নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

তাজমহল দর্শন।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬


বাংলার তাজমহল



ঢাকার অদূরেই নারায়নগঞ্জের সোনারগাঁয়ে একজন চিত্র প্রযোজক,পরিচালক আগ্রার তাজমহলের রেপ্লিকা তৈরী করেছেন । যে কোন দিক থেকে দেখলেও ফ্রন্টভিউ একইরকম। সাথে সুন্দর বাগান। বাসে করে স্কুলগ্রুপ এখানে বেড়াতে এসেছে দেখলাম। এটা কোন রিসোর্ট নয় আবার পিকনিক করতে এলে খুব ঘুরাঘুরির সুবিধা সীমিত। তারপরও প্রচুর মানুষ আসে গ্রামীণ পরিবেশে মুক্ত বায়ু সেবন ও ক্ষণিক চিত্তবিনোদনের প্রত্যাশায়।
একটু দূরে একটি পিরামিড রয়েছে । একই সাথে ডিজিটাল সাউন্ড সিষ্টেম সহ প্রেক্ষাগৃহ রয়েছে। প্রেক্ষাগৃহের পাশে ছবির কিছু সেট তৈরী করা আছে, কিছু নির্নীয়মান।
এখানে বেহুলার বাসর ঘরের সেটটা আলোক শয্যায় সজ্জিত রয়েছে।
একটি পুরনো আমলের ক্যমেরা, প্রজেক্টর ইত্যাদির বিবর্তন বা ক্রমবিকাশের প্রদর্শনী যাদুঘরও আছে। সাথে একটি মিনি চিড়িয়াখানা। পিরামিডের ভিতরে মমি রাজা বাদশাহদের পোশাক এবং অলংকারের নমুনা রয়েছে।
এক টিকিটে পিরামিড, তাজমহল এবং সিনেমাও দেখা যায় । মূল্য ১৫০ টাকা মাত্র জনপ্রতি।
পার্কিং ফ্রী সেটা পিরামিডের কাছে, আমাদের জানা না থাকায় তাজমহলের কাছে একটা প্রাইভেট পার্কিং এ গাড়ী রেখে কিছু টাকা গচ্চা দিলাম। :D


বামদিকের গম্বুজটার মত গম্বুজ চারদিকে চারটা আছে কিন্তু সূর্যের অবস্থানের কারনে চার গম্বুজের ছবি একসাথে তুলতে পারিনি। :D


তাজমহলের সামনের বাগানের একপাশের ছবি।


অন্যপাশের ছবি।



তাজমহলের দিক থেকে প্রবেশমুখ।


বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সেট।







কিছু সীমাবদ্ধতার কারনে পিরামিডের ভিতরের ছবি তুলতে পারিনি। :)

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: আমি এখনও এখানে যাইনি।
অথচ ঢাকার এত কাছে এটা।

১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

পুলক ঢালী বলেছেন: জ্বী, রাজীব ভাই এটা নারায়নগঞ্জের চেয়ে ঢাকার কাছে। আমি পূর্বাচলের ৩০০ ফিট রাস্তা দিয়ে গিয়ে কাঞ্চন, ভূলতা হয়ে গিয়েছিলাম। জ্যামের কারনে দেড় ঘন্টা লেগেছে নাহলে ৪৫ মিঃ লাগতো।
মন্তব্যে ধন্যবাদ। ভাল থাকুন।

২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: আহা!!! যদি 150 টাকা আমার কাছে থাকতো;
তাহলে নিশ্চয়ই, তাজমহল খানা দেখতে যেতাম। ;)




আপাতত আপনার ছবি ব্লগে তাজমহল দেখলাম...
ছবিগুলো খুব সুন্দর হয়েছে++

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

পুলক ঢালী বলেছেন: হা হা হা কবি ভাই ! কষ্ট না করলে কি আর কেষ্ট লাভ হয় ! প্রতিদিন বাজারে গিয়ে মাছ মাংস সব্জীআলাদের সাথে দরদাম করে জ্বালিয়ে মেরে যা কমাতে পেরেছি সেটা মাটির ব্যংকে জমা করে তারপর টিকিটের দাম যোগার করেছি। :D
হে হে হে দেখেন পদ্ধতিটা আপনার পচন্দ অয় কিনা ;)

প্রশংসায় আপ্লুত হলাম। মজার মন্তব্যে ধন্যবাদ রইলো। ভাল থাকুন।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: তাজমহলটা দেখা আছে, কিন্তুপিরামিড তৈরীর পর আর যাওয়া হয়নি।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। পিরামিডের সাথে হল যাদুঘর এবং চিড়িয়াখানাটি যোগ হয়েছে তবে এখনও নির্মান পর্যায়ে রয়েছে।
ভাল থাকুন।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

হাবিব বলেছেন: আমার যাবার ইচ্ছা আছে.........

