নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

~এর জবাব কে দেবে~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

এদের দায়দায়িত্ব কে নেবে??



হ্যা, আপনাদেরই বলছি, শাহবাগের নেতৃস্থানীয় ব্যাক্তি বর্গ। "রাজীব হায়দার" এর নৃশংস হত্যা কি আপনাদের বিরোধিতার কারণে নাকি জামাত-শিবির এর দ্বারা সংঘটিত?? এর জবাব কে দেবে তার পরিবার পরিজনকে? আপনাদের কি মনেহয় রুটিন মাফিক আন্দোলনের জন্যে এতদিন সবাই শাহবাগে অবস্থানরত?? রুটিন মাফিক তো পড়াশুনাও হয় না আমি যতটুকু অনুভব করি। আর কোন কিছু তে একটা ব্যাবধান অবশ্যই সেই শক্তি কে দুর্বল করে টা আমিও যেমনটা জানি আপনারাও জানেন। তবে কেন এই সিদ্ধান্ত আপনাদের?? ধরে নিলাম "থাবা বাবা" অর্থাৎ "রাজীব হায়দার" আপনাদের বলি নয়। কিন্তু এই সিদ্ধান্তের বলি নয় তা কি অস্বীকার করতে পারবেন?



জানিনা কার কি মতামত। তবে এইরকম আত্মঘাতী মতামতের ফলেই আজ আমাদের উপরে হামলা করার সাহস হয় নপুংশক গুলোর। ওদের সাহস নেই জনসমুদ্রের সম্মুখীন হওয়ার। ওদের সাহস নেই সত্যের মুখোমুখি হওয়ার। ওদের সাহস নেই মিথ্যা কে মিথ্যা বলার। কিন্তু সাহস আছে আত্মঘাতী হওয়ার। সাঈদী, কাদের মোল্লা সহ তাদের বাপ গুলো কি তাদের হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে এই ধরণেরকাজের পরে ???



কোন প্রশ্নেরই জবাব নেই। সকল জবাব ধুয়ে মুছে যাবে "রাজীব হায়দার" এর পরিবার পরিজনের আর্তচিৎকারে, আহাজারিতে।



থু দেই এইরকমের কু-রুচিপুর্ণ মানসিকতায়।



প্রত্যাখ্যান করলাম ১০ ঘন্টার রুটিন মাফিক আন্দোলন। প্রত্যাখ্যান করলাম সকল নেতৃস্থানীয় ব্যাক্তি দেরই, যাদের একটি ভুল সিদ্ধান্তের বলি আমাদেরই সহযোদ্ধা। যেমনই প্রত্যাখ্যান করেছিলাম শাহবাগের সকল রাজনৈতক নেতাদের।



আনতিবিলম্বে "রাজীব হায়দার" এর খুনের বিচারে আবার এক হওয়ার কর্মসূচি চাই।



নিউজ লিঙ্কঃ



প্রথম আলোঃ Click This Link



বিডি নিউজ২৪ঃ Click This Link



ব্লগার মরে বাংলাদেশে, খবর সবার আগে দেয় পাকিস্তান ডিফেন্স ফোরাম......



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.