নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ভ্রমন ৬ । (বোষ্টন-১)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫




হিল্টন বোস্টন হোটেল।

বোষ্টন পৌছে সায়েন্স মিউজিয়ামের সামনে থেকে টুরিষ্ট বাসে করে শহর পরিভ্রমনে বের হলাম বাস গুলি এম্ফিবিয়ান। চমকপ্রদ অভিজ্ঞতা বোস্টন দেখতে গেলে পুরোপুরি সাতদিন দরকার একদিনে তেমন কিছুই দেখা হয়না। যাই হোক চলুন দেখে আসি ঐতিহ্যবাহী বোস্টন শহরের খানিকটা।

বাসে করে ঘোরার সময় শহরে সবুজের সমারোহ।




প্রাচীন চার্চ।


শহর ও তরুবিথী


কাচের উপর ডিজাইন করা জানালা এগুলোকে টিফানী উইন্ডো বলে বড়লোকের আবাস ।




মেসাচুসেটস স্টেট হাউজ তৈরী ১৭৯৫-১৭৯৮ সালে উপরের ডোমটি প্রথমে তামার পাত দিয়ে মুড়িয়ে তারপর গোল্ড প্লেইটেড করা হয়।


শহরের ভিতরেই ম্যুরাল করা বাড়ী।


ফ্লাইওভারের নীচ দিয়ে চলা।


ছবিই এখানে বাঙ্গময়।


অন্য আরেকটি এম্ফিবিয়ান বাস।


চলতে চলতে চার্লস্ নদী থেকে দেখা শহর ।


নিরাপত্তার জন্য অনেক লাইফ জ্যাকেট রাখা থাকে।


মনে হচ্ছে আমাদের হাতীরঝিল হাইজ্যাক করা হয়েছে। :D


নদীর দু পাড়েই শহর।


আরেকটি উভয়চর বাস।


সফেদ ফেনা তুলে বাস রাস্তায় নয় পানিতে ছুটছে। পাশে শক্ত করে বাধানো নদী পাড়।




বাস পানিতে চলছে শিশুটির অবাক বিষ্ময় ভাবনা।


নদীর উপর স্থাপিত সাকোর দিকে দুরু দুরু বক্ষে এগিয়ে চলা যদি ধাক্কা খায় ! আমাদের সারথী ছিলেন একজন অভিজ্ঞা মহিলা।




ব্রীজের পিলারে কারুময় শিল্পের ছোঁয়া।





নদীতে ঢেউয়ের লহর তুলে এগিয়ে চলেছে জলদেবী :D


নদী থেকে দৃশ্যমান সিড়ির ধাপের মত স্থাপনা।


নীল আকাশ চিড়ে ধাবমান কোন তীরের ফলা ।


ব্রীজের উপরদিয়ে চলমান ট্রাম।


এখানে দর্শনর্থীরা মহাশূন্যের ওজনহীনতার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।


উভয়চর বাসের নীচে চাকা মধ্যখানে পাখা।


বাসের ফ্রন্ট ভিউ।


রাস্তার ডিভাইডারে দৃষ্টিনন্দন ফুলের কেয়ারী।


থিয়েটার হল।


এটাও আরেকটা থিয়েটার হল।




অথবা view this link

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ লাগলো পুলক ঢালী ভাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ তারেক_মাহমুদভাই। আপনার মন্তব্যে প্রেরনা পেলাম। ভাল থাকুন।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

সৈয়দ ইসলাম বলেছেন:
পুলক ঢালী ভাই, কিছু সময়ের জন্য বোস্টন শহরে ছিলাম।


কিন্তু এই দৃশ্য আবার ঢাকা নিয়ে আসলো।
আর চৌদ্দ নং ছবি আমার চৌদ্দটা বাজিয়ে দিল, অখানেও দেখি বৃটিশ রূপসী :-B

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সৈয়দ ইসলাম ভাই। আপনি তো আমার চেয়ে অনেক বেশীদিন ছিলেন অনেক কিছু দেখেছেন আমার সে সৌভাগ্য হয়নি।
১। ঐ ছবি দুটো আপনাকে আবার ঢাকায় আনলো কেন ভাইয়া।
২। ঐ সুন্দরী যে বৃটিশ সুন্দরী বুঝলেন কি করে? আমি তো কিছুই বুঝিনি উনি আমেরিকান/ ইটালিয়ান নন কেন?
ভাই আপনার জহুরির চোখ দুটো আমাকে দিয়ে দেন যাতে নেক্সট টাইমে সুন্দরীদের ঠিকুজী কুষ্ঠি যাতে দেখমাত্র বুঝতে পরি। :D =p~ ;)
সুন্দর মজাদার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: এত্তছবি দিলেন যে মনোমুগ্ধকর ছবি ব্লগ। অসাধারণ লাগলো। ++++++


