভাইকে দরকার। তিনি সব রান্নাবান্না করে পরিবেশন করুক B-)
আশা করি ভালো আছেন পুলক ভাই :)

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ উম্মে সায়মা। :D
হুম! একদম ঠিক বলেছেন সুজন ভাইকেই দরকার তবে ওনার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না তাই কি আর করা রান্নার দায়িত্ব আপনাকেই নিতে হচ্ছে ;)
এসব মার্কেট আপনার কাছে তুচ্ছ ব্যপার!! আমরা হঠাৎ দেখি তো! তাই চোখ ঝলসে যায়! যারা দেখেনি শুধু তাদের জন্যই ব্লগে দেওয়া। :D
রান্না শেষ হলে খবর দিয়েন সেই অপেক্ষায় রইলুম । :D

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখককে অনুসরন করা হইলো...:)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

পুলক ঢালী বলেছেন: লেখককে অনুসরন করা হইলো...:)
হা হা হা কি জন্য ভাই!!???? কি অপরাধ হইয়াছে? আমি ডিবি পুলিশকে ভীষন ভুই পাই। অথবা ড্রিংসের বোতলগুলি কি আপনার পছন্দ হইয়াছে অনুসরন করিয়া লাভ নাইরে ভাই অনেক দাম দিতে পারিবো না মাফ চাই ? ;)
পাঠ ও মজার মন্তব্যে ধন্যবাদ। ভাল থাকুন। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.