নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটি সৌভাগ্য, প্রতিটি মুহূর্তেই এই সৌভাগ্য অস্পৃয়মান তাই বর্তমান নিয়েই মগ্ন থাকতে চাই।

পুলক ঢালী

জীবন বয়ে চলে অজানা পথে

পুলক ঢালী › বিস্তারিত পোস্টঃ

আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম আমাদের প্রিয় হেনা ভাইয়ের মহা প্রয়াণ।

০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৩






“হেনা ভাই” একটি নাম একটি ব্যাক্তিত্ব এবং আমাদের কাছে ছিলেন ধ্রুবতারার মত জাজ্বল্যমান এক নক্ষত্র। আমরা ছিলাম হেনাভাইয়ের মহাভক্ত ।
আবুহেনা আশরাফুল ইসলাম নামে আমরা কাউকে চিনতাম না। একদিন, সামু পাগলা ০০৭ এর পাগলদের আড্ডা ঘর মাত্র চালু হয়েছে একদিন একজন ব্লগার ভদ্রলোক মন্তব্য করলেন, "আমি একজন বুড়ো মানুষ, আপনাদের আড্ডায় কি আমি সামিল হতে পারি ?"
আমরা সানন্দেই তাকে বরন করে নিলাম বলেছিলাম আমাদের মধ্যে তরুন বুড়োর কোন ভেদাভেদ নেই। তারপর দিনে দিনে আমাদের বুঝতে অসুবিধে হয়নি কি-ই রত্ন আমরা হাতে পেয়েছি। অচিরেই আমরা বৃদ্ধের খোলসে আমাদের চেয়েও তরুন একজন আড্ডা পাগল মানুষকে আবিষ্কার করেছিলাম।

সেই থেকে শুরু তারপর নিজ গুনেই তিনি কখনো গুরুজী, কখনো ওস্তাদ, কখনো পাগল সর্দার সম্ভাষনে অভিষিক্ত হয়েছিলেন।
ওনার মত এত উদার এত রসবোধ সম্পন্ন এবং দিলদরিয়া মানুষ আগে কখনো দেখিনি।

মাঝে মাঝে ওনাকে তীর্যক আক্রমনাত্বক মন্তব্য করে আমরা ভয়ে ভয়ে থাকতাম, এবার মরেছি ! কিন্তু কোথায় কি ! তিনি আরো উৎসাহ দিয়ে বলতেন আমি হলাম নেভার মাইন্ড ফ্যামেলীর ছেলে, আপনাদের মন্তব্য আঘাত নয় আমাকে কাতুকুতু দেয় মাত্র, শুনে আমরা হাসতে হাসতে শেষ এই হলো আমাদের ওস্তাদ আমাদের গুরু জনাব আবু হেনা মোহাম্মদ আশরাফুল ইসলাম।

ওনার মন ছিল স্বচ্ছ আয়নার মত, কোন কিছুতেই যেন দাগ পড়েনা, আমরা বিভিন্ন সময় এমন এমন কিছু কথা বলেছি যা শুনে তিনি সয়ে নিয়ে ধীর স্থির ভাবে ব্যাখ্যা করে দীর্ঘ উত্তর দিয়ে আমাদের সন্তুস্ট করেছেন অথচ অন্য কেউ হলে আমরা হয়তো সৌজন্যের খাতিরে কিছুই বলতাম না বা বলার সাহস করতাম না অথবা বললেও হয়তো তিনি ভীষণ প্রতিক্রিয়া দেখাতেন।
এখানেই ছিলো হেনাভাইয়ের সাথে আমাদের ভালবাসার দাবী,এবং অধিকার এর প্রশ্ন, মনে হতো আমরা সবাই একই পরিবারের সদস্য এবং উনি সবার মুরুব্বী, আমাদের বড়ভাই।

হেনাভাই আমাদের কয়েকজনকে অটোগ্রাফ সহ ওনার রচিত আত্মজৈবনিক উপন্যাস স্বপ্ন বাসর পাঠিয়েছিলেন।
উপন্যাসটি চুম্বকের মত আমাদের মনযোগ আকর্ষণ করে এক নিঃশ্বাসে পড়ে ফেলতে বাধ্য করে।
উপন্যাস পাঠের সময় শুরুর দিকে খুবই মজা এবং সুখোবোধে আমরা আপ্লুত হচ্ছিলাম, তখনও জানিনা আমাদের মাথায় কেমন বজ্রাঘাত বা খড়গাঘাত অপেক্ষায় রয়েছে।
শেষাংশে সেই আঘাত আমাদেরকে বিপর্যস্ত করে দেয়, চোখের পানিতে আমরা সবাই ভেসে যাই ।
যেহেতু ঘটনা সত্য ছিলো, সেহেতু হেনাভাই এর প্রতি সমবেদনায় আমাদের মন ভারাক্রান্ত হয়ে উঠে তিনি আমাদের সবার হৃদয়ে স্থান করে নিলেন।
এদিকে আমাদেরও মনে হল আমরাও যেন ওনাকে বরন করে নেওয়ার জন্য হৃদয় দ্বার উন্মুক্ত করে অপেক্ষায় ছিলাম।

হেনা ভাই ব্যাতিক্রমধর্মী সৃজনশীল লেখক ছিলেন। ব্যাতিক্রমধর্মী এইজন্য যে ওনার ছোট গল্পগুলি পড়ার সময় মনে হয় যেন পাঠক ঘটনাস্থলে উপস্থিত থেকে সবকিছু অবলোকন করছেন বা কল্পনায় যেন সিনেমাটিক ভিউ দেখছেন।

কর্মজীবনের শুরুতে তিনি পোষ্টাল সার্ভিসে যোগদান করেছিলেন জয়পুরহাটে তিনি বেশ কিছুদিন কর্মরত ছিলেন।

হেনাভাই রাজশাহী থেকে প্রকাশিত পত্রিকা এবং ম্যাগাজিনে নিয়মিত লিখতেন পরবর্তিতে স্ট্রোক করার কারনে ওনার লেখালেখিতে বিঘ্ন ঘটে ওনার হাত অবশ হয়ে গেলে বেশ কষ্ট করেই একহাতে এক আঙ্গুলে লিখে লিখে ব্লগিং করতেন। আমরা যখন পরিচিত হই তখন তিনি একহাতেই লিখতেন।
তিনি পূর্বে প্রকাশিত লেখা সমুহ ব্লগে প্রকাশ করে আমাদের পাঠের সুযোগ করে দিয়েছিলেন।

হেনাভাই বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান ব্লগার ছিলেন। যেখানে যা যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই বলতেন। তিনি কোন ক্যাচালে জড়াতেন না নির্বিরোধী মানুষ ছিলেন। ওনার মত প্রজ্ঞাবান রসিক মানুষের সংস্পর্শে এসে নিজেকে ভাগ্যবান মনে হত।

