নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিকের অনুভূতি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪





কাশফুল গুলো ফুটছিলো তুলোর মত ফুলে ফেঁপে উঠেছিলো বাতাসের কোমল স্পর্শে । বাতাসের ঢেউয়ের দোলায় তাল মিলিয়ে নাচছিলো আহবান করছিলো পাশের ঝুটিটিকে এসো তোমার আমার পরাগ মিশিয়ে উড়িয়ে দেই বাতাসের ছন্দে ছড়িয়ে পড়ুক আমাদের ভালবাসা দিক দিগন্তে। বাতাসও তাদের মধুর আলাপনে সায় দিয়ে নেচে উঠলো । মেঘেরা ছিলো আড়ালে চুপটি করে বসে । অপেক্ষার প্রহর গুনে। বাতাসের নাচনে সরব হয়ে মেঘেরা মেতে উঠে তান্ডব নৃত্যে তাদের ভালবাসার কামরস ঝরে পড়ে কাশবনে । থেমে যায় কাশফুলের নৃত্য মৃয়মান হয়ে নেতিয়ে পড়ে অন্যের ভালবাসার দমকে। তাকিয়ে থাকে একে অপরে দিকে সুদিনের প্রত্যাশায়? কখন সূর্য্য এসে তার কোমল উষ্ণতা ছড়িয়ে দিয়ে আবার ফিরিয়ে আনবে প্রানের উচ্ছলতা। ভরে উঠবে দিগন্ত বিসৃত প্রান্তর উজ্জ্বল দুগ্ধফেননিভ শুভ্র তূলার মত কাশ ফুলের মেঘে।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সৈয়দ ইসলাম বলেছেন:


আমার ভালবাসা তোমাকে গ্রাস করবে;
এমনটা হওয়ার কথা ছিল না,
থামিয়ে দিবে তোমার ভালোলাগা মুহূর্তগুলো;
এমনটা কখনো চাওয়া ছিল না!
তারপরও হয়ে গেলো এমন_
এটাই কী ছিল মুহূর্তের লিখন?
বুঝে আসে না!
মন বুঝ মানে না!


পুলক ঢালী ভাই কেমন আছেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

পুলক ঢালী বলেছেন: বাহ্ মাইন্ড ব্লোয়িং মন্তব্য। দারুনভাবে উপস্থাপনা করলেন। ধন্যবাদ সৈয়দ ইসলামভাই।
আপনাদের দোয়ায় ভাল আছি। আপনি কেমন আছেন?

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাহ! চমৎকার!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

পুলক ঢালী বলেছেন: গুরুজী কি খবর কেমন আছেন? আপনার প্রশংসা উদ্দীপনায় ভরিয়ে দেয়। ধন্যবাদ হেনাভাই। ভাল থাকবেন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লিখেছেন !!!
ভালোলেগেছে কাশফুলের কাব্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ম্যাডাম মনিরা সুলতানা। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ব্লগে স্বাগতম। ভাল থাকুন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



লেখা শেষ করার আগে কি পোষ্ট হয়ে গেছে (প্রকাশিত হয়ে গেছে)?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

পুলক ঢালী বলেছেন: হা হা হা গাজীভাই দারুন বলেছেন আসলে পোষ্ট প্রকাশ হওয়ার আগে আপনার মন্তব্য প্রকাশ হয়ে গেছে । হা হা হা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। ভা‌লো লাগ‌লো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই। ভাললাগা জানিয়ে গেলেন ভাল লাগলো। ভাল থাকুন।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী ,




আজ হোক শরতের কাশের বনে হাওয়ার লুকোচুরি । সূর্য্য উঠুক , কাশের বনে উঁকি দিয়ে দেখুক হাওয়াদের খেলা .............

ক্ষণিকের অনুভূতিটুকু চমৎকার ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

পুলক ঢালী বলেছেন: প্রিয় আহমেদ জী এস ভাই কি সুন্দর করে মন্তব্য করলেন মন ভিজে গেল। প্রশংসায় আপ্লুত হলাম। শুভ কামনা রইলো ভাল থাকুন।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সৈয়দ ইসলাম বলেছেন:

আলহামদুলিল্লাহ আমি অনেক চমৎকার আছি। অফিসে কাজের চাপ থাকায় খুব একটা সময় সুযোগ করে উঠতে পারি না। ম্যাডামের আড্ডাঘরের কী অবস্থা?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

পুলক ঢালী বলেছেন: আবার ফিরে আসায় ধন্যবাদ। ম্যাডামের আড্ডাঘর চলছেই। সময় সুযোগ করে এসে বেড়িয়ে যাবেন। আপনি চমৎকার আছেন জেনে ভাল লাগলো ভাল থাকুন সবসময়।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কাব্য গড়েছেন ভালোবাসা নিয়ে, ভালো লাগলো ভাই ।
ছবিটিও সুন্দর মনকাড়া

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

পুলক ঢালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি গীতিকার এবং শিল্পী ভাই। ঘরের বাতায়নে চোখ মেলে তাকালে কাশফুল দেখা যায়। হঠাৎ বৃষ্টির কারনে চুপসে যেতে দেখে যে অনুভূতি হলো তাই লিখে ফেলেছি ভাবনা চিন্তা না করেই। হা হা হা।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: কুড়িল ফ্লাইওভারের ৪টা স্পটে ৫ জন পুলিশ ডিউটি করতেছেন। হাতে বন্দুক। সূর্যের গরম আর বন্দুকের গরম যেন একাকার হইয়া মনে প্রেমের আগুন ধরাইয়া দিল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

পুলক ঢালী বলেছেন: সূর্যের গরম আর বন্দুকের গরম যেন একাকার হইয়া মনে প্রেমের আগুন ধরাইয়া দিল।
ভাই কার মনে প্রেমের আগুন জ্বললো আপনার না পুলিশের? ;)
আজ প্রধানমন্ত্রী বসুন্ধরা কনভেনশন সেন্টারে এসেছিলেন। অনেকক্ষণ পথে আটকা পড়েছিলাম। কত মানুষের কত শ্রমঘন্টা প্লাস গাড়ীর তেল গ্যাস পুড়ে ডলার এবং টাকা নষ্ট হলো!! ঐ টাকায় উনি বা মন্ত্রী সাহেবরা সহজেই হেলিকপ্টার ব্যবহার করতে পারতেন X(( ততে ঢাকাবাসীরা একটু স্বস্থি পেতেন জনগনের অর্থেরও তেমন অপচয় হতোনা এখন সবই অপচয় হলো। :D
আপনার হাতে তো বন্দুক ছিলোনা প্রেমের আঁচ কিভাবে পেলেন।? ;)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: এভাবে ক্ষনিকের সব অনুভুতি গুলো যদি লিখে রাখা যেত!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

পুলক ঢালী বলেছেন: হা হা হা সোহেলভাই মনে এলে তৎক্ষনাৎ লিখে ফেলুন। আপনি তো কাব্যকনা লিখেই চলেছেন ওটাই চালিয়ে যান। ভাল থাকুন।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কবিভাই ভাল থাকবেন।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: শরৎ আমার অনেক প্রিয়.....

সাদা মেঘ আর কাঁশফুলের জন্য মনে হয় !!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা ম্যাডাম আপনার অনুভূতি শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.