নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মস্তিষ্ক বিকৃত, কিন্তু বিক্রীত নয়\" (never care for what they say......)

পুরোনো পাপী

"তোমার মনের মইধ্যে আলেকের বাস, সে না কাউরে শোনে, না কাউরে বোঝে। তুমি যা বোঝাও সে তাই বোঝে।"

পুরোনো পাপী › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি কি আপনার-আমার আছে?? নাকি জয় বাংলার মতন "অনুভূতি" ও কারো নিজস্ব সম্পত্তি হইয়া যাইতেছে ???

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮





"অনুভূতি"



একটি ক্ষুদ্র শব্দ হইলেও উহার বিস্তৃতি বৃহৎ। অনুভূতির বিভিন্ন প্রকরণ রহিয়াছে। তাহার মধ্যহইতে বহুল আলোচিত অনুভূতি হইলো ধর্মানুভুতি, মতান্তরে উহা ধর্মান্ধনুভূতি ও বলা চলে। এই সকল ধর্মান্ধ মানুষের মস্তিষ্কের কতিপয় নিউরণ সকল সময়েই সুপ্তাবস্থায় থাকিলেও, তাহাদের জামাতী মতান্তরে শিবিরী বাপ দের উস্কানিতে উহারা জাগিয়া উঠে। শুধু জাগিয়া উঠিয়াই উহারা ক্ষ্যান্ত হইয়া থাকে নহে, বরং তাহারা দিক্বিদিক জ্ঞ্যানশুন্য হইয়া হাতের কাছে যাহা পায় তাহাই ধ্বংস করিতে পাগল প্রায় হইয়া উঠে। ইহা অনুভূতির এক দিক।



অন্যদিকে অনুভূতির আরো একটি ব্যাপুক আলোচিত দিকের কথা চিন্তা করিলে আমরা দেখিতে পাই যে “সরকারদলীয় অনুভূতি”। এই অনুভূতি বিশেষ বিশেষ কার্য সিদ্ধিতে জাগিয়া উঠে। যেমন কাদের মোল্লার ফাসি দেওয়ার পুর্বক্ষণে জাগিয়া উঠিয়াছিল, তেমনি জাগিয়া উঠিয়াছিল শাহবাগের সাধারণ জনতার ঢলে। আবার সেই একইরকম ভাবে আবারও জাগিয়া উঠিয়াছে তবে অবশ্যই তাহাদের পশ্চাদ্দেশের ক্ষুদ্র চ্ছিদ্রের ব্যাসার্ধ বৃদ্ধি না করিতে। কারণ, সাধারণ মানুষের মাঝে কয়েকজনকে অনায়াসেই হাজতে পুড়িয়া হুজুগে ধর্মান্ধ গুলোকে ঠান্ডা করিয়া নিজের কার্য সিদ্ধি করা খুবই সহজ। আমি হলপ করিয়া বলিতে পারি হযরতে মাওলানা চাঁদনী(চান্দে দেখা গিয়াছিল বলিয়া নতুন বিশেষণে বিশেষিত) সাঈদী সাহেবেরও ফাসি হইবে না। এখন রাষ্ট্রপতি সাহেবকে দিয়া অথবা কোন না কোন টালবাহানা দেখাইয়া উহাকে ফের মুক্ত করিয়া উনাদের কোলে উঠিয়া ক্ষমতায় আসিবার অনুভূতি অনুভব করিতে চাইতেছেন আবারো। (কোলে বসা সঙ্ক্রান্ত কথা বার্তা এক্সপাঞ্জ হইতে পারে)



আরেকপ্রকারের অনুভূতির কথা খেয়াল করিলে দেখিতে পাইবো যে, বিরধীদলীয় অনুভূতি অথবা গাধা অনুভূতি। যাহাদের সকল প্রকার সুযোগ থাকা সত্তেও তাহারা কতিপয়ের কোলে বসিয়া ক্ষমতায় যাওয়ার প্রতিদান দিতে দিতে রাজপথে শহীদ(কথিত) হইবেন, কিন্তু ঋণ উনারা শোধ করিয়াই ছাড়িবেন ইনশাল্লাহ।



অনুভূতির সংজ্ঞা অতঃপর কি দাড়াইতেছে তাহলে??

নিজের খাইয়া পরের মোষ তাড়ানোই অনুভূতি। (কারণ মোষটা যে নিজেই দখল করিবার চিন্তায় বিভোর)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

নাহিয়ান আহমেদ বলেছেন: এতো কঠিন ভাষা!!!

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১১

পুরোনো পাপী বলেছেন: :) অভ্যাস হইয়া গেছে ভাই :/ http://cinemapeoples.com/forbidden-king/4380

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২২

কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আরও কয়েক প্রকার অনুভুতির কথা বলেন নাই, আপনি কোন অনুভুতিতে আবদ্ধ হয়ে এই লিখা লিখছেন ?

ভাই আপনি একবারও কারও ধর্মানুভুতিতে আঘাত করার প্রতিবাধ করলেন না, দেখে অবাক হলাম...

ভাই ওদেরকে যেমন অপরাধীদের মত মিডিয়ার সামনে হাজির করলে কষ্ঠ লাগে ঠিক তেমনি আমার ধর্ম নিয়া কুটুক্তি করলে মনে আঘাত লাগে....

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

পুরোনো পাপী বলেছেন: আমি ধর্মের প্রতি আঘাতের কথা কোথাও উল্লেখ করি নাই :/ জামাত শিবির কি ধর্মের উপরে আঘাত করে নাই :/

কাবা শরীফের ছবি দিয়া নোংড়ামো করে নাই ?? সাঈদীর ছবি নিয়া নোংড়ামো করে নাই??

এই সকল নোংড়ামী তে আঘাত প্রাপ্ত হইয়া পুষ্টাইছি :/

আর পুষ্টের মূল কারণ হইলো স্যান্ডুইচ সরকার। যাদের এক বুক আর পিঠ নাই, দুই পাশেই পিঠ।



তারপরেও মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.