নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

ঝটিকা সফরে রাজশাহীতে একদিন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩



খেজুর গাছের গায়ে কমলা রং এর অর্কিড দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না।


ঢাকা থেকে যমুনা নদীর ওপারে পদ্মানদী বিধৌত বিভাগীয় শহর রাজশাহী । শাহ্ মখদুমের পরশখ্যাত পূন্য ভূমিও রাজশাহী। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দ্বিতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী। এখানে মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, ইন্জিনিয়ারিং কলেজ, ক্যাডেট কলেজ ইত্যাদি স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহী সিল্কের জন্যও বিখ্যাত।
রাজশাহীর প্রাচীন নাম রামপুর বোয়ালিয়া। তবে রাজশাহীকে পুন্ড্র নগরীও বলা হত। এখানকার অধিবাসীরা পুন্ডা প্রজাতির আখ চাষ করতেন এছাড়াও এই এলাকার মানুষেরা পান্ডু (জন্ডিস) রোগে ভুগতেন বলেও ঐ নামকরন করা হয় বলে কথিত আছে।
শাহ্ মখদুম তার বড় ভাই সৈয়দ আহমেদ (মিরন শাহ্) সহ বাগদাদ থেকে বরেন্দ্রভূমি রাজশাহী আসেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য আনুমানিক হিজরী ১৬৮৭ সনে। সুফি শাহ্ মখদুমের এপিগ্রাফিক থেকে জানা যায় রাজশাহী নগরের পত্তন হয় ১৬৩৪ সালে। বাংলাদেশের একমাত্র বরেন্দ্র যাদুঘরটি রাজশাহীতে অবস্থিত। রাজশাহী বিমানবন্দরটি সূফী শাহ্ মখদুমের নামে নামকরন করা হয়েছে।
মোগল সাম্রাজ্যের শাসনকালে সম্রাট আকবর রাজশাহীর শাসনভার পুটিয়ার রাজপরিবারের হাতে ন্যস্ত করেন।
রাজশাহীকে আমের দেশ ও বলা হয়। রাজশাহীর পুরো জোনেই প্রচুর আমবাগান রয়েছে যা ভারতের সীমানা পর্যন্ত বিস্তৃত। রাজশাহীর উত্তরে ভারতের মালদহ জেলা অবস্থিত।
রাজশাহীতে একটি শিশুপার্ক এবং সফুরা সিল্ক পল্লী রয়েছে।
রাজশাহীর অধিবাসী এবং ভ্রমন পিপাসুরা প্রাকৃতিক নৈস্বর্গিক দৃশ্য উপভোগ করতে এবং মুক্ত হাওয়ায় বিচরনের জন্য পদ্মা নদীর তীরকেই বেছে নেন। পদ্মার টি বাধ বা গ্রোয়েনে ভ্রমন কালে স্মৃতি এখানে শেয়ার করলাম যারা দেখেন নি তাদের জন্য।
কিছু তথ্য গুগল থেকে নেওয়া এবং ৩টি ছবিও গুগল থেকে নেওয়া।

১। রাজশাহীতে একটি আম চত্তর আছে যারা কখনো আম দেখেন নি আমার মত তারা আম কেমন দেখে নিন। :D


২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। গুগল।


৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি। ১৯৭১ সালে পাকিস্তানী সৈন্যরা শহীদ ডঃ শামসুজ্জোহা হলে ক্যাম্প করে এবং শতশত বাঙ্গালীকে ধরে এনে মেরে ফেলে যাদের মধ্যে রাজশাহী ক্যাডেট কলেজের প্রফেসর এবি সিদ্দিকীও ছিলেন।


৪। এপিটাফ।


৫। রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন। গুগল


৬। রাজশাহী শিশুপার্ক গুগল।


৭। খেজুর গাছে বেগুনী এবং হালকা বেগুনী রং এর চমৎকার অর্কিড।


৮। পদ্মার পারে।


৯। গোধূলী লগ্নে মেঘের আলোয় আলোকিত পদ্মা মাঝে নিঃসঙ্গ নৌকা চলছে বৈঠার টানে।


১০। কোথা থেকে আসা কোথায় হারিয়ে যাওয়া।


১১। সারাদিনের কাজের পর ঘাটে ফিরে আসা নৌকা।


১২। সারা দিনের কর্ম ব্যস্ততার শেষে একটু শান্তির আকাংখা।


১৩। ভাঙ্গন রোধের প্রস্তুতিতে স্তুপ করে রাখা বস্তা।


১৪। নদীর পারে এক টুকরো কাশ বন।


১৫। নৌবিহারের আয়োজন। কোলাহল পিছে ফেলে নিজেদের মধ্যে মগ্ন হওয়ার জন্য একটু সময়ের খোঁজে।