আমাদের প্রীয় ব্লগার আরাফআহনাফ ওরফে ফয়সাল ভাই এবং ফাহিম সাদি (বর্তমানে জার্মান প্রবাসী) রাজশাহীতে হেনা ভাইয়ের বাড়ীতে সারপ্রাইজ ভিজিট দিয়ে হেনা ভাইকে চমকে দিয়েছিলেন ।
সেখানে এক অম্লমধুর পরিস্থিতি তৈরী হয়েছিলো। হেনাভাই বারান্দার গ্রীলের ভিতর থেকে বিষয় আশয় জিজ্ঞাসা করছিলেন অর্থাৎ ওনারা কে কি চাই কেন এসেছেন ইত্যাদি ইত্যাদি! কিন্তু অপরিচিত মানুষ দেখে কিছুতেই দরজা খুলছিলেন না।
শেষে ওরা উপায়ন্তর না পেয়ে রাগ দেখিয়ে বললো আমরা আপনার কাছে আসিনি! এসেছি নয়নতারাকে দেখতে আপনি দরজা খুলছেন না কেন ?
ব্যাস আর যায় কোথায়! এরা যে আড্ডাঘরের পাগল সদস্য তা বুঝতে হেনা ভাইয়ের আর এক সেকেন্ডও ব্যয় করতে হয়নি। তাড়াতাড়ী বেরিয়ে এসে প্রথমে ওদের দুজনকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর পরিচয় পর্ব। পরিচয় পর্ব শেষ হতে না হতেই আপ্যায়নের নহর বইয়ে দিলেন যেন সদ্য পরিচিত নয় বহুদিনের পুরনো বন্ধুরা বেড়াতে এসেছেন (আসলেও ভারচুয়ালি তাই)।
হেনাভাবীকে আমরা বুড়ীভাবী বলে সম্বোধন করতাম, তিনিও খুবই উদার মনের মানুষ (দোয়া করি ওনাকে যেন আল্লাহ্ এই শোক সইবার এবং কাটিয়ে ওঠার শক্তি দেন) শুনেছিলাম আদর আপ্যায়নে তিনি হেনা ভাইয়ের তুলনায় এককাঠি সরেস।

ওনার দুই ছেলের মধ্যে বড়ছেলের ঘরে জন্ম নেয় নাতনী তানিশা। হেনা ভাইয়ের সাথে আমাদের এত হৃদ্যতা ছিলো যে হেনা ভাইয়ের বৌমা আমাদেরও বৌমা, হেনাভাইয়ের নাতনী আমাদেরও নাতনী অথচ আমাদের আড্ডায় অনেকেই তখনও কুমার, কুমারী। মজা করে অনেকেই বলতো বিয়ের আগেই “নানা” হয়ে গেলাম। হেনা ভাই প্রথম নাতনীকে (তানিশা) ডাকতেন নয়নতারা বলে সেটা আড্ডাঘরে না গেলে কারো পক্ষেই জানা সম্ভব ছিলনা, সেজন্যই নয়নতারা নামটি দরজা খোলার কী ওয়ার্ড হিসাবে কাজ করেছে।

হেনা ভাইয়ের সাথে আমার ভার্চুয়াল পরিচয়/বন্ধুত্ব ছিলো কিন্তু মনে হয় যেন তা আসলের চেয়েও অধিক কিছু ছিলো।
একবার এক গ্রুপ সহ ঝটিকা সফরে রাজশাহী গিয়েছিলাম সকালে গিয়ে বিকেলে চলে আসা।
পরে সেই ভ্রমন কাহিনী নিয়ে ব্লগে পোস্ট দেই সেই পোষ্ট দেখে হেনাভাই খুব মনোক্ষুন্ন হয়েছিলেন, আমি রাজশাহী গেলাম অথচ ওনার সাথে দেখা করলাম না!? পরে পরিস্থিতি ব্যাখ্যা করে ওনাকে বোঝাতে হয়েছিলো।
এমনই বন্ধুবৎসল ছিলেন আমাদের প্রিয় হেনাভাই।

মন্তব্য প্রতিমন্তব্যে যে সকল স্মৃতি ছড়িয়ে আছে তা সব উল্লেখ করা সম্ভব নয়,মনের দরজায় ভীড় করে আসা স্মৃতিগুলো শুধু যেন রোমন্থনই করাই সম্ভব।

স্বপ্ন বাসর পড়ে হেনাভাইকে একটা ক্রেস্ট উপহার দিয়েছিলাম। হেনাভাই ভীষন খুশী হয়েছিলেন। হেনাভাইয়ের অনন্ত যাত্রার বেদনা এবং দুঃখের মধ্যেও হেনা ভাইয়ের খুশীটুকু হৃদয়ে ধারন করি সান্তনা স্বরূপ।


স্বপ্ন বাসর উপন্যাসে হেনাভাইয়ের স্বহস্তে লেখা অটোগ্রাফ।



আমাদের প্রিয় হেনাভাই জান্নাতবাসী হোন এই দোয়া রইলো।

মন্তব্য ৬৭ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হেনা ভাইকে আল্লাহ জান্নাতে স্থান দিন।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪২

পুলক ঢালী বলেছেন: আমিন।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭

আমি সাজিদ বলেছেন: পরম প্রভুর সান্নিধ্যে উনি প্রশান্তি লাভ করুন এই কামনা করি সবসময়।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৩

পুলক ঢালী বলেছেন: আমিন ।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: হেনাভাইকে নিয়ে স্মৃতিচারণ করার জন্য ধন্যবাদ। ওনাকে একটি ক্রেস্ট উপহার দিয়ে আপনি ওনার লেখক সত্ত্বার স্বীকৃতি দিয়েছিলেন, এর জন্যেও আপনাকে সাধুবাদ জানাচ্ছি। উনি যে একজন সফল গল্পকার ছিলেন, তার পরিচয় হিসেবে 'স্বপ্নবাসর' চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।
উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন। ওনার প্রয়াণে আমরা যেভাবে ব্যথিত হয়েছি, সেটাই একজন সজ্জন ব্যক্তি হিসেবে ওনার পরিচয় তুলে ধরে। ওনার পারলৌকিক শান্তি ও সফলতা কামনা করছি।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫২

পুলক ঢালী বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল ভাই আপনিও অনন্য একজন। আপনার পোস্ট এবং এখানে মন্তব্যে যা বলেছেন এরচেয়ে বেশীকিছু বলার সুযোগ নেই।
আমার রাজশাহীর পোস্টে আপনার মন্তব্য দেখলাম,জবাব না দেওয়ার ধৃষ্টতা ক্ষমা করবেন।পরে কখনো সুযোগ করে জবাব দেবো।
পাঠ করে মন্তব্য রেখেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন সর্বদাই এই দোয়া রইলো।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৫