শুভেচ্ছা নিয়েন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

পুলক ঢালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরি ভাই। ছবি কোনটা দেবো আর কোনটা দেবোনা বাছতে বাছতে পেরেশান সব ছবি দিলে শুধু বোস্টনেই ২০/২৫টা পর্ব হয়ে যাবে। :D
ভাল থাকুন ভাই।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

অগ্নিবেশ বলেছেন: দারুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অগ্নিবেশ। ভাল থাকুন।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

অভিশপ্ত জাহাজী বলেছেন: ব্রিজের পিলারে কারুময় দৃশ্য ,উভয়চর বাস আর নদীর দৃশ্য বেশি ভালো লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অভিশপ্ত জাহাজী। মনের কথা বলেছেন ঐ দৃশ্য গুলি আমারও খুব ভাল লেগেছে।
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আহা ওখানে দেখি সব কিছু ছবির মতই সুন্দর!!
দারুন ছবি ব্লগ।+++
আরও অনেক ছবি দেখার অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ পুলক ভাইয়া।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

পুলক ঢালী বলেছেন: হা হা হা প্রিয় মোস্তফা সোহেল ভাই আপনার মন্তব্যে খুব মজা পেলাম অসংখ্য ছবির মধ্যে মাত্র কয়েকটা বাছতে গিয়ে ৩৪/৩৫ টা হয়ে গেছে । জ্বী ভাইয়া সবই ছবির মত। লাসভেগাসের বা ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতের ছবি কিভাবে দেবো ভাবছি পাবলিকে না আবার আমাকে ব্লগ থেকে তাড়ায় হা হা হা। ;)
ভাল থাকুন। :D

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

রাকু হাসান বলেছেন: চমৎকার ,মনোমুগ্ধকর । বিমোহিত হলাম আমি । ছবিগুলো খুব চমৎকার সব গুলো । খুব ভালো মানের ছবি তুলেছে । সাথে ভিডিও দেওয়ায় আরও ভালো হয়েছে । ক্যাপশনও খুব চমৎকার ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

পুলক ঢালী বলেছেন: হা হা হা ভাই রাকু হাসান আপনার প্রশংসার চাপে আমার তো শূন্যে ডানা মেলে দিতে ইচ্ছে করছে। :D
খুব খুশী হলাম আপনার পছন্দ হয়েছে দেখে। সবসময় সাথে থেকে প্রেরনার অনির্বান শিখাটি জ্বালিয়ে রাখবেন আশা করি।
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন ক্রিকেট পাগল ভাই। :D

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

*** হিমুরাইজ *** বলেছেন: আমেরিকার ছবি দেখে মনে হইতাছে,আমাদের দেশটা শুধু নামেই স্বপ্নপুরি।
কবে যে দেশটা শুধু বইয়ের পাতায় নয় বাস্তবে ছবির মত সুন্দর হবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

পুলক ঢালী বলেছেন: ভাই হিমুরাইজ আমাদের দেশটা আসলেই স্বপ্নপুরী আমরা দৈত্যরা এই স্বপ্নপুরীর স্বপ্নটা ভেঙ্গে দিচ্ছি বার বার। :D
পরিকল্পিত ভাবে সাজালে আমাদের দেশটাও অমন সুন্দর হতো। আমাদের সমস্যা আমরা পান্তা জোটাবো নাকি রূপচর্চা করবো? তারপরও পারতাম যদি ১৭% -------। ;)
অন্য দেশ দেখে অভিজ্ঞতা সঞ্চয় করুন সেজন্যই ব্লগে দেওয়া সুতরাং হীনমন্যতায় ভুগবেন না। আমরা অনেক ভাল।
মনে কষ্ট নেবেন না আপনার মন্তব্যে অনেক খুশী হয়েছি ভাল থাকবেন সবসময়। :D

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: খুব সুন্দর হয়েছে , তবে নদীর পানি অনেক কালো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ জনাব সোনালী ঈগল২৭৪। নদীর পানি দূষনের শিকার নয়। আলোছায়ার খেলায় এমনটা হতে পারে। নদীটি সোজা আটলান্টিকের সাথে যুক্ত হয়েছে। এখানে কেউ দূষনের কারন হলে জরিমানা গুনতে গুনতে তার দফারফা হয়ে যাবে।
ভাল থাকুন ভাই।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