১৬। আমাদের জন্য বাহারী বিলাসবহুল ইয়ট অপেক্ষা করছে :D
এখানে একটা ব্যাপার ঠিক হিসাবে মিলছেনা। গ্রোয়েন তৈরী করা হয় নদীর স্রোতকে ধীর গতি করে দেওয়া এবং চর পড়ে তীর তৈরী হওয়ার জন্য। সেক্ষেত্রে এখানে ভাঙ্গার কথা নয় অথচ ভাঙ্গছে।


১৭। নদীর একেবারে পাড় ঘেষে চেয়ার বসানো চটপটি ব্যবসায়ীদের কাজ নদীর দৃশ্য উপভোগ একই সাথে পেটেরও সেবা। এই ছবির বিশেষত্ব হলো আকাশে মনে হচ্ছে কেউ বসে মুখ থেকে ধুয়া বের করছে অথবা কোন মল্ল যোদ্ধা মুগুর হাতে দাড়িয়ে আছে। ;)


১৮। বাঁধানো পাড় আরাম করে বসে সময় ক্ষেপনের জন্য চমৎকার আয়োজন।


১৯। ভ্রমনকারীদের নৌবিহারের সুখ বিলাবার অপেক্ষায়।


২০ ।


২১। ভাঙ্গন রোধের জন্য স্তূপ করে রাখা বস্তার উপর বসেই সুখ এবং শান্তি খুঁজে ফেরা।


২২।


২৩। বাঁধের উপর ইটের গাথুনি এগুলো আবার তারের নেট দিয়ে সুরক্ষিত করা তবে রক্ষনাবেক্ষনের কথা মনেহয় কর্তৃপক্ষ ভুলে গেছেন। আমাদের দেশে যেখানেই ঘুরতে যাই সরকারী ব্যবস্থাপনার অধীন যত স্থাপনা আছে সেগুলোর ভীষন করুন অবস্থা। প্রাইভেট গুলি ঠিক আছে। মানুষ টিকিট কেটে সেগুলো উপভোগ করছে। এখানে মানুষের ট্যাক্সের টাকা ব্যায় করার কথা। একটা হাচ্ছি (মানে হলো চালডাল তেলনুন মায় জীবনধারনের জন্য খাবার পানিতেও ধনী গরীব সবাই সমান ভ্যাট দিচ্ছে। ) দিলেও যেখানে ভ্যাট কাটা হয় সেখানে টাকা নাই বলা যাবে কি ?


মন্তব্য ৮০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন সব ছবি!!!
নদীর পাড়ে মুক্ত বাতাসে বসে চটপটি খেতে নিশ্চয় দারুন একটা বিষয়।
চটপটি খেয়েছিলে ওখানে গিয়ে?
আকাশ-নদী-আর মেঘের ছবি সবচেয়ে বেশি ভাল লেগেছে।
ছবি ব্লগে +++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই প্রথম হওয়ার জন্য এবং মন্তব্য করার জন্য। ১৭ নং ছবির ব্যাপারে আপনার মতামত কি? :D

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: পুলক ঢালী রাজশাহীতে পড়ার সুবাদে রাজশাহীর প্রতি এক ধরে ভালবাসা রয়েছে আমার ভিতরে, সত্যি আপনার ছবিগুলো মনোমুগ্ধকর। লাইক দিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

পুলক ঢালী বলেছেন: জ্বী ! তারেকভাই রাজশাহীর প্রতি ভালবাসা থাকাটাই স্বাভাবিক। রাজশাহীর মানুষ অনেক ভদ্র আমার ভালই লেগেছে। লাইক দেওয়ার জন্য ধন্যবাদ।ভাল থাকুন।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী ,




পদ্মার ছবি মন উদাস করে দেয়ার মতো ।
আপনার তোলা শুরুর ছবিটাও অপূর্ব । ঝকঝকে সব ছবি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ আহমেদ জি এস ভাই। পদ্মার ছবি মন উদাস করে দেয়ার মতো । একদম সঠিক কথাটাই বলেছেন ভাল লাগলো । ভাল থাকুন।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছবি ব্লগ ++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ফাহিম ভাই। প্লাস দেওয়ায় খুব খুশী হলাম ভাল থাকবেন।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: মনোমুগ্ধকর ছবি ব্লগ। +++++