ওমেরা বলেছেন: মানুষ মরনশীল জানি তবু, উনার চলে যাওয়া নিয়ে প্রথম পোষ্টটা দেখেই খুব কষ্ট পেয়েছি । উনি আমাকে নাতনী ডাকতেন আমি উনাকে দাদু ডাকতাম।
আল্লাহ উনাকে ভালো রাখুন এই কামনা করি।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৯

পুলক ঢালী বলেছেন: হ্যা, ওমেরা, আমার মনে আছে তিনি আপনাকে নাতনী সম্বোধন করতেন এবং আপনি দাদু বলে ডাকতেন। আপনাদের মধ্যে খুব সুন্দর একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। আপনার দোয়া কর্যকর হোক।
ভাল থাকুন।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২২

নেওয়াজ আলি বলেছেন: হেনা ভাইয়ের পরিবার এই শোক কাটিয়ে উঠুক। এই লেখাটি পূর্ণাঙ্গ লেখা হেনা ভাইকে নিয়ে। উনি বেঁচে উনার সৃজনশীল কর্মে

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৩

পুলক ঢালী বলেছেন: জ্বী নেওয়াজ আলি ভাই উনি বেঁচে থাকবেন ওনার সৃষ্টি কর্মের মধ্যে দিয়ে। আপনার দোয়া কবুল হোক।
ভাল থাকুন।

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:



পড়ে ভালো লাগলো, আপনার সাথে অনেক ঘনিষ্টতা ছিলো। তাঁর জীবনের অভিজ্ঞতা লেখাতে প্রতিফলিত হয়েছে সব সময়।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৫

পুলক ঢালী বলেছেন: তাঁর জীবনের অভিজ্ঞতা লেখাতে প্রতিফলিত হয়েছে সব সময়।
সহমত গাজীভাই। ভাল থাকুন।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: উনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। এটা দুখজনক।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৬

পুলক ঢালী বলেছেন: সহমত রাজীব ভাই।

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

ভুয়া মফিজ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার হেনা ভাইয়ের খবরটা জেনে খুবই দুঃখ পেয়েছি। তবে এই নির্মম বাস্তবতাটুকু সবার জন্যই প্রযোজ্য, আজ আর কাল। না মেনে উপায় নাই। আমার দোয়া উনার জন্য সব সময়েই থাকবে।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৫

পুলক ঢালী বলেছেন: তবে এই নির্মম বাস্তবতাটুকু সবার জন্যই প্রযোজ্য, আজ আর কাল। না মেনে উপায় নাই।
ধন্যবাদ প্রিয় ব্লগার ভুয়া মফিজ ভাই। আপনার কাছ থেকে চিরন্তন সত্য কথা বেরিয়ে এসেছে।
মানুষের আবেগও একটি সম্পদ। বাস্তবতার নীরিখে আবেগ প্রকাশ মানবধর্ম।
আবেগের লাগাম টেনে কর্মব্যস্ত জীবনে প্রত্যাবর্তনের জন্যই দরকার দর্শন।
ভাল থাকুন।

৯| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: ব্লগ জীবনে হেনা ভাইয়ের অনেক স্মৃতিই ভোলার মত নয। ধন্যবাদ হেনা ভাইকে নিয়ে স্মৃতিচারণ করায়।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১০

পুলক ঢালী বলেছেন: আপনাকে এবং কামাল ভাইকেও ধন্যবাদ।
ব্লগ জীবনে হেনা ভাইয়ের অনেক স্মৃতিই ভোলার মত নয়।
চরম সত্যকথন। হেনাভাইয়ের অভাব পূরন হওয়ার নয়।
ভাল থাকুন প্রামানিক ভাই।

১০| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫০

অক্পটে বলেছেন: হেনাভাই ওপারে শান্তিতে থাকুন। আমরা যারা এপারে আছি স্মরণ করছি হেনা ভাইকে আমাদের সবারই গন্তব্য ওপারে...

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৬

পুলক ঢালী বলেছেন: হেনাভাই ওপারে শান্তিতে থাকুন। আমরা যারা এপারে আছি স্মরণ করছি হেনা ভাইকে আমাদের সবারই গন্তব্য ওপারে...
জ্বী! ঠিকই বলেছেন তবে হেনাভাই নিজগুনেই স্মরনযোগ্য ব্যাক্তিত্বে পরিনত হয়েছেন ।
হেনাভাই শান্তিতে থাকুন সহমত।
ভাল থাকুন অকপটে।

১১| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৬

সোহানী বলেছেন: আপনাদের এমন ঝটিকা সফর শুনে খুব ভালো লাগছে। আর সে সুযোগে এমন একজন মানুষের সাথে সাক্ষাত হলো। সে সুযোগ আমি পেলাম না। সত্যিই খুব খারাপ লাগছে উনার কথা মনে পড়ে। কি বাস্তবিক একজন লেখক ছিলেন। অকপটে নিজের সুখ দু:খের কথা লিখে গেছেন..........।

ভালো থাকুক ওপারে......

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৬

পুলক ঢালী বলেছেন: অকপটে নিজের সুখ দু:খের কথা লিখে গেছেন..........।
সঠিক কথা বলেছেন সোহানী। নিজের কথা বলতে তিনি কখনো ইতস্ততঃ বোধ করেননি।
যা সত্য তা প্রকাশ করতে তিনি কখনো দ্বিধাবোধ করেননি বা পিছপা হননি সেরকম ঊদাহরন একটার কথা অন্ততঃ আমার জানা আছে।
ভাল থাকুন ।

১২| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উপন্যাসটির একটি কপি আমিও পেয়ে ছিলাম।
হেনা ভাইয়ের অনুরোধ ছিলো একটি রিভিউ লিখে
সামুতে প্রকাশ করা। এ নিয়ে বহুবার তার সাথে
কথাও হয়েছে কিন্তু আমি তার কথা রাখতে পারিনি।
তার কাজিনের সাথে তার প্রথম জীবনের মধুর স্মৃতিগুলো
তার আত্মজৈবনিক উপন্যাস স্বপ্ন বাসরে তুলে ধরেছেন তা
স্মৃতি হয়েই রইবে !!