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ স্যার। সময় সুযোগ করে একবার বেড়িয়ে আসুন একদম গ্রামের ভিতর সুন্দর পরিবেশ।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাজমহলের রেপ্লিকা ও সংশ্লিষ্ট ছবিগুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাই পুলক ঢালী।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ হেনাভাই। পরিবেশ এবং বাগান বেশ দৃষ্টিনন্দন কিছুক্ষণ সময় কাটানোর জন্য মন্দ নয়। তাজমহল দেখলেই প্রেম পিরিতী ভালবাসার কথা মনে পড়ে যায় । ভাল থাকুন। :)

৬| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


শুনেছি অনেক । কিন্তু যাওয়া হয়নি । এবার যাবো ।

অতি শীঘ্রই যাবো

ছবি গুলো সুন্দর ।

ধন্যবাদ

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই অপু দ্যা গ্রেট। কিছুক্ষন সময় কাটাবার জন্য খুব ভাল জায়গা। একজন দর্শক থাকলেও ওরা সিনেমা চালাবে যদি বলেন। ভাল থাকুন।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮

তারেক_মাহমুদ বলেছেন: শুনেছি দেখতে যাওয়া হয়নি কখনো।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই তারেক_মাহমুদ। আসলে সময়টা একটা বড় ফ্যাক্টর। কিছুতেই যেন সময় হয়ে ওঠেনা। এটা বানিয়েছেন কাকরাইলের রাজমনি সিনেমা হলের মালিক ওনার বাড়ীই ওখানে। আমি গিয়েছিলাম অন্য জায়গায় ফেরার পথে জানতে পেরে গুগল মামার সহায়তায় ওখানে গিয়ে ঢু মেরে এসেছি, তাতে লোকসান না হয়ে বরং লাভই হয়েছে বলবো। ভাল থাকুন তারেক ভাই।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখার ইচ্ছা রাখলাম।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। এটা আপনাদের (সামমা ভাই) কাছাকাছি। সময় করে ঘুরে আসুন আর সুন্দর একটা রম্য আমাদের উপহার দিন। :D
ভাল থাকুন।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি খুব আলসে। সোনারগাঁও তে ১ বছর থাকার পরও যাওয়া হয়নি...

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

পুলক ঢালী বলেছেন: হা হা হা তালগাছ ভাই, "কাছের মানুষ ট্রেন ফেল করে" অথবা "গায়ের যোগী ভিক পায়না" প্রবচনগুলির বাস্তব রূপ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মজা পেলাম আপনার মন্তব্যে। ভাল থাকুন।

১০| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাজমহলের মাস্টার কপি? ভালো ।। মেইড ইন বাংলাদেশ।।।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ভাই আব্দুল্লাহ্ আল মামুন । হা হা হা ।। মেইড ইন বাংলাদেশ।। সুন্দর বলেছেন। ভাল থাকুন।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

সনেট কবি বলেছেন: সুন্দর+

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাই । ভাল থাকুন।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: কাজ শুরুর দিকেই সেখানে যাওয়া হয়েছিল। সম্পূর্ণ শেষ হয়নি। পিরামিড সহ বাকিগুলো তখন নির্মান হয়নি। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই। পিরামিড নির্মান শেষ হলেও এখনও নির্মান কাজ চলছে আপনি ঠিক বলেছেন। ভাল থাকুন।

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: মেইড ইন জিঞ্জিরা ;)
ভালো লাগলো আপনার ছবি ও অভিজ্ঞতা :)

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

পুলক ঢালী বলেছেন: হা হা হা দারুন একটা ট্যাগ লাগিয়ে দিলেন তো!! এক সময় আমরা প্রায়ই বলতাম, "মেড ইন জিঞ্জিরা"
এখন আর বলা হয়না । স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জনাবা মনিরা সুলতানা। :)
মন্তব্যে ভাললাগা রইলো। ভাল থাকুন। :D

১৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৩

শুভ_ঢাকা বলেছেন: পুলক ভাই, কথায় আছে মক্কার মানুষ হজ্জ্ব  করতে পারে না। ;) মাগার আমি কিন্তু আসলটা দেখছি। টাউট বাটপারের জায়গা। গেলে সাবধানে থাইকেন। :D :#) =p~ =p~