একরাশ মুগ্ধতা দাদা।

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

পুলক ঢালী বলেছেন: অনেক সুন্দর মন্তব্য। আপনার মুগ্ধতায় আমি আপ্লুত। অনেক ভাল থাকবেন । শুভেচ্ছা নেবেন।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

রাকু হাসান বলেছেন:

প্রথম ছবিটি খুব চমৎকার । বিশেষ করে নিচে হলুদ থাকার কারণে । ছবিগুলো দেখে রাজশাহীকে পরিচ্ছন্ন মনে হলো । আর পদ্মার পাড়ের ছবিগুলো সময় নিয়ে দেখলাম আর ভাবলাম । 8-|
*গুরুজী পাকবদ করতে হবে তো । গোলা বারুদ রেডি করেন । :P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

পুলক ঢালী বলেছেন: হা হা হা ক্রিকেট পাগল ভাই । এই মন্তব্যেও ক্রিকেট দারুন মজা পেলুম। গুরুজী পাথর হওয়া থেকে বেচেঁ গেছেন এখন গোলা বারুদের ঘাটতি থাকলে তিনি আবারও শোকে পাথর হয়ে যেতে পারেন। ;)
আপনার মন্তব্যে দারুন মজা পেলাম রাকু হাসান ভাই ভাল থাকুন। :D

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

চাঁদগাজী বলেছেন:


ছবিগুলো কথা বলছে।

ঐ এলাকার মানুষের স্বভাব, চালচলন কেমন?

বালির বস্তা ফেললে ভাংগন থামেনা; পানির স্রোত লাগে তীরে, বস্তা চলে যায় তলায়; পুরো এলাকার লোকজন ইডিয়ট নাকি?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

পুলক ঢালী বলেছেন: ছবিগুলো কথা বলছে। দারুন কথা বলেছেন গাজীভাই।
বালির বস্তা ফেললে ভাংগন থামেনা; পানির স্রোত লাগে তীরে, বস্তা চলে যায় তলায়; পুরো এলাকার লোকজন ইডিয়ট নাকি? গাজীভাই আপনার কথার সাথে একমত তবে বস্তাগুলো বালির কিনা জানিনা তাই আমি শুধু বস্তা লিখেছি। জিও-প্লাষ্টিক বা সিমেন্ট মিশ্রিত কিছু কিনা তাও জানিনা। এগুলোর জন্য দায়ী সরকারী প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ড ইডিয়ট হলে ওরা হবে রাজশাহীর মানুষ নয়।
ঐ এলাকার মানুষের স্বভাব নম্র হালচালে জীবনের টানাপোড়ন তো আছেই তবে শুনেছি বড়লোকরা টাকা খরচ করতে চায়না (কিছুটা যেন পশ্চিম বঙ্গের প্রভাব) ফলে ঢাকা রাজশাহী ফ্লাইট সংখ্যা কম। :D
ভাল থাকুন গাজীভাই।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ছবি। সুন্দর বর্ণনা।।। ভালো করেই দেখলাম ।।। ভালো লাগলো

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ আব্দুল্লাহ্ আল মামুন ভাই। খুব ভাল করে দেখেছেন জেনে ভাল লাগলো ভাল থাকুন।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

পুলক ঢালী বলেছেন: হা হা হা সনেট কবি ভাই অনেক ধন্যবাদ। কবির ভাবনায় যদি বাঙ্গময় ছবি দিয়ে ভাবনার কোন রসদ যোগাতে পারি তাহলেই স্বার্থকতা। ভাল থাকবেন।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: পুলক ভাই মনে হইতাছে কঠিন প্রশ্ন কইরা ফালাইছেন :((
যদিও প্রশ্ন ফাঁস হইয়া গেছে আগেই :D

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

পুলক ঢালী বলেছেন: উহুঁ ! ফাঁস হয়নাই। প্রশ্নও সোজা। কবির ভাবনায় একই অনুভুতির বিভিন্ন রং হতে পারে আমি কবি হলে মেঘের ঐ চিত্র নিয়ে কবিতা লিখতে পারতাম।
১। প্রেমে হতাশ হয়ে ধুম্রতেই শান্তনা খোজা। :D
২। প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে যাবার জন্য আপনাকে শাস্তি স্বরূপ মুগুরের ভয় দেখাচ্ছে। ;)
৩। মারফতি লাইনে চলে যান পৃথিবীর পাপ তাপ দেখে সিগনাল দিতাছে ভাল হইয়া যাও নইলে মুগুরভাজা কপালে জুটবো। ;)
এখন আপনি তিনটা কবিতা লিখবেন ঠিক আছে ? :D