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২২

পুলক ঢালী বলেছেন: নুরু ভাই! হেনাভাইয়ের মত আমিও মনে করি রিভিউ লেখার জন্য আপনি যোগ্য ব্যাক্তি। ব্যাক্তি ইতিহাস হলেও বই চিরঞ্জীবী আপনি রিভিউ লিখে দায় মুক্ত হবেন এই কামনা রইলো।
মন্তব্যে স্মৃতিচারনের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।

১৩| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: একদিন আমিও চলে যাবো। তখন আমাকে নিয়ে কেউ লিখবে না। কারন ব্লগের কারো সাথে আমার কোনো যোগাযোগ নাই।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯

পুলক ঢালী বলেছেন: বলেছেন: হা হা হা, রাজীব ভাই, আপনি এখনও আরো অনেকদিন বাঁচবেন, এত তাড়াতাড়ি এপিটাফের নিচে যাওয়ার কথা ভাবছেন কেন ?
আর আপনি হলেন সেলিব্রেটি, হ্যাভী ওয়েট, সুপার হিট এন্ড সুপার স্টার ব্লগার,আপনার জন্য লেখায় মাসব্যাপী ব্লগ সয়লাব হয়ে থাকবে, অতএব নো চিন্তা ডু ফুর্তি।

(অফ দ্যা টপিক : ভাইয়া, আপনার মোরগ পোষ্টের মোরগ দেখেই আমি ধরে নিয়েছিলাম এটা চাঁদগাজী ভাইয়ের নুতন সংযোজিত কোনো ব্যানার। চাদগাজী ভাইয়ের কোন পোষ্ট না পড়ে কখনো মন্তব্য করিনি, এটাই ছিলো প্রথম এবং সেটা মিস ফায়ার হয়ে গেল।
যত নষ্টের গোড়া হলো আপনার ঐ মোরগটা। মোরগটা ব্লগে না দিয়ে যদি বাসায় পাঠিয়ে দিতেন উপকার হতো আপনার প্রশংসার বন্যা বইয়ে দিতাম!! ;)
আপনাকে বলেছিলাম আমার ৩ টা মন্তব্যই মুছে দিতে কিন্তু আপনি মাত্র ৩ নং মন্তব্যটা মুছে দিয়েছেন বাকীগুলি রয়ে গেছে,বুঝলাম আমার ঘাট হয়েছে। এখন আর সংখ্যায় বলছি না আবার অনুরোধ করছি আমার সবগুলো মন্তব্য মুছে দিন। :D
আর হ্যাঁ মোরগ পাঠাতে ভুলে গেলে চলবেনা কিন্তু!!)
ভাল থাকুন।

১৪| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৯

করুণাধারা বলেছেন: আপনার এই লেখাতে ফুটে উঠেছে উনি আপনার কত প্রিয় মানুষ ছিলেন। উনি একজন ভালো মানুষ ছিলেন। আপনাদের আড্ডাঘর আর কী এমন কৌতুক আর কার্টুনে ভরে উঠবে!!

আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৭

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ করুনাধারা। ঠিক কথাটিই বলেছেন। সেতারের সাতটি তারের একটি যদি হারিয়ে যায় সেতার কি আর আগের মত বাজতে পারবে বা গাইতে পারবে? গাইলেও সেটা থেকে হয়তো শুধু কান্নার সুরই বেরোবে।
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন।

আমিন।
ভাল থাকুন করুনাধারা।

১৫| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১০

করুণাধারা বলেছেন: আপনার ক্রেস্ট দেবার আইডিয়া আর নকশা, দুটোই চমৎকার হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৪

পুলক ঢালী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করুণাধারা। তিনি ভীষন ভীষন সজ্জন মানুষ ছিলেন, উপন্যাসের উছিলায় আসলে ব্যাক্তি হেনাভাইকেই ক্রেষ্টটি দিয়েছিলাম।
আমি ভেবেছিলাম কেউ হয়তো জানবে না বিষয়টি গোপনই থাকবে, কিন্তু হেনাভাই ক্রেষ্টের ছবিসহ মন্তব্য করে হাটে হাড়ী ভেঙ্গে দিয়েছিলেন।
এই স্মৃতিচারন পোষ্টের প্রয়োজনে এই ব্যাক্তিগত বিষয়গুলো চলে এসেছে, ব্লগার ভাইবোনেরা কি চোখে দেখছেন জানিনা, আমি কিন্তু এগুলোর জন্য ভিতরে ভিতরে ভীষন লজ্জা বোধ করছি।
আপনার মন্তব্য আমাকে এ কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে, সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন করুণাধারা

১৬| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৪

ডঃ এম এ আলী বলেছেন:



খুব আল্প কথায় সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের সকলের প্রিয়
শ্রদ্ধেয় গুণী ব্লগার আবু হেনা মোহাম্মদ অসরারাফুল ইসলামকে ।
তাঁর লেখা গল্প উপন্যাস পাঠ করতাম মুগ্ধ হয়ে। তাঁর প্রয়ানে একটি কথাই
মনে পড়ে মানুষের জীবন হলো একটি সামগ্রিক ও বহুমাত্রিক সত্তা ।
জীবনের সাথে সাহিত্যের সম্পর্ক কতটা ওতপ্রোত, সাহিত্য কিকরে সুকুমারভাবে
লালিত-পালিত হয়, উন্নতি ও উৎকর্ষ লাভ করে তা হেনা ভাই সুন্দরভাবে দেখিয়েছেন।
আবেগ ও চেতনাকে সুন্দর ও চিত্তাকর্ষক শব্দ বিন্যাসের মাধ্যমে ব্যক্ত করেছেন তিনি ।
গল্প , উপন্যাস ও রম্য রচনার সম্ভারে তিনি দেখিয়েছেন গদ্য আকারে রচিত সাহিত্য কিভাবে
কিভাবে আকর্ষনীয় রুপ নিয়ে উপস্থিত হতে পারে অগনিত পাঠকের অনুভুতি, চিন্তা ও চেতনাতে।
মানুষের অন্তর্নিহিত সৌন্দর্যবোধ ও সৌন্দর্য চেতনাকে উজ্জীবিত, উচ্ছ্বসিত ও উদ্ভাসিত করে
তুলতে সক্ষম হয়েছেন তিনি তাঁর সাহিত্য কর্মের মাধ্যমে । জীবনমুখী সৌন্দর্য চেতনাকে
জীবনের সাথে সঙ্গতিপূর্ণ বানাতে এবং উচ্চ মানসম্মত লালিত্য ও সুধাময় করে তোলতেও
সফল হযেছেন তিনি দারুনভাবে। এই গুণী সাহিত্যিকের মহাপ্রয়ানে আমাদের সাহিত্য
ভুমনসহ সামুপরিবারে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পুরণ হওয়ার নয় ।
আল্লার কাছে দোয়া করি তিনি যেন তাঁকে জান্নাতবাসী করেন ।
তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি রইল সহমর্মিতা ।

প্রিয় হেনা ভাইকে নিয়ে লেখা পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম ।