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ শুভভাই আপনি অনেক সৌভাগ্যবান। আমি এক দুর্ভাগা তাই আমি বাদে পরিবারের সবাই আসলটা দেখেছে।
অবশ্য বাটপারি করে যেতে পারতাম কিন্তু কি করবো বলুন মন যদি বাটপারি করতে না চায় !!! ???
আমার ব্লগের রাস্তা আপনি ভুলে গিয়েছিলেন অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে। তাজমহল হল প্রেমের (একটা অনুভুতি যা দেখা যায় না) বাস্তব নিদর্শন এটা দেখে আপনার মন আবার করাচি যাওয়ার জন্য উথাল পাথাল করেনি তো !!! ?? ;) :D =p~
ভাল থাকুন। :)

১৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩১

নজসু বলেছেন:


আমাদের রংপুরের বিনোদন পার্ক ভিন্নজগতে একটা কৃত্রিম তাজমহল আছে।
সেটিও আমার মন কেড়েছিল।
সোনার গায়ের তাজমহল আরও আকর্ষণীয় ও নান্দনিক মনে হচ্ছে।
কোনদিন দেখার সুযোগ হলে দেখবো।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ নজসু ভাই। রংপুরের ভিন্নজগৎ বিনোদন পার্কে অনেকবার পিকনিক করতে গিয়েছিলাম একটা লেকও আছে নৌভ্রমন করা যায় পার্কটা খুব সুন্দর। স্বপ্নপুরীও (ফুলবাড়ী) খুব সুন্দর।
জ্বী! সোনারগাঁয়েরটা নান্দনিক ও আকর্ষনীয় সহমত। সুযোগ করে কোন একসময় দেখে আসবেন আশা করি। ভাল থাকুন।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পুলক ঢালী ভাই, অনেক ভাল লাগলো আপনার ছবি ব্লগ।

কেমন আছেন?

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

পুলক ঢালী বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম ভাই। অনেক ভাললাগা রইলো আপনার মন্তব্যে । ভাল আছি আপনাদের দোয়ায়। আশা ও কামনা করি ভাল থাকুন সবসময়।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ভাল হয়েছে তবে ফটোগ্রাফারকে মাইনাস কারন তিনি আমাদের না নিয়েই একাএকা ঘুইরা বেড়ান(তবে সাথে শালিকা থাকিলে সব মাফ ;) )

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

পুলক ঢালী বলেছেন: হে হে হে সোহেল ভাই মাফ পেয়ে বেচেঁ গেছি! ভাগ্যিস অপশনটা রেখেছিলেন !!! ;)
মন্তব্যে প্রীত হলাম । আপনি, ভাবী কেমন আছেন ? শুভ কামনা রইলো। ভাল থাকুন। :)

১৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: পুলক ঢালী,



এটার কথা শুনেছিলুম । আপনার দেয়া ছবিতে দেখা হলো যদিও ক্যামেরার চোখে ।


১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

পুলক ঢালী বলেছেন: হা হা হা আহমেদ জী এস ভাই, দুধের স্বাদ ঘোলে মিটানো ! কখনো সুযোগ পেলে চক্ষু কর্ণের মানভঞ্জন করে আসবেন।
মন্তব্যে অনেক ধন্যবাদ । ভাল থাকবেন, শুভ কামনা জানবেন।

১৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

শুভ_ঢাকা বলেছেন: ঢাকার এত কাছে অথচ এখনও বাংলাদেশের তাজমহল দেখা হলো না। আসল হোক নকল হোক তাজমহল ইস তাজমহল। তাই আমি নিজেকেই বলেছি মক্কার মানুষ হজ্জ্ব পায় না। দেখার খুব ইচ্ছা আছে। :)

আসল তাজমহল নিয়ে আমার অনেক মজার অভিজ্ঞতা আছে। তাজমহলের ঢুকার আর বের হওয়ার অনেক গেইট আছে। আমি মেইন গেইট দিয়ে ঢুকে বের হবার সময় পিছনের দিকের অন্য গেইট দিয়ে বেড়িয়ে গেছিলাম আর হারিয়ে গিয়েছিলাম। তারপর ২/৩ কিলোমিটার একা ঘুরে শেষে নিজের গ্রুপকে খুঁজে পাই। 