(কিন্তু ১৭ নং ছবি নিয়ে আর কারো ভাবনা এলো না ছোটবেলায় আমরা মেঘ দিয়ে কত বাঘ কুমির মানুষ হাতী বানিয়েছি সেগুলো মনে পড়ছে)

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: গুড। ভেরি গুড।
ঘরে বসে রাজশাহী দেখে নিলাম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

পুলক ঢালী বলেছেন: হা হা হা রাজীব ভাই কমছে কম ট্রেন ভাড়াটা পাঠিয়ে দেন। ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকুন।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার সব ছবি ;
আমি ঈদে গ্রাম থেকে ফেরার পথে কিছু টা সময় পদ্মার পাড়ে কিছু'টা সময় কাটিয়েছি।
দারুণ অনুভূতি ছিল ।

আপনার পোস্ট ভালো লেগেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাডাম মনিরা সুলতানা। আপনার চমৎকার অনুভূতির কথা জেনে ভাল লাগলো । আপনি তাহলে কি রাজশাহীর মানুষ ?
ভাল থাকবেন সবসময়।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: অনেক আগে একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসেছিলাম, আপনার ছবিগুলো দেখে আবারও ভালো লাগল। কিছু ছবির ক্যাপশন মজা করে দিয়েছেন, গুড। আর আমরা কোন দিন সচেতন হবো না !!

নদীর পাড়ে ঘুরতে যেতে হবে.......+।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কবি সুমনকর ভাই। ভাল লাগলো আপনার মন্তব্য। অবশ্যই আসবেন কবি মানুষ কবিতার অনেক উপাদান পাবেন নিশ্চয়ই।
ভাল থাকবেন।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাজশাহীতে এলেন, অথচ আমাকে একটা ফোন দিলেন না! ফাহিম বা আরাফআহনাফের কাছে আমার ফোন নম্বর আছে। ছবি ব্লগ সুন্দর হয়েছে। কবে এসেছিলেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

পুলক ঢালী বলেছেন: হেনাভাই অনেক আগে রাজশাহী গিয়েছিলাম। আড্ডায় বলেওছিলাম তখনও আপনি ঠিক এই কথাটাই বলেছিলেন আমিও বলেছিলুম ওটা ঝটিকা সফর ছিলো । সে সময় রানীভবানীর রাজবাড়ী উত্তরা গনভবন এগুলো বেড়িয়ে ছিলাম। গনভবনের ছবিগুলি পাচ্ছিনা পেলে ওটারও একটা ছবিব্লগ হাজির করতাম। সেই সময় সফুরা সিল্ক পল্লীতেও গিয়েছিলাম ওটার একটা পোষ্ট দেবো। (আসলে আমেরিকার ছবিগুলি এখন আমার কাছে নেই তাই যেগুলো আছে সেগুলোর সদ্বব্যবহার করছি।) গুরুজী ছবি ব্লগটা আপনার ভাল লেগেছে জনে ভাল লাগলো। :D
হেনা ভাই আপনি এলেন মন্তব্য করলেন সেজন্য অনেক ধন্যবাদ ভাল থাকবেন আরো দীর্ঘায়ু হন এই কামনা রইল।

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

মনিরা সুলতানা বলেছেন: জি না ভাই -
বর্তমানে বিবাহ সূত্রে আমি নওগাঁর , রাজশাহী হয়ে মাঝে মাঝে নওগাঁ যাওয়া আসা করি। সেভাবেই এই ঈদে ঘুরলাম।
শুভ কামনা :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

পুলক ঢালী বলেছেন: ওও আচ্ছা আচ্ছা ! নওগাঁর শেষ প্রান্তে পাহাড়পুর বৌদ্ধ বিহার। ওখানে গিয়েছিলাম অটোতে করে গ্রামের পথ বেয়ে দুপাশে সবুজ ধান ক্ষেতে বাতাসের হিল্লোলে ঢেউয়ের খেলা ভীষন তন্ময় হয়ে মুগ্ধতায় হারিয়ে গিয়েছিলাম ভাবলে এখনও কল্পনায় দেখতে পাই।
ভাল থাকবেন ম্যাডাম মনিরা সুলতানা আপনার প্রতিও অনেক শুভকামনা রইলো।