ভুয়া মফিজ বলেছেন: দারুন ছবি ব্লগ।

অামেরিকাতে শুধু ওয়াশিংটন ডি সি তে গিয়েছিলাম বেশ ক'বছর আগে, তাও একটা কাজে। বোস্টনে আমার বেশকিছু আত্মীয়-স্বজন আছে। যে কোনও সময় চলে যেতে পারি। আপনার পোষ্ট দেখে অাগ্রহ আরও বাড়লো। :)

সময় করে এই সিরিজের বাকী পোষ্টগুলো পড়ে ফেলবো, ইনশাআল্লাহ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

পুলক ঢালী বলেছেন: হা হা হা ভাই ভুয়া মফিজ অবশ্যই যাবেন। আপনি লাইক করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। ডিসিতে নিশ্চয়ই জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, ক্যাপিটাল হাউস, হারবার দেখেছেন ওগুলো নিয়ে একটা ছবিব্লগ দিয়ে দিন। জ্বী পড়ে ফেলুন বাকীগুলি। :D
পাঠ ও মন্তব্যে আবারও ধন্যবাদ ভাল থাকুন।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো আরেকটু মন দিয়ে তুলুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

পুলক ঢালী বলেছেন: ভাই ছবিই তো তুলতে পারিনা মন দেবো কি করে? :D
হয় রাস্তায় বাসের দুলুনী না হয় পানির ঢেউয়ের দুলনী এত দোলা দুলীতে কিভাবে ছবি তুলবো আপনার হাতের ক্যামেরাটা দিয়ে একটু বুঝিয়ে দিন। নাহ্ ভয় পাওয়ার কিছু নেই ক্যামেরা ফেরৎ দেবো ৯০% গ্যারান্টি। ;)
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাল থাকুন।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

কাছের-মানুষ বলেছেন: ছবিগুলো আরেকটু সুন্দর হতে পারত।

জায়গাগুলো দেখতে সুন্দর দেখতে । অভিনন্দন রইল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

পুলক ঢালী বলেছেন: হা হা হা ভাই কাছের-মানুষ অনেক ধন্যবাদ সুপরামর্শের জন্য। সমস্যা হচ্ছে আমি ছবি তুলতে জানিই না আনাড়ী হাতের তোলা ছবি ।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাল থাকুন। :D

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

অভিশপ্ত জাহাজী বলেছেন: আপনিও ভালো থাকবেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

পুলক ঢালী বলেছেন: ফিরতি মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ভাই অভিশপ্ত জাহাজী। :D

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সনেট কবি বলেছেন: সুন্দর+

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি । ভাল থাকুন।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

সৈয়দ ইসলাম বলেছেন:
(যেন সসৌন্দর্য দেখতে ও খোঁজতে পারি তাই) আপনার চোখটা খোলে আগে দেন; বাকি সবে আমি রাজি ;)

চলুক ভেল্কিবাজি =p~ =p~ =p~ =p~

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০

পুলক ঢালী বলেছেন: হা হা হা । প্রাকৃতিক সৌন্দর্য্যের চেয়েও বেশি সৌন্দর্য্য দেখার চোখ যে আপনার ভাইয়ু। আপনি যে আসল সৌন্দর্য্যের বড় সমজদার। ;)
হা হা হ চলুক ভেল্কী বাজী হাহাহা। :P ;) =p~ =p~ =p~

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

উম্মে সায়মা বলেছেন: বাহ! আপনার চোখে বোস্টন শহর দেখে ভালো লাগলো পুলক ভাই।
ভালো আছেন আশা করি

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

পুলক ঢালী বলেছেন: জ্বী মাই ডিয়ার ম্যাডাম অনেক ভাল আছি। আপনাকে অনেক মিস করি পালিয়ে থাকছেন কেনু? :D
দেখেছেন রিপ্লাইতে ইমো দেওয়া শিখে গেছি হা হা হা।
ভালো লেগেছে জেনে উনুপ্রানিত হলাম অনেক ধন্যবাদ। ভাল থাকুন পিচ্চী ম্যাডাম! :)

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। তবে কিছু ছবি টেনে সাইজ বড় করার কারণে ফেঁটে গেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

পুলক ঢালী বলেছেন: তবে কিছু ছবি টেনে সাইজ বড় করার কারণে ফেঁটে গেছে
ধন্যবাদ সুমন কর ভাই। আমি টেনে বড় করিনি রেশিওর কারনে হতে পারে।
পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ভাল থাকুন।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

কলাবাগান১ বলেছেন: বোস্টনে গেলেন কিন্তু চার্লস নদীর পাড়েই বিখ্যাত হার্ভাড আর এমআইটি বিশ্ববিদ্যালয়ের ছবি কই????????? প্রতি মাসেই বোস্টন যাওয়া হয়....