আপনার প্রতি রইল শুভেচ্ছা

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪

পুলক ঢালী বলেছেন: আমাদের প্রিয়, শ্রদ্ধেয়, আইকনিক লেখক এবং গবেষক জনাব ডঃ এম এ আলী ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ব্যাখ্যা এবং বিশ্লেষনধর্মী একটি মন্তব্য প্রদান করার জন্য।
আমি ভীষন ভীষন খুশী হলাম এই জন্য যে আপনার মন্তব্যের মান আমার লেখার মানকে অতিক্রম করে সুউচ্চ আসনে অবস্থান নিয়েছে।
আপনি একজন লেখকের হৃদয়কে, ভাবনাকে, কল্পনাকে বিশ্লেষন করেছেন এ্যানাটমিক্যালি, খুবই ভাল লাগলো। সার্বজনীন ভাবে একজন লেখক কিভাবে লিখেন, কি উদ্দেশ্য সাধনে লিখেন, কিভাবে পাঠকের মনের আর্গল খুলে ভিতরে আসন গেঢ়ে বসেন, এসকল ক্ষেত্রে হেনাভাইয়ের সফলতা ইত্যাদি নিয়ে এমন সুন্দর মন্তব্য করেছেন যে আপনার মন্তব্যটি স্বর্ণাক্ষরে বাধাই করে রাখার মত।
ভাল থাকবেন ডঃ এম এ আলী ভাই।

১৭| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩৫

অজ্ঞ বালক বলেছেন: অত্যন্ত সজ্জন, অমায়িক, ভালো মনের একজন মানুষকে হারালাম আমরা। মহান আল্লাহ সুবহানাতাআলা তাকে বেহেশত নসীব করুন, আমিন।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৯

পুলক ঢালী বলেছেন: ঠিক বলেছেন জনাব অজ্ঞ বালক ধন্যবাদ আপনাকে।
মহান আল্লাহ সুবহানাতাআলা তাকে বেহেশত নসীব করুন, আমিন।
আমিন।
ভাল থাকুন।

১৮| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আড্ডাঘরের নিয়মিত কারো পোষ্টের অপেক্ষাতেই ছিলাম
গুরু, ওস্তাদ সর্দারের স্মরণ, আর কে ভাল করতে পারবে আড্ডাঘরের মানুষ ছাড়া!

আপনাদরে কি ওয়ার্ডটা দারুন ছিল :) নয়নতারা
কদিন আগে প্রামানিক ভাই, সাদা মনের মানুষ ভাই উনারাও গিয়েছিলেন।
দেখে এসে আপডেট দিয়েছিলেন ফেসবুকে। জেনে মনে স্বস্তি পেতে না পেতেই হেনা ভাই আমাদের ছেড়ে চলৈই গেলেন!

হেনা ভাইর রুহের মাগফিরাত কামনা করছি। জীবনের ওপারের জীবনে ভাল থাকুন।
শান্তি, সূখ আর মুক্তির আনন্দে অবগাহন করুন।



০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

পুলক ঢালী বলেছেন: বিদ্রোহী ভৃগু, প্রিয় কবিভাই শুভেচ্ছা নিন।
আমি পোষ্ট দিলেও মনে হচ্ছে হেনাভাইয়ের বিষয়ে ১%ও সঠিক ভাবে বলতে পারলাম কিনা ? আমি ওনাকে ভার্চুয়ালি চিনি। কিন্তু কামাল ভাই, প্রামানিক ভাইয়েরা ওনার সান্নিধ্যে গিয়েছেন। আরাফআহনাফ এবং ফাহিম সাদি ওনার সাথে ঘুরে বেড়িয়েছেন,ম্যাডমাক্সের সাথে টেলিফোনিক যোগাযোগ ছিলো। সামমা ও প্রামানিক ভাইয়েরা দ্বিতীয় স্ট্রোকের পর দেখা করতে গিয়েছিলেন, সে সময় "হেনাভাই অসুস্থ্য" লিখে একটি পোষ্ট দিয়েছিলাম হেনাভাই তখন কথা বলতে পারতেন না।

হেনা ভাইর রুহের মাগফিরাত কামনা করছি। জীবনের ওপারের জীবনে ভাল থাকুন।
শান্তি, সূখ আর মুক্তির আনন্দে অবগাহন করুন।

দারুন শুভ-ইচ্ছা এবং প্রার্থনা, ইস্! ওপারের জীবনের খবর যদি মর্তবাসীরা জানতে পারতেন !!!
ভাল থাকুন কবিভাই।

১৯| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: একজন ব্লগারের জন্য আরেকজন ব্লগারের ভালোবাসা দেখতেও ভালো লাগে।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

পুলক ঢালী বলেছেন: প্রানী হিসেবে মানুষের তুলনায়ও অনেক বেশী সহমর্মিতা দেখানোর মত প্রানী এ জগতে রয়েছে।
আপনি কাকের বাসা থেকে একটি বাচ্চা নামিয়ে দেখবেন সহমর্মিতা কাহাকে বলে জানতে পারবেন !! ;) :D
পুনরায় ফিরে এসে মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন রাজীব নুর ভাই। :)

২০| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫০

আরাফআহনাফ বলেছেন: পুলক ঢালী ভাই শুভেচ্ছা জানবেন -
হেনা ভাইকে নিয়ে কিছু লিখবো লিখবো করে আমি পারছি না - কত কথা যে মনে চলে আসছে - বহুবার শুরু করেও শেষ করতে পারিনি - আপনি আবারো সাহায্য করলেন তাঁকে নিয়ে লিখে।
অসাধারন এক সাদা মনের মানুষ হারালাম আমরা ব্লগ থেকে, আমাদের আড্ডা থেকে।

আমাদের কামাল ভাইয়ের পোষ্টে আমার মন্তব্যটা কপি/পেস্ট করলাম - আশা করি কিছু মনে করবেন না।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছু মৃত্যু মেনে নেয়া অনেক কস্টের হয় - যেমন হেনা ভাইয়ের মৃত্যু। যদিও ওনার বয়স হয়েছিল, আর আগে স্ট্রোকের আঘাত ছিল তারপরও এমন সজ্জন, আন্তরিক ব্যক্তির চলে যাওয়া মেনে নিতে কস্ট হয়।
আমার সহধর্মিনী আর আমি সেই রাতে(২এপ্রিল) ঘুমাতে পারিনি - রাত ১০:৩০ হেনা ভাবী ফোন করে জানালেন তাঁর চির প্রস্থানের কথা - বিমুঢ় হয়ে বসেছিলাম। ব্লগার ফাহিম সাদী ভাইকে জানালাম - মেসেজ করে। বুকের ভেতর কী এক কষ্ট যেন গুমড়ে গুমড়ে কাঁদছে।