(ছোটবেলায় রোমেনা আফাজের দস্যুবনহুর সিরিজের বই পড়তাম দস্যু বনহুরের প্রেমিকার নাম ছিলো মনিরা সেই সময় এই নামটা আমার খুব প্রিয় ছিল। :D )

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার সব ছবি অার দারুণ বর্ণনায় রাজশাহীকে তোলে ধরেছেন ভাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ প্রিয় সুজনভাই। আপনি এখন কেমন আছেন? শরীর ভাল তো? রোহান, ভাবী সবাই ভাল আছে তো? আপনার প্রশংসায় প্রেরনা পেলাম । সব সময় ভাল থাকুন এই কামনা রইলো।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

ঢাকার লোক বলেছেন: সুন্দর ছবি। সুন্দর বর্ণনা। ভালো লাগলো !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকার লোক। ছবি ও বর্ননা আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো। ভাল থাকুন সব সময়।

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: হুম ঠিক ঐ প্রান্তেই আমাদের বাড়ি, পাহাড়পুর থেকে ৩০ মিনিটের পথ।
আচ্ছা আচ্ছা তাই বলেন :) যদিও আমি দস্যু বনহুর পড়ি নাই কখনো।

শুভ কামনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মনিরা ম্যাডাম। আপনাদের বাড়ী বেশ বিখ্যাত জায়গায়। :) ছোটবেলায় দুষ্ট ছিলাম পড়ার বই বাদ দিয়ে গল্পের বই পড়তাম। অল্প অল্প করে বাজারের পয়সা চুরি করে জমিয়ে গল্পের বই কিনতাম :D । আপনারা সুবোধ বালিকা ছিলেন তাই বনহুর কুয়াশা পড়েননি। ;) =p~
ভাল থাকবেন।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

চাঙ্কু বলেছেন: রাজশাহীরে ভালা পাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কপিজ্ঞতা ভাই। রাজশাহী বেশ পরিস্কার পরিচ্ছন্ন শহর বলে মনে হয়েছে । মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আহা! "প্রিয় শহর রাজশাহীতে অনেক বছর যাওয়া হয়না। :(


ছবি ব্লগ ভালো হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৯

পুলক ঢালী বলেছেন: কবিভাই ভাল আছেন ? রাজশাহী আমার কাছে বেশ নিরিবিলি শহর বলে মনে হয়েছে ঢাকা চট্টগ্রামের মত বাজে শহর বলে মনে হয়নি। মন্তব্যে ধন্যবাদ। ভাল থাকুন।

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর, বস্তার উপর বসে সুখ শান্তি খুঁজে ফেরাটাও বেশ মজা দায়ক। তবে ছবির রেজ্যুলেশন আরো কমানো উচিৎ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৬

পুলক ঢালী বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর ধন্যবাদ ছবি ব্লগের গুরুভাই অনেক ভাল লাগলো।
তবে ছবির রেজ্যুলেশন আরো কমানো উচিৎ ঠিক বলেছেন।
তবে আমি দেখেছি রেজ্যুলেশন কমালে অবজেক্টগুলি ডিফর্ম হয়ে যায় স্কয়ার রেশিওর কারনে। অন্য রেশিওতে ছবিগুলি পিগমী হয়ে যায়। আপনার সফ্টঅয়ারটা আমার দরকার। :D
অনেক ধন্যবাদ বাংলার ইবনে বতুতা কামাল ভাই মন্তব্য ও পরামর্শের জন্য। ভাল থাকুন সবসময়। :)

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

এ.এস বাশার বলেছেন: ভাই আমি কিন্তু রাজশাহীর সেল্যা। আপনার বাড়ি কতি একটু বুলবেন?
ছবি গুল্যা ছুনন্দর হইয়্যাছে,,,,,,,,

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

পুলক ঢালী বলেছেন: হা হা হা ধন্যবাদ ভাই এ.এস বাশার । আপনি রাজছাহীর ছাওয়াল ? ভাল বুইলছেন জী। আপনার চেয়ে আর কেউ রাজছাহীকে ভাল চিলবে না। :D আমার বাড়ী কুতি বুইলতে ছমস্যা নাই। কিন্তু কতি কথাটার চল আছে খুলনা যশোরের ওদিকে।
ছবি ছুন্দর হইছে তাও আপনাগো দেছের কিছু মিষ্টি মন্ডা আম কি আমার পাওনা হয় নাই? ব্লগেই দিয়া দেন আমরা ছবাই মিলে খাই। ;)