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

পুলক ঢালী বলেছেন: হা হা হা কলাবাগান১ ভাই ভাল কথা বলেছেন। আপনিই বলুন একদিনে গিয়ে ফিরে আসার মধ্যে কতটুকু দেখা সম্ভব? এমআইটির পাশ দিয়ে গিয়েছি তবে হার্ভারডে ঢুঁ মেরেছি ওটা নিয়ে হয়তো সংক্ষিপ্ত একটা পোষ্ট দেবো এটা বোস্টন ১ পর্ব :D । আসলে প্রথম দেখায় চোখের তৃপ্তি মেটানোটাই মূখ্য ব্যাপার। পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। ভাল থাকুন।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



ছবি তোলাটাই আপনার বোষ্টনের অভিজ্ঞতা?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

পুলক ঢালী বলেছেন: হা হা হা ইয়েস স্যার আমি ওখানে পড়াশুনা করতে যাইনি যা দেখেছি তা ছবি দিয়ে শেয়ার করছি যারা যাননি বা দেখেননি তাদের জন্য। আমি যেটুকু আনন্দ পেয়েছি তাও শেয়ার করছি। :D
আমার আমেরিকা ভ্রমন পোষ্টে এটা আপনার প্রথম মন্তব্য। ধারনা করেছিলাম এখানে আপনার আগ্রহের কিছু নেই থাকার কথাও নয়। তারপরও দয়া করে এসেছেন মন্তব্য করেছেন সে জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৬

চাঙ্কু বলেছেন: বস্টন হল ইউনিভার্সিটির শহর কিন্তু কোন ক্যাম্পাসের ছবি দেন নাই!! আফসুস

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

পুলক ঢালী বলেছেন: হা হা হা কপিজ্ঞতা ভাই। আপনি বলেছেন যখন তখন মার্কেট ঘোরাঘুরি শেষ করে তারপর ছোট করে ক্যাম্পাসের একটা ছবি দেবো। :D
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাল থাকুন।

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: @কলাবাগান১, You should visit me. I live close.

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

পুলক ঢালী বলেছেন: Then share the mail or phone no. with Kolabagan1 I'll be pleased if you can meet each other through this blog.
However thanks for the comment. Keep going fine. :D

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

তারেক ফাহিম বলেছেন: ব্রিজের কারুকার্য বেশি ভালো লাগছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ফাহিম ভাই। অনেক পুরনো ব্রীজ এখনো দারুনভাবে টিকে আছে রক্ষনাবেক্ষনের জন্য। ভাল থাকুন।

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী ,




ছবিতে সুন্দরতা দেখে দুঃখ হয় , কবে যে আমাদের শহরগুলোও অমন হবে !!!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই। একদম মনের কথা বলেছেন। ঐ যোগ্যতা আমরা কবে অর্জন করবো জানিনা। ঢাকায় আমি যেখানে থাকি সেখানে ১০০% ভাগ শিক্ষিতের বসবাস কিন্তু পরচ্ছন্নতা আর আচরনে সেটার কোন ছাপ নেই।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকুন। শুভেচ্ছা রইলো।

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর সব ছবি !!
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা সুলতানা ম্যাডাম। আপনার সুন্দর লেগেছে জেনে প্রীত হলাম। ভাল থাকবেন।

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

স্রাঞ্জি সে বলেছেন:
দারুণ সব ছবি। দেখে প্রাণ টা জুড়ে গেল। কিন্তু ছবি তো ছবি......

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ স্রাঞ্জি সে ভাই। বাস্তব কথা বলেছেন ছবিতো ছবিই এটা শুধু যেটুকু ধারন করে সেটুকুর কথাই বলে। ছবির কাছে প্রত্যাশার কিছু নেই। ভাল থাকুন।

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবিব্লগ।

বোস্টন গ্যাছেন মাগার এমআইটি আর হার্ভাডের ছবি নেই এটা কি হল। ওদিকে পাড়া দেন নি। :D

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

পুলক ঢালী বলেছেন: ভাইয়ু ! সকালে গিয়ে রাতে ফিরে এসেছি ঝটিকা সফর বলতে পারেন। এমআইটির পাশ দিয় গিয়েছি হাভার্ডে ঢুঁ মেরেছি ওটা পরে আসবে। আপাতত বাহিরে ঘোরাফেরাটা শেষ করি। :D
মন্তব্যে ভাললাগা রইল। ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.