মনে পড়ে কতো হাজারো খুনসুঁটি সামুপাগলার আড্ডাঘরে - বয়সের কোন বাঁধা ছিলো না - নির্মল আনন্দে - সবাইকে আপন করে নেয়ার কী বিস্ময়কর ক্ষমতা তাঁর।
তাঁর আত্মজৈবনিক গল্প পড়ালাম, জানলাম গভীরে -তাঁরই পাঠানো বই থেকে।
সবসময় ফোন করতেন - পরিবারের খুঁটিনাটি সব জানতে চাইতেন - আমিও শেয়ার করতাম সবকিছু নির্দ্বিধায় - দেখা হয়নি তারপরও ভরসা করা যায় - এমনই নির্ভরতার প্রতীক ছিলেন তিনি আমার ও আমার পরিবারের কাছে।
২০১৮ সালে আমি আর সহ ব্লগার ফাহিম সাদি ভাই মিলে চলে গেলাম রাজশাহীতে - আমি চট্টগ্রাম থেকে আর সাদি ভাই সিলেট থেকে - আমাদের কাছে তাঁর ফোন নাম্বার থাকলেও তাঁকে জানাইনি আমাদের আগমনের কথা - সারপ্রাইজ দেবো বলে। শুধু বইয়ের দেয়া ঠিকানা সম্বল করে অনেক খুঁজে পর গেলাম তাঁর বাসায় - তিনি হতবাক আমাদের দেখে! পুরো এক বিকেল আমাদের সাথে ঘুরলেন - পদ্মায়, নৌকা করে, ঘুরে ঘুরে দেখালেন রাজশাহী। রাতে না খেয়ে আসতে পারিনি।

কথা দিয়েছিলেন- চট্টগ্রাম বেড়িয়ে যাবেন - তাঁর অনেক স্ম্বৃতির শহর এই চট্টগ্রাম - দু:সময়ের আশ্রয়স্হল।
না - আসতে পারেন নি তিনি চট্টগ্রামে - খুব ইচ্ছা থাকা স্বত্তেও।

ধীরে ধীরে অসুস্হ হয়ে পড়লেন অনেক বেশী - আবারো স্ট্রোক করলেন -কথা বলতে পারতেন না। চিকিৎসা করে কিছুটা সুস্হ হলেন , হেনা ভাবীর মোবাইলে ভিডিও কলে কথা হয়েছিল - খুব উৎফুল্ল হয়ে পড়েছিলেন- জড়িয়ে জড়িয়ে কথা বলার চেস্টা করেছিলেন।
জানতাম কামাল ভাই আর প্রামানিক ভাই মিলে তাঁকে দেখতে যাবেন (ভাবী বলেছিলেন) - আমারও ইচ্ছে ছিলো দেখে আসবো আরেকবার তাঁকে - ব্যস্ততায় যাওয়া হলো না - আর হলো না দেখা প্রাণপ্রিয় হেনা ভাইয়ের সাথে।

যেখানেই থাকুন - ভালো থাকুন - শান্তিতে থাকুন হেনা ভাই । আপনার মতো সাদা মনের মানুষদের জন্যই সেটা প্রাপ্যই বটে।

মহান আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের হেনা ভাইকে বেহেস্ত নসীব করুন - আমীন - আমীন।



আমি আবু হেনা মোহাম্মদ আশরাফুল ভাইয়ের ছবি সামুতে স্টিকি করার জোর দাবী জানাচ্ছি।

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই। আমি লিখেছি মূলতঃ আড্ডাঘর ভিত্তিক স্মৃতি নিয়ে। কিন্তু আপনারা তো ওনার সাথে দেখা করেছেন। ওনার ব্যাক্তি জীবনের পরিচিতি নিয়ে এখনও একটা পোষ্ট লেখার সুযোগ রয়েছে।
ম্যাডমাক্স ভাই কিছু তথ্য উল্লেখ করে মন্তব্য রেখেছেন । আপনাদের দুজনের মন্তব্যের বিষয় গুলো সংকলিত করে তার সাথে আপনাদের(টেলিফোনিক কথপোকথনের স্মৃতি) অভিজ্ঞতা যোগ করে একটি পোষ্ট দিতে পারলে ভাল হয়। আপনার দাবীর সাথে সহমত। আশা করি ব্লগ কর্তৃপক্ষ একটি শোক সংবাদের ব্যানার টাঙ্গাবেন।
ভাল থাকুন আরাফআহনাফ ভাই।

২১| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৭

আখেনাটেন বলেছেন: শকড। ইন্না...রাজিউন। কবে ঘটল? বেদনাদায়ক। :(

আমরা একজন অত্যন্ত গুণী ব্লগার তথা মানুষকে হারালাম।

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৫

পুলক ঢালী বলেছেন: এইতো ২রা এপ্রিল শুক্রবার রাত সাড়ে দশটার আগে।

আমরা একজন অত্যন্ত গুণী ব্লগার তথা মানুষকে হারালাম।
একদম মন থেকে উঠে আসা সত্যকথন।
ধন্যবাদ আখেনাটেন ভাই ।
ভাল থাকুন।

২২| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

মিরোরডডল বলেছেন:




যে কোনও বিদায় কষ্টদায়ক আর যদি হয় প্রিয় কারো চলে যাওয়া তাহলে আরও বেশী কষ্ট ।
ওনার সাথে পরিচয়ের সুযোগ হয়ে উঠেনি । সবার মন্তব্য প্রতিমন্তব্যে বুঝতে পারছি কেনো ওনার চলে যাওয়া সবার মাঝে শূন্যতা নিয়ে এসেছে । আমার মতো আড্ডা পাগল মানুষ কেমন করে ওনাকে মিস করে গেলাম । আমি যেসময় আড্ডা ঘরে যাই লাস্ট ইয়ার, উনি সেসময় সম্ভবত অসুস্থ ছিলেন ।

স্বপ্ন বাসর অবশ্যই সময় করে পড়বো । ওহ নো ! উনি একহাতে এক আঙ্গুলে লিখতেন ??? ইস, কি কষ্টই না হতো !
আচ্ছা আমাদের সামু পাগলা পিচ্চু কি এই নিউজটা শুনেছে ? ও নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে ।

পুলককে অনেক থ্যাংকস এতো সুন্দর স্মৃতিচারণ লেখার জন্যে । তাই ওনাকে কিছুটা জানতে পারলাম ।
না ফেরার দেশে উনি যেন ভালো থাকেন এই প্রত্যাশা ।





০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৪৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ মিররডল আপনার অনুভুতিগুলি শেয়ার করার জন্য।
যে কোনও বিদায় কষ্টদায়ক আর যদি হয় প্রিয় কারো চলে যাওয়া তাহলে আরও বেশী কষ্ট ।
ভীষনভাবে সহমত।
ভাল থাকবেন।

২৩| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আমাদের সবার প্রিয়জন ছিলেন হেনা ভাই।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৮

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ম্যাডাম মনিরা সুলতানা।
আমাদের সবার প্রিয়জন ছিলেন হেনা ভাই।
১০০% সহমত।
ভাল থাকুন ম্যাডাম।

২৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩

ঢুকিচেপা বলেছেন: লেখার প্রতি কতটা আগ্রহ এবং আন্তরিকতা থাকলে একটা মানুষ এক আঙুল দিয়ে লিখতে পারেন !!!!