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হা হা হা রাজীব ভাই কমছে কম ট্রেন ভাড়াটা পাঠিয়ে দেন। ;)
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাল থাকুন।

হা হা হা-------------

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

পুলক ঢালী বলেছেন: =p~ =p~ =p~ হাহাহা ফিরতি মন্তব্যে বিয়াফুক মজা পাইলাম। ভাল থাকুন।

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

শামচুল হক বলেছেন: চমৎকার ছবি, দেখে প্রাণ জুড়িয়ে গেল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ শামচুল হক ভাই। আপনার মন্তব্যে খুশী হলাম । ভাল থাকুন।

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ !!!


জ্বি, আমি ভালো আছি !! আশা করি, আপনিও ভালো আছেন ।

সব শহরের চেয়ে রাজশাহী বেশ নিরিবিলি একটা শহর আর আমি রাজশাহী বিভাগের কোন একটা জেলার ছেলে! ;)


ভালো থাকুন সবসময়....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

পুলক ঢালী বলেছেন: আচ্ছাাাা ! আপনি তাহলে যমুনার ওপারে উত্তর বঙ্গের মানুষ? উত্তর বঙ্গের মানুষ অনেক ভদ্র এবং নিরীহ। এখন বিভিন্ন জায়গার মানুষের সমাগমে চিত্রটা দ্রুতই পাল্টে যাচ্ছে তার সাথে যোগ হচ্ছে জীবন যাত্রার টানাপোড়ন জনবহুলতার চাপ ইত্যাদি।
আপনার দোয়ায় ভাল আছি। ভাল থাকবেন সবসময় এই কামনা রইলো।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার সব ছবি!
রাজশাহী যাওয়ার খুব ইচ্ছা আছে........

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

পুলক ঢালী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ হাসান জাকির ৭১৭১ ভাই। রাজশাহী যাওয়ার খুব ইচ্ছা আছে........
তাহলে আর দেরি কেন বেড়িয়ে পড়ুন :D । ভাল থাকুন শুভেচ্ছা রইলো।

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কি চমৎকার ছবিগুলো তুলে এনেছেন তা কিভাবে এর মুগ্ধতা প্রকাশ করি!
অসাধারণ, চোখজোড়ানো, মনোমুগ্ধকর।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

পুলক ঢালী বলেছেন: হা হা হা একাধারে কবি,গায়ক,সুরকার ভাই বলছেন কিভাবে মুগ্ধতা প্রকাশ করবো। হাহাহা তাহলে আমজনতার কি হবে? :D
অনেক ধন্যবাদ নয়ন ভাই আপনাকে মুগ্ধতায় নির্বাক করে দিতে পেরে আমি যারপরনাই খুশী। ব্লগভ্রমন ও মন্তব্যের জন্য একরাশ শুভেচ্ছা রইলো । ভাল থাকুন।

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

নষ্টজীবন® বলেছেন: খুব সুন্দর পোস্ট, অসাধারণ সব ছবি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই নষ্টজীবন® । আপনার মন্তব্যে খুব খুশী হলাম। রাজশাহী খুব সুন্দর এবং পরিচ্ছন্ন শহর এখানে বেড়ালে আপনার নষ্টজীবন নির্ঘাৎ বিশুদ্ধ জীবনে পরিনত হবে। :D
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাল থাকুন।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নীল ফিরোজ । আপনার ব্লগে মন্তব্য করে এলাম। পোষ্টটি আপনার সুন্দর লেগেছে জেনে খুশী হলাম ভাল থাকবেন।

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

পলক শাহরিয়ার বলেছেন: আমার শহর। শৈশব কৈশর যৌবনের শতসহস্র স্মৃতি ছড়িয়ে এখানে। ছবিগুলো চমৎকার তুলেছেন। সুন্দর পোস্ট। ধন্যবাদ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেককেই পাচ্ছি। তাহলে তো আপনার কাছেও আমার কিছু পাওনা হলো :D
আপনাদের শহর সত্যিই খুব সুন্দর আমার খুব ভাল লেগেছে। প্রশংসায় আপ্লুত হলাম অনেক ভাল থাকবেন পলক শাহরিয়ার ভাই।
আপনি ভাল লিখেন তবে বেশ কিছুদিন মনে হয় লিখছেন না। :) ভাল থাকুন।

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: রাকু হাসান, ভাইয়া রাজশাহী বাংলাদেশের প্রথম পলিউশন ফ্রি সিটি। অনেক পরিস্কার। এসে বেড়িয়ে যান। ভালো লাগবে।

পোস্ট দারুণ হয়েছে। সুন্দর সুন্দর সব ছবি!