তাজমহলের মর্মর পাথরে নানা ধরনের অতি সুক্ষ্ম কাজ আছে। যেমন একটা ফুল। তার পাঁপাড়ির পাথর হয়তো সাউস আফ্রিকা থেকে এনেছে, ফুলের কেন্দ্রের অংশ হয়তো টার্কী থেকে, ফুলের ডাটি হয়তো ইস্পাহান থেকে এনেছে। গাইড সব বুঝিয়ে বলে।

আমি যখন তাজমহল দেখতে গিয়েছিলাম, তখন ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য ২০ রুপী আর বিদেশীদের জন্য ৮০০ রুপী। আকবর ফোর্ট, ফতেহপুর সিক্রি ইত্যাদি ইত্যাদি সব জায়গায় প্রবেশ মূল্যের এত ব্যবধান যে গায়ে লাগে।

লোকাল লোকরা টুরিষ্টদের ঠকানোর ধান্দায় থাকে।

মিয়া ভাই, ইয়ার্কী না বাইচা থাকলে একবার করাচী আর লাহোর (জিন্দা দিলের শহর) ঘুরতে যামু। :D

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

পুলক ঢালী বলেছেন: হ্যা শুভভাই আগ্রার তাজমহল নিয়ে যা বললেন তা সবই সত্য। ফুলের পার্ট বিভিন্ন জায়গার হলেও প্রতিটার মাপ বা সাইজ নিখুতভাবে একইরকম বলে শুনেছি।
টিকিটের মূল্য বৈষম্যের কারনে আগে অনেকেই কলকাতা থেকে আসছি একথা বলতো, এখন বোধহয় সম্ভব নয় কার্ড দেখাতে হয়।
তবে মূল্যের পার্থক্যটা গায়ে লাগার মত, ৪০ গুন বেশী । দ্বিগুন বা ৩ গুন হলে গায়ে লাগতোনা ।
ডলারওয়ালাদের জন্য খুবই সস্তা মাত্র ১১ ডলার, যেখানে নিউইয়র্কে স্ট্যচু অব লিবার্টি দেখতে ১৮ ডলার, লসএঞ্জেলসে ইউনিভার্সাল স্টুডিও দেখতে ১০৯-১২৪ ডলার লাগে। আমরা টাকাওয়ালারা বিপদে ;)
(জিন্দা দিলের শহর) ঘুরতে যামু।
হুম!! ততদিন দিল জিন্দা থাকলে হয়। :)
ভাল থাকুন শুভভাই।

২০| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

তারেক ফাহিম বলেছেন: ছবি ব্লগ অনেক ভালোলাগলো।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

পুলক ঢালী বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ফাহিম ভাই ভালোলাগা ব্যক্ত করেছেন বলে। ভাল থাকুন।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

এম আর তালুকদার বলেছেন: ভাল লাগার মত পোষ্ট। অনেকটা সময় নিয়ে দেখলাম।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১২

পুলক ঢালী বলেছেন: হা হা হা অনেক সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ জনাব এম আর তালুকদার । ভাল থাকুন।

২২| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: এই জায়গাটাতে আমিও গিয়েছিলাম বলে মনে পড়ছে। খুব সম্ভব ঢাকার রাজমনি সিনেমাহলের যিনি মালিক, তিনি এটারও মালিক।
ছবিগুলো সুন্দর, বিশেষ করে তাজমহলের প্রবেশমুখ এবং সামনের দিকের ছবিগুলো।
পোস্টে পঞ্চম ভাল লাগা + +।

২৭ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩৩

পুলক ঢালী বলেছেন: ব্লগে স্বাগতম! খায়রুল ভাই।
আমি খুবই দুঃখীত যে আপনি এত সুন্দর একটি মন্তব্য করলেন আর আমি মুঢ়ের মত তা দেখলাম কিনা এতদিন পর !
মাফ করবেন ভাই।
আপনি ঠিক বলেছেন রাজমনির মালিক এবং এই তাজমহল এবং পিরামিড স্থাপনার মালিক একই ব্যাক্তি এই স্থাপনা ওনার গ্রামেই অবস্থিত।
সিনেমার ক্যামেরার বিবর্তন সংগ্রহটিও মূল্যবান, কিন্তু আমাদের দেশে এগুলোর এন্টিক ভ্যালু মূল্যায়ন করবে কে ?
আমার স্পেস মিউজিয়ামের ছবিব্লগে আছে একেবারে আদিম থেকে আধূনিকতম পর্যন্ত বিবর্তিত আকাশ যাত্রার বাহনের।
পাঠ মন্তব্য এবং প্লাস প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন খায়রুল ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.