পরম করুণাময় আল্লাহ্ ওনাকে জান্নাতবাসী করুন।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৫

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা । তিনি উপন্যাস একটি লিখলেও অনেক ছোট গল্প লিখেছেন। তিনি ছিলেন জাত সাহিত্যিক সাহিত্যের প্রতি দুর্দমনীয় ভালবাসা ওনাকে এক আঙ্গুলে লিখতে প্রেরনা যুগিয়েছে।

পরম করুণাময় আল্লাহ্ ওনাকে জান্নাতবাসী করুন।
আমিন।
ভাল থাকুন বোন ঢুকিচেপা।

২৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৫২

রাকু হাসান বলেছেন:

মিস করব।সবার সাথে মিশে যাবার দারুণ ক্ষমতা ছিল গুরুজির মাঝে।ভাল কাটুক পরকালের সময়।

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৩

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ রাকু হাসান ভাই।
মিস করব।সবার সাথে মিশে যাবার দারুণ ক্ষমতা ছিল গুরুজির মাঝে।ভাল কাটুক পরকালের সময়।
১০০% সহমত।
আপনার দোয়া কবুল হোক এই আরজী রইলো।
ভাল থাকুন রাকু ভাই।

২৬| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২২

শায়মা বলেছেন: হেনাভাইয়ার মৃত্যু শুধু একজন ব্লগারের মৃত্যু নয় এটা যেন একজন বড় ভালোমানুষ বড় ভাইয়ার মৃত্যু। তার গল্প লেখা ভালো লাগবেনা এমন মানুষও মনে হয় নেই। তবে তার কোনো লেখা আর কখনও দেখা যাবে না......

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৫

পুলক ঢালী বলেছেন: হেনাভাইয়ার মৃত্যু শুধু একজন ব্লগারের মৃত্যু নয় এটা যেন একজন বড় ভালোমানুষ বড় ভাইয়ার মৃত্যু।
একদম সঠিক কথা এক বাক্যে সঠিক মূল্যায়ন করেছেন শায়মা ম্যাডাম।
আড্ডাঘরের সুবাদে ওনাকে খুব ভালভাবে বুঝতে পারতাম। আমরা কষ্ট পাবো জেনে ওনার যাবতীয় শারিরীক কষ্ট অসুবিধা গোপন রেখে আমাদের সাথে হাসি ঠাট্টা মস্করা করতেন। কিন্তু মাঝে মাঝে কিছু ব্যাতিক্রম আমাদের সন্দেহের উদ্রেক করতো এবং দেখা যেত সত্যিই তিনি অসুস্থ্য হয়ে পড়েছিলেন।
আমরা ওনাকে চাঙ্গা রাখার জন্য হাসি কৌতুকে মজা করলেও ঔষধ সেবন স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার কথা বার বার স্মরন করিয়ে দিতাম আরো বলতাম বুড়ী ভাবীর যাবতীয় নির্দেশ আপনার জন্য অবশ্যপালনীয়।
কিছুদিন আগে তিনি অকস্মাৎ অসুস্থ্য হয়ে পড়েন । সেটা নিয়ে সাময়িক পোষ্ট দিয়েছিলাম। সেই সময় তিনি দুর্যোগ কাটিয়ে সাময়িক ভাবে সেড়ে উঠেন এবং ব্লগিংও করেন। তার কিছুদিন পরেই আবার স্ট্রোক করেন এবং তখন আর কথা বলতে পারতেন না।
মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল মাত্র ৬৬ বৎসর, অথচ লাসভেগাসে ৯০ বৎসরের বুড়ো বুড়ীদের চলতে ফিরতে এবং হোটেলে আমাদের সার্ভ করতে দেখে যারপর নাই অবাক হয়েছিলাম (সেটা অন্য গল্প কখনো মন চাইলে লিখতেও পারি)।
সেই বিচারে হেনাভাই অকালে মহাকালের পথে যাত্রা করেছেন যা মেনে নিতে কষ্ট হচ্ছে।

পাঠ ও মন্তব্যে খুশী হলাম ভাল থাকবেন শায়মা ম্যাডাম।

২৭| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪০

মূর্খ বন মানুষ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অনেক দিন ধরেই কর্ম ব্যস্ত জীবন এর জন্য ব্লগে অর্থাৎ আড্ডাঘরে আসা হয়না। আজ আড্ডাঘরে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম! তিনি অসুস্থতার জন্য আড্ডাঘরে আসছেন না সেটা জানতাম কিন্তু এভাবে আমাদের ছেড়ে চিরতরে চলে যাবেন সেটা আশা করিনি। তার সাথে আমার পরিচয় আড্ডাঘরে এবং খুব একটা বেশি দিনের না। এই অল্প দিনের মধ্যেই কি আপন করেই না নিয়ে ছিলেন! তার জীবনের না না বাকের গল্প শোনাতেন আর কি মজার ছলেই না কষ্ট গুলোকে প্রকাশ করতেন। তার বই পড়ার সৌভাগ্য আমার হয়নি তবে তার ধারাবাহিক পোষ্ট গুলো পড়েছি এই বই এর। নিজের বুকে কি কষ্ট চেপে অন্যদের মুখে হাঁসি ফোটাতেন ভাবতেই অবাক লাগে! আল্লাহ্‌, হেনা ভাইকে জান্নাতুল ফেরদাউস এ নসীব করুন। তার ইচ্ছা অনিচ্ছায় করা পাপ গুলোকে ক্ষমা করুন।

০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪

পুলক ঢালী বলেছেন: মূর্খ বন মানুষ ভাই খুব সুন্দর করে যেন আমার মনের কথাগুলোই আপনি বললেন অল্পদিনের পরিচয়েও আপনি খুব ভালভাবে হেনাভাইকে চিনেছিলেন। ওনার সাথে কত যে কৌতুক করেছি দুষ্টুমী করেছি উনিও সমান তালে পাল্লা দিয়ে আমাদের সাথে আড্ডা দিয়েছেন যেন আমাদের চেয়েও তরুন একজনকে পেয়েছিলাম। জীবনচক্রের নিয়মানুসারে সবাই হারিয়ে যাবে তারপরও মেনে নিতে কষ্ট হয় এত তাড়াতাড়ী এমন কি হওয়ার কথা ছিলো?