রাজশাহীতে শিশুপার্কের সাথে একটা চিড়িয়াখানাও আছে যদিও পশুর সংখ্যা অনেক কম! পদ্মা নদীর পাড় ঘেষে রবীন্দ্র সরোবরের আদলে লালন মঞ্চ গড়ে তোলা হয়েছে। সিল্ক পল্লীটার নাম সপুরা নয়। সপুরা সবচেয়ে বিখ্যার সিল্ক মিল, মিলের সাথে শো রুমও আছে। সিল্ক মিলটিও চাইলে ঘুরে দেখা যায় ওনাদের বললেই খুব আগ্রহ নিয়ে দেখান। আশেপাশে রাজশাহী সিল্ক, উষা সিল্ক সহ আরো বেশ কিছু সিল্ক মিল আছে ঐ এলাকায়।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

পুলক ঢালী বলেছেন: আচ্ছা আচ্ছা ! আমি ঐ মিল থেকে শাড়ী, থ্রী পিস কিনেছিলাম। ওখানে অনেক সিল্ক মিল দেখে সপুরা সিল্ক পল্লী ভেবেছিলাম। ভুল ভেঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ওখানে সিল্ক পোকার জীবনচক্র দেখানো হয়। আমি অনেক ছবি তুলে এনেছি।
অনেক ধন্যবাদ। ব্লগে স্বাগতম দি ফ্লাইং ডাচম্যান ভাই। ভাল থাকবেন।

৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

এ.এস বাশার বলেছেন: ছুন্দর প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। আম খাবেন বুলবেন না, এখুনি পাঠিয়ে দিচছি......

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পুলক ঢালী বলেছেন: ইস্! ভাই উপরে কি সুন্দর লোভনীয় আম পাঠালেন। নীচের সব কাঁচা আম কি আর করা উপরের আম দুধভাত দিয়ে খুব মজা করে খেলুম। নীচের আম দিয়ে আচার বানিয়ে খাবো ভাবছি, কিছু আম ডালের সাথে আর কিছু আম শুকনো মরিচ পুড়িয়ে কাসুন্দী দিয়ে মাখিয়ে খেলাম। আমের সব রকম স্বাদ পরখের ব্যবস্হা করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বাশার ভাই। :D
ভাল থাকবেন।

৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ আপনাকে। কোনো না কোনো একদিন রাজশাহীতে আসা হবে ইনশাআল্লাহ্‌ ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ম্যাডাম ফারিহা হোসেন প্রভা। আমার পোষ্ট যদি আপনাকে রাজশাহী আসতে প্রলুদ্ধ করে থাকে তাহলে আমি সফল হয়েছি রাজশাহীকে উপস্থাপন করতে। ব্লগে ভ্রমন এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমাকে ছোট আপু বলে ডাকতে পারেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ছোট আপু। অনেক ভাল থাকবেন। আপনি কবিতা লিখেন আর আমার কাছে কবিতা খুব দুর্বোদ্ধ লাগে। আপনার
হারিয়ে ফেলা অস্তিত্ব কবিতায় অগোছালো একটা মন্তব্য করলাম। ভাল থাকুন ছোট আপু।

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আহা! ভালো লাগলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

পুলক ঢালী বলেছেন: হা হা হা :D =p~
ভাল থাকুন।

৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: আমি যখন ৮৬সালে রাজশাহী গিয়েছিলাম তখন পদ্মার পাড় এত সুন্দর ছিল না। ছবি দেখে খুব ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ছড়াকার ভাই। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ভাল থাকুন।

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো সুন্দর। কথাগুলোও। + +
রাজশাহী সর্বপ্রথম গিয়েছিলাম ১৯৭৮ সালে। পরে আবার ১৯৯৪, ২০০০ সালে এবং সবশেষে ২০১৭ সালে। পদ্মার তীরে প্রতিবারেই সময় কাটিয়েছি। ৭৮ সালে রাজশাহীর বর্ণালী সিনেমা হলে সোফিয়া লরেন অভিনীত "সানফ্লাওয়ার" ছবিটি দেখেছিলাম। খুব ভাল লেগেছিল।
প্লাস দিতে গিয়ে দেখি সেটা আগেই দেওয়া আছে। আমি কোন লেখায় পড়া শেষ না হওয়া পর্যন্ত প্লাস দেই না। তখন হয়তো প্লাস দেয়ার পর কোন কারণে আর মন্তব্য করা হয় নাই।