আল্লাহ্‌, হেনা ভাইকে জান্নাতুল ফেরদাউস এ নসীব করুন। তার ইচ্ছা অনিচ্ছায় করা পাপ গুলোকে ক্ষমা করুন।
আমিন।
ভাল থাকুন মূর্খ বন মানুষ ভাই।

২৮| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০১

আনমোনা বলেছেন: কি যে শুন্য লাগছে, বলে বুঝানো যায়না। এই তো সেদিন আড্ডাঘরে তার সাথে পরিচয়। তিনি কিভাবেই না সবাইকে আপন করে নিতেন। হেনা ভাই যেন পরলোকে ভালো থাকেন, এই প্রার্থনা করি।

০৯ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১০

পুলক ঢালী বলেছেন: ঠিকই বলেছেন আনমোনা ম্যাডাম।
কেমন শূন্যতা আমাদের ঘিরে ধরেছে তা আমরা ভাষায় ব্যক্ত করতে পারছিনা কিন্তু হৃদয়ে ভীষনভাবে অনুভব করতে পারছি।
ভগবান আপনার প্রার্থনা মঞ্জুর করুন এই প্রার্থনা রইলো।

ভাল থাকুন আনমোনা ম্যাডাম।

২৯| ১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

মোস্তফা সোহেল বলেছেন: লেখাটি অনেক আগেই পড়েছি কিন্তু ব্যস্ততার কারনে কিছু বলতে পারিনি।
বুকের কষ্টকে চেপে রেখে একটু পরে হলেও যে হেনা ভাইকে নিয়ে স্মৃতিচারন করেছেন তার জন্য ধন্যবাদ।
খুব কাছের কেউ মারা গেলে যেমন কষ্ট হয় ঠিক তেমনই কষ্ট নিয়ে কেটেছে কদিন।তার মাঝেও জীবন কি থেমে থাকে।
খুব ইচ্ছে ছিল আমারও, একদিন হেনা ভাইয়ের সাথে দেখা করব।কিন্তু তা আর হল না।
আড্ডা ঘরে হেনা ভাইয়ের সাথে সে ভাবে আমার কথা না হলেও উনার কমেন্ট গুলো আমি খুব মনযোগ দিয়ে পড়তাম।
উনার কত মন্তব্য পড়ে যে আমি প্রান খুলে হেসেছি তার ঠিক নেই।
দোয়া করি মহান আল্লাহ হেনা ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৩

পুলক ঢালী বলেছেন: মোস্তফা সোহেল ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের সবার মনেই অব্যক্ত কথা আছে ব্যথা আছে।
মন্তব্যে আপনার অনুভূতি সুন্দরভাবে শেয়ার করেছেন।
আমি একটু ব্যস্ত ছিলাম তাই পোষ্ট লিখতে দেরী হয়েছে।

দোয়া করি মহান আল্লাহ হেনা ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আপনার দোয়া কবুল হোক এই প্রার্থনা করি।
ভাল থাকুন।
(আপনি আমার পুরনো একটা পোষ্টে মন্তব্য রেখেছেন এখনো রিপ্লাই দেইনি পরে একসময় দেবো)

৩০| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২০

ক্লে ডল বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে এটা কি শুনলাম!!! :(
আল্লাহ হেনা ভাইয়ের আত্মার উপর শান্তি দান করুন।

১৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৮

পুলক ঢালী বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে উত্তর দেওয়ার জন্য। জ্বী! ক্লে ডল হেনাভাইয়ের প্রয়ান আপনার মত আমাদের কাছেও বজ্রাঘাতের মত।
আল্লাহ আপনার দোয়া কবুল করুন আমিন।

৩১| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:০২

কামরুননাহার কলি বলেছেন: ব্লগে অনেক দিন ধরেই আসিনা। অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পরেছি। আবু হেনা এই সম্মানিতে মানুষটাকে আমার বেশ পছন্দের ছিলেন। আজ হঠাৎ ব্লগে এসে প্রথমে ওনার শোক সংবাদদের ব্যানারটা চোখে পড়লে মনটা কেমন যেনো ঘাবড়ে গেলো চোখকে বিশ্বাস করাতে পারছি না। চোখ কচলাতে হয়েছে ‍দুবার। দোয়া করি আল্লাহ যেনো তাকে জান্নাত দান করেন।

১৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৩

পুলক ঢালী বলেছেন: কামরুননাহার কলি দেরীতে উত্তর দেওয়ার জন্য দুঃখীত। শুনে আমাদেরও বিশ্বাস হচ্ছিলো না। মেনে নিতে অনেক কষ্ট হয়েছে। আপনার দোয়া যেন আল্লাহ্ কবুল করেন এই কামনা করি।

৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৪

আরাফআহনাফ বলেছেন: হেনা ভাইকে মিস করি অনেক ......।
ভাবীকে ফোন দেবো দেবো করে দেয়া হয়না - কেমন যেন শুন্যতা গ্রাস করে - যদিও শেষ কথায় ভাবী বলেছিলেন - তাঁদের যেন ভুলে না যাই।

আমি ভুলিনি - ভুলতে পারিও নি-
দোয়া করি হেনা ভাইয়ের জন্য .. আল্লাহ যেন তাঁকে বেহশত নসিব করেন - আমিন ।

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫৫

পুলক ঢালী বলেছেন: আমি জানিনা এতদিন পর রিপ্লাই দিলে আপনার চোখে পড়বে কিনা ! আমি বলবো যেহেতু ভাবীর সাথে পরিচয় হয়েছে তাই শত ব্যস্ততার মাঝেও ভাবীকে ফোন করে খবর নেওয়া উচিৎ। ভাল থাকবেন আবু আরাফআহনাফ ভাই।

৩৩| ০৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেহশতবাসী হোন হেনা ভাই সেই কামনা করি। এখন আর আড্ডা ঘরে যাওয়া হয়না। ভাই বছর শেষ হতে চলল নতুন পোস্ট কই ???

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৯:০১

পুলক ঢালী বলেছেন: মাইদুল ভাই ধন্যবাদ। আমি জানিনা আড্ডাঘরের অস্তিত্ব আদৌ আছে কিনা !!
আমি আপনাদের মত জাত ব্লগার নই খেয়াল খুশী মত লিখতাম এখন সেই খেয়াল আর আসেনা, ব্লগের সেই পাঠকও নেই,মুক্ত স্বাধীনভাবে লেখার পরিবেশ নেই সেজন্য ভিতর থেকে কোন প্রেরনা আসেনা -------
ভাল থাকুন মাইদুল ভাই।

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া কেমন আছেন?
অনেক দিন আপনার কোন খোজ নাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.