২৫ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৯

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। রাজশাহীতে আপনার বেশ স্মৃতি মধুর সময় কেটেছে। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সানফ্লাওয়ার অসমাপ্ত ভালবাসার গল্প, সোফিয়া লরেন দারুন অভিনয় করেন, মারশেললো মারস্ত্রয়ানিও দারুন অভিনয় করেন, মস্কো,এবং ইউক্রেনের কাছাকাছি শুটিং হয়েছিল খুব নাম করে ছবিটি।
মন্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ ভাল থাকুন ভাই।

৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৫

মিরোরডডল বলেছেন:




এটা কি আমাদের পুলক ?
এতদিন পর ।



২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ আয়না পুতুল!!
জ্বী হ্যাঁ ইহা আদি ও অকৃত্রীম সেই হারিয়ে যাওয়া পুলক!! :D
আমাদের পুলক এই কথার মধ্যে দিয়ে যে আন্তরীকতার প্রকাশ ঘটেছে তাতে আমি আপ্লুত।
ব্লগে ঢোকা হচ্ছেনা, দুয়েকদিন হলো আবার একটু একটু ঘোরাফেরা করছি এই আর কি!! :)

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫২

মিরোরডডল বলেছেন:




প্রথম ছবিটা সুন্দর । খেজুর গাছের গায়ে কমলা আর পিঙ্কি অর্কিড ।
পদ্মা গোধূলি লগ্ন অপূর্ব !!!


২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩১

পুলক ঢালী বলেছেন: একেই বলে মনের মিলন! আমারও ঐ ছবিটা খুব পছন্দ তাই প্রথমেই স্থান পেয়েছে!! :D
পদ্মা গোধূলি লগ্ন অপূর্ব !!!
কাব্যিক মনের অধিকারীরা যেথায়ই যান না কেন মনের ছাপের স্বাক্ষর রেখে আসবেনই। :)

অনেক পূরনো পোষ্ট খুঁজেপেতে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
আমি স্বনামেই ব্লগিং করি ইস্ আপনার নামটা যদি জানতে পারতাম!!!!???? :D

৪০| ০৪ ঠা অক্টোবর, ২০২২ বিকাল ৪:৪৭

মিরোরডডল বলেছেন:




কেনো হারিয়ে যাবে !!!
থাকনা আমাদের মাঝে ।

আমার নাম ??

কারো কেউ নইতো আমি
কেউ আমার নয়
কোন নাম নেইতো আমার
শোনো পুলকময় ।


বাবা একটা নাম রেখেছিলো ।
আংশিক বাংলা, আংশিক স্প্যানিশ কিন্তু সুন্দর অর্থবহ :)
সেটা অফলাইনের জন্য ।

অনলাইনে অচেনা আগন্তুক হয়ে থাকতেই ভালো লাগে ।
যার যেটা ভালো লাগে তাই ডাকে মিড, মিডো, মিরো, ডল ।
এই যে পুলক ডাকলো আয়নাপুতুল ……
এই বেশ ভালো আছি :)

অনেক ভালো থাকবে পুলক ।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:২৬

পুলক ঢালী বলেছেন: হায়রে ! আয়না পুতুল তুমি আমাকে মনে রেখেছো !!!?? আমি যে এখন নির্বাসনে ! :D তোমার স্বরচিত গানটি কল্পনার রেকর্ড প্লেয়ারে বাজিয়ে শুনলাম, মুহূর্তগুলো অনেক পুলকময় ছিল হ হা হা। :)

তোমার নামের বৃত্তান্ত শুনে আমার ধারনা হলো শেষাংশে হয়তোবা গমেজ,রোজারীও,ক্রুজ,রড্রিক্স,গনসালভেজ, পিউরিফিকেশন, পিরিছ ইত্যাদী ইত্যাদি থাকতে পারে :-B অচেনা আগন্তুক হয়ে থাকতে চাও তাই থাকো মনের আনন্দে তবে এটুকু জেনে রাখো তোমায় আমি ভীষণ ভালবাসি তোমার স্বচ্ছতা ও মুক্ত দৃষ্টিভঙ্গীর জন্য । ভাল থাকো আয়না পুতুল !